এক মঞ্চে আসছে নির্বাচন বর্জনকারী সব দল
৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
বিএনপিসহ ভোট বর্জন করা সব দলের আন্দোলন এবার আরও জোরদার হচ্ছে। জানুয়ারির শুরু থেকে ভোট বর্জনকারী সব দল এক মঞ্চে আসছে। সবাই এবার একত্রে কর্মসূচি পালন করবে। এ বিষয়ে ভোট বর্জন করা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির চূড়ান্ত আলোচনা হয়েছে। এক মঞ্চে আসার আগ পর্যন্ত বিএনপি ও অন্যান্য দলগুলো গণসংযোগ ভিত্তিক লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। তাদের এ গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আজ (শনিবার) পর্যন্ত চলবে। এরপর সবাই একত্রে ২ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত টানা কর্মসূটি ঘোষণা করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গত কয়েকদিনে আমাদের নেতাকর্মীরা সারা দেশে এক কোটিরও বেশি লিফলেট বিতরণ করেছে। এই কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। নতুন বছরের শুরু থেকে ভোটের দিন অর্থাৎ ৭ জানুয়ারি পর্যন্ত টানা কর্মসূচিতে যাওয়ার ব্যাপারে ভোট বর্জনকরা সব দলের সাথে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে জনগণকে সাথে নিয়েই সবাই একত্রে মাঠে থেকে এ প্রহসনের ডামি ভোটকে প্রতিহত করা হবে।
বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে না থকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী একই দাবিতে একই রকম কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে। তারাও তাদের সাধ্যমত কর্মসূচি পালন করে যাচ্ছে। তবে এবার বিএনপির সাথে অন্যান্য দলের মত জামায়াতে ইসলামীও এক মঞ্চে আসছে। বিএনপির দলীয় সূত্র জানায় জামায়াতে ইসলামী এবার সর্বশক্তি নিয়ে একত্রে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য বাম, ডান ও ইসলামি দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে যুগপতের বাইরে আলাদাভাবে নির্বাচন বর্জন করা সব রাজনৈতিক দল একই মঞ্চে আসার ব্যাপারে আলোচনা হয়েছে।
নির্বাচন বর্জন করা বিভিন্ন দলের নেতাদের সাথে কথা বলে জানা যায়, তারা এবার আন্দোলনে বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। এবারের আন্দোলন থেকে পিছিয়ে আসার আর কোন সুযোগ নাই। একতরফা এই ডামি নির্বাচনকে যে ভাবেই হোক প্রতিহত করা হবে। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমাদের যুগপৎ আন্দোলন এবার এক মঞ্চে আসবে। এই প্রহসনের ডামি নির্বাচন প্রতিহত করতে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো। আমাদের বিশ্বাস জনগণের এ আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে রয়েছে।
গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার স্বৈর ও ফ্যাসিবাদী সরকার। এ সরকার প্রশাসনকে ব্যবহার করে দেশে একটা তামাশার ডামি নির্বাচন করে তাদের ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করতে চায়। তবে দেশের জনগণ তা হতে দেবে না। জনগণকে সাথে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে এবার তাদের এই ডামি নির্বাচনকে প্রতিহত করা হবে। এ সরকার চরম দুর্নীতিবাজ সরকার। দুর্নীতি কি পরিমাণ হয়েছে তা মন্ত্রী এমপিদের হলফনামা দেখলেই বুঝা যায়। বিদেশে টাকা পাচার করে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই লুটেরা সরকারকে এবার জনগণ অবশ্যই প্রতিহত করবে।
জামায়াতে ইসলামী প্রচার বিভাগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনের বিষয়ে চ’ড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারির শুরুতেই সবাই মিলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মতলবে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেফতার
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের অবস্থান, সরাতে পুলিশ-সেনাবাহিনীর চেষ্টা
দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩
চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাজীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া
সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ইবিতে অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া
২৮ দিন ধরে বন্ধ রৌমারী-চিলমারী ফেরি, ভোগান্তিতে মানুষজন
সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাদের খানের মৃত্যু
পর্দানশীন নারীদের এনআইডি না দেয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
প্রবাসীর সাথে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল, নেপথ্যে সবজি নিয়ে প্লেনে ওঠার চেষ্টা
নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ যুবক আটক
‘শিক্ষা বিপ্লবের মাধ্যমে তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে’
শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে ইবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্যই পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান
গ্রাহকের আমানত নিয়ে লাপাত্তা লক্ষ্মীপুরের মিরিকপুর ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট মালিক
এতো লুটপাট কখনো দেখেনি কেউ - মাহবুব চৌধুরী
খালেদা জিয়া: রাজনীতির লাইমলাইটে বেগম জিয়ার প্রত্যাবর্তন
কেশবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত