ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

রাজধানীতে যানজটে ভোগান্তি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৫ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

রাজধানী ঢাকায় যানজটের ভোগান্তি আবার তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই সকাল থেকেই বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। যানজটের কারণে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গতকাল রোববার সকাল থেকেই রাজধানীর প্রগতি সরণি, রামপুরা-মালিবাগ সড়ক, শাহবাগ, মিরপুর রোড, বাড্ডা, বনশ্রী, কুড়িল বিশ্বরোড, যাত্রাবাড়ী, মিরপুরসহ বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়। দিনের শেষেও দেখা গেছে একই চিত্র। যানজটের কারণে গণপরিবহনগুলোও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। মূল সড়কগুলোতে গাড়ির চাপ বেশি থাকায় এর প্রভাব পড়েছে অলিগলিতে। রিকশা এবং মোটরসাইকেলের যাত্রীরাও পড়েছেন ভোগান্তিতে। কাঁঠালবাগান, হাতিরপুল, পরীবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডির অলিগলিতে মোটরসাইকেল ও রিকশার বড় রকমের জটলা সৃষ্টি হয়েছে। এতে পথচারীরাও পড়েছেন চরম ভোগান্তিতে। যানজটের কারণে রাজধানীতে মানুষের কর্মস্থলে ও কর্মস্থল থেকে ঘরে পৌঁছাতে দেরি হচ্ছে। ব্যবসা-বাণিজ্যও ব্যাহত হচ্ছে। যানজটের সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন অনেকে।
মন্ত্রিপরিষদ সদস্যদের প্রথম কর্মদিবসে রাজধানীতে গাড়ির চাপের কারণে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা দাঁড়িয়েছে। সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে ভিআইপি মুভমেন্ট ও ব্যক্তিগত গাড়ি বেশি নামায় সৃষ্ট যানজটে স্কুল ও অফিসগামী মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। মূল সড়ক বাদে রাজধানীর অলিগলিতেও সৃষ্টি হয়েছে তীব্র জট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা রোববার প্রথম অফিস করছেন। এদিন মন্ত্রিপরিষদ সদস্যদের শুভেচ্ছা জানাতে সচিবালয়মুখী হন বিভিন্ন দফতর, অধিদফতর ও সংস্থার উচ্চপদস্থরা। একই সঙ্গে এত সংস্থার কর্মকর্তাদের গাড়ির চাপে রাজধানীতে সৃষ্টি হয় তীব্র যানজট। এ কারণে স্কুল ও অফিসগামী সাধারণ মানুষ নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
রাজধানীতে এত এত উন্নয়ন কাজ হচ্ছে কিন্তু ট্রাফিক ব্যবস্থার কোনো উন্নতি হচ্ছে না। মূলত এ দিকে সংশ্লিষ্টদের কেউ নজরই দিচ্ছেন না। প্রতিদিন সকালে অফিস যেতে যে ভোগান্তি পোহাতে হয় তা রীতিমতো যুদ্ধ জয় করার মতো। একে তো গণপরিবহন সংকট, তার ওপর ২০ মিনিটের পথ যেতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগছে। এমন করেই বিকেলে শাহবাগ মোড়ে নিজের ক্ষোভের কথা বলছিলেন এক বেসরকারি কর্মকর্তা।
বনশ্রী থেকে আসা যাত্রী ইয়াসিন বলেন, আইডিয়াল কলেজের মোড় পার হওয়ার পর থেকে যানজট। এক পা এগোলে, মনে হচ্ছে দুই পা পেছাচ্ছে। প্রায় একই কথা বলেন, উত্তরাগামী ৩ নম্বর বাসের আরেক যাত্রী। তিনি বলেন, গাড়ি ৫ মিনিট পর পর এক কদম এগোচ্ছে। গন্তব্যে কখন পৌঁছাবো বুঝতে পারছি না।
যাত্রাবাড়ী-মিরপুর রুটের শিকড় পরিবহনের চালক বলেন, ছুটির দিন ছাড়া প্রতিদিনই সকালেই যানজট থাকে। তবে আজকে যানজট বেশি। সাধারণত মিরপুর থেকে যাত্রাবাড়ী যেতে সময় লাগে ২ ঘণ্টা, এখন সেখানে ৪-৫ ঘণ্টাও লেগে যাচ্ছে। বিশেষ করে সপ্তাহের শুরু হওয়া এবং নির্বাচনের পর সবাই ঢাকা ফেরাতে একটু সমস্যা হচ্ছে।
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি বেসরকারি অফিসে কাজ করেন শাহেদ। তার অফিস ১০টা থেকে। প্রতিদিনের মতো রোববারও সকাল ৯টায় মালিবাগ থেকে বেরিয়ে বাসে ওঠেন তিনি। তবে অফিসে পৌঁছাতে বেজেছে দুপুর ১২টা। তিনি জানান, বাসা থেকে বের হওয়ার পর প্রতিটি সিগন্যালে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে তাকে। শুধু মালিবাগ ও বাংলামোটর সিগন্যালেই অপেক্ষা করতে হয়েছে ৫০ মিনিট করে।
অন্যদিকে শ্যামলী থেকে ধানমন্ডিতে বাচ্চাকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে শেষ পর্যন্ত বাচ্চার স্কুল আর নিজের অফিস দুটোই বাদ দিতে হয়েছে জাকারিয়াকে। তিনি বলেন, প্রতিদিন বাচ্চাকে স্কুলে দিয়ে আমি অফিসে যাই। কিন্তু সকালে বের হয়ে প্রায় দুই ঘণ্টা যানজটে অপেক্ষা করে বাচ্চাকে নিয়ে বাসায় ফিরছি। বাচ্চার স্কুলে যাওয়াও হলো না, আবার আমাকেও অফিসে ফোন করে ছুটি নিতে হয়েছে।
যানজটে বাসে বসে থাকা আরেক যাত্রী বলেন, আমি দেড় ঘণ্টা ধরে ফার্মগেট বসে আছি। নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা প্রথম অফিস করছেন। আশা করব নতুন মন্ত্রিসভা রাজধানীকে বাসযোগ্য করে গড়ে তুলতে কাজ করবেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা