রিজভী

বিরোধীদের ওপর নিপীড়ন-নির্যাতনের বিচার একদিন হবেই

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২০ এপ্রিল ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ১২:০২ এএম

সরকার যতই বিরোধীদের ওপর নিপীড়ন-নির্যাতন করুক না কেনো একদিন এর বিচার হবেই বলে হুশিয়ারী দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিরোধীদের ওপর যেসব অন্যায় করা হচ্ছে তার রেকর্ড আছে। এই সরকারের পতনের সাথে সাথে যারা অন্যায় করেছে, যারা বাসে আগুন দিয়েছে, যারা মানুষকে গুম করেছে, যারা নিপীড়ন-নির্যাতন করেছে, যারা খুন করেছে, কোনটাই বাদ যাবে না, বিচার হবেই, তাদের শেষ রক্ষা হবে না।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জিয়া প্রজন্মের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, হাবিব উন-নবী খান সোহেল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, সাইফুল আলম নিরব, হাবিবুর রশীদ হাবিব, আবদুল কাদির ভুঁইয়া জুয়েলসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচি হয়।
কর্মসূচিতে রুহুল কবির রিজভী বলেন, বিরোধীদের কারান্তরীণ করে সরকারের শেষ রক্ষা হবে না। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের জন্য দিনের আলো যেন নিষিদ্ধ, তাদের মুক্ত বাতাস গ্রহণ যেন নিষিদ্ধ। এদেরকে প্রায়শই কারাগারের মধ্যে থাকতে হচ্ছে। বিনা কারণে বিএনপির নেতা-কর্মীরা কারাগারে যেতে হচ্ছে, তাদের যেন স্থায়ী ঠিকানা হয়ে গেছে কারাগার। বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিবসহ নানা পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দীর্ঘ তিন-চার মাস থেকে বেরুলেন। এখনো কয়েক হাজার নেতা-কর্মীরা কারাগারে। এইভাবে নেতা-কর্মীদের কারাগারে ঢুকানো, গুম করে ফেলা, খুন করা, এই কর্মসূচি যেন সরকারের শেষ হচ্ছে না।

রিজভী বলেন, আমার মনে হয়, প্রধানমন্ত্রী একটা ফোবিয়া, এটা আতঙ্কের মধ্যে ভুগছেন। কারণ তিনি জানেন যে, তার জনসমর্থন নেই। জনসমর্থন না থাকলে সেই সরকাররা প্রচণ্ড স্বেচ্ছাচারি হয়, ফ্যাসিস্ট হয়ে উঠে এবং জনগণের আওয়াজ পেলেই নির্মমভাবে সেটাকে দমন করে। সেই দমনের প্রক্রিয়া নানারকম, কারাগারের মধ্যে তাদেরকে বন্দি করে রাখা, আয়না ঘর তৈরি করা, রাস্তাঘাটে সন্ত্রাসী লেলিয়ে দেয়া, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বেদড়ক মারপিট করা, এসব চলে। সেই বিষয়গুলো এখন আমরা দৃশ্যমান দেখছি।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বলি, অন্যায়ভাবে রাষ্ট্রক্ষমতাকে কবজায় নিয়ে আপনি যে প্রতিশোধের খেলায় মেতে উঠেছেন এই খেলায় আল্টিমেটলি আপনি পরাজিত হবেনই, আপনার সরকারের পরাজয় হবেই।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আপনি (প্রধানমন্ত্রী) প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে বলেছেন, “আমি জনগণের মাছ-ভাতের ব্যবস্থা করেছি, ডাল-ভাত তো হয়েই গেছে। বিএনপির আমলে নাকি এগুলোর ব্যবস্থা ছিলো না।” তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি কি চটের ব্যাগ নিয়ে কাওরান বাজার-ফকিরেরপুলের বাজারে কোনোদিন জিনিসটপত্র কিনতে গেছেন? একজন রিক্সা চালক, ট্যাম্পু চালক, সিএনজি চালক, নিম্ন আয়ের মানুষ, একজন কেরানি বাজারে গিয়ে মাছ কিনতে পারছে না, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না, সেটি তো আপনি দেখেননি প্রধানমন্ত্রী। আপনি ক্ষমতায় আছেন, আপনার মাথার উপরে ঝাড়বাতি, আপনার পায়ের নিচে মখমলের গদি, এর উপর দিয়ে আপনি হেটে যান, আপনার চর্তুদিক থেকে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হয়, আপনি কি বুঝবেন ওই রিক্সা চালক-ওই সিএনজি চালক কেনো মাছ কিনতে পারেন না? কি হাহাকার যাচ্ছে সাধারণ মানুষের, আহজারির মধ্যে তারা ঘোরদুর্দিন অতিক্রম করছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতাসীনদের সোনার ছেলেরা, ছাত্রলীগ-যুবলীগের সোনার ছেলেদের এখন মানুষ বলে ওরা আর সোনার ছেলে নেই, ওরা এখন হীরার ছেলে হয়ে গেছে। কারণ ওরা যত অপরাধ করে ওদের দাম তত বাড়ে, এটাই হচ্ছে এখনকার বাস্তবতা। গোটা বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) সাধারণ ছাত্র-ছাত্রীরা বলছে, এই ঘৃণ্য ছাত্র রাজনীতির নির্মম শিকার হচ্ছে আবরার। তারপরও ছাত্রলীগ শার্টের বোতাম খুলে মাস্তানের মতো তারা বুয়েট ক্যাম্পাসে ঢুকেছে ছাত্র রাজনীতির কথা বলে।
তিনি বলেন, আপনি (শেখ হাসিনা) কি মনে করেছেন মানুষ এগুলো মনে রাখছেন না? মানুষ এগুলো ঠিকই মনে রাখছে। আপনি যে কথাগুলো বলেন, মানুষ বিশ্বাস করে- আপনি ধীরে-সুস্থে মিথ্যা কথা বলেন না, আপনি আস্তে আস্তে মিথ্যা কথা বলেন না, আপনি কালবৈশাখী ঝড়ের মতো অনর্গল মিথ্যা কথা বলতে পারেন।

