সিরাজগঞ্জ-৫ আসনের এমপি’র ঘনিষ্ঠজন চেয়াম্যান প্রার্থী হলেন

উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপের ভোটে চেয়ারম্যান প্রার্থী ৭৩০ জন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২২ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে চেয়ারম্যান প্রার্থী হতে মোট ৭৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৬২ জন। সব মিলিয়ে এ ধাপের ভোটে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ১৫৫ জন। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন মন্ডেলের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীকে চেয়াম্যান প্রার্থী করা হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

গতকাল রোববার নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান। ইসির অতিরিক্ত সচিব বলেন, গতকাল দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলা ভোটের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। মোট ২ হাজার ১৫৫ প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন মনোনয়নপত্র দাখিল করেছে। দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। এ ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এ ভোটে ৯টি জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট অনুষ্ঠিত হবে। জেলাগুলো হচ্ছে, শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর, মানিকগঞ্জ ও কক্সবাজার। বাকি জেলাগুলোতে ভোট হব স্বচ্ছ ব্যালটে।

নির্বাচন কমিশনের (ইসি) অভিযোগে বলা হয়, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়েছে। নির্বাচনী প্রচার শুরম্নর আগেই এই উত্তাপ ইস্যুতে স্থানীয় রাজনীতিতে দ্বিধা-বিভক্তি তৈরি হয়েছে সাধারণ ভোটার ও প্রতিপক্ষ প্রার্থীর মধ্যে। নেপথ্যের মূল কারণএকজন প্রার্থীর পক্ষে স্থানীয় এমপির সরাসরি হস্থক্ষেপে। বেলকুচি উপজেলায় এমপির ব্যসায়িক প্রতিষ্ঠানের স্টাফ চেয়ারম্যান প্রার্থী হওয়া ইস্যুতে সেখানে সুষ্ঠুৃ ভোট হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।সাধারণ ভোটার ও প্রতিপ্রক্ষ প্রার্থীরা লিখিতে অভিযোগে বলছেন, এবার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ রয়েছে এমপির কোনো আত্নীয় কিংবা ঘনিষ্টতা রয়েছে এমন কাউকে প্রার্থী না করার। কিন্তু নোয়াখালীসহ অন্যান্য এলাকার এমপিরা পরিবারের সদস্যকে প্রার্থী করে আলোচনায় থাকলেও ভিন্ন কৌশলের কারণে তুমুল সমালোচনার মুখে এখন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল। তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত জন-প্রতিনিধি। নির্বাচনী আচরণ বিধিমালায় এমপির কোনো প্রার্থীর পক্ষে দৃশ্যমান হয়ে কাজ না করার বিধি-নিষেধ রয়েছে। এ সত্ত্বেও ইসির আইনকে বৃঙ্গাঙ্গুলি দেখিয়ে বীরদর্পে ভোটারদের তার পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে নানা-ধরণের হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন।

নির্বাচনী এলাকার ভোটার ও সাধারন মানুষের সঙ্গে আলাপে জানা যায়, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। এই ব্যক্তি বর্তমান এমপি মমিন মন্ডলের আস্থাভাজন ও তার মালিকানাধিন মন্ডল গ্রুপের পোষাক শিল্পের জেনারেল ম্যানেজার (অপারেশন) পদে কর্মরত রয়েছেন। এলাকায় গুঞ্জন ডালপালা মেলেছে নিজ আধিপত্য ধরে রাখতে তার অধীনস্থ কর্মকর্তাকে প্রার্থী করেছেন এমপি নিজেই। নিজ পরিবারের সদস্যদের প্রার্থী করলে কেন্দ্রের ও নেত্রীর বিরাগভাজন হতে পারেন, তাই কৌশলী পথ হিসেবে অনুগত ব্যক্তিকে প্রার্থী করেছেন। এ নিয়ে নিজ এলাকার দলীয় নেতাকর্মীদের সমালোচনার মূখে এমপি আবদুল মমিন মন্ডল নিজেই। আগামী ৮ মে ভোট হবে উপজেলা পরিষদের প্রথম দফায়। এ ভোট উপলক্ষে আজ থেকে প্রার্থীরা প্রতীক নিয়ে মাঠে প্রচারনায় নেমে পড়বেন। এর আগেই আলোচনায় বর্তমান এমপির ঘনিষ্ট সহচর প্রতিষ্ঠানের কর্মচারী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। এমপির ঘনিষ্ট সহচর হওয়ার নেপথ্যের কারণ অনেকগুলো। ছাত্রজীবনে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নেতা হওয়ায় ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম কর্মজীবনের শুরু থেকেই মন্ডল গ্রুপে কর্মরত রয়েছেন। এই প্রার্থী একাধারে সংসদ সদস্যের মালিকানাধীন মন্ডল গ্রুপের অংগ প্রতিষ্ঠান কটন ক্লাব বিডি, কটন ক্লথ ও কটন বিডি’র মহাব্যাবস্থাপক অপারেশন হিসেবে কর্মরত। দ্বিতীয় মেয়াদে এমপি হওয়ার পর থেকেই আব্দুল মমিন মন্ডলের কাছাকাছি আসতে শুরু করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নারাইন নৈপুণ্যে লাক্ষ্মৌর বিপক্ষে বড় জয়ে শীর্ষে কলকাতা

