ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
আপিল বিভাগের রায় খারিজ আজাদ-রিমি-মানিকের আবেদন বহাল আকরাম-আলম-বাবুল-মুহিবুর

বাতিলই থাকছে শাম্মী, সাদিক আব্দুল্লাহ রূহুল আমিনের প্রার্থিতা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৩ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম

সর্বোচ্চ আদালতের আশ্রয় নেয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেক প্রার্থী অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ২ জানুয়ারির। কারণ, বেশ ক’জন প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবে না-এ বিষয়ক সিদ্ধান্ত ঝুলে ছিলো এই তারিখটির জন্য। সেই প্রতীক্ষার অবসান ঘটালেন সুপ্রিম কোর্ট। আইনি ফয়সালা দিয়ে দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ বিষয়ক বেশ কয়েকটি পৃথক আদেশ দেন। এ আদেশ অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অংশ নিতে পারছেন না। দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে তার প্রার্থিতা বাতিলই থাকছে। প্রার্থিতা ফেরত চেয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন সাদিক আব্দুল্লাহ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেটি খারিজ করে দিয়েছেন। এ কারণে সাদিক আব্দুল্লাহর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ থাকলো না। আপিলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল (অব:) জাহিদ ইকবালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
একইভাবে খারিজ করে দেয়া হয়েছে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের আবেদনও। দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। শুনানিগ্রহণ শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, মোমতাজউদ্দিন ফকির, শাহ মঞ্জুরুল হকসহ এক ডজন আইনজীবী। শাম্মী একাধারে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিক। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।
এদিকে আপিল বিভাগ থেকে গতকাল (২ জানুয়ারি) কোনো ফয়সালা পাননি ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ। ওই আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে তার প্রার্থিতা বাতিল চেয়েছিলেন আজাদ। তার আইনজীবীর স্বসময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগীয় বেঞ্চ বলেন, ‘নট দিস উইক’। অর্থাৎ এ সপ্তাহ শুনানি নয়। শামীম হক একাধারে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের নাগরিক। গতকাল একে আজাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানজীব উল আলম।
আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন গাজীপুর-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমির আবেদন। তিনি স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দের আদেশ বাতিল চেয়েছিলেন। খারিজ আদেশের ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আইনগত অন্তরায় দূর হলো ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের। তিনি ইগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিমির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। আলম আহমেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী। উল্লেখ্য, সিমিন হোসেন রিমি জাতীয় নেতা তাজউদ্দীন আহমেদের কন্যা। আলম আহমেদ তাজউদ্দিন আহমেদের ভাগ্নে।
আপিল বিভাগে আদেশে বহাল রয়েছে খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ নেতা শেখ আকরাম হোসেনের। ঋণ খেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল করেছিলো নির্বাচন কমিশন। এ আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। এই আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারায়ণচন্দ্র দাস এমপি।
যশোর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বহাল রেখেছেন আপিল বিভাগ। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল বাবুলের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তুলেছিলেন। এ প্রেক্ষিতে নির্বাচন কমিশন বাবুলের প্রার্থিতা বাতিল করে দিয়েছিলো। আপিল বিভাগে বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমানের প্রার্থিতাও বহাল রেখেছেন আপিল বিভাগ। বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান মেয়র পদে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ প্রেক্ষাপটে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে। আইনি লড়াইয়ে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মুহিবুরের পক্ষে আদেশ দেন। এতে তার প্রতিদ্বন্দ্বিতার পথে আইনি অন্তরায় দূর হলো। মুহিবুরের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। ওই আসনে ‘বাংলাদেশ কংগ্রেস’র প্রার্থী মো: জহিরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খায়রুল আলম চৌধুরী।
আপিল বিভাগের আদেশে দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে প্রার্থিতা বাতিলই রয়ে গেলো নোয়াখালি-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার রূহুল আমিনের প্রার্থিতা। তিনি একাধারে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। রূহুল আমিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী, আজাহার উল্লাহ ভুইয়া। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।
আপিল বিভাগে বহাল রয়েছে ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল ওয়াহেদের প্রার্থিতা। তার মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ বাতিল করেছিলো নির্বাচন কমিশন। গতকাল তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
ঋণ খেলাপির অভিযোগে নির্বাচন কমিশন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসিবুর রহমান মানিকের প্রার্থিতা বাতিল করেছিলো। আপিল বিভাগ সেই আদেশ বহাল রাখেন গতকাল। মানিকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম রাব্বানী। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল, দাফন হলো বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে

তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল, দাফন হলো বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