শিশু হাসপাতালের আইসিইউতে আগুন

অক্সিজেন সিলিণ্ডার ছাড়া বাইরে প্রচণ্ড গরমে অসুস্থ চিকিৎসারত শিশুরা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২০ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে (শিশু হাসপাতাল) গতকাল শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে বেড, দেয়াল, এসি, ফ্রিজসহ রোগীদের অক্সিজেন সামগ্রী। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে। সেখানে চিকিৎসারত শিশুদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হলেও বাইরে প্রচণ্ড গরমে যেন আরো অসুস্থ হয়ে পড়েছে শিশুরা। এসি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বেলা ১টা ৩৫ মিনিটের দিকে শিশু হাসপাতালটির বি-ব্লকের ৫ম তলার কার্ডিয়াক আইসিইউ বিভাগে হঠাৎ আগুন লাগে। একটি এসি থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কার্ডিয়াক আইসিইউসহ আশপাশের সকল ওয়ার্ডের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরই এসির পাশের একটি বেডের চাদরে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি আঁচ করতে পেরে স্বজনরা সকল ওয়ার্ড থেকেই চিকিৎসারত শিশুদের দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামিয়ে আনেন। গুরুতর অনেক শিশুকে অক্সিজেন সিলিন্ডার ছাড়াই আইসিইউতে থাকা শিশুদের নিচে নামিয়ে আনা হয়। প্রচণ্ড ধোঁয়ার কারণে ওয়ার্ডে থাকা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কার্ডিয়াক আইসিইউ বিভাগের শয্যাসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে। যে কারণে তাৎক্ষণিক শিশুদের কোনো ওয়ার্ডে নেয়া সম্ভব হয়নি। দীর্ঘ সময় হাসপাতালের বাইরে প্রচণ্ড গরমের মধ্যে শিশুদের নিয়ে অপেক্ষা করতে হয়েছে তাদের স্বজনদের। আগুন থেকে বাঁচতে যে যেভাবে পেরেছেন সেভাবেই তাদের সন্তানদের নিয়ে হাসপাতালের বাইরে অবস্থান নেন।

ভবনের চতুর্থ তলার ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা ১৫ মাসের শিশু হাবিবুর রহমানের মা হাজিরা আক্তার বলেন, এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত সন্তান নিয়ে তিনি হাসপাতালে আছেন। গতকাল দুপুরে মানুষের দৌড়াদৌড়ি লক্ষ্য করি। এরই মধ্যেই দেখি কালো ধোঁয়ায় পুরো ভবন আচ্ছন্ন। পরে দ্রুত আমার শিশুকে নিয়ে নিচে নেমে যাই। বাইরে ব্যাপক গরম সহ্য করতে না পেরে সন্তান যেন আরও অসুস্থ হয়ে পড়েছে।

ডায়রিয়া আক্রান্ত পাঁচ মাসের শিশু আয়াত গত সাত দিন ধরে আইসিইউতে ভর্তি ছিল। গতকালই তাকে চতুর্থ তলার ১৪ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করেন চিকিৎসক। শিশুকে নিয়ে বাইরে থাকা তার মা সোহেলিও একই কথা বলেন। ছেলের যন্ত্রণা দেখে তাকে কান্নাকাটি করতে দেখা যায়। তিনি বলেন, পাঁচতলার আইসিইউ-তে যেসব শিশু ভর্তি ছিল তাদের অনেককেই অক্সিজেন ছাড়া নিচে নামানো হয়। যাদের প্রত্যেকের অবস্থা খুবই নাজুক। তবে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সবাই সুস্থ আছে। রোগীদের যথাযথভাবে নামিয়ে এনেছি।

এদিকে কার্ডিয়াক বিভাগে কর্তব্যরত এক নার্স বলেন, আগুনে পুড়ে যাওয়া প্রত্যেক বেডেই রোগী ছিল। যখন দুর্ঘটনা ঘটে আইসিইউতে মোট ১৭ জন রোগী ছিল। আগুন লাগার পর তাদের প্রত্যেককেই বিভিন্ন ওয়ার্ড ও অন্যান্য আইসিইউগুলোতে স্থানান্তর করা হয়। তিনি বলেন, আগুনে পুরো বেড, দেয়াল, এসি, ফ্রিজসহ রোগীদের অক্সিজেন সামগ্রী পুড়ে গেছে। যেগুলোর কোনটাই আর ব্যবহার উপযোগী নেই। আগুন যদি ছড়িয়ে পড়ত, তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি ছিল।

এদিকে কার্ডিয়াক বিভাগে গিয়ে দেখা যায়, রুমের দেওয়ালসহ সবকিছুতেই কালো ধোঁয়ার আস্তরণ পড়ে আছে। সব কিছুই পুড়ে গেছে। সেখানের কর্তব্যরত এক চিকিৎসক বলেন, আগুন নিয়ন্ত্রণে সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল ধোঁয়া। এখান থেকে ধোঁয়া বের হওয়ার কোনো পথ ছিল না। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কয়েকটি জানালার কাঁচ ভেঙে ধোঁয়া বের হওয়ার ব্যবস্থা করেন। এরপর মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে গতকাল বিকেলে শিশু হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেবেন। বাইরে অসহ্য যন্ত্রণায় কাতর শিশু রোগীদের প্রসঙ্গে তিনি বলেন, এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেবা চালু করা। আমাদের নিজস্ব টেকনিক্যাল টিম, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, ডিপিডিসি ও ফায়ার সার্ভিস চেক করে যদি সিদ্ধান্ত দেয় তাহলে আমরা নিচতলার সেবা থেকেই চালু করতে চাই। এভাবে ধীরে ধীরে আমরা সকল ফ্লোরের সেবা চালু করতে চাই। সেবা শুরু করার কাজ শুরু হয়ে গেছে। তবে তদন্ত কমিটির সিদ্ধান্ত ছাড়া কিছু এখন বলতে পারছি না।

গত মঙ্গলবারও শিশু হাসপাতালে আগুন লেগেছিল। এ বিষয়ে তিনি বলেন, কয়েকদিন আগের পাঁচ নম্বর ওয়ার্ডে আগুনের বিষয়টি বড় কিছু না। খাবার গরম করার চুলায় রোগীর স্বজনের কাপড়ে আগুন লেগেছিলো। যা নার্সসহ স্টাফদের চেষ্টায় সঙ্গে সঙ্গে নিভানো হয়। আজকের (গতকাল) আগুনে ধোঁয়া বেশি হওয়ার কারণে সেখানে কেউ যেতে পারেনি। দ্রুত ফায়ার সার্ভিস চলে আসায় কোনও হতাহত হয়নি। সবাই নিরাপদে আছে।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, শিশু হাসপাতালের নীচ তলায় জরুরি বিভাগে সারাদেশ থেকে শিশুরা চিকিৎসা সেবা নিতে আসে। এখন হাসপাতালে প্রবেশ করলে দেখা যাবে এক অদক্ষ ও অপেশাদার প্রশাসনের কাজের চাপ। হাসপাতালের বর্তমান জরুরী বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়ে ওয়ান স্টপ সার্ভিস চালু করার নামে কোভিডের এক প্রকল্পের অর্থ জায়েজ করার জন্য কতিপয় স্বার্থে যে সকল সংস্কার কাজ চলছে তাতে যে কারো চোখ কপালে উঠবে। নাম প্রকাশে অনিচ্ছুক গণপূর্ত বিভাগের এক প্রকৌশলীর অভিমত, এখানে নেই কোনো রকম ভেন্টিলেশনের ব্যবস্থা। রোগী ও রোগীর এটেন্টডেন্টের জন্য কোনো রকম ওপেন স্পেস না রেখে কর্মযজ্ঞ চলছে। যে কোনো সময় আরেকটি বড় বিস্ফোরণে আশংকা রয়েছে। গতকাল যেখানে আগুন লেগেছে সেখানকার সংস্কার কাজ ও ওখানের বিদ্যুৎ লাইনের সংযোগ নিয়ে চলছে।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানে প্রাপ্ত ১০ কোটি টাকার অর্থে বিনামূল্যে জন্মগত দরিদ্র শিশু হৃদরোগী চিকিৎসার জন্য পূর্বের ব্যবস্থাপনা বোর্ডের সিদ্ধান্ত অনুসরণ না করে সাবেক দুই উপ-পরিচালক ও বর্তমান পরিচালকের স্বীয়স্বার্থে এককালীন দরপত্র আহ্বান করে অপরিকল্পিত ভাবে কার্ডিয়াক ডিভাইস সংরক্ষণ করার জন্য সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক ভাবে কার্ডিয়াক ক্যাথ ও কার্ডিয়াক আইসিইউতে অনেক গুলো স্টোররুম নির্মাণ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কার্ডিয়াক বিভাগে কর্মরত এক চিকিৎসক বলেন, মেয়াদ উত্তীর্ণ ডিভাইস হিসাব জায়েজ করার জন্য এরূপ আগুনের সূত্রপাত হতে পারে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কালীগঞ্জে বিএনপির পক্ষ থেকে ছাতা পানি ও খাবার স্যালাইন বিতরণ

কালীগঞ্জে বিএনপির পক্ষ থেকে ছাতা পানি ও খাবার স্যালাইন বিতরণ

ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশে ক্যাস্পারস্কি’র নতুন ফ্ল্যাগশিপ প্রোডাক্ট লাইন ‘ক্যাস্পারস্কি নেক্সট’

ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশে ক্যাস্পারস্কি’র নতুন ফ্ল্যাগশিপ প্রোডাক্ট লাইন ‘ক্যাস্পারস্কি নেক্সট’

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মোবাইল ফোন ও মোটর সাইকেল নিয়ে প্রবেশ নিষেধ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মোবাইল ফোন ও মোটর সাইকেল নিয়ে প্রবেশ নিষেধ

অতি ডান-অতি বামের কথা বলে শেখ হাসিনা জনগণকে বিভ্রান্ত করতে চায়: প্রিন্স

অতি ডান-অতি বামের কথা বলে শেখ হাসিনা জনগণকে বিভ্রান্ত করতে চায়: প্রিন্স

জড়িতদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ কাল

জড়িতদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ কাল

জনগন লুটেরা দূর্নীতিগ্রস্হদের ক্ষমতায় দেখতে চায় না : আমিনুল হক

জনগন লুটেরা দূর্নীতিগ্রস্হদের ক্ষমতায় দেখতে চায় না : আমিনুল হক

কসবায় ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষক নিহত

কসবায় ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষক নিহত

হাজীদের গ্রহণে সউদী সরকার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে

হাজীদের গ্রহণে সউদী সরকার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক কবি রকিবুল হাছান

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক কবি রকিবুল হাছান

আখাউড়ায় ১২০০ শিক্ষার্থী পেলো মোনালিসা ন্যাপকিন

আখাউড়ায় ১২০০ শিক্ষার্থী পেলো মোনালিসা ন্যাপকিন

১১২ উপজেলায় ১ হাজার ৫৮৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

১১২ উপজেলায় ১ হাজার ৫৮৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নাসিরনগরে প্রশিক্ষণ, আখাউড়া ও কসবার আচরণবিধির আলোচনায় হুশিয়ারি

নাসিরনগরে প্রশিক্ষণ, আখাউড়া ও কসবার আচরণবিধির আলোচনায় হুশিয়ারি

কুষ্টিয়ায় পুলিশ কর্মকর্তা, আইনজীবীসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

কুষ্টিয়ায় পুলিশ কর্মকর্তা, আইনজীবীসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আত্মা ইল্লিয়্যিন বা সিজ্জিনে থাকা প্রসঙ্গে।

আত্মা ইল্লিয়্যিন বা সিজ্জিনে থাকা প্রসঙ্গে।

ইউসিবিএলের সাবেক এমডি শাহজাহানের বিরুদ্ধে মামলার অনুমোদন

ইউসিবিএলের সাবেক এমডি শাহজাহানের বিরুদ্ধে মামলার অনুমোদন

বগুড়ায় শজিমেকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের  কমিটি গঠন

বগুড়ায় শজিমেকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে, আট প্রার্থীর মানোনয়ন পত্র জমা

মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে, আট প্রার্থীর মানোনয়ন পত্র জমা

বজ্রপাতে কুমিল্লায় ৪ জনের মৃত্যু

বজ্রপাতে কুমিল্লায় ৪ জনের মৃত্যু

টানা অষ্টম দফায় কমলো সোনার দাম

টানা অষ্টম দফায় কমলো সোনার দাম

কাপ্তাইয়ে ঝড় হাওয়ায় সিএনজির উপর গাছ পড়ে আহত: ৩

কাপ্তাইয়ে ঝড় হাওয়ায় সিএনজির উপর গাছ পড়ে আহত: ৩