সড়ক দুর্ঘটনা পাঁচ জেলায় একদিনে স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু

ঝালকাঠিতে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় শেষ ১৪ প্রাণ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১৮ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম

ঝালকাঠি শহরতলীর খুলনা বরিশাল মহাসড়কের গাবখান সেতুর পূর্ব টোলপ্লাজায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় প্রাইভেটকার ও অটোরিকশার ১৪ যাত্রী নিহত হয়েছে। ১৪ জনের মধ্যে শিশু রয়েছে চারজন, নারী তিনজন ও পুরুষ সাতজন। গতকাল বুধবার দুপুর দুইটায় ঝালকাঠি শহরতলীর খুলনা বরিশাল মহাসড়কের গাবখান সেতুর পূর্ব টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, রাজবাড়ী, চট্টগ্রামের সাতকানিয়া, গাজীপুর নারায়ণগঞ্জ, নওগাঁয়, গাজীপুরে স্বামী-স্ত্রী সহ নিহত হয়েছেন আরোও ৬ জন। মঙ্গলবার দিবাগত রাত গতকাল বুধবার দিনের বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-

ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় প্রাইভেটকার ও অটোরিকশার ১৪ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ১৪ জন। গতকাল বুধবার দুপুর দুইটায় ঝালকাঠি শহরতলীর খুলনা বরিশাল মহাসড়কের গাবখান সেতুর পূর্ব টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতদের ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ববরণকারীদের তিন লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা করে দেওয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। ঘটনার পর প্রায় একঘণ্টা সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ। উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পর বেলা সারে তিনটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, বরিশাল বিয়ে বাড়িতে যাচ্ছিল একটি প্রাইভেটকার ও তিনটি অটোরিকশা যাচ্ছিল শহরে। দুপুর দুইটারদিকে গাবখান টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য অপেক্ষা করছিল একটি প্রাইভেট কার ও তিনটি অটোরিকশা। এ চারটি যানবাহন ঝালকাঠি শহরের মধ্যে যাচ্ছিল। এসময় দ্রুতগতিতে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক প্রাইভেটকার ও অটোরিকশাগুলোকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকার ও অটোরিকশা। ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশার ৬ যাত্রী। পরে প্রাইভেটকার থেকে আরো ৮ যাত্রীকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ৮ জনের মৃত্যু হয়। ১৪ জনের মধ্যে শিশু রয়েছে চারজন, নারী তিনজন ও পুরুষ সাতজন। নিহতদের বাড়ি রাজাপুর, ভান্ডারিয়া ও কাঠালিয়া উপজেলায়। সড়ক দুর্ঘটনায় এমন মৃত্যু দেখে হতবাক স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী গাবখান টোলের কর্মী আবুল বাশার বলেন, প্রাইভেটকার ও তিনটি ব্যাটারীচালিত অটোটোল দেয়ার জন্য অল্পগতিতে ছিল। হঠাৎ করে পশ্চিম দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকটি প্রাইভেটকার ও অটোকে চাপা দিলে কার ও অটো দুমড়ে মুচড়ে যায়। মুহুর্তের মধ্যে কি হয়ে গেল বুঝলাম না। শুধু রক্ত আর কান্না। তিনি আরও বলেন আমার ধারণা ট্রাকের ব্রেক ফেল করেছিল। এ কারণে টোলপ্লাজায় ব্রেক না করেই সরাসরি প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দিয়ে যাওয়ার চেস্টা করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, মোট ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে প্রাইভেট কারে একই পরিবারের ছিল ৬ জন, হাসপাতালে নেয়ার পরে মারা যায় ৪ জন এবং ঘাতক ট্রাকের ধাক্কায় উল্টে যাওয়া অপর ট্রাকের মধ্য থেকে ১ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন মারা যায়। পরে ঝালকাঠি সদর হাসপাতালে আরো একজন মারা যায়। এই কর্মকর্তা আরও জানান, ঘাতক ট্রাকটি সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, সেতুর পশ্চিম দিক থেকে খুলনা সিমেন্ট বোঝাই ট্রাকটি দ্রুতগতীতে টোল ঘরের দিকে যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাতক ট্রাকটি টোল দেয়ার জন্য অপেক্ষায় থাকা ৩টি ব্যাটারী চালিত অটোরিকশা, একটি প্রাভেট কার এবং ঘরের আসবাববপত্র বহনকারী অপর একটি ছোট ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা ৩টি এবং প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় প্রাইভেট কার ও অটোরিকশার ৭ জন ঘটনাস্থলেই মারা যায়।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, ঝালকাঠি সদর উপজেলার গাবখান গ্রামের নজরুল ইসলাম , ওস্তাখান গ্রামের শফিকুল মাঝি, নওয়াপাড়া গ্রামের আতিকুর রহমান সাদিক, রাজাপুর উপজেলার সাউথপুর গ্রামের ইমরান হোসেন কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের নুরজাহান ও তাহমিনা , রাজাপুর থানার উত্তমপুর গ্রামের ইব্রাহিম ফকির, প্রাইভেট কারের চালক, আনোয়ার, শিশু সিয়াম, রিফাত, রোজিনা, গাবখানের শহিদুল ইসলাম, সোহেল মাঝি, মিরাজ।

ঝালকাঠি থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ঝালকাঠি সদর হাসপাতালে লাশের সুরতহাল তৈরি করে পরিবারের কাছে হস্তান্তরের কাজ করছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এবং প্রত্যাক্ষদর্শীদের সাথে কথা বলে মামলা দায়ের করা হবে।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, বন্দরের মদনপুরে ট্রাকের ধাক্কায় আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ইস্পাহানি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার দুই খালাতো ভাই শাওন ও দুইখ্যা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। নিহত আবু কালাম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

গাজীপুর জেলা সংবাদদাতা জানান, গাজীপুর জেলার কাপাসিয়া যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ফজলুর রহমান নামে অটোচালক নিহত হয়েছেন। পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুজন রঞ্জন তালুকদার জানান, গতকাল সকাল ৬টার দিকে কাপাসিয়ার বাইপাস রোডে টোক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ফজলুর রহমান কিশোরগঞ্জের ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের ফুল মাহমুদের ছেলে।

রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীতে সড়কে পাশে দাঁড়িয়ে থাকা একটি পাট বোঝাই ট্রাকের পেছনে এলপিজি গ্যাস বহনকারী ট্রাকের ধাক্কায় দীলিপ শিকদার নামে এক হেলপারের নিহত হয়েছে। নিহত ব্যক্তি দীলিপ যশোরের আন্দলবাড়ীয়ার রনজিৎ শিকদারের ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চরলক্ষীপুরে এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। একই সাথে ওই দম্পতির ৫ বছর বয়সী ছেলে সন্তান জুনাইদ ইসলামসহ সংঘর্ষে জড়ানো আরেক মোটরসাইকেলের আরোহী ২ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-সান্তাহার আঞ্চলিক মহাসড়কে শহরের সাহাপুর মোড় (দোগাছী) নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দম্পতিরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালি গ্রামের মো. আকরাম হোসেনের ছেলে আনছার ভিডিপি সদস্য এনামুল হক ও তার বগুড়ার দুপচাচিয়া উপজেলার ছাতনি গ্রামের স্ত্রী মোছা. বৃষ্টি খাতুুন। নিহত এনামুল হক আনছার ভিডিপি সদস্য এ বিষয় নিশ্চিত করেছেন বগুড়া জেলা আনছার ভিডিপি কমাড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ।

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় মাছ বোঝাই মিনি ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে রোড ভিউ রেস্টুরেন্টের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আট গোলের রোমাঞ্চ: ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের ড্র

আট গোলের রোমাঞ্চ: ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের ড্র

সহজ জয়ে লা লিগায় রানার্সআপ  বার্সা

সহজ জয়ে লা লিগায় রানার্সআপ  বার্সা

ক্লপকে অশ্রুসিক্ত বিদায় লিভারপুলের

ক্লপকে অশ্রুসিক্ত বিদায় লিভারপুলের

সিটির অমরত্বের রাত...

সিটির অমরত্বের রাত...

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ফতুল্লায় হত্যা মামলার আসামি কেরানিগঞ্জে গ্রেপ্তার

ফতুল্লায় হত্যা মামলার আসামি কেরানিগঞ্জে গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে বান্দরবানে কেএনএফের ৩ সদস্য নিহত

যৌথ বাহিনীর অভিযানে বান্দরবানে কেএনএফের ৩ সদস্য নিহত

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় পুলিশকে মারপিট, যুবক আটক

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় পুলিশকে মারপিট, যুবক আটক

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. অর্ণা জামান

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. অর্ণা জামান

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে সারাদেশে জেলা ও মহানগরীতে ইসলামী

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে সারাদেশে জেলা ও মহানগরীতে ইসলামী

খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে পুননির্মাণের দাবি - ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে পুননির্মাণের দাবি - ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত সাবেক বিজেপি নেতা

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত সাবেক বিজেপি নেতা

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে: প্রেসিডেন্ট

মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে: প্রেসিডেন্ট

বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

কিরগিজস্তানে আহত বাংলাদেশি ছাত্রদের দ্রুত দেশে ফিরিয়ে আনুন

কিরগিজস্তানে আহত বাংলাদেশি ছাত্রদের দ্রুত দেশে ফিরিয়ে আনুন

শিরোপার রুদ্ধশ্বাস অপেক্ষা : শেষ ম্যাচে মাঠে নামছে সিটি-আর্সেনাল

শিরোপার রুদ্ধশ্বাস অপেক্ষা : শেষ ম্যাচে মাঠে নামছে সিটি-আর্সেনাল

কোরবানির গোস্ত দিয়ে কোন অনুষ্ঠান করে টেবিল বসিয়ে টাকা বা উপহার নেওয়া প্রসঙ্গে।

কোরবানির গোস্ত দিয়ে কোন অনুষ্ঠান করে টেবিল বসিয়ে টাকা বা উপহার নেওয়া প্রসঙ্গে।

মানিকগঞ্জ-ঢাকা রেললাইন প্রসঙ্গে

মানিকগঞ্জ-ঢাকা রেললাইন প্রসঙ্গে

কমিউনিটি ক্লিনিক দাঁড়িয়ে আছে দোরগোড়ায়

কমিউনিটি ক্লিনিক দাঁড়িয়ে আছে দোরগোড়ায়