এবার শেষ রক্ষা হবে তো জেনারেল ইব্রাহীমের?

Daily Inqilab কক্সবাজার ব্যুরো/পেকুয়া উপজেলা সংবাদদাতা

২৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম

এবার শেষ রক্ষা হবে তো জেনারেল ইব্রাহীমের? এমন প্রশ্ন চকরিয়া- পেকুয়ার নির্বাচনী এলাকাসহ সর্বত্র। আগামী ৭ জানুয়ারীর বিরোধীদলের ভাষায় প্রহসনের নির্বাচনে প্রার্থী হয়েছেন কল্যাণ পার্টির এক অংশের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। তিনি ১২ দলীয় জোটের নেতা হিসেবে বিএনপির সঙ্গে সরকার বিরোধী আন্দোলনে ছিলেন দীর্ঘদিন। তখন তিনি বলেছিলেন, যারাই এই সরকারের অধীনে নির্বাচনে যাবে তারাই হবে জাতীয় বেঈমান। কিন্তু এ বক্তব্য দেয়ার কয়েকদিন পর নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে বেঈমানীর পরিচয় দিলেন তিনি।

দেশের নির্বাচনী রাজনীতিতে তার দলের কোনো অবস্থান নেই। ২০০৮ সালের নির্বাচনে ঢাকা-১৭ আসনে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। ২০১৮ সালে নিজ এলাকা চট্টগ্রাম-৫ আসনে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে সুবিধা করতে পারেননি তিনি। এবারও তিনি এ দুটির কোনো একটি আসনে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু এ দুটি আসনে জাপা এবং আওয়ামী লীগের দুজন হেভিওয়েট প্রার্থী থাকায় কাজ হয়নি। তবে এবার চকরিয়া-পেকুয়া আসনে তার শেষ রক্ষা হবে তো? এমন প্রশ্ন এখন সর্বত্র।

তাই তিনি কক্সবাজার-১ আসন থেকে প্রার্থী হয়েছেন বলে জানা গেছে। নিজ এলাকায় প্রার্থী না হয়ে কেন অন্য এলাকায় প্রার্থী হয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এই এলাকা তার দলের মহাসচিবের বাড়ি। তাই এই এলাকাকে সুবিধাজনক মনে করেছেন তিনি। তবে চকরিয়া পেকুয়া আসনে ‘ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সরদারের’ মত তিনি। নেতা-কর্মী দুরে থাক দলের কোন পরিচিতিও নেই এখানে।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী এমপি জাফর আলম তৃণমূল থেকে উঠে আসা উপজেলা, পৌরসভা চেয়ারম্যান থেকে তিনি এমপি। বলতে গেলে মাঠ তারই দখলে। এ পরিস্থিতিতে জেনারেল ইব্রাহীমকে উদ্ধারে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ভোটে জেতাতে কূটকৌশলের আশ্রয় নিয়েছে সরকার।

জেনারেল ইব্রাহিমকে জেতাতে প্রথমে ওই আসনের বর্তমান এমপি জাফর আলমকে মনোনয়ন দেয়নি আ.লীগ। মনোনয়ন দিয়েছিল ঋণখেলাপি সালাহ উদ্দিন আহমদ সিআইপিকে। যথারীতি তার মনোনয়নপত্র বাতিল হয়। তারপর ভুয়া অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী বর্তমান আ.লীগ এমপিকে দল থেকে বহিষ্কার করা হয়।

জেনারেল ইব্রাহীম তাতেও আশঙ্কামুক্ত নয় বলে মনে করেন ভোটাররা। কারণ ওই আসনে তিনি বহিরাগত। গোটা পাঁচেক কর্মীও নেই তার। শেষ পর্যন্ত কেন্দ্রের নির্দেশে মাঠে নেমেছে জেলা আ.লীগ। কক্সবাজার-১ চকরিয়া- পেকুয়া আসনে জেনারেল ইব্রাহিমকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগ।

গত শনিবার বিকালে চকরিয়ার এক অনুষ্ঠানে এই সমর্থনের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী সৈয়দ ইব্রাহিম তথা হাতঘড়ির পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। তাই আমরা জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাকে বিজয়ী করব ।

জেনারেল ইব্রাহিম বলেন, এই আসনে যেহেতু নৌকার প্রার্থী নেই। তাই তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকের ভোট পাবেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে বর্তমান এমপি জাফর আলম স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কার পক্ষে যেসব জনপ্রতিনিধি মাঠে নেমেছেন তাদের কারাগারে পাঠানোর হুমকি দেয়া হচ্ছে বলে অভিযেগ করেন স্বতন্ত্র প্রার্থী জাফর আলম।

স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে রয়েছে নানা দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ। অন্যায়ভাবে ভূমি দখল, চিংড়ি ঘের দখল, সন্ত্রাসী বাহিনী লালন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাফর আলম।

জানা গেছে, ইতোমধ্যে প্রশাসন দীর্ঘদিনের অধরা সন্ত্রাসী বহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সন্ত্রাসী অস্ত্রবাজ ও গরু চোর সিন্ডিকেটের কিছু কিছু ধরা পড়তে শুরু করেছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
কী আছে তৌফিকার লকারে?
চট্টগ্রামসহ সারা দেশের পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে: পরিবেশ উপদেষ্টা
আরও

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

কী আছে তৌফিকার লকারে?

কী আছে তৌফিকার লকারে?

ঘটনার তিনদিন পর থানায় মামলা

ঘটনার তিনদিন পর থানায় মামলা

অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা

অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা

শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা

শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা

৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি

৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