অপসারণ হয়নি ইনানীর সেই বিতর্কিত জেটি

Daily Inqilab শামসুল হক শারেক, কক্সবাজার থেকে

০৩ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম

এখনো অপসারণ হয়নি মেরিন ড্রাইভ সড়ক ও পরিবেশ প্রতিবেশ বিধ্বংসী ইনানীর সেই বিতর্কিত জেটি। এটি বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হলেও কিছুই জানেনা কউক ও জেলা প্রশাসন। অবিলম্বে এটি অপসারণ দাবি জানিয়েছেন সচেতন মহল।
আন্তর্জাতিক নৌ-মহড়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ইসিএ এলাকা কক্সবাজারের ইনানী সৈকতে নির্মাণ করা হয়েছিল একটি নৌ-জেটি। সে সময় পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের প্রতিবাদের মুখে মহড়া শেষে জেটি অপসারণ করা হবে বলেও জানানো হয়েছিল। মহড়া শেষের এক বছর অতিক্রম হলেও এখনো অপসারণ করা হয়নি সৈকতে নির্মিত সেই পরিবেশ বিধ্বংসী জেটি। উল্টো বেসরকারি একটি জাহাজ কোম্পানিকে মোটা অঙ্কের টাকায় বাণিজ্যিকভাবে ব্যবহারে ভাড়া দেয়া হয়েছে বলে জানা গেছে। এ অবস্থায় জাহাজের হাজারো যাত্রী নিয়মিত আসা-যাওয়ায় পরিবেশ ও প্রতিবেশ সঙ্কটাপন্ন এলাকায় যেমন প্রভাব পড়বে তেমনি স্বপ্নের মেরিন ড্রাইভ সড়কটিও হুমকির মুখে পড়বে বলে মনে করছেন পরিবশে সংশ্লিষ্টরা। এ ব্যাপারে অনুমতির বিষয়টি জানেন না বলে উল্লেখ করেছেন, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন। জাহাজ মালিক কর্তৃপক্ষ বলছে, প্রধানমন্ত্রীর নির্দেশেই সংশ্লিষ্টদের কাছ থেকে পারমিশন নিয়ে তারা জেটি ব্যবহার করছে।
এদিকে, দ্রুত জেটিটি অপসারণ কিংবা বাণিজ্যিক ব্যবহার বন্ধের দাবিতে গত সোমবার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বরাবরে লিখিত আবেদন দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতৃবৃন্দ।
তথ্য মতে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী প্রথমবারের মত আন্তর্জাতিক নৌশক্তি মহড়ার আয়োজন করে। এ মহড়ার জন্য ২০২০ সালে কক্সবাজারের ইনানী সৈকতে এই জেটিটি নির্মাণ কাজ শুরু করে নৌবাহিনী। সৈকতকে দ্বিখণ্ডিত করে বাঁধ নির্মাণ ও ইসিএ এলাকায় স্থাপনা নির্মাণ বন্ধ করতে ২০২২ সালের হাইকোর্টে একটি রিট মামলা করা হয়। মামলার শুনানী শেষে একই বছর ১ সেপ্টম্বর ইনানীতে নির্মিত জেটি ‘কেন অপসারণের নির্দেশনা দেওয়া হবে না’ মর্মে প্রতিরক্ষা সচিব ও কক্সবাজারের জেলা প্রশাসকসহ ৫ জনের বিরুদ্ধে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি।
এরই মধ্যে ২০২২ সালের ৭ ডিসেম্বর নৌ-মহড়া শেষ হলেও অপসারণ করা হয়নি জেটিটি। উল্টো ব্যক্তি মালিকানাধীন ‘কর্ণফুলি শিপ বিল্ডার্স’ এর মালিকানাধীন ‘এমভি কর্ণফুলি এক্সপ্রেস’ জেটিটি বাণিজ্যিকভাবে ব্যবহার করা করেছে। জেলা প্রশাসনের অগোচরে এবং উচ্চ আদালতের মামলা থাকার পরও বাণিজ্যিকভাবে কিভাবে জেটি ব্যবহার হচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলে। এ অবস্থায় পরিবেশ ও প্রতিবেশ রক্ষার পাশাপাশি মেরিন ড্রাইভ সড়ক রক্ষার্থে দ্রুত জেটি অপসারণ কিংবা বাণিজ্যিক ব্যবহার বন্ধের দাবি জানিয়ে গত সোমবার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট বরাবরে স্মারকলিপি দেয় ‘বাপা’।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ইসিএ আইন অমান্য করে কক্সবাজারের ইনানীতে নির্মিত জেটি অপসারণ না করে উল্টো বাণিজ্যিকভাবে ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হবে গর্বের মেরিন ড্রাইভ সড়ক। চরম প্রভাব পড়বে পরিবেশ ও প্রতিবেশের। তাই দ্রুত জেটি অপসারণের দাবি জানান তারা। এ সময় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, বাপা কক্সবাজার সভাপতি এইচ এম এরশাদ, সাধারণ সম্পাদক কলিম উল্লাহসহ অন্যান্য পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
