বছরজুড়ে সরগরম আদালতপাড়া বিএনপি নেতাদের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানার হিড়িক

আতঙ্কের নাম ছিল ছিনতাই

Daily Inqilab সাখাওয়াত হোসেন

০১ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম

২০২৩ সালের পুরোটা সময়জুড়ে রাজধানীবাসীর জন্য আতঙ্কের নাম ছিল ‘ছিনতাই’। ঢাকার অলিগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের শিকার হতে হয়েছে অসংখ্য মানুষকে। এসব ঘটনায় অনেকে মোবাইলসহ টাকা-পয়সা হারিয়েছেন। এক পুলিশ সদস্য হারিয়েছেন প্রাণ, আহত হয়েছেন অনেকে। অন্যদিকে নানা ঘটনা প্রবাহে গত বছর জুড়েই আলোচনায় ছিল পুরান ঢাকায় অবস্থিত নিম্ন আদালত। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বছরের শেষে প্রান্তিকে আদালত প্রাঙ্গণে ফিল্মি স্টাইলে জঙ্গি ছিনতাই। এ ঘটনা হতবিহ্বল করে দেয় দেশকে। বছর শেষে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক মামলায় উত্তপ্ত হয়ে ওঠে আদালতপাড়া। এছাড়াও রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও প্রীতি হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেপ্তার, রিমান্ড ও কারাগারে পাঠানোর বিষয়টিও ছিল আলোচিত। চিত্রনায়িকা শিমু হত্যা, পরীমণির মাদক মামলায় বিচার শুরু, ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীর মামলা, স্বামীর বিরুদ্ধে অভিনেত্রী সারিকার যৌতুকের মামলায়ও সরগরম ছিল আদালতপাড়া।

বিএনপি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার হিড়িক পড়ে। বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, নিপুণ রায়, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নিরব, ইশরাক হোসেনসহ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও আব্দুল কাদের জুয়েলের জামিন মঞ্জুর করেন আদালত। এজাহারে নাম না থাকলেও একই মামলায় এরপর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। পরবর্তীতে ৮ ডিসেম্বর দুপুরে তাদের গ্রেপ্তার দেখায় ডিবি পুলিশ। এদিন বিকেলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আওয়ামী লীগ নেতা টিপু হত্যাকাণ্ড: গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা প্রীতি (১৯) নামের এক কলেজছাত্রীও নিহত হন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওই দিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়। এ ঘটনায় আসামি গ্রেপ্তার ও রিমান্ড নিয়ে আদালত প্রাঙ্গণ ছিল সরগরম।

ডা. সাবরিনা-আরিফের কারাদণ্ড: গত ১৯ জুলাই করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী এবং প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের ১১ বছর করে কারাদণ্ড দেন আদালত। এর মধ্যে কোভিড সনদ জালিয়াতি এবং জাল সনদকে আসল হিসেবে দেখানোর দায়ে দুটি ধারায় চার বছরে করে এবং প্রতারণার ধারায় তিন বছরের সাজা হয়। তিন ধারার সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে। ফলে আসামিদের ১১ বছর করে জেলে কাটাতে হবে।

জিকে শামীমের যাবজ্জীবন কারাদণ্ড: গত ২৫ সেপ্টেম্বর অস্ত্র মামলায় এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম ও তার ৭ দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র‌্যাব অভিযান চালায়। এসময় আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করা হয়। এরপর তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক তিনটি মামলা হয়।

