মন্ত্রিসভায় উঠছে আজ

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন

Daily Inqilab পঞ্চায়েত হাবিব

১৭ এপ্রিল ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪, ১২:০২ এএম

দেশ-বিদেশী ব্যক্তি এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগের সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং কার্যক্রম বাস্তাবায়নে মহেশখালী-মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (মিডি) মহাপরিকল্পনা (কম্প্রিহেনসিভ মাস্টার প্ল্যান) জন্য নতুন আইন করেছে সরকার। সমুদ্রবন্দর,বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি, এলপিজি টার্মিনাল, ইকোনমিক জোনসহ ৩৭টি মেগা প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। এসব পরিকল্পনা সমন্বয় করতে একটি শক্তিশালী কর্তৃপক্ষ গঠন হচ্ছে। এ জন্য মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন,২০২৪ করা হচ্ছে। এ কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হবে কক্সবাজার জেলার মহেশখালীতে। কর্তৃপক্ষ ও নির্বাহী পরিষদের কার্যাবলি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীকে চেয়ারম্যান করে সমন্বয়ে একটি গভনিং বোর্ড গঠনের বিধান যুক্তকরা হয়েছে। এ আইনে অর্থমন্ত্রীকে ভাইস-চেয়ারম্যান রাখা হয়েছে। এছাড়া সদস্য করা হয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, শিল্প মন্ত্রী, বানিজ্য মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী/প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার বিভাগ মন্ত্রী/প্রতিমন্ত্রী,বিদ্যুৎ,জ্বালানীও খনিজ সম্পদ মন্ত্রী/প্রতিমন্ত্রী/ প্রধানমন্ত্রীর মূখ্যসচিবসহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি থাকছে। নির্বাহী পরিষদের চেয়ারম্যান গবনিং বোর্ডের সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন। আজ বুধবার মন্ত্রিসভায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৪ চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ নিশ্চিত করেছে।
জানা গেছে, ২০১৭ সালে কক্সবাজারের মহেশখালী উপজেলার সার্বিক উন্নয়ন সমন্বয়ের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। বেজার মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভূমি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১। গতবছর ২১ সেপ্টেম্বর মাতারবাড়ীর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর সমন্বিত উন্নয়নে দ্রুত আইন হচ্ছে। মাতারবাড়ীকে সরকার একটি ‘ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’-এর আওতায় নিয়ে এসেছে। তার জন্য সংসদে একটি আইনও পাঠানো হয়েছে। আশা করি, আইনটি দ্রুত সেখানে পাস হবে।
মহেশখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিবীক্ষণ ও মনিটরিং, মহেশখালী উপজেলায় নাগরিক ও সামাজিক সুবিধা সৃষ্টির জন্য স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের প্রকল্প বাস্তবায়নের সমন্বয় সাধন করাও হবে এ কমিটির কাজ। এ ছাড়া বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থা স্থাপন সংশ্লিষ্ট প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের বিষয় তদারকি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়ক বাঁধ নির্মাণ, পানি নিষ্কাশন প্রকল্প বাস্তবায়ন ইত্যাদি কার্যক্রম তদারকি করবে কমিটি। একই সঙ্গে কমিটি মহেশখালী উপজেলার সমন্বিত মাস্টার প্ল্যান ও বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন এবং এর সময়ানুগ বাস্তবায়ন পরিবীক্ষণও করবে।
বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্রবন্দর, এলএনজি, এলপিজি টার্মিনাল, ইকোনমিক জোনসহ ৩৭টি মেগা প্রকল্পের কাজ চলছে মাতারবাড়ীতে। এসব পরিকল্পনা সমন্বয় করতে একটি শক্তিশালী কর্তৃপক্ষ গঠন করা হবে। আর তার জন্য তৈরি করা হচ্ছে আইন। বহুল প্রতীক্ষিত প্রকল্প এলাকা মহেশখালী-মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (মিডি) ঘিরে মহাপরিকল্পনা (কম্প্রিহেনসিভ মাস্টার প্ল্যান) নিয়েছে। এ আইনের ক্ষমতাবলে ‘মিডি’ এলাকা পরিচালনায় একটি শক্তিশালী কর্তৃপক্ষ হচ্ছে।
