ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১

ভারতীয় পণ্য বয়কট কর্মসূচিতে অস্বস্তিতে আওয়ামী লীগ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৪ মার্চ ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৪, ১২:০৬ এএম

আগামীতে বিএনপির আন্দোলন কর্মসূচি কেমন হবে সেদিকে এখন নজর রাখছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। বিশেষ করে ভারতীয় পণ্য বয়কটে বিএনপি যে সমর্থন দিয়েছে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির ভারতীয় পণ্য বয়কটে সমর্থন দেয়ার পর থেকে বিএনপি নেতাদের কর্মসূচিগুলো গুরুত্ব দিয়ে দেখছে দলটির নীতি নির্ধারকরা। এর পরে বিএনপির রমজানে নেয়া কর্মসূচি দলটির সামাজিক যোগাযোগমাধ্যম বা রাজপথের কর্মসূচি দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় কী না সে বিষয়গুলো পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ।

গত বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নিজের গায়ের চাদর ফেলে দিয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন। এর আগে থেকেই সমমনা বেশ কয়েকটি ছোট ছোট দলও ভারতীয় পণ্য বর্জনে জনগণকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে আসছে। কিন্তু ভারতীয় পণ্য বর্জনে বিএনপি সমর্থন দেয়ার পর থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগ নেতারা বলছেন, ভারতীয় পণ্য বর্জনে বিএনপির দেউলিয়াত্বের প্রকাশ। বিএনপি ওই ক্যাম্পেইনে সমর্থনের পর থেকে আওয়ামী লীগ নেতারা ওই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেন। গতকাল শনিবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে এক ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান ছিল। সেখানে দেশের বাজারকে অস্থির করতে বিএনপির ভারত বিরোধিতার কড়া সমালোচনা করেন বক্তারা। সে অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের ভারত নিয়ে বক্তব্যেরও ‘বিশ্লেষণ’ করেছেন। শুনেছি বিএনপির মহাসচিব সিঙ্গাপুরে আবার প্রতিদিনই দেখি তার একটা বিবৃতি। আমি অবাক হই, কোন দলের সেক্রেটারি জেনারেল নেতৃত্ব বিদেশে গিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে। অনেকবার চেক আপের জন্য সিঙ্গাপুর গিয়েছি, কিন্তু আমি কোনদিনও কোন বিবৃতি বা বক্তব্য বিদেশ থেকে দেইনি। এটা নিয়ম না। আর তিনি প্রতিদিনই দমন নিপীড়ন একটাই ভাষা ব্যবহার করছেন। একে একে বিএনপির সব নেতাই জেল থেকে বেরিয়েছে। নতুন করে দমন নিপীড়ন কোথা থেকে হচ্ছে? এখন মির্জা ফখরুল সিঙ্গাপুরে বসে দেশের দমন নিপীড়নের খবর দিচ্ছে। অবাক করা এই দল। এক নেতা বলে ভারত, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পেছনে আপনারা সহযোগিতা করেছেন। আরেকজন বলে যে, ভারতীয় পণ্য বর্জন করতে হবে। দুই ধরনের কথা। এই দলের এখন কোন নেতায় নেতায় মতের মিল নেই। হাফিজ বলে এক কথা, মঈন খান বলে এক কথা, রিজভী বলে আরেক কথা, আবার সিঙ্গাপুর থেকে ফখরুল বলে আরেক কথা। এই হচ্ছে অবস্থা একটা দলের।

গতকাল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ভারতের বিরোধিতা করার মাধ্যমে বিএনপি তার দেউলিয়াত্ব প্রকাশ করেছে। তিনি বলেন, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সস্তা ইস্যু তৈরি করতে ভারতীয় পণ্য এবং ভারতের বিরোধিতা করছে। তিনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি কঠিন লড়াইয়ে রয়েছি, আমাদের এখন খুব সহজ সময় যাচ্ছে না। আবার এই বিএনপি মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বেকায়দায় পড়েছেন, তখনই সস্তা ইস্যু তৈরি করে ভারত বিরোধিতা করে ভারতীয় পণ্য বর্জনের কথা বলেছেন। এই ভারত পণ্য বর্জন, ভারত বিরোধিতা হল ওদের রাজনৈতিক হালে পানি পাওয়ার জন্য অপচেষ্টা মাত্র। কিন্তু তারা জানে না, জিয়া-এরশাদ-খালেদা জিয়া ভারত ইস্যুকে ঘিরে যে ‘ভারত জুজুর রাজনীতি’ করেছিল সেই বাংলাদেশ আজকে আর নেই।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ গতকাল চট্টগ্রামে বলেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশের বাজারকে অস্থিতিশীল করা ও দ্রব্যমূল্য বাড়ানোই বিএনপি’র উদ্দেশ্য।
তিনি বলেন, বাংলাদেশে অনেক পণ্যই ভারত থেকে আসে। হাজার হাজার কিলোমিটার সীমান্তে বৈধভাবে কিছু সীমান্ত বাণিজ্যও হয়। বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাকের মূল উদ্দেশ্য দেশের বাজারকে অস্থিতিশীল করে তোলা ও দ্রব্যমূল্য বাড়ানো, যাতে জনগণের ভোগান্তি হয়।

বিএনপি নেতাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা ভারত থেকে আসা পেঁয়াজ খাবেন, আপনাদের নেত্রী ভারত থেকে আসা শাড়ি পরিধান করবেন, আপনাদের মাঠের নেত্রীরাও ভারতীয় শাড়ি পরবেন, ভারত থেকে আসা গরুর গোশত দিয়ে আপনারা ইফতার করবেন, সেহরি খাবেন, ভারতে চিকিৎসা নিতে যাবেন, আবার আপনারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দেবেনÑ এগুলো হিপোক্রেসি ছাড়া অন্য কোন কিছু নয়। বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে দেশে বাজার অস্থিতিশীল করে পণ্যের মূল্য বাড়ানো। তিনি বলেন, ভারতীয় পণ্য বর্জনের যারা ডাক দিয়েছে, তাদের সাথে শামিল হয়ে রিজভী সাহেব নিজের পরনের শালটিও জ্বালিয়ে দিয়েছে। আসলে শালটি ভারত থেকে কিনেছিল, নাকি বঙ্গবাজার থেকে কিনেছে আমি জানি না।

এর আগে গত শুক্রবার বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে, উগ্র মানসিকতা সম্পন্ন অবিবেচক হলে, কতটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলে। আজকে বিশ্ব বাস্তবতায় এবং আঞ্চলিক ভূকৌশলগত অবস্থানের দিক দিয়ে ভারত আমাদের তিনদিকেই বেষ্টিত। একদিকে শুধু মিয়ানমার। আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বড় অংশই ভারত থেকে আসে। এর সুবিধাও আছে। দূর দেশ থেকে আমদানি খরচও বেশি। কাজেই ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার দুরভিসন্ধি বিএনপির মানসিক বৈকল্যেরই বহিঃপ্রকাশ। নির্বাচনে না এসে তাদের মস্তবড় খেসারত দিতে হচ্ছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি বয়কটের নামে আমাদের বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র করছে।

এ দিকে স্বাধীনতা দিবস ঘিরে তিন দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। একই সময়ে আওয়ামী লীগেরও সভা-সমাবেশ রয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা হবে। এতে উপস্থিত থাকবেন ওবায়দুল কাদের।

এ বিষয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন ইনকিলাবকে বলেন, বিএনপি যে ‘ইন্ডিয়া আউট ক্যাম্পেইন’ নিয়েছে তা আসলে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য। কারণ, আমাদের গার্মেন্টস শিল্পের কাঁচামাল আসে ভারত থেকে। কিন্তু এ দলটি যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা এ ধরনের কোন কর্মসূচি নেয়নি। ক্ষমতায় যেতে না পেরেই এখন বিএনপি এমন কর্মসূচি নিয়েছে। আমরা এর বিকল্প হিসেবে দেশের মানুষকে সচেতন করবো। প্রয়োজনে জনস্বার্থে বিএনপির এ কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের কর্মসূচি আসবে বলে জানান তিনি। তিনি বলেন, বিএনপির ভারতীয় পণ্য বর্জনের যে কর্মসূচি তাতে আমাদের দেশের জনগণের জন্য আহ্বান থাকবে তাদের বক্তব্যে শুনে যাতে কেউ দেশের ক্ষতি না করে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা