এক মঞ্চে আসছে নির্বাচন বর্জনকারী সব দল
৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
বিএনপিসহ ভোট বর্জন করা সব দলের আন্দোলন এবার আরও জোরদার হচ্ছে। জানুয়ারির শুরু থেকে ভোট বর্জনকারী সব দল এক মঞ্চে আসছে। সবাই এবার একত্রে কর্মসূচি পালন করবে। এ বিষয়ে ভোট বর্জন করা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির চূড়ান্ত আলোচনা হয়েছে। এক মঞ্চে আসার আগ পর্যন্ত বিএনপি ও অন্যান্য দলগুলো গণসংযোগ ভিত্তিক লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। তাদের এ গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আজ (শনিবার) পর্যন্ত চলবে। এরপর সবাই একত্রে ২ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত টানা কর্মসূটি ঘোষণা করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গত কয়েকদিনে আমাদের নেতাকর্মীরা সারা দেশে এক কোটিরও বেশি লিফলেট বিতরণ করেছে। এই কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। নতুন বছরের শুরু থেকে ভোটের দিন অর্থাৎ ৭ জানুয়ারি পর্যন্ত টানা কর্মসূচিতে যাওয়ার ব্যাপারে ভোট বর্জনকরা সব দলের সাথে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে জনগণকে সাথে নিয়েই সবাই একত্রে মাঠে থেকে এ প্রহসনের ডামি ভোটকে প্রতিহত করা হবে।
বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে না থকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী একই দাবিতে একই রকম কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে। তারাও তাদের সাধ্যমত কর্মসূচি পালন করে যাচ্ছে। তবে এবার বিএনপির সাথে অন্যান্য দলের মত জামায়াতে ইসলামীও এক মঞ্চে আসছে। বিএনপির দলীয় সূত্র জানায় জামায়াতে ইসলামী এবার সর্বশক্তি নিয়ে একত্রে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য বাম, ডান ও ইসলামি দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে যুগপতের বাইরে আলাদাভাবে নির্বাচন বর্জন করা সব রাজনৈতিক দল একই মঞ্চে আসার ব্যাপারে আলোচনা হয়েছে।
নির্বাচন বর্জন করা বিভিন্ন দলের নেতাদের সাথে কথা বলে জানা যায়, তারা এবার আন্দোলনে বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। এবারের আন্দোলন থেকে পিছিয়ে আসার আর কোন সুযোগ নাই। একতরফা এই ডামি নির্বাচনকে যে ভাবেই হোক প্রতিহত করা হবে। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমাদের যুগপৎ আন্দোলন এবার এক মঞ্চে আসবে। এই প্রহসনের ডামি নির্বাচন প্রতিহত করতে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো। আমাদের বিশ্বাস জনগণের এ আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে রয়েছে।
গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার স্বৈর ও ফ্যাসিবাদী সরকার। এ সরকার প্রশাসনকে ব্যবহার করে দেশে একটা তামাশার ডামি নির্বাচন করে তাদের ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করতে চায়। তবে দেশের জনগণ তা হতে দেবে না। জনগণকে সাথে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে এবার তাদের এই ডামি নির্বাচনকে প্রতিহত করা হবে। এ সরকার চরম দুর্নীতিবাজ সরকার। দুর্নীতি কি পরিমাণ হয়েছে তা মন্ত্রী এমপিদের হলফনামা দেখলেই বুঝা যায়। বিদেশে টাকা পাচার করে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই লুটেরা সরকারকে এবার জনগণ অবশ্যই প্রতিহত করবে।
জামায়াতে ইসলামী প্রচার বিভাগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনের বিষয়ে চ’ড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারির শুরুতেই সবাই মিলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
'বিশ্ব মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন আনিকা আলম, প্রার্থনা করেছেন ভোট'
ধামরাইয়ে পুলিশ ক্যাম্পে ঝুলছে তালা
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়ে মুচড়ে আহত-৫
কুষ্টিয়া র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
মার্কিন নির্বাচনের ফলাফল গাজা, ইউক্রেন ও সুদান যুদ্ধ প্রভাবিত করবে?
ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কুষ্টিয়া সরকারী কলেজের বিএনসিসি ও রোভার স্কাউট
নাজমা মোবারেক ইতিহাসে প্রথম নারী সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগে
ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আ'লীগ নেতা শশধর সেন গ্রেফতার
আখাউড়ায় সংঘর্ষে আহত নয়জন, পাল্টাপাল্টি মামলা
ভারতে হলে কিভাবে নির্বাচনী প্রচার চালাতেন ট্রাম্প-কমলা
রংপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যু দন্ড, ১ জনের যাবজ্জীবন
ইবিতে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামীপন্থীদের যত তৎপরতা
পঞ্চগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক
লাইসেন্স ফি কমানোর দাবিতে ফরিদপুরে অটো চালকদের বিক্ষোভ-মানববন্ধন
আটঘরিয়ার হস্তালিত তাঁতের তৈরি চাচকিয়ার লুঙ্গি এখন একটি ব্রান্ড
রংপুর মেডিকেল নতুন অধ্যক্ষকে অপসারণের দাবিতে কর্মবিরতি
পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেল দেশের আরেকটি প্রতিষ্ঠান
শ্যামপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু
টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে চুরি
রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী, অক্টোবরে প্রবাসী আয় ২.৩০ বিলিয়ন ডলার