করোনা সনদ নিয়ে আলোচিত ডা. সাবরিনা বইমেলায়

Daily Inqilab রাহাদ উদ্দিন

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

মহামারী করোনার সময়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করে ভুয়া সনদ প্রদানের অভিযোগে চিকিৎসক ডা. সাবরিনা হুসেন মিষ্টি হয়ে ওঠেন ‘টক অফ দ্য কান্ট্রি’। এক মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান এই চিকিৎসককে তখন তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাজীবনের অন্ধকার তিন বছর পর মুক্ত হয়ে এখন তিনি লেখনীর মাধ্যমে আলো ছড়াচ্ছেন বইমেলায়। তবে পুরনো বিতর্ক যেন পিছু ছাড়ছেন না এই চিকিৎসকের। গত রোববার বইমেলায় দর্শনার্থীদের ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনিতে হেনস্তা হতে হয়েছে এই চিকিৎসককে। সমালোচনা ও ঘৃণার মধ্যেও এদিন মেলায় স্টক আউট হয় তার লেখা বই। যেন অতিউৎসাহী জনতার ঘৃণাকে ছাপিয়ে বাজিমাত করেছেন তিনি।

করোনা কালের আলোচিত সমালোচিত এই চিকিৎসক নিজের তিন বছরের কারা জীবনের অন্ধকার দিনগুলো নিয়ে লিখেছেন ‘বন্দিনী’ নামে একটি বই। মেলায় এসে দর্শনার্থীদের ভুয়া ভুয়া দুয়োধ্বনিতে মন খারাপ হলেও অস্বাভাবিকভাবে ইতমধ্যেই তার বইটি ‘স্টক আউট’ হয়েছে। গতকাল সোমবার ‘স্টক আউটের’ বিষয়টি নিশ্চিত করেছেন বইটির প্রকাশ প্রতিষ্ঠান আহমদ পাবলিশিং হাউজের পরিচালক মেসবাহ উদ্দিন আহমেদ।

মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ডা. সাবরিনার লেখা ‘বন্দিনী’ বইটি এক হাজার কপি ছাপানো হলেও সব বই গত শনিবার স্টক আউট হয়েছে। অনেক পাঠক আসছেন বইটি নিতে কিন্তু আমরা দিতে পারছি না। আমরা বইটি নিয়ে কাজ করছি। দুই একদিনের মধ্যেই আরো নতুন বই আসবে। গতকাল সোমবারও নতুন ৫০ টি বই এসেছে।

মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, বই তো যে কেউ লিখতে পারে, স্বাধীন কিংবা বন্দী থেকেও। একজন প্রকাশক হিসেবে আমি দেখি বইয়ের মান। কে লিখেছে তা মুখ্য নয়, কী লিখেছে সেটাই মুখ্য বিষয়। তিনি বলেন, আমি বইটি পড়েছি , এখানে কারাবন্দীদের জেল জীবনের নারকীয় বর্ণনা ফুটে উঠেছে। যা অনেক পাঠকের আগ্রহ তৈরিতে সহায়ক হবে বলে প্রত্যাশা করেছিলাম। বইটিতে উঠে এসেছে জেলখানার উচ্চবিত্ত-নিম্নবিত্ত বন্দীর পার্থক্য, ক্ষমতার দাপট, ঝগড়া-বিবাদ, খুনসুটি, চাপা কান্না, মান-অভিমানসহ যাপিত জীবনের এক অদ্ভুত সত্য। গ্রন্থটি পড়ে পাঠক শুধু সমৃদ্ধই হবেন না, মুগ্ধ হবেন, বিস্মিত হবেন। আমি যে বইটি প্রকাশ করেছি তা পাঠক প্রিয়তা পাচ্ছেন, প্রকাশক হিসেবে এখানেই আমার সফলতা।

আহমেদ বলেন, আলোচিত সমালোচিত ব্যক্তি বলেই হয়তো না ওবার বই পাঠক বেশি কিনছেন। তবে এমন কিছু আমি প্রকাশক হিসেবে ভাবিনি। আমি প্রত্যাশা করিনি এত বেশি বই পাঠক নিবেন। অপ্রত্যাশিত কাটতিতে প্রকাশক হিসেবে আমি আনন্দিত।

এদিকে গতকাল মেলার ১২তম দিনে নতুন বই এসেছে ১১৫টি। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি হেনা দাস শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন জোবাইদা নাসরীন। আলোচনায় অংশগ্রহণ করেন ঝর্না রহমান এবং ফওজিয়া মোসলেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার। আলোচকবৃন্দ বলেন, বিপ্লবী হেনা দাস ছাত্রজীবন থেকেই আন্দোলন-সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। নারী আন্দোলন, শিক্ষক আন্দোলন ও সামাজিক আন্দোলনের ধারাবাহিকতায় মানুষের মধ্যে থেকে আজীবন তিনি বিপন্ন মানুষের কল্যাণ ও মুক্তির জন্য সংগ্রাম করেছেন। কোনো বাধাই তাঁকে দাবিয়ে রাখতে পারেনি। সব বাধা উপেক্ষা করে দৃঢ়চিত্তে নিজের আদর্শের পথে অগ্রসর হয়েছেন হেনা দাস। বিপ্লবী চেতনার পাশাপাশি তিনি ছিলেন সৃজনশীল মননের অধিকারী একজন মানুষ।
সভাপতির বক্তব্যে প্রফেসর শিরীণ আখতার বলেন, বিপ্লবী হেনা দাস অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন সারাটি জীবন। তার প্রতিটি কাজে দৃঢ় মনোবল ও সংগ্রামী আদর্শের প্রতিফলন আমরা দেখতে পাই। আমাদের জীবনে, মননে এবং সুন্দর সমাজ গড়ার আন্দোলনে বিপ্লবী হেনা দাস সবসময় স্মরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবেন। ‘আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক সালমা বাণী, কবি ফারহানা রহমান, গবেষক মিলটন কুমার দেব এবং কথাসাহিত্যিক ইকবাল খন্দকার।’
এদিকে আজ মঙ্গলবার একুশে বইমেলার ১৩তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: সৈয়দ ওয়ালীউল্লাহ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আহমাদ মোস্তফা কামাল। আলোচনায় অংশগ্রহণ করবেন হরিশংকর জলদাস এবং ফারজানা সিদ্দিকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সৈয়দ মনজুরুল ইসলাম।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

১০০ বছর পর প্যারিসে পর্দা উঠলো অলিম্পিকের

১০০ বছর পর প্যারিসে পর্দা উঠলো অলিম্পিকের

‘খান ইউনিসে’ ৪ দিনে বাস্তুচ্যুত প্রায় ২ লাখ

‘খান ইউনিসে’ ৪ দিনে বাস্তুচ্যুত প্রায় ২ লাখ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

ইসরাইলকে বোমা সরবরাহের নীতি পরিবর্তন করেনি যুক্তরাষ্ট্র

ইসরাইলকে বোমা সরবরাহের নীতি পরিবর্তন করেনি যুক্তরাষ্ট্র

১ সপ্তাহে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে লোকসান ৬ কোটি

১ সপ্তাহে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে লোকসান ৬ কোটি

বিজিবির নিরাপত্তায় ট্রেনে জ্বালানি তেল পরিবহন

বিজিবির নিরাপত্তায় ট্রেনে জ্বালানি তেল পরিবহন

বাংলাদেশে সহিংসতা প্রসঙ্গে মমতা, ‘আমাকে শেখাবেন না, বরং আপনারা শিখুন’

বাংলাদেশে সহিংসতা প্রসঙ্গে মমতা, ‘আমাকে শেখাবেন না, বরং আপনারা শিখুন’

চোটজর্জর বার্সাকে নিয়ে চিন্তিত ফ্লিক

চোটজর্জর বার্সাকে নিয়ে চিন্তিত ফ্লিক

বছরের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগে দারুণ প্রবৃদ্ধি চীনে

বছরের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগে দারুণ প্রবৃদ্ধি চীনে

জাপানে রেকর্ড বৃষ্টিপাত, সরিয়ে নেওয়া হলো হাজারো মানুষকে

জাপানে রেকর্ড বৃষ্টিপাত, সরিয়ে নেওয়া হলো হাজারো মানুষকে

জন্মভূমির বিপক্ষে মুরের ফিফটি, মাডান্ডের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

জন্মভূমির বিপক্ষে মুরের ফিফটি, মাডান্ডের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজকে ২৮২ রানে থামিয়েও দিনশেষে অস্বস্তিতে ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে ২৮২ রানে থামিয়েও দিনশেষে অস্বস্তিতে ইংল্যান্ড

পদ্মায় নিখোঁজ নৌপুলিশের সন্ধান মেলেনি ৭ দিনেও

পদ্মায় নিখোঁজ নৌপুলিশের সন্ধান মেলেনি ৭ দিনেও

বেতাগী দরবারে ওরশ আজ

বেতাগী দরবারে ওরশ আজ

সন্ধ্যা হলেই দ্বিগুণ ভাড়া ভোগান্তিতে যাত্রীরা

সন্ধ্যা হলেই দ্বিগুণ ভাড়া ভোগান্তিতে যাত্রীরা

কারফিউ শিথিল করায় টাঙ্গাইলে জনজীবনে কর্মচাঞ্চল্য ফিরেছে

কারফিউ শিথিল করায় টাঙ্গাইলে জনজীবনে কর্মচাঞ্চল্য ফিরেছে

নদী ভাঙনে ৪৫৮ পরিবারের আহাজারি

নদী ভাঙনে ৪৫৮ পরিবারের আহাজারি

বিটিভি ভবনে অগ্নিসংযোগের অভিযোগে টুকুসহ বিএনপি জামায়াতের ৬ নেতা কারাগারে প্রেরণ

বিটিভি ভবনে অগ্নিসংযোগের অভিযোগে টুকুসহ বিএনপি জামায়াতের ৬ নেতা কারাগারে প্রেরণ

শনিবার সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী

শনিবার সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী

মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় আসামিদের ৫ দিনের রিমান্ড

মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় আসামিদের ৫ দিনের রিমান্ড