ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
সারাদেশে আদালত বর্জন অব্যাহত

বিচার না পেয়ে ফেরত যাচ্ছেন বিচারপ্রার্থীরা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৩ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম

বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলসমুহের আহূত অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আদালত সারাদেশে আদালত বর্জন অব্যাহত রেখেছেন আইনজীবীরা। অবকাশ শেষে প্রথম কার্যদিবসেই বর্জন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন সুপ্রিম কোর্ট বারের আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র কেন্দ্রীয় কমিটি, ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি, ফ্রন্টের সুপ্রিমকোর্ট ইউনিট এবং জামায়াতে ইসলামীর সমর্থক ‘বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল’ কেন্দ্রীয় কমিটি এবং সংগঠনের সুপ্রিম কোর্ট ইউনিট নেতৃবৃন্দ এই বর্জন কর্মসূচিতে অংশ নেন। সকাল সাড়ে ৯টা থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের প্রবেশমুখে কার্পেট পেতে অবস্থান করে তারা এ কর্মসূচি পালন করছেন। এসময় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শ্রম আদালতে ৬ মাসের দণ্ডপ্রাপ্ত নোবেল জয়ী ড. ইউনূসের ছবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।

আদালত বর্জন কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সংগঠনের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইয়া, ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ইউএলএফ’র নেতা শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

বর্জন কর্মসূচিতে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশে বিচারের নামে অবিচার হচ্ছে। তিনি বলেন, আমরা সকাল ৯টা থেকে আদালত বর্জন কর্মসূচি শুরু করেছি। সারাদেশে বিচারের নামে যে অবিচার-প্রহসন হচ্ছে তার প্রতিবাদে। দেশের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিচারের নামে যে অবিচার হচ্ছে, বেগম খালেদা জিয়ার অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। তারেক রহমানকেও সাজা দেয়া হয়েছে। সোমবার নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকেও সাজা দেয়া হয়েছে। বিরোধী দলের নেতাদের প্রহসনের বিচারের নামে সাজা দেয়া হচ্ছে। এসব আন্যায়ের প্রতিবাদে আমরা আদালত বর্জন কর্মসূচি পালন করছি। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আমারা আদালত বর্জন কর্মসূচি পালন করবো।

এর আগে গত ২৭ ডিসেম্বর এই কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটি। ১-৭ জানুয়ারি আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারা দেশের আদালত বর্জনের ঘোষণা দিয়ে রেখেছেন তারা।
এদিকে দ্বিতীয় দিনের মতো গতকাল মঙ্গলবার আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন ঢাকা বারের আইনজীবীগণ। সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেন তারা। এ দিন ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আদালত, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে খণ্ড খণ্ড মিছিল বের করেন আইনজীবীরা। এ সময় তারা ডামি নির্বাচন বন্ধসহ বিভিন্ন শ্লোগান দেন।

ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, হযরত আলী, ওমর ফারুক ফারুকী, জামায়াতপন্থি ল’ইয়ার্স কাউন্সিলের নেতা এস এম কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে চট্টগ্রাম আইনজীবী সমিতি, সিলেট, রাজশাহী, খুলনা, রংপুর আইনজীবী সমিতিসহ সারাদেশের আইনজীবী বারের বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীগণ দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন-মর্মে জানা গেছে। আইনজীবীদের আদালত বর্জনের ফলে বিচারপ্রার্থীরা দুর্ভোগে পড়েন। দূরদূরান্ত থেকে আগত বিচার প্রার্থীরা বাড়ি ফিরে যান নিরাশ হয়ে। তাদেরকে ৭ জানুয়ারির পর আদালতে আসতে বলে দেয়া হয়। পক্ষান্তরে আদালতে বিভিন্ন মামলার শুনানি করেন আওয়ামীলীগ সমর্থক আইনজীবীরা। তাদের দাবি, আদালত বর্জন কর্মসূচিতে সাধারণ আইনজীবীরা সাড়া দেননি। বিচারকগণ আদালতে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালনা করেছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার