দামি গাড়ির লোগো, স্টিকার, লুকিং গ্লাস চুরির ঘটনা ঘটছে অহরহ। কাজে আসছে না সিসি ক্যামেরাও

রিকশায় করে ট্রাক নিয়ে হাওয়া

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৩ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম

মোহাম্মদপুর থানাধীন বাঁশবাড়ি এলাকা। সকাল তখন আনুমানিক ৯টা। বেশ কয়েকজনের জটলা। উৎসুক হয়ে সেদিকে তাকানো। দেখা গেল একটি খুুঁটির সাথে রশি দিয়ে বাধা এক যুবক। বয়স আনুমানিক ২২-২৪। গায়ে নোংরা গেঞ্জি। পরনে কালো প্যান্ট। পায়ে স্যান্ডেল। পাশেই লাঠি হাতে এক ব্যক্তি। কিছুক্ষণ পর পর ওই যুবকের শরীরে লাঠি দিয়ে আঘাত করছেন তিনি। রাগান্বিত স্বরে জানতে চাচ্ছেন, কোথায় বিক্রি হচ্ছে মাল। যুবক চিৎকার করে বাঁচার আকুতি করছে। যুবককে প্রহারের বিষয়টি জানতে চাইলে ওই ব্যক্তি বলেন, ‘শালা আমার পুরো ট্রাকটি নিয়ে গেছে রিকশায় ভরে’। আগ্রহভরে জানতে চাইলে তার উত্তর ট্রাকের নিচে ঢুকে দামি যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে ওই চোর। ঘটনাটি বেশ কয়েক মাস আগের। যদিও এরপর কি হয়েছে জানা যায়নি।
রাজধানীসহ দেশজুড়ে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে মাঝে মধ্যেই। তবে এখন গাড়ি চুরির চেয়েও মোটরসাইকেলের হেলমেট এবং দামি গাড়ির পার্টস চুরি হচ্ছে অহরহ। প্রাইভেটকার-মাইক্রোবাস, জিপ কিংবা মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় যান ভুক্তভোগীরা। মামলা করেন। উদ্ধারও হয় অধিকাংশ। কিন্তু গাড়ির যন্ত্রাংশ, লুকিং গ্লাস কিংবা সাধারণত মোটরসাইকেলের একটি হেলমেট চুরির ঘটনায় ভুক্তভোগীরা থানার দ্বারস্থ হন না। যে কারণে এসব ঘটনা গণমাধ্যমের নজরেও আসে না। তবে ভুক্তভোগীদের অভিযোগ গাড়ির পার্টস অহরহ চুরির ঘটনা পুলিশের অজানা নয়। কিন্তু এসব চোরকে গ্রেফতারে পুলিশ কখনোই উৎসাহী নয়। তাদের ভাষায় এগুলো ছিঁচকে চোর। ঘটনা যা-ই হোক, কোনো গাড়ির পার্টস চুরির পর অধিক টাকায় একই মানের পার্টস সংগ্রহ করা গেলেও গাড়ির সাথে সেটি আর পূর্বের ন্যায় অ্যাডজাস্ট হয় না কখনো। এমনটিই জানিয়েছেন, অটোমোবাইল ম্যাকানিকসগণ।
আশ্চর্যের বিষয় হচ্ছে, বিলাসবহুল-দামি মার্সিডিজ বেঞ্জ ও হ্যারিয়ার গাড়ির লোগো এবং যন্ত্রাংশ চুরি করেন একটি চক্র। পরে যার কাছ থেকে চুরি করেন কৌশলে তার কাছেই সেই যন্ত্রাংশ বিক্রি করেন। গত ১১ জানুয়ারি এ রকম একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, ঘটনার দিন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে থেকে গ্রেফতার হয় তামজিদ হোসেন শুভ ও সিয়াম। ঢাকায় গাড়ির যন্ত্রাংশ চুরির সংঘবদ্ধ চক্রের অন্যতম এরা। তারা শুধুমাত্র মার্সিডিজ বেঞ্জ ও হ্যারিয়ার গাড়ির লোগো, স্টিকার, লুকিং গ্লাস ও যন্ত্রাংশ চুরি করে। পরে অল্প দামে ধোলাইখালে বিক্রি করে। যে ব্যক্তির গাড়ির যন্ত্রাংশ চুরি হয় তিনি যখন আবার এ ধরনের যন্ত্রাংশের খোঁজে ধোলাইখাল এলাকায় যান, তখন তার কাছেই উচ্চমূল্যে এগুলো বিক্রি করা হয়। দামি লোগো, স্টিকার, লুকিং গ্লাস চুরি করা সহজ, আবার দামও বেশি। তাই এগুলো তারা চুরি করে।
জনবহুল এলাকাগুলোর পাশাপাশি ঢাকার অভিজাত এলাকাগুলোতেও বেপরোয়া হয়ে উঠেছে এ ধরনের ছিঁচকে অপরাধীরা। অভিজাত এলাকা হিসেবে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুরো গুলশান-বনানী-বারিধারা-উত্তরা সিসিটিভি ক্যামেরা মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে। কিন্তু তারপরও ছিনতাইয়ের পাশাপাশি গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনা কমছে না। এসব এলাকার নিরাপত্তায় নেয়া সিসিটিভি মনিটরিং ব্যবস্থাও কাজে আসছে না।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গাড়ি চুরি ও প্রতিরোধ টিমের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এর আগে গাড়ির যন্ত্রাংশ চুরির ৭ সদস্যকে গ্রেফতারকালে বিভিন্ন মডেলের প্রাইভেটকার, মাইক্রোবাস ও জিপ গাড়ির ১২৪ পিস সাইড লুকিং মিরর, মিররের কভার-১৯ পিস, কর্নার বিট-১০৭ পিস, হেরিয়ার জিপ গাড়ির গ্রিল লোগো ২ পিস, কমপ্লিট মিরর-১২ পিস, প্রাইভেটকারের দরজার বিট-৩০ পিস, কমপ্লিট সাইড মিরর ১৮ পিস, বাম্পার ক্যাপ-৬ জোড়া, ২৬ পিস গাড়ির পেছনের ডালার বিট উদ্ধার হয়। ঢাকার সাতটি দোকানে এসব মালামাল বিক্রি হয়। এর মধ্যে পল্টন স্কাউট মার্কেটে দু’টি দোকান, মহাখালী জেবা টাওয়ারে তিনটি দোকান, ধোলাইখালে একটি দোকান এবং বারিধারা জে-ব্লকে একটি দোকান রয়েছে।
তিনি বলেন, ছোট ঘটনা, তাই সহজে মামলা করে না ভূক্তভোগীরা। অনেক গাড়ির নতুন পার্টস মার্কেটে আলাদাভাবে আমদানি করা হয় না বা কিনতেও পাওয়া যায় না। তাই এসব গাড়ির পার্টস খোয়া যাবার পর ভুক্তভোগীকে অনেক ঝামেলা পোহাতে হয়।
গাড়ির নিচে থাকা একটি ছোট স্ফীত ধাতব নল যা ইঞ্জিন দ্বারা উৎপাদিত দূষিত গ্যাসকে ফিল্টার করে। যেটাকে বলা হয় ক্যাটালিটিক কনভার্টার। এটি একটি সিরামিক ফিল্টার যা হিট শিল্ড এবং একটি শক্তিশালী ইস্পাত বডি দ্বারা আবৃত। ফিল্টারটি প্যালাডিয়াম, প্ল্যাটিনাম এবং রোডিয়ামসহ মূল্যবান ধাতু দ্বারা গঠিত। মেকানিকসরা বলেছেন, এটি বেশ দামি যন্ত্রাংশ, যা যেকোনো দোকানে পাওয়া যায় না। চোরেরা এটি কৌশলে চুরি করে। গাড়ির মালিকরা চুরির বিষয়টি সহজে ধরতেও পারেন না বা ধরতে পারলেও চোরকে ধরা সম্ভব হয় না।
গত রোববার ফেনীর সোনাগাজীর একটি ডেন্টিং ওয়ার্কশপে একটি পিকআপ গাড়ির ২১ টুকরোসহ চোর চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়। গাড়িটি চুরি করে যন্ত্রাংশ চুরির উদ্দেশ্যে ২১ টুকরা করে রাখা হয়। এর আগে ঢাকায় গ্রেফতারকৃত এ ধরনের চক্রের সদস্যরা পুলিশকে জানিয়েছে, আগে অর্ডার নিয়ে দামি গাড়ির পার্টস চুরি করত একটি চক্র। যেই পার্টসের চাহিদা (ডিমান্ড) আছে কিন্তু মার্কেটে নেই, সেই গাড়ি লক্ষ্য করে পার্টস চুরি করতো তারা।
দিনের বেলায় যেখানে লোকজন কম সেই জায়গা থেকে আর রাতের বেলায় যেখানে একটু অন্ধকার সেসব জায়গা থেকে মাত্র দুই থেকে তিন মিনিটে গাড়ির দামি পার্টস খুলে চুরি করে নিয়ে যায় চোরচক্র। ভুক্তভোগীরা এসব চোর চক্রকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজকে ২৮২ রানে থামিয়েও দিনশেষে অস্বস্তিতে ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে ২৮২ রানে থামিয়েও দিনশেষে অস্বস্তিতে ইংল্যান্ড