জিয়া প্রজন্মের সভাপতি অ্যাডভোকেট পারভীন কাওসার মুন্নীর সভাপতিত্বে ও মহাসচিব সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন, ছাত্রদলের নাছির উদ্দীন নাছির প্রমূখ বক্তব্য রাখেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

অতিক্তি লোক ভিড় করায় মাওলানা মামুনুল হক মুক্তি পাননি

অতিক্তি লোক ভিড় করায় মাওলানা মামুনুল হক মুক্তি পাননি

দুটি মার্কিন ডেস্ট্রয়ারসহ চার জাহাজে হামলা হুতিদের

দুটি মার্কিন ডেস্ট্রয়ারসহ চার জাহাজে হামলা হুতিদের

দক্ষিণাঞ্চলীয় বাহিনীর সদর দফতরে হামলা রাশিয়ার

দক্ষিণাঞ্চলীয় বাহিনীর সদর দফতরে হামলা রাশিয়ার

আমাকে উৎখাতের পর ক্ষমতায় কে?

আমাকে উৎখাতের পর ক্ষমতায় কে?

ফজরের নামাযের দশটি ফযীলত-১

ফজরের নামাযের দশটি ফযীলত-১

সম্রাট হুমায়ুন : উদারনীতির উদ্যান-১

সম্রাট হুমায়ুন : উদারনীতির উদ্যান-১

উচ্চতাপ বজ্র-ঝড় কালবৈশাখী ঘূর্ণিঝড়ের আশঙ্কা এ মাসেই

উচ্চতাপ বজ্র-ঝড় কালবৈশাখী ঘূর্ণিঝড়ের আশঙ্কা এ মাসেই

অবশেষে গ্রেফতার সেই ভয়ঙ্কর প্রতারক মিল্টন সমাদ্দার

অবশেষে গ্রেফতার সেই ভয়ঙ্কর প্রতারক মিল্টন সমাদ্দার

ধরা পড়েনি কিলিং মিশনের ১২ খুনি, অভিযোগ ভুক্তভোগীদের

ধরা পড়েনি কিলিং মিশনের ১২ খুনি, অভিযোগ ভুক্তভোগীদের

ওসির শেল্টারেই চেয়ারম্যান তপনের নানা অপকর্ম

ওসির শেল্টারেই চেয়ারম্যান তপনের নানা অপকর্ম

জড়িতদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ আজ

জড়িতদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ আজ

৭ জানুয়ারির নির্বাচন ’৭৫ সালের পর দেশে অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচন -ওবায়দুল কাদের

৭ জানুয়ারির নির্বাচন ’৭৫ সালের পর দেশে অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচন -ওবায়দুল কাদের

বাংলাদেশ ও ভারতের দুই সচিবের দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশ ও ভারতের দুই সচিবের দ্বিপক্ষীয় বৈঠক

কাউকে ছাড় দেবে না বিএনপি

কাউকে ছাড় দেবে না বিএনপি

ওমরা পালনে সস্ত্রীক সউদী আরব গেছেন মির্জা ফখরুল

ওমরা পালনে সস্ত্রীক সউদী আরব গেছেন মির্জা ফখরুল

শনিবার মাধ্যমিকে রোববার থেকে প্রাথমিকে পাঠদান চলবে

শনিবার মাধ্যমিকে রোববার থেকে প্রাথমিকে পাঠদান চলবে

এপ্রিল মাসে বাংলাদেশের পণ্য রফতানি কমেছে ৪ কোটি ডলার

এপ্রিল মাসে বাংলাদেশের পণ্য রফতানি কমেছে ৪ কোটি ডলার

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার

রাশিয়ার উপগ্রহ-বিরোধী পারমাণবিক অস্ত্র ভয়ঙ্কর হতে পারে : পেন্টাগন

রাশিয়ার উপগ্রহ-বিরোধী পারমাণবিক অস্ত্র ভয়ঙ্কর হতে পারে : পেন্টাগন

শিক্ষা ক্যাম্পাসজুড়ে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ, চলছে গ্রেফতার-উচ্ছেদ

শিক্ষা ক্যাম্পাসজুড়ে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ, চলছে গ্রেফতার-উচ্ছেদ