পরীমণি ও ব্যবসায়ী নাসির উদ্দিনের পাল্টাপাল্টি মামলা: গত বছরের মাঝামাঝি সময়ে রাজধানীর বোট ক্লাবে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের ঘটনা কমবেশি সবারই জানা। সেসময় হঠাৎ পরীমণির এক ফেসবুক স্ট্যাটাসে সরগরম হয়ে ওঠে মিডিয়াপাড়া। যা গড়ায় আদালত পর্যন্ত। পরীমণি অভিযোগ তোলেন মারধর ও ধর্ষণচেষ্টার। আর ব্যবসায়ী নাসির অভিযোগ করেন, পরীমণি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিন) মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এ ঘটনায় পরীমণি সাভার থানায় নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন। যা এখন আদালতে বিচারাধীন রয়েছে। সর্বশেষ গত ৬ অক্টোবর ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন আগামী বছরের ৫ জানুয়ারি নতুন দিন দিন ধার্য করেন। এদিকে রাজধানীর বনানী থানায় পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা আরেকটি মামলার কার্যক্রম আদালতে চলমান রয়েছে। এ মামলায় গত ১৪ নভেম্বর সাক্ষ্য দিয়েছেন জব্দ তালিকার সাক্ষী এসআই আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল। এরপর ১৫ ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে সাক্ষ্য দেন আরেক সাক্ষী রাজিব হাসান। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী বছরের ১২ জানুয়ারি দিন ধার্য করেন।

জঙ্গি ছিনতাই: সিজেএম আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা বিদায়ী বছরে আদালতপাড়ায় সবচেয়ে আলোচিত ঘটনা ছিল। গত ২০ নভেম্বরের ঘটনাটি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা করে নেয়। এ ঘটনায় আদালতে নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। বেশ কয়েকজন পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়।
বছরজুড়ে ছিনতাই : ২০২৩ সালের পুরোটা সময়জুড়ে ঢাকাবাসীর জন্য আতঙ্কের নাম ছিল ‘ছিনতাই’। ঢাকার অলিগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের শিকার হতে হয়েছে অসংখ্য মানুষকে। বাধ্য হয়ে ডিএমপি কমিশনার সংশ্লিষ্ট এলাকার ওসির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন, কোনো এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটলে তার দায়দায়িত্ব নির্দিষ্ট থানার ওসিকে নিতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রয়োজনে ওসিদের শাস্তির ব্যবস্থাও করবে ডিএমপি। সর্বশেষ গত ১ জুলাই রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মনিরুজ্জামান তালুকদার (৪০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হন। গত ২৯ জুন রাতে রামপুরায় বিটিভি অফিসের সামনের রাস্তায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাকিবুল হাসান রানা (৩০) নামের এক সাংবাদিক গুরুতর আহত হন। ওিই দুই ঘটনার পর ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের বিশেষ অভিযানে ৬৭৯ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির সাসপেক্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেমের (এসআইভিএস) তথ্যানুযায়ী, রাজধানীতে ছয় হাজারের বেশি মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। এর মধ্যে এক হাজার ৭৩৭ জন ছিনতাই এবং চার হাজার ৪৬১ জন ডাকাতির মতো অপরাধে জড়িত। এসব অপরাধী বছরজুড়ে ৫০০-এর বেশি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটায়। এসব ঘটনার বাইরেও বহু ছিনতাইয়ের ঘটনা ঘটে। যেগুলোতে ভুক্তভোগীরা কোনো আইনি সহায়তা নেননি। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যরাতে ঢাকায় ছিনতাইকারীদের উৎপাত বেশি থাকে। রাত ২টার পর রাজধানীর অধিকাংশ রাস্তা ফাঁকা হয়ে যায়। ফলে ছিনতাইয়ের ঘটনা ঘটে বেশি। তাই মধ্যরাতের এমন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ডিএমপির সব থানার ওসিদের কড়া নির্দেশনা দিয়েছিলেন কমিশনার। এতেও কোন উন্নতি হয়নি রাজধানীর ছিনতাই-ডাকাতি সংক্রান্ত আইন-শৃংখলঅ পরিস্থিতি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
নতুন দেশ গঠনে আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা বড় শক্তি : আদিলুর রহমান
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আরও

আরও পড়ুন

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার

সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার

হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি

হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি

জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি

জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি

সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন

সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন

কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০

কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০

প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে

প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে

কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ

কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ

জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল

জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল

স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক

স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক

গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল

গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল

ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন

ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন

দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে  জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন

গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে  জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন

সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের  জন্মদিন পালন

সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন

বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত

বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত

স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই

স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই

‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’

‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়

আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ

আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