প্রতি ছয়জনে একজন ইসরাইলি সেনার মৃত্যু
০৩ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম
ইসরাইল জানিয়েছে, প্রতি ছয়জনে একজন সেনার মৃত্যু হয়েছে। ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, এখনো পর্যন্ত ২৯ জন ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে গাজা অভিযানে। যার অর্থ, প্রতি ছয় জনে একজন সেনার মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জন সেনার মৃত্যু হয়েছে দুর্ঘটনা অথবা নিজেদের ছোঁড়া গুলি বা বোমায়।
ইসরাইলের দাবি, গাজায় যে একইসঙ্গে স্থসেনা অভিযান চালাচ্ছে আবার বিমানবাহিনী এবং মর্টার বাহিনীও অপারেশন চালাচ্ছে। এই পরিস্থিতিতে আকাশ থেকে ক্রমাগত বোমা ফেলা হচ্ছে। দূরপাল্লার রকেটও ছোঁড়া হচ্ছে। এরই আঘাতে বেশ কিছু ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে। ট্যাঙ্ক থেকে ছোঁড়া গোলার আঘাতেও নিজেদের সেনার মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এমন দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ১৮ জন সেনার। এদিকে বেশ কিছু সেনাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। তাদের আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে বলা হয়েছে। যথেষ্ট বিশ্রাম নিয়ে তারা যাতে আবার যুদ্ধক্ষেত্রে ফিরে আসতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে। ইসরাইলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র জানিয়েছেন, অভিযান শেষ হতে সময় লাগবে। তাই সেনাবাহিনীর সদস্যদের ঘুরিয়ে ঘুরিয়ে বিশ্রাম নেয়ার সুযোগ দেয়া হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, ২০২৪ সাল জুড়ে গাজা অভিযান চলবে। হামাসকে খতম না করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।
গাজায় মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়াল : গাজায় স্বাস্থ্যমন্ত্রণালয়ের প্রতিনিধি জানিয়েছেন, এখনো পর্যন্ত ২২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশু এবং নারীও আছে। প্রবল খাদ্যসংকটের পথে এগোচ্ছে গাজা। তারই মধ্যে খানিকটা স্বস্তির খবর হলো, শিশুদের ভ্যাক্সিন ঢোকার অনুমতি পেয়েছে। ইউনিসেফ জানিয়েছে, অন্তত ৬ লাখ টিকা গাজায় ঢুকেছে। এর মধ্যে পোলিও জাতীয় রোগের ভ্যাকসিনও আছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই টিকা ওয়েস্ট ব্যাংকে কিনেছে। এরপর জাতিসংঘের মাধ্যমে তা গাজায় পাঠানো হচ্ছে। রুবেলা, মাম্পসের মতো অসুখের টিকাও আছে এর মধ্যে। তবে ভ্যাকসিন দেয়া সহজ নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, অধিকাংশ মানুষ বাড়ি ছেড়ে ক্যাম্পে গিয়ে বসবাস করছেন। ফলে কোন অঞ্চলে এর আগে কত টিকাকরণ হয়েছে, সেই হিসেব এখন পাওয়া মুশকিল। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার সর্বত্র ভ্যাকসিন নিয়ে পৌঁছানোও এখন প্রায় অসম্ভব। কারণ, বিভিন্ন অঞ্চলে প্রবল সংঘাত চলছে।
বিমান হামলায় ২৪ ঘন্টায় ১৫৬ ফিলিস্তিনির মৃত্যু : গাজা উপত্যকার স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে বলা হয়, সোমবার পর্যন্ত, সবশেষ ২৪ ঘন্টায় ইসরাইলি সেনাদের হামলায় গাজা উপত্যকায় মোট ১৫৬ জনের মৃত্যু হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী এদিন মধ্য গাজা উপত্যকার শহর দেইর আল-বালাহের একটি ভবনে বিমান হামলা চালিয়েছে। এতে ১৫ জন মারা গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছে এবং তাদের উদ্ধার করা যাচ্ছে না। ফিলিস্তিনের নিউজ এজেন্সি সোমবার একটি প্রতিবেদনে জানায়, ইসরাইলি বাহিনী একই দিন সকাল থেকে দক্ষিণ গাজা উপত্যকার শহর খান ইউনিসে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। সূত্র : আল-জাজিরা, ডয়চে ভেলে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে