ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
জাবিতে ছাত্রলীগ নেতার নেতৃত্বে ধর্ষণকাণ্ড

আন্দোলন অব্যাহত চতুর্থ দিনেও

Daily Inqilab জাবি সংবাদদাতা

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক দম্পতিকে কৌশলে ডেকে নিয়ে স্বামীকে মীর মশাররফ হোসেন হলের একটি কক্ষে আটকে রেখে পাশের জঙ্গলে স্ত্রীকে ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলনে অব্যাহত রয়েছে। ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন করেছেন সিনেটের রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধিরা। এ সময় রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ে চলমান অচলাবস্থা দূর করতে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের দাবি জানান। এছাড়া দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভিসির বিরুদ্ধে আন্দোলনে নামার হুশিয়ারিও দেন তারা।

মানববন্ধনে সিনিটের রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি এবং সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর শামছুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের যাদের ছাত্রত্ব নেই, তবুও হলে থেকে অপকর্ম করে যাচ্ছে, তাদের বিচার দাবি করছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের নামে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে, কিন্তু তারপরও তিনি স্বপদে বহাল রয়েছেন। এসব ঘটনার বিচার দাবি করছি।

বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর শরীফ এনামুল কবির বলেন, যারা ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের ফাঁসি দেওয়া হোক। প্রভোস্ট ও ওয়ার্ডেনদের নিয়মিত হলে থাকতে হবে। এছাড়া রাতে নির্দিষ্ট সময়ে যেনো শিক্ষার্থীরা হলে ফিরে আসে সে ব্যবস্থা করতে হবে। তাহলে অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনেটের রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি প্রফেসর মোহাম্মদ আলমগীর কবীর, শেখ মনোয়ার হোসেন, আশীস কুমার মজুমদার, মোহাম্মদ সোহেল পারভেজ, ইন্দু প্রভা দাস, সাবিনা ইয়াসমিন ও মোহাম্মদ মেহেদী জামিল প্রমুখ।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার এবং বহিরাগত ও অছাত্রমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের প্রফেসর শাহেদ রানার সঞ্চালনায় ইতিহাস বিভাগের প্রফেসর মোহাম্মদ গোলাম রববানী বলেন, সিন্ডিকেট থেকে অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তে কিছু ত্রুটি রয়েছে, সেটা ভিসিকে অবহিত করেছি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে অছাত্ররা হলে বসবাস করছেন। তাদের বিতাড়িত করা ছাড়া কোনো সমস্যা সমাধান করা সম্ভব নয়।
ইতিহাস বিভাগের প্রফেসর আনিছা পারভীন বলেন, রাষ্ট্রীয় আইনে ধর্ষক মোস্তাফিজুর রহমানের সর্বোচ্চ বিচার চাই। তেমনি ধর্ষককে পালিয়ে যেতে মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যদি সহায়তা করে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিচার চাই।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ইন্সটিটিউট অব বিজনেস আ্যডমিনিস্ট্রেশনের প্রফেসর মো. মোতাহার হোসেন বলেন, আমরা দুঃখিত, লজ্জিত ও ক্ষুব্ধ। কিছু কুলাঙ্গার বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে। তারা যে ঘটনা ঘটিয়েছে, সেটাকে কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

অন্যদিকে অতীত-বর্তমানে ঘটিত সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে গঠিত ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’ বিক্ষোভ মিছিল করেছে। পূর্ব ঘোষিত চার দফা দাবিতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ করেন। এ সময় আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সিন্ডিকেট সভা ডেকে যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিষ্পত্তি করার আলটিমেটাম দেন তারা।

এ সময় ধর্ষণের ঘটনার দ্রুত বিচার ও তাদের ঘোষিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবিতে স্লোগান দেয়। তাদের অন্য দাবিগুলো হলো- মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে নিয়মিত শিক্ষার্থীদের আসন নিশ্চিত করা, নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির বিচার নিশ্চিত করা, নিপীড়নে সহায়তাকারী প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টের অপরাধ তদন্তপূর্বক প্রশাসনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, ‘ধর্ষকের শাস্তির পাশাপাশি সহায়তাকারী সকলকে বিচারের আওতায় আনতে হবে। যদি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট ধর্ষণের ঘটনায় জড়িত থাকে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’ এছাড়া যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান জনির বিষয়টি এজেন্ডাভুক্ত না হওয়া পর্যন্ত সিন্ডিকেট মিটিং করতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

এছাড়া বেলা তিনটায় র্ধষণের ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। এ সময় বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলকে কার্যকর করার দাবি জানান তারা। অন্যদিকে বিকাল পাঁচটায় একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।

সিন্ডিকেট সভা স্থগিত:
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হওয়ার সময় পূর্ব নির্ধারিত ছিল। তবে সভাটি স্থগিত করেছে কর্তৃপক্ষ। এর আগে, গত মঙ্গলবার নিপীড়ন বিরোধী মঞ্চের আন্দোলনকারীরা ভিসির সাথে দেখা করে তাদের ঘোষিত চার দফা বুধবারের সিন্ডিকেট সভায় এজেন্ডাভুক্ত করার দাবি জানায়। অন্যথায় সিন্ডিকেট সভা আটকানোর ঘোষণা দেন তারা।

সিন্ডিকেট সভা স্থগিতের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. নূরুল আলম বলেন, আমাদের প্রশাসনিক কিছু কাজ রয়েছে। এগুলো সম্পন্ন করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন। কাজগুলো হলে আমরা পুনরায় সিন্ডিকেট সভার তারিখ নির্ধারণ করা হবে।

ইউজিসির কমিটি গঠন:
ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গৃহীত পদক্ষেপ ও সার্বিক বিষয়ে পর্যালোচনা করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিটিতে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. জামিনুর রহমানকে আহ্বায়ক, সহকারী পরিচালক মো. সেহজাদ রিফাত সিয়ামকে সদস্য সচিব ও উপ-পরিচালক মৌলি আজাদকে সদস্য করা হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রেকর্ডের মালা গেঁথে দ. আফ্রিকার বিপক্ষে আফগানের ঐতিহাসিক সিরিজ জয়

রেকর্ডের মালা গেঁথে দ. আফ্রিকার বিপক্ষে আফগানের ঐতিহাসিক সিরিজ জয়

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন