ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি : তাপপ্রবাহের সতর্কতা অব্যাহত ঘরে ঘরে অসুস্থ : শ্রমজীবীদের রুজি-রোজগারে সঙ্কট : হিটশকের শঙ্কায় চিন্তিত কৃষক

তাপদাহ বৈশাখ-জ্যৈষ্ঠজুড়ে

Daily Inqilab শফিউল আলম

২২ এপ্রিল ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ১২:০৩ এএম

উচ্চ তাপদাহ অব্যাহত থাকতে পারে বৈশাখ-জ্যৈষ্ঠ মাস চলতি গ্রীষ্মকাল জুড়ে। এই তাপদাহ হতে পারে স্থানভেদে মৃদু থেকে মাঝারি, মাঝারি থেকে তীব্র এমনকি অতি তীব্র ধরনের। আবহাওয়া বিভাগ (বিএমডি) ও আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থ্গাুলো এই পূর্বাভাস দিয়েছে। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বজ্র বা শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়ের সঙ্গে। যখন যেখানে এভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হয় সেখানে সাময়িক প্রশান্তি আসতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গরমের দাপট বেড়েছে; কমেছে বৃষ্টিপাত। বর্তমানে প্রায় শুষ্ক আবহাওয়া বিরাজ করছে অধিকাংশ জেলায়। তাছাড়া ‘এল নিনো’র প্রভাবে আবহাওয়া এলোমেলো আচরণ করছে। এতে করে প্রখর রোদের তেজ, ভ্যাপসা গরম এবং বৃষ্টির আবহ নিরোধক খরা পরিস্থিতি চলছে।

প্রায় সারা দেশে রাত-দিনে উচ্চ তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আবহাওয়া বিভাগ গতকাল সন্ধ্যায় জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ছিল ৩৮.২ ডিগ্রি সে.। ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় রাতের ‘সর্বনিম্ন’ তাপমাত্রাও ২৭ থেকে ২৯ ডিগ্রিতে উঠে গেছে। গতকাল দিনের উল্লেখযোগ্য সর্বোচ্চ তাপমাত্রা ছিলÑ পাবনায় ৪২, রাজশাহীতে ৪১.৫, কুষ্টিয়ায় ৪০.৮, টাঙ্গাইলে ৪০.৪, মোংলায় ৩৯.৮, ফরিদপুরে ৩৯.৫, খুলনায় ৩৯.২ ডিগ্রি সে.। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সে.। চট্টগ্রাম, রংপুর, সিলেটে তাপমাত্রা কিছুটা সহনীয় রয়েছে। টানা উচ্চ তাপের কারণে সারা দেশে জনসাধারণের সতর্কতায় আবহাওয়া বিভাগের জারিকৃত ৭২ ঘণ্টার হিট এলার্ট অব্যাহত রয়েছে।

গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটে মাত্র ৬ মিলিমিটার বৃষ্টি ছাড়া দেশে আর কোথাও বৃষ্টি হয়নি।
অতি তীব্র তাপপ্রবাহ, খরা, রুক্ষ আবহাওয়ায় প্রচণ্ড গরমে-ঘামে প্রায়ই ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে পড়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে অনেকেই। বাতাসে জলীয়বাষ্প অস্বাভাবিক বেশি থাকায় শরীর থেকে অতিরিক্ত ঘাম বেরিয়ে দ্রুত কাহিল ও অসুস্থ হচ্ছেন অনেকেই। দিনে এনে দিনে খাওয়া দিনমজুর, কুলি, শ্রমজীবীদের রুজি-রোজগার সঙ্কট সৃষ্টি হয়েছে। টানা খরতাপে ফল-ফসলের মাঠ শুকিয়ে গেছে। হিট শকের শঙ্কায় চিন্তিত কৃষক। অনেক জায়গায় ইরি বোরো ধান আধাপাকা। এ অবস্থায় হিটশকে ধান চিটায় নষ্ট হয়ে যেতে পারে। ফল-ফলাদি অপরিপক্ক বা গুটি অবস্থায় তীব্র গরমে ঝরে যেতে পারে।

এদিকে চলতি সপ্তাহজুড়ে দেশে চলমান তাপপ্রবাহ এবং খরা-অনাবৃষ্টি পরিস্থিতি অব্যাহত থাকার কথা পূর্বাভাসে জানা গেছে।
আজ সোমবার সন্ধ্যা পর্যন্তসহ পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাস- ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পাবনা ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে গরমে-ঘামের অস্বস্তি বিরাজ করছে। গতকাল সন্ধ্যায় রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা তথা জলীয়বাষ্পের হার ছিল ৬৫ শতাংশ, যা অস্বাভাবিক বেশি।

আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে।

আগামী বুধবার সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাস- অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যহত থাকবে।

এর পরের ৫ দিনে আবহাওয়ার অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া বিভাগ জানায়, পশ্চিমা লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা, একদিন বাদে চুয়াডাঙ্গায় ৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার আওতায় রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস, ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪২ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১৫ শতাংশ এবং দুপুর ১২টায় রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১৫ শতাংশ। গত বুধবার সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৩৭ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ২২ শতাংশ এবং দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৪৭ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ২৭ শতাংশ এবং ওই দিন বেলা ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রী সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৩ শতাংশ। তিনি আরো জানান, বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কোনভাবেই কমার সম্ভাবনা নেই।

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা বলেন, অতি তীব্র, তীব্র এবং মাঝারি তাপপ্রবাহের কারণে দিন মজুরাসহ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের খাদ্য সহায়তা দেয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ে সর্বোচ্চ ৩৬ দশমিক ১ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছড়িয়ে পড়েছে। রোববার বিকেল ৩টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু তাপপ্রবাহ। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আগের দিন শনিবারের তুলনায় রোববার দিনের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তাপপ্রবাহে বাদাম, ভুট্টা, পাট ক্ষেতের মাটি ধুলা উড়ছে। কিছু জায়গায় বাদাম গাছ চুপসে গেছে। কৃষিরক্ষার্থে শেলোমেশিন ব্যবহার করে পানি দিচ্ছে একাধিক কৃষক। টুনিরহাট এলাকার শ্রমিক হাসিবুল ইসলাম বলেন, রোদের তাপ অনেক বেশি। এজন্য কাজ রেখে বার বার বিশ্রাম নিতে ছায়ায় আসতে হয়। লাঠুয়াপাড়া এলাকার পাথর শ্রমিক বিশু বলেন, রোদ বলেন পানি বলেন আর ধুলায় বলেন। করার কিছু নাই, কাজ করে খাইতে হবে। তবে রোদের তাপটা আজকে বেশি ছিল।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ সর্বোচ্চ তাপপ্রবাহের বিষয়টি নিশ্চিত করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর

খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘর্ষ: তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের

খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘর্ষ: তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের

গরমে যেন শেষ সিলেট !

গরমে যেন শেষ সিলেট !

গল টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

গল টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

প্রেতাত্মাদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন হাসিনা

প্রেতাত্মাদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন হাসিনা

ময়মনসিংহে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়িতে হামলা, প্রতিবাদে ইবির আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

খাগড়াছড়িতে হামলা, প্রতিবাদে ইবির আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নানকে জেলহাজতে প্রেরণ

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নানকে জেলহাজতে প্রেরণ

কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন আটক

কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন আটক

হাবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

হাবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ফ্যাসিবাদী দোসর মিডিয়া লীগে সংস্কার জরুরী

ফ্যাসিবাদী দোসর মিডিয়া লীগে সংস্কার জরুরী

যৌথবাহিনীর হাতে সিলেট আটক বিপুল পরিমান ভারতীয় পণ্য

যৌথবাহিনীর হাতে সিলেট আটক বিপুল পরিমান ভারতীয় পণ্য

পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্য সৃষ্টিতে লিপ্ত- বিমানবন্দরে সংবর্ধনা কালে যুক্তরাজ্য বিএনপি নেতা মুশাহীদ

পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্য সৃষ্টিতে লিপ্ত- বিমানবন্দরে সংবর্ধনা কালে যুক্তরাজ্য বিএনপি নেতা মুশাহীদ

নোয়াখালীতে জামায়াতের কর্মী সমাবেশে নেতৃবৃন্দ ‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’

নোয়াখালীতে জামায়াতের কর্মী সমাবেশে নেতৃবৃন্দ ‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’

পুলিশের সামনে হামলা বিএনপি ও যুবদল নেতা আহত

পুলিশের সামনে হামলা বিএনপি ও যুবদল নেতা আহত

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

তিন জেলাসহ সাত বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

তিন জেলাসহ সাত বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি

দুই দিনেই পরাজয়ের ধ্বনি শুনছে বাংলাদেশ

দুই দিনেই পরাজয়ের ধ্বনি শুনছে বাংলাদেশ