নারাইন নৈপুণ্যে লাক্ষ্মৌর বিপক্ষে বড় জয়ে শীর্ষে কলকাতা

লিভারপুলের বিপক্ষে হেরে অস্বস্তিতে টটেনহ্যাম

লিভারপুলের বিপক্ষে হেরে অস্বস্তিতে টটেনহ্যাম

অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি, ঋণের ঝুঁকি ও প্রবৃদ্ধির শ্লথগতি

অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি, ঋণের ঝুঁকি ও প্রবৃদ্ধির শ্লথগতি

ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী

ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী

লক্ষ্যটা নাগালেই রাখল বাংলাদেশ

লক্ষ্যটা নাগালেই রাখল বাংলাদেশ

ইসলামী শিক্ষা নিয়ে যে কোন দূরভিসন্ধি রুখে দিতে হবে পীর সাহেব চরমোনাই

ইসলামী শিক্ষা নিয়ে যে কোন দূরভিসন্ধি রুখে দিতে হবে পীর সাহেব চরমোনাই

জনসমর্থন না থাকায় বিএনপি নির্বাচন থেকে দূরে থাকছে: কুষ্টিয়ায় হানিফ

জনসমর্থন না থাকায় বিএনপি নির্বাচন থেকে দূরে থাকছে: কুষ্টিয়ায় হানিফ

উখিয়া ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা

উখিয়া ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা

ইসলামবিরোধী হিন্দুত্ববাদী কারিকুলাম প্রত্যাখ্যান করুন

ইসলামবিরোধী হিন্দুত্ববাদী কারিকুলাম প্রত্যাখ্যান করুন

শাহজালালে তিনদিন ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

শাহজালালে তিনদিন ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

মুস্তাফিজকে ছাড়াই চেন্নাইয়ের বড় জয়

মুস্তাফিজকে ছাড়াই চেন্নাইয়ের বড় জয়

সুদহার শিগগিরই বাজারের ওপর ছেড়ে দেয়া হবে: গভর্নর

সুদহার শিগগিরই বাজারের ওপর ছেড়ে দেয়া হবে: গভর্নর

মোদির মুসলিম বিদ্বেষী প্রচারণায় এবার উপজীব্য ভোট জিহাদ, তারপর কী?

মোদির মুসলিম বিদ্বেষী প্রচারণায় এবার উপজীব্য ভোট জিহাদ, তারপর কী?

‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন করলো এনার্জিপ্যাক

‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন করলো এনার্জিপ্যাক

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত

দুই দিনে সোনার দাম বাড়ল ১৭৮৫ টাকা

দুই দিনে সোনার দাম বাড়ল ১৭৮৫ টাকা

এসআই পদে বয়সসীমা ৩০ করা হোক

এসআই পদে বয়সসীমা ৩০ করা হোক

ইউরোপীয় রাজনীতিতে শরণার্থী প্রসঙ্গ

ইউরোপীয় রাজনীতিতে শরণার্থী প্রসঙ্গ

হিন্দুত্ববাদের কবলে আমাদের পাঠ্যবই

হিন্দুত্ববাদের কবলে আমাদের পাঠ্যবই

রেলমন্ত্রীর দায়িত্ব কী?

রেলমন্ত্রীর দায়িত্ব কী?