বাপা কক্সবাজারের সভাপতি এইচ এম এরশাদ বলেন, জেটি নির্মাণের সময় কোনো ধরনের মেরিন সমীক্ষা ছাড়া ইসিএ সৈকতে একশত ফুট গভীরে কনক্রিটে ঢালাই দিয়ে প্রায় এক হাজার ফুট স্থায়ী পাকা জেটি নির্মাণ করা হয়েছে। ব্যবহারের পর জেটি সরিয়ে নেয়ার পরিবর্তে বাণিজ্যিক ব্যবহারে অনুমতি দেয়া দুঃখজনক। কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন জানান, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দেশের প্রত্যেকটা মানুষের অহংকার। এ সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের। এই জেটি গর্বের দীর্ঘ সৈকতকে দ্বিখণ্ডিত করে বিতর্ক সৃষ্টি করেছে।
জানতে চাইলে ‘এমভি কর্ণফুলি এক্সপ্রেস’ জাহাজ কক্সবাজার কার্যালয়ের ইনচার্জ হোসাইন ইসলাম বাহাদুর বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা জেটি ব্যবহার করছি। এটি ব্যবহারের জন্য আমরা জেটি সংশ্লিষ্টদের রাজস্বও দিয়েছি। সংবাদ কর্মীরা রাজস্ব দেয়ার চালানে কপিটি চাইলে তিনি বলেন, এটি আপনাদের দেব কেন? তিনি বলেন, জাহাজ চলাচলের জন্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের অনুমতির প্রয়োজন নেই। শুধু নৌমন্ত্রণালয়ের পারমিট দরকার। আমাদের সেটি রয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, জেটি অপসারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নৌবাহিনীকে চিঠি দেয়া হয়েছে। এরইমধ্যে আমাদের অগোচরে জাহাজ চলাচল শুরু করেছে। জাহাজ চলাচলের কোনো অনুমতি দেয়নি জেলা প্রশাসন।
বিষয়টি সম্পর্কে জানতে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জনসংযোগ বিভাগে যোগাযোগ করা হলে বিষয়টি সম্পর্কে জেনে সংশ্লিষ্ট কর্মকর্তা গণমাধ্যমে জানাবেন বলে জানানো হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নতুন দেশ গঠনে আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা বড় শক্তি : আদিলুর রহমান
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
পাহাড় কাটা প্রতিরোধে উপদেষ্টা রিজওয়ানা হাসানের কঠোর বার্তা
আরও

আরও পড়ুন

এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল

এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল

ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড

ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড

‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই

‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা

রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা

পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি

পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি

বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত

বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত

রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার

এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার

কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন

কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান

বিয়ের ওপর কর বাতিলের দাবি

বিয়ের ওপর কর বাতিলের দাবি

শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল

শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল

নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।

নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।

কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী

কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী

নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ

নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ

বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা

বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা

পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়

পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়

সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা

সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে