প্রশাসনে পদোন্নতির রেকর্ড
০১ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম
জনপ্রশাসন বছব জুড়ে দফায় দাফায় পদোন্নতি দিয়েছে সরকার। আবার ভোটের আগেই মাঠ প্রশাসনে আলোচিত ডিসি প্রত্যাহার করা হয়েছে। নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে শেষ হলো ২০২৩ সাল। জনপ্রশাসনের গত বছর নানা কারণে অনেক কর্মকর্তাকে পদ থেকে বদলী করা হয়েছে। আবার মাঠ প্রশাসনের সিনিয়র সচিব থেকে শুরু এসিল্যান্ডও ছিলেন এ তালিকায়। কোনো কোনো কর্মকর্তা নির্বাচনী প্রচারে গিয়ে, কেউ মন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে নিজের বদলী হয়েছেন। আবার অনিয়ম দুনীতির সঙ্গে জড়িয়ে পড়ে অনেকেই চাকরিও হারিয়েছেন। আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে ডিসি পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রেসিডেন্টরে এপিএস পদে সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে। হবিগঞ্জের ডিসি দেবী চন্দকে প্রত্যাহার, মোছা. জিলুফা সুলতানাকে নিয়োগ দিয়েছে। আগামী নতুন বছরে নিরেপক্ষ প্রশাসন দেখাতে চায় কর্মকর্তা ও কর্মচারীরা।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়াকে গত জুলাইয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, সরকারি কর্মচারীদের জন্য প্রণীত আচরণ বিধিমালা লঙ্ঘন করে ভোটের মাঠে নেমেছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন (নিজ এলাকা) থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়ে শুরু করেন নির্বাচনী প্রচার। তার চাকরির মেয়াদ এক বছর থাকতে চাকরি হারিয়েছেন। এ ঘটনায় গত ১১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫ (১) ধারায় (রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ) বলা হয়েছে, ‘সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গ-সংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকারের সহায়তা করতে পারবেন না।
মেঘনা নদী থেকে বালু উত্তোলনকারী সিন্ডিকেটের পেছনে একজন নারীমন্ত্রীর হাত রয়েছে এমন বক্তব্য দেওয়ার ২৪ দিন পর জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। গত ১৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, নদী দখলদারদের পেছনে রাজনৈতিক শক্তি আছে। মেঘনা নদী থেকে অবৈধভাবে যারা বালি উত্তোলন করছেন, তাদের সঙ্গে চাঁদপুরের একজন নারীমন্ত্রীর সম্পর্ক আছে।
কৃষিবিদ হওয়ায় স্পারসো থেকে সরানো হয় আব্দুস সামাদকে গত ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ এর সফল অবতরণের মাধ্যমে ইতিহাস গড়ে ভারত। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে এবং দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে মহাকাশযানের সফল অবতরণের মাধ্যমে ইতিহাস স্থান করে নেয় ইসরো। ওই খবর আসার পরপরই আলোচনায় আসে বাংলাদেশের স্পারসো। ভারতের ওই সাফল্যের পেছনে সব অবদান দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস সোমনাথ একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। আর বাংলাদেশের স্পারসোর চেয়ারম্যান আব্দুস সামাদ একজন ‘কৃষিবিদ। একজন কৃষিবিদ ও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে এমন বিশেষায়িত প্রতিষ্ঠানের চেয়ারম্যান করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। গত ৫ সেপ্টেম্বর আব্দুস সামাদকে সংসদ সচিবালয়ে বদলি করা হয়। বিদ্যুৎ খাতের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে একজন অতিরিক্ত সচিব ও একজন উপসচিবকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে সরকার। অতিরিক্ত সচিব এস এম হামিদুল হক এবং উপসচিব মোহাম্মদ মাহিদুর রহমানকে গত জুলাইয়ে বরখাস্ত করা হয়। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তৈরি এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছিল, দেশের বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ হচ্ছে একটি ‘লুটেরা মডেল। এ ক্যাপাসিটি চার্জ হিসেবে গত ১৪ বছরে ৯০ হাজার কোটি টাকার সমপরিমাণ ডলার গচ্চা গেছে। ক্যাপাসিটি চার্জের বর্তমান মডেল কোনোভাবেই টেকসই নয়। ওই প্রতিবেদন আইএমইডির ওয়েবসাইটে প্রকাশের পর এ নিয়ে খবর প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরে প্রতিবেদনটি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। আইএমইডির পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-১ এর প্রধান, অতিরিক্ত সচিব হামিদুল হক এবং উপসচিব মাহিদুর রহমান ওই প্রতিবেদন তৈরির সঙ্গে জড়িত ছিলেন। প্রতিবেদনটি ধরে সংবাদ প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হলে ওই দুই কর্মকর্তাকে ওএসডি করা হয়। ওএসডির দিনেই তাদের আইএমইডি থেকে অবমুক্ত করে সেখানে নতুন কর্মকর্তা পদায়ন করা হয়।
এক নারীর সঙ্গে ‘ঘনিষ্ঠ মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে আলোচিত যুগ্ম সচিব হাবিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। গত ২২ অক্টোবর এ প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। গত ১৬ অক্টোবর বিকেল থেকে ভিডিওটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। এরপর বেশ কয়েকটি ফেসবুক পেজে ভিডিওটি আপলোড হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমালোচনা শুরু হয়।
গত ২০২০ সালের ১৭ ডিসেম্বর বরগুনার ডিসি পদে যোগ দেন হাবিবুর রহমান। আড়াই বছর দায়িত্ব পালনের পর ২০২৩ সালের ৯ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সরিয়ে উপসচিব পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পদায়ন করা হয়। তিনি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছে ৩০ জুলাই দায়িত্ব হস্তান্তর করেন। ৪ সেপ্টেম্বর উপসচিব পদ থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতিও পান হাবিবুর রহমান। গত ২২ অক্টোবর তাকে ওএসডি করা হয়। এদিকে আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোট চেয়ে গত সেপ্টেম্বরে সমালোচিত হন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ। ১১ সেপ্টেম্বর জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে ইমরান আহমেদ বলেছিলেন, এ সরকার যে উন্নয়ন করেছে সেই ধারা অব্যাহত রাখার জন্য আবারও নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে।এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। ডিসি বলেন, যোগদানের সময় শুনেছি, আমার নিজ জেলা খুলনা থেকে ৫০০ কিলোমিটার দূরে একটা অনুন্নত জেলায় যাচ্ছি। কিন্তু যোগদানের পর দেখলাম সেই অনুন্নত জেলা পরিবর্তন করে দিয়েছেন আমাদের আজকের প্রিয় প্রধান অতিথি (সংসদ সদস্য মির্জা আজম)। এটাকে আধুনিক ও উন্নত জেলায় রূপান্তরিত করেছেন উনার দীর্ঘ কর্মজীবনে। আমরা তার জন্য একটা করতালি দিতে পারি। তাকে কাছে থেকে না দেখলে এবং এ জেলায় না আসলে বুঝতে পারতাম না। আপনাদের সৌভাগ্য আপনারা এমন একজন নেতা পেয়েছেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তার এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি বলে জানান। গত ১৪ সেপ্টেম্বর তাকে পদ থেকে সরিয়ে দেয়া হয়। ঘুষ নির্ধারণ’ করে দেওয়ার অভিযোগে পিরোজপুরের নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানকে গত সেপ্টেম্বরে সাময়িকভাবে বরখাস্ত করে সরকার। এর আগে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। অভিযোগ ওঠে, পিরোজপুরের নাজিরপুরে জমির নামজারি করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা ছয় হাজার টাকা ঘুষ নেবেন বলে নির্ধারণ করে দেন এসিল্যান্ড মাসুদুর রহমান। জুলাই মাসে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় কথোপকথনের একটি অডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এতে ওই ঘুষ নেওয়ার কথা বলা হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সমালোচনা শুরু হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