পদ্মায় নিখোঁজ নৌপুলিশের সন্ধান মেলেনি ৭ দিনেও

পদ্মায় নিখোঁজ নৌপুলিশের সন্ধান মেলেনি ৭ দিনেও

বেতাগী দরবারে ওরশ আজ

বেতাগী দরবারে ওরশ আজ

সন্ধ্যা হলেই দ্বিগুণ ভাড়া ভোগান্তিতে যাত্রীরা

সন্ধ্যা হলেই দ্বিগুণ ভাড়া ভোগান্তিতে যাত্রীরা

কারফিউ শিথিল করায় টাঙ্গাইলে জনজীবনে কর্মচাঞ্চল্য ফিরেছে

কারফিউ শিথিল করায় টাঙ্গাইলে জনজীবনে কর্মচাঞ্চল্য ফিরেছে

নদী ভাঙনে ৪৫৮ পরিবারের আহাজারি

নদী ভাঙনে ৪৫৮ পরিবারের আহাজারি

বিটিভি ভবনে অগ্নিসংযোগের অভিযোগে টুকুসহ বিএনপি জামায়াতের ৬ নেতা কারাগারে প্রেরণ

বিটিভি ভবনে অগ্নিসংযোগের অভিযোগে টুকুসহ বিএনপি জামায়াতের ৬ নেতা কারাগারে প্রেরণ

শনিবার সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী

শনিবার সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী

মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় আসামিদের ৫ দিনের রিমান্ড

মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় আসামিদের ৫ দিনের রিমান্ড

গণবিরোধী কারফিউ দিয়ে মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাইছে : ডা. মনীষা

গণবিরোধী কারফিউ দিয়ে মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাইছে : ডা. মনীষা

নিহত রুদ্রের নামে শাবির প্রধান ফটকের নামকরণ

নিহত রুদ্রের নামে শাবির প্রধান ফটকের নামকরণ

তিনটি গুলি খেয়ে বিনা চিকিৎসায় আমার ছেলেটা মরে গেছে’

তিনটি গুলি খেয়ে বিনা চিকিৎসায় আমার ছেলেটা মরে গেছে’

মালয়েশিয়া ও প্রবাসী আর্ট মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া ও প্রবাসী আর্ট মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ

সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকুন- ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি

সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকুন- ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি

কুড়িগ্রামে তিন লাশ দাফন, পরিবারের আহাজারি

কুড়িগ্রামে তিন লাশ দাফন, পরিবারের আহাজারি

কুষ্টিয়ায় বছরে পাটের আবাদ কমেছে ৯০ হাজার বিঘা জমিতে

কুষ্টিয়ায় বছরে পাটের আবাদ কমেছে ৯০ হাজার বিঘা জমিতে

ভাঙন আতংকে যমুনা পাড়ের মানুষ

ভাঙন আতংকে যমুনা পাড়ের মানুষ

দীর্ঘ পানিবদ্ধতায় হাকালুকি হাওর তীরের ৩ উপজেলা

দীর্ঘ পানিবদ্ধতায় হাকালুকি হাওর তীরের ৩ উপজেলা

চুয়াডাঙ্গায় মাদরাসাছাত্র হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় মাদরাসাছাত্র হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

সাভারে নৈরাজ্য সৃষ্টিকারী কেউ ছাত্র ছিল না

সাভারে নৈরাজ্য সৃষ্টিকারী কেউ ছাত্র ছিল না