বর্তমানে দেশে বহুমুখী অর্থনৈতিক উন্নয়নের বিরাট কর্মযজ্ঞ চলছে এই ‘মহেশখালী-মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ এলাকায়। বিদ্যুৎকেন্দ্র, সমুদ্রবন্দর, এলএনজি, এলপিজি টার্মিনাল, ইকোনমিক জোন, ওয়াটার ফ্রন্ট ইন্ডাস্ট্রিজ, টাউনশিপ ডেভেলপমেন্ট, পানিসম্পদ উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষাসহ ইকোট্যুরিজম পার্কসহ ৩৭টি মেগা প্রকল্পের কাজ চলছে সমানতালে। এ ছাড়া এসব মেগা প্রকল্পসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সেক্টর উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী বর্তমানে এখানে ৬৮টি প্রকল্প চিহ্নিত করা গেছে। ইতিমধ্যে চিহ্নিত প্রকল্পগুলোর মধ্যে প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প শেষ হয়েছে। প্রায় ৭৮ হাজার ৫৪৪ কোটি ৬৯ লাখ টাকার ছয়টি প্রকল্পের কাজ চলমান। অন্যান্য প্রকল্প সম্ভাব্যতা যাচাইসহ বিভিন্ন পর্যায়ে রয়েছে। এর মধ্যে ১৫টি প্রকল্প জাপান সরকারের বিনিয়োগে বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। বিপুল পরিমাণ বিনিয়োগে এসব অবকাঠামো উন্নয়ন দেশের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, কানেক্টিভিটি এবং আন্ত ও আন্তর্জাতিক শিল্প-বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিডি এলাকাজুড়ে চলতে থাকা এসব উন্নয়ন কাজের প্রায় সবটাই হচ্ছে বিচ্ছিন্নভাবে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের দায়িত্বে আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বে বিদ্যুৎ মন্ত্রণালয়। সেখানে যে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, সেটির দায়িত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। গ্যাসলাইন, এলএনজি, রাস্তাঘাট হচ্ছে। সরকারের বিভিন্ন দপ্তর আলাদা করে এসব প্রকল্প বাস্তবায়ন করছে, যার ফলে কাজের সমন্বয় হচ্ছে না। এসব কাজের সমন্বয় করার জন্য সরকার একটি নতুন আইন পাস করতে যাচ্ছে।
মিডি উদ্যোগে জাপানের ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ বাস্তবায়ন পর্যায়ে গড়ালে সেটি দেশের অর্থনীতির জন্য হবে। বিদেশী উদ্যোক্তারা যখন বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসবেন, বিনিয়োগসংক্রান্ত তথ্য ও সেবার জন্য কার কাছে যোগাযোগ করবেন। তাদের অনুকূলে প্রয়োজনীয় ভূমি কে বরাদ্দ দেবে এবং তাদের সুষ্ঠু পরিচালন তদারকিই বা কে করবে? সে রকম কোনো সুনির্দিষ্ট করতে কর্তৃপক্ষ। নতুন আইনে সব বিছুর বিধান যুক্ত করা হয়েছে। বর্তমানে মিডি পরিচালিত হচ্ছে মিডি সমন্বয় কমিটি দিয়ে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী এ কমিটি অনুমোদন করেন। এরপর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সেলের তত্ত্বাবধানে অনুমোদিত কমিটি মিডির কার্যক্রম সমন্বয় ও মনিটরিং করে আসছে। পরে মিডি কর্তৃপক্ষ গঠনের উদ্দেশ্যে ২০১৯ সালের ৫ মার্চ একটি আইনের খসড়া তৈরি করা হয়।
##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সমীকরণ মেলানোর রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

সমীকরণ মেলানোর রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু

বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু

ভালুকার সেই শিশু দত্তক নিতে ৪ আবেদন, সিদ্ধান্ত রোববার

ভালুকার সেই শিশু দত্তক নিতে ৪ আবেদন, সিদ্ধান্ত রোববার

যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক প্রচারণা

যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক প্রচারণা

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

পানির সংকট

পানির সংকট

নীতি ও দুর্নীতির লড়াই

নীতি ও দুর্নীতির লড়াই

শিক্ষা ব্যবস্থার ভয়াল দশা

শিক্ষা ব্যবস্থার ভয়াল দশা

মামলাজট কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে

মামলাজট কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

দালালীকে পেশা হিসাবে নেওয়া প্রসঙ্গে।

দালালীকে পেশা হিসাবে নেওয়া প্রসঙ্গে।

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

পথ হারিয়েছে বিশ্ব : জাতিসংঘ

পথ হারিয়েছে বিশ্ব : জাতিসংঘ

তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ

তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করা

যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করা

গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরাইল নানামুখী চাপে নেতানিয়াহু

গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরাইল নানামুখী চাপে নেতানিয়াহু