সুপ্রিমকোর্ট বারে মিশ্র প্রতিক্রিয়া

আইনজীবী ফোরাম থেকে খোকনকে অব্যাহতি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২২ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ থেকে বিএনপি’র যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে অব্যাহতি দেয়া হয়েছে। ফোরামের সিদ্ধান্ত উপেক্ষা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির পদে দায়িত্ব গ্রহণ করায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
এ সিদ্ধান্ত জানিয়ে গত শনিবার ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে চিঠি দেয়া হয়েছে। মাহবুবউদ্দিন খোকন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। পেশাজীবী সংগঠনটির গুরুত্বপূর্ণ এই নেতাকে অব্যাহতি দেয়ায় গতকাল রোববার সুপ্রিম কোর্ট বারে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খোকন সমর্থক আইনজীবীদের বক্তব্য হচ্ছে, তাকে যদি ফোরাম থেকে অব্যাহতিই দেয়া হবে তাহলে তাকে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে মনোনয়ন দিয়েছিলো কেন ? জাতীয় নির্বাচন বর্জন করে কোন্ যুক্তিতে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে অংশ নিলো বিএনপি। তাদের মতে, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, দলীয় সমর্থন নিয়েই প্রার্থী হয়েছিলেন। বর্তমান আওয়ামীলীগ সরকার আমলেই সুপ্রিম কোর্ট বার থেকে অন্তত: ৭ বার সম্পাদক নির্বাচিত হয়েছিলেন, সেহেতু তার একটি জনপ্রিয়তা বিরোধী শিবিরের (আওয়ামীলীগ সমর্থক) আইনজীবীদের মধ্যেও রয়েছে। মাহবুবউদ্দিন খোকন নির্বাচিত হয়েছেন সাধারণ আইনজীবীদের ভোটে। তবে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সমালোচকরা তুলে ধরছেন উল্টো দিক। তাদের মতে, সুপ্রিম কোর্ট বারের পুরো নির্বাচনটি ছিলো প্রশ্নবিদ্ধ। ভোট গণনার আগে এটির ফলাফল ঘোষণা হয়ে যায়। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে ‘জয়ী’ দেখানো হবে এটি ছিলো আওয়ামীলীগ প্যানেলের পূর্ব পরিকল্পনা। তাছাড়া যে ফোরাম তাকে মনোনয়ন দিয়েছিলো সেই ফোরামই তাকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে বলেছে। ফোরামের নির্দেশনা অগ্রাহ্য করে ব্যারিস্টার খোকন সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাকে অব্যাহতি দেয়া ছাড়া ফোরামের সামনে কোনো পথ খোলা ছিলো না।

প্রসঙ্গত: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নিবাচনে এবার ১৪টি পদের বিপরীতে সভাপতিসহ চারটি পদে বিজয়ী হয়েছিল বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। অন্যদিকে সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। গত ৬ ও ৭ মার্চ নির্বাচন শেষে ৯ মার্চ রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের।

বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল হিসেবে পরিচিত) বিজয়ীরা হচ্ছেন- সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন (খোকন) এবং সদস্য পদে সৈয়দ ফজলে এলাহী, ফাতিমা আক্তার ও মো: শফিকুল ইসলাম শফিক।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল হিসেবে পরিচিত) বিজয়ীরা হলেন, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহ-সভাপতি পদে রমজান আলী শিকদার ও দেওয়ান মো: আবু ওবাঈদ হোসেন সেতু কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নূরুল হুদা আনসারী, সহ-সম্পাদক পদে মো: হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ন কবির। সদস্য পদে মো: বেলাল হোসেন শাহীন, খালেদ মোশাররফ রিপন, মো: রায়হান রনি ও রাশেদুল হক খোকন।
পরে বিএনপি সমর্থিত বিজয়ী সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ ৪ জনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে গত ২৭ মার্চ চিঠি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ চিঠি উপেক্ষা করে গত ৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন মাহবুবউদ্দিন খোকন। তবে নির্বাচিত অন্য ৩ জন এখনো দায়িত্ব গ্রহণ করেন নি।

মাহবুব উদ্দিন খোকনসহ চারজনকে পাঠানো চিঠিতে বলা হয়, বিগত দুই বছরের মতো এবারের নির্বাচনেও ক্ষমতাসীনরা নজিরবিহীনভাবে ভোট জালিয়াতি, কারচুপি ও মনগড়া ফলাফল ঘোষণা করেছে। এমনকি সম্পাদক পদে আওয়ামী লীগ দলীয় দুজন প্রার্থী, প্রথমে নাহিদ সুলতানা যুথী ও পরে শাহ মঞ্জুরুল হককে বিজয়ী ঘোষণা করা হয়। ক্ষমতাসীন দলের বহিরাগত সন্ত্রাসীরা নির্বাচনের অব্যবহিত পরে সমিতির অডিটোরিয়ামে হামলা চালিয়ে আইনজীবীদেরকে মারধর ও ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। ওই ঘটনা আওয়ামী লীগের দুজন সম্পাদক প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘটিত হলেও সরকারের একজন সরকারি বেতনভুক্ত আইন কর্মকর্তা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সম্পাদক প্রার্থী ও আরও তিনজন আইনজীবী ফোরামের নেতাকে আসামি করে শাহবাগ থানায় একটি মিথ্যা ও হয়রানিমূলক ফৌজদারি মামলা দায়ের করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কিশোরীকে ধর্ষণের চেষ্টা, দুই যুবককে পিটিয়ে হত্যা করল জনতা

কিশোরীকে ধর্ষণের চেষ্টা, দুই যুবককে পিটিয়ে হত্যা করল জনতা

ন্যাশনাল ব্যাংকের নতুন বোর্ড, নিয়ন্ত্রণ এস আলমের হাতে

ন্যাশনাল ব্যাংকের নতুন বোর্ড, নিয়ন্ত্রণ এস আলমের হাতে

তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞায় ‘চরম বিপাকে’ ইসরায়েল

তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞায় ‘চরম বিপাকে’ ইসরায়েল

রাউজানে অপহরণের ১৩ ঘণ্টা পর উদ্ধার চুয়েট স্কুল ছাত্র সাজিদ

রাউজানে অপহরণের ১৩ ঘণ্টা পর উদ্ধার চুয়েট স্কুল ছাত্র সাজিদ

পাকিস্তানে ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, ১৪৪ জনের প্রাণহানি

পাকিস্তানে ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, ১৪৪ জনের প্রাণহানি

সুন্দরবনে আগুন যেখানে ধোঁয়া সেখানেই পানি দেওয়া হচ্ছে

সুন্দরবনে আগুন যেখানে ধোঁয়া সেখানেই পানি দেওয়া হচ্ছে

স্বাভাবিক প্রক্রিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন প্রসূতি

স্বাভাবিক প্রক্রিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন প্রসূতি

বীরাঙ্গনার বাড়ির পানির বিল ১৭ লাখ!

বীরাঙ্গনার বাড়ির পানির বিল ১৭ লাখ!

সন্ধ্যার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

গাজায় ইসরায়েলি আগ্রাসনে পশ্চিমারা স্পষ্ট ভণ্ডামি করছে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি আগ্রাসনে পশ্চিমারা স্পষ্ট ভণ্ডামি করছে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

পোস্ট দেখেই ‘ফলো’ দুষ্কৃতীদের, রেস্তোরাঁয় ঢুকে ইকুয়েডর সুন্দরীকে খুন

পোস্ট দেখেই ‘ফলো’ দুষ্কৃতীদের, রেস্তোরাঁয় ঢুকে ইকুয়েডর সুন্দরীকে খুন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

দেশের সার্বিক কাজে হিজড়া সম্প্রদায়ের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন-সিলেট জেলা প্রশাসক

দেশের সার্বিক কাজে হিজড়া সম্প্রদায়ের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন-সিলেট জেলা প্রশাসক

জাপানে শিশু সংখ্যায় সর্বনিম্ন রেকর্ড

জাপানে শিশু সংখ্যায় সর্বনিম্ন রেকর্ড

গৌরনদীতে লোডশেডিং ও তীব্র গরমে কদর বেড়েছে হাতপাখার

গৌরনদীতে লোডশেডিং ও তীব্র গরমে কদর বেড়েছে হাতপাখার

নির্বাচনে কঙ্গনার বিরুদ্ধে লড়তে চান রাখি

নির্বাচনে কঙ্গনার বিরুদ্ধে লড়তে চান রাখি

সিসিকে ভৌতিক হারে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ : বিএনপির নিন্দা ও প্রতিবাদ

সিসিকে ভৌতিক হারে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ : বিএনপির নিন্দা ও প্রতিবাদ

‘সারেগামাপা’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

‘সারেগামাপা’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বিশ্রামে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান!

বিশ্রামে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান!

শেনচেনে গ্যাস স্টেশন ছাড়িয়ে ৩৬২টি সুপারচার্জিং স্টেশন

শেনচেনে গ্যাস স্টেশন ছাড়িয়ে ৩৬২টি সুপারচার্জিং স্টেশন