ড. ইউনূসের বিরুদ্ধে ফরমায়েশি রায় কলঙ্কজনক
০৩ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেয়া হয়েছে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা বলেছেন, এই রায় জাতি হিসাবে আমাদের জন্য কলঙ্কজনক। এই রায়ে আন্তর্জাতিক বিশ্বে নোবেল বিজয়ী ড. ইউনূসের কোন অসম্মান হবে না। বরং এই রায়ের ফলে দেশের বিচার ব্যবস্থার চরম অসম্মান হবে। পাশাপাশি তারা বর্তমান অবৈধ সরকারের প্রতিহিংসার শিকার সর্বজন শ্রদ্ধেয় বাঙালি জাতির অহংকার বীর মুক্তিযোদ্ধা ড. মুহাম্মদ ইউনূসকে স্বসম্মানে মুক্তি দিয়ে জাতিকে এই ন্যাক্কারজনক কলঙ্ক থেকে মুক্তি দেয়ার জন্য জোর দাবি জানান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা এসব কথা বলেন।
বিবৃতিতে স্বাক্ষরকারী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা হলেন: আব্দুস সালাম, আবদুল্লাহ্ আল নোমান, জয়নাল আবেদীন ফারুক, ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা, মিজানুর রহমান খান বীর প্রতীক, এ্যাডভোকেট ফজলুর রহমান, শেখ রফিকুল ইসলাম বাবলু, নঈম জাহাঙ্গীর, ইসতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, লে. ক. অব. জয়নুল আবেদীন, এম.এ বারী কুড়িগ্রাম, মোকসেদ আলী মঙ্গলীয়া দিনাজপুর, হাজী আবুল হোসেন, এম এ শহিদ বাবলু, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম- টাঙ্গাইল, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম-চাপাইনবাবগঞ্জ, রফিকুল বাসেত-গাজীপুর, ওহিদুর রহমান- চেয়ারম্যান লক্ষ্মীপুর, হাজী আনসার আলী-রংপুর, আকবর আজাদ-বাগের হাট, মজিবুল হক ছানা- গাইবান্ধা, এইচ আর সিদ্দিকী সাজু, রওশন আলী ভূইয়া, মেজর (অব.) আতিকুর রহমান, এস এম মোস্তফা কামাল, হাজী হোসেন আলী-চট্টগ্রাম, সৈয়দ আবুল বাশার-চট্টগ্রাম, জহিরুল হক তরফদার- জয়পুরহাট, আনোয়ারুল ইসলাম বাবুল গাজী-পিরোজপুর, আব্দুল কাদের-বগুড়া, মোস্তফা সাহাব উদ্দিন রেজা, কাজী নাসির আহমেদ, আব্দুল জব্বার, আব্দুল হাকিম, জাহাঙ্গীর কবির, মিয়া মোহাম্মদ আনোয়ার, মহিউদ্দিন আহমেদ শাহজাহান, এ্যাডভোকেট রফিকুল ইসলাম-গাজীপুর, এ্যাডভোকেট আব্দুস সামাদ-সাভার, আফজাল হোসেন কমান্ডার-বাগেরহাট, হানিফ মাহমুদ, মোবারক হোসেন-বি বাড়িয়া, কমান্ডার আব্বাস উদ্দিন- কুমিল্লা, তৌহিদুর রহমান-সিরাজগঞ্জ, নূর করিম- ঠাকুরগাঁও, মোস্তফা কামাল- ঠাকুরগাঁও, জাহাঙ্গীর আলম চৌধুরী-নেত্রকোনা, মো. শরিফ হোসেন, মো. গাউছ মিয়া, আহসান হাবীব মঞ্জু-জামালপুর, আব্দুল মান্নান-মানিকগঞ্জ, আব্দুল খালেক মন্ডল-টাঙ্গাইল, ইউনুছ সিকদার, রফিকুল ইসলাম-বগুড়া, হায়দার জাহান চৌধুরী-নেত্রকোনা, আইয়ুব আলী রেজা, মো. আবু সালেহ, মোতাম্মের ইসলাম- ময়মনসিংহ, আনোয়ারুল হক-নত্রকোনা।
এছাড়া এস এম নুরুল ইসলাম-নারায়ণগঞ্জ, নুর হোসেন মোল্লা, মহিন্দ্র মোহন ঘোষ-টাঙ্গাইল, এ্যাডভোকেট মজিবুল হক মুজিব-মৌলভীবাজার, সরোয়ার হোসেন- যশোর, নুরুর রহমান জাহাঙ্গীর, শহিদুল ইসলাম-সাতক্ষীরা, সামছুম আলম সোনা, মো. সরওয়ার- গৌরনদী, আব্দুল আলম, রশিদ নোমান, নুরুল ইসলাম, হামিদুল ইসলাম-বগুড়া, আমিন উদ্দিন, এস এম সিরাজুল ইসলাম-নওগাঁ, নজরুল ইসলাম-মুন্সীগঞ্জ, আবুল কামাল আজাদ-নোয়াখালী, মো. কাজীমুদ্দিন, জহিরুল হক শাহজাদা, মোজাম্মেল হক মুক্ত, আনোয়ারুল হক মনু, আশরাফুল আলম আলী মিয়া, আজহারুল হক দুলু, মজিবুর রহমান ফকির, এ্যাডভোকেট এম এ কুদ্দুছ, এস এম সোলাইমান, হারুনুর রশিদ, গোলাম হোসেন, ইসতিয়াক খান লাভলু, হাবিবুর রহমান তুলা, মনোয়ার হোসেন, হাজী আনসার আলী-রংপুর, আজিজুল ইসলাম দুলাল-সিরাজগঞ্জ, শেখ সিরাজুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম পিন্টু, মো. জালাল উদ্দিন-ধামরাই, ওবাইদুল হক ভূঞা, কে এম আই খলিল, আব্দুল মাবুদ সৈয়দ।#
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সবচেয়ে রক্তক্ষয়ী মাস অক্টোবর,বললেন ব্রিটিশ প্রতিরক্ষা প্রধান
'বক্স অফিস কাঁপানো সিনেমা 'সিংহাম এগেইন' এবার ওটিটিতে স্ট্রিমিং হতে যাচ্ছে'
ডেমোক্র্যাটদের 'অপরাজেয়' জোটের স্বপ্ন ধুলোয় মিশে গেছে ট্রাম্পের হাত ধরে
রাজবাড়ীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, হাতেনাতে যুবক আটক
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় তিনবন্ধুর মৃত্যু আহত-১
হামাসের সঙ্গে চুক্তির দাবিতে বিক্ষোভে ইসরাইলিরা
সাতকানিয়ায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে বিজিবি
আ.লীগের নাশকতা ঠেকাতে টঙ্গীতে মহাসড়কে বিএনপির অবস্থান-বিক্ষোভ
ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়নকারী ১০ জন গ্রেপ্তার
‘ফ্যাসিস্টদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগানে উত্তাল নূর হোসেন চত্বর
পেন্টাগন কীভাবে সামলাবে ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্ত?
ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই
দোয়ারাবাজারে ইউপি শ্রমিক লীগের সভাপতি জামিল খান গ্রেফতার
আ.লীগ নিষেদ্ধের বিষয়ে যা বললেন চিফ প্রসিকিউটর
আলতাফ হোসেন চৌধুরীর গাড়ীতে হামলা ঘটনায় আ.লীগের ৫৬ নেতাকর্মীর নামে মামলা
ঘানাকে পরিচ্ছন্ন করতে মাঠে নেমেছে "বাজ স্টপ বয়েজ" - দেশজুড়ে প্রশংসিত
রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে ৯ গ্রেনেড উদ্ধার
শিশু মুনতাহা হত্যায় জড়িত সন্দেহে ৩ নারী আটক
স্পেনের ভ্যালেন্সিয়ায় বন্যা মোকাবিলায় কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে হাজারো মানুষের বিক্ষোভ
নতুন ধারাবাহিক 'হাউজ হাজবেন্ড' নিয়ে ছোট পর্দার ফিরছেন নির্মাতা ফরিদুল হাসান