গাজীপুরে পুলিশি বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন

বিভিন্ন দাবিতে বিএনপির লিফলেট বিতরণ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিবেবে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ বৃদ্ধি, গ্যাস ও জ্বালানী সঙ্কটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে দেশব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ করে বিএনপি। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী জেলা শাখার আয়োজনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা থেকে শুরু করে সাগরপাড়াসহ নগরীর বিভিন্ন স্থানে ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সঙ্কটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করে। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি রাজশাহী জেলার সদস সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য দেবাশিষ রায় মধু, সাবেক সভাপতি ও বতর্মান সদস্য অ্যাড. তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুন ও সদস্য জাকিরুল ইসলাম বিকুল। এছাড়াও তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র সামসুর রহমান মিন্টু ও দূর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা মহিলা দলের সিনিয়র সভাপতি ফরিদা বেগম ও সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেনসহ জেলা থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদস্য সচিব বিশ^নাথ সরকার বলেন, এই ডামি সরকারের আমলে নিত্যপণ্যের মূল্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এই সরকার অতীতের ন্যায় জনগণের রায় নিয়ে সংসদে যায়নি। বাংলাদেশের প্রায় ৯৩ভাগ মানুষ এই নির্বাচন বয়কট করে ভোট দেয়া থেকে বিরত ছিলেন। এরপরেও এই সরকারের কোন তোয়াক্কা নেই। তারা আবারও ডামি নির্বাচন করে ডামি সংসদে বসে মিথ্যাচার করছে। সেইসাথে বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট ও অবৈধ সরকারের বিদায়ঘন্টা বাজিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করেন তিনি। এরপর তারা সবাই মিলে লিফলেট বিতরণ করেন।

বগুড়া ব্যুরো জানায়, বগুড়া শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। গণসংযোগ ও লিফলেট বিতরণ নেতৃৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি›র কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি›র কেন্দ্রীয় কমিটির সদস্য বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলার বিএনপির নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলার বিএনপির সহ-সভাপতি লাভলী রহমান, অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উল নবী সালাম, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইন, বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত যুগ্ন আহবায়ক আতাউর রহমান শম্ভু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবীব মমি, যুবদল নেতা সৌরভ হাসান, সাদ্দামসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুর জেলা বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে সংগঠনের আহবায়ক অ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা’র সভাপতিত্বে, গতকাল ফরিদপুর শহরের কাটপট্রি, নিউমার্কেট, চকবাজার এবং হাজী শরীয়াতুল্লাহ বাজার এলাকায় গণসংযোগ এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও সেøাগান সম্বলিত লিফলেট বিতরণ করেন নেতৃৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আলী আশরাফ নান্নু, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদুর রহমান, জেলা ছাএদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ সভাপতি অনিক খান জিতু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম স্বরন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। গণসংযোগকালে নেতৃবৃন্দ সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। তারা অবিলম্বে ডামি নির্বাচন বাতিল পূর্বক অবাধ, নিরপেক্ষ ও তত্বাবধায়ক সরকারের অধীনে, পুনঃনির্বাচনের দাবি জানান।

গাজীপুর জেলা সংবাদদাতা জানান, পুলিশি বাধা উপেক্ষা করে লিফলেট বিতরণ করেছে গাজীপুর জেলা বিএনপি। নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে নগরীর বিভিন্ন এলাকায় জেলা বিএনপি নেতারা লিফলেট বিতরণ করেন। এসময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতারা বাধা উপেক্ষা করেই বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। এতে অংশগ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপি নেতা শাজাহান ফকির, শাখাওয়াত হোসেন সবুজ, আজিজুর রহমান পেড়া, শাখাওয়াত হোসেন সেলিম, মনিরুজ্জামান খান লাবলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনী প্রমুখ নেতারা। বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল বলেন, ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি, খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সঙ্কট এর প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে দেশরক্ষায় জনগণকে আন্দোলনমুখী করার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হচ্ছে।

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের নেতৃত্বে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছে নেতাকর্মীরা। গতকাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় এই লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, দফতর সম্পাদক অ্যাড. আরিফ হোসেন লিটন, বিএনপি নেতা ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান, সদস্য সচিব রকিবুর রহমান রাকিব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাসুমা আক্তার মুক্তি, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, একতরফার সংসদ ভেঙে দিয়ে তত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দেওয়ার দাবি জানান।

নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, দেশব্যাপী জেলা, উপজেলা-পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল ১১টায় মাইজদী পৌর বাজার থেকে লিফলেট বিতরণ আরম্ভ করে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে এসে কর্মসূচি শেষ হয়। নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির নেতৃত্বে নোয়াখালী জেলা, বিভিন্ন উপজেলা পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সউদীতে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সউদীতে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

স্মার্টফোনের আয়ু আর দশ বছর! বিস্ফোরক দাবি মেটার শীর্ষ এআই বিজ্ঞানীর

স্মার্টফোনের আয়ু আর দশ বছর! বিস্ফোরক দাবি মেটার শীর্ষ এআই বিজ্ঞানীর

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ১৭

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ১৭

বিশ্বের দীর্ঘতম ট্রেন, একদিকে থেকে অন্যদিকে হেঁটে যেতে কতক্ষণ লাগবে জানেন?

বিশ্বের দীর্ঘতম ট্রেন, একদিকে থেকে অন্যদিকে হেঁটে যেতে কতক্ষণ লাগবে জানেন?

অপরাজিত থেকেই শাবির লেভারকুসেনের শিরোপা উৎসব

অপরাজিত থেকেই শাবির লেভারকুসেনের শিরোপা উৎসব

বদলে যাবে পূর্ব অভিজ্ঞতা, ২০২৪ সালেই স্মার্ট গ্লাসে ‘বিপ্লব’ আনতে চলেছে গুগল!

বদলে যাবে পূর্ব অভিজ্ঞতা, ২০২৪ সালেই স্মার্ট গ্লাসে ‘বিপ্লব’ আনতে চলেছে গুগল!

২৬ বছর পর ‘হারিয়ে যাওয়া কিশোরে’র খোঁজ মিলল প্রতিবেশির ঘরে

২৬ বছর পর ‘হারিয়ে যাওয়া কিশোরে’র খোঁজ মিলল প্রতিবেশির ঘরে

কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা

কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা

বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি

বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি

মেসির ফেরার ম্যাচে মায়ামির নাটকীয় জয়

মেসির ফেরার ম্যাচে মায়ামির নাটকীয় জয়

ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া

ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া

নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম

নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম

মোদি বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভারতে নির্বাচনের চেষ্টা করছেন : কেজরিওয়াল

মোদি বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভারতে নির্বাচনের চেষ্টা করছেন : কেজরিওয়াল

রাজনীতিবিদের সুন্দরী স্ত্রীকে নিয়ে হইচই

রাজনীতিবিদের সুন্দরী স্ত্রীকে নিয়ে হইচই

‘কারা আগে যাবে’ নিয়ে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের দ্বন্দ্ব, নিহত তরুণ

‘কারা আগে যাবে’ নিয়ে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের দ্বন্দ্ব, নিহত তরুণ

সমীকরণ মেলানোর রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

সমীকরণ মেলানোর রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন