ওয়াসার সরবরাহ করা পানি ব্যবহার অনুপযোগী বলে অভিযোগ রয়েছে

রাজধানীতে পানি সঙ্কট

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৪ এপ্রিল ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ১২:০৩ এএম

তীব্র দাবদাহে রাজধানীতে জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। এরমধ্যে নগরের অভিজাত আবাসিক এলাকা গুলশানসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানির সঙ্কট। এছাড়া জুরাইন, নন্দীপাড়ায় ওয়াসার সরবরাহ করা পানি ব্যবহার অনুপযোগী বলে অভিযোগ রয়েছে। রাজধানীর নন্দীপাড়ার ত্রিমোহনীসহ বিভিন্ন এলাকার মানুষ ভুগছেন সুপেয় পানি সঙ্কটে। লাইনের পানিতে করা যাচ্ছে না গোসল, গৃহস্থালির কাজকর্মও করা যাচ্ছে না। আর খাবারের চিন্তাতো করাই দায়। এমন সঙ্কটে বাড়ছে শিশুহসহ সব বয়সী মানুষের রোগব্যাধি। গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন তারা।
জানা গেছে, ত্রিমোহনী এলাকায় তিনটি পানির পাম্প থাকলেও দুটি থেকে আসে ময়লা পানি। ভরসা কেবল একটিই। তাই এর সামনে পানি সংগ্রহে প্রতিনিয়ত চলে যুদ্ধ। পানির অপর নাম জীবন হলেও এই এলাকার মানুষের জন্য পানিই বিভিন্ন রোগের কারণ। এখানকার মানুষ অনেকেই হয়তো ভুলতে বসেছেন পানির আসল রঙ কিংবা স্বাদ। তীব্র পানি সংকট আর সুপেয় পানির অভাবে একদিকে যেমন বাড়ছে রোগবালাই, সেই সঙ্গে বাড়ছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে পানি সংগ্রহের ভোগান্তি। ঠিক কীভাবে মিলবে সমাধান সেই প্রশ্নের নেই কোনো সহজ উত্তর। ভোগান্তির গল্প এখানেই শেষ নয়। সংগ্রহ করা এই পানি দিয়েই চলে গোসল, খাওয়া, রান্না-বান্নাসহ সব কাজ। এমনকি পানি খেতেও হয় হিসাব করে।
ভুক্তভোগীরা বলছেন, পানি কম করে পান করতে হয়। কিন্তু পানি তো কম পান করে থাকা যায় না। আবার গোসল করলেও শরীরে চুলকানি হয়। বারবার অভিযোগ করেও লাভ হচ্ছে না।
তবে ঢাকা ওয়াসার দাবি, তীব্র গরমে ওয়াসার অধীন এলাকায় পানির চাহিদা অনেক বেড়েছে। কিন্তু সার্বিকভাবে পানি সরবরাহে ঘাটতি নেই। গুলশানসহ ঢাকার কোনো এলাকায় পানি সঙ্কটের অভিযোগ কেউ করেনি। যেসব এলাকায় পানির মান ভালো নয়, সেখানে ওয়াসা কাজ করছে।
ঢাকা ওয়াসার ১০টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। এরমধ্যে মডস জোন-৫ এর আওতায় পড়েছে গুলশান-২। এ এলাকার ৫৫ থেকে ৭৪ নম্বর রোড পর্যন্ত বাসাবাড়ি ও বাণিজ্যিক ভবনে পানি সঙ্কট রয়েছে। পানি সঙ্কটের কারণে গৃহস্থালির কাজ যথাসময়ে করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
গুলশান এলাকার এক বাসিন্দা বলেন, তীব্র তাপপ্রবাহ শুরুর পর থেকে ওয়াসার লাইনে পানি ঠিকমতো পাওয়া যায় না। অর্থাৎ আগে যখনই মোটর চালু করা হতো, লাইনে পানি পাওয়া যেত। এখন দিনের নির্দিষ্ট সময়ে ওয়াসা লাইনে পানি দিচ্ছে। এর বাইরে অন্য সময়ে লাইনে পানি পাওয়া যাচ্ছে না। ওয়াসার হটলাইনে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি।
বেশ কয়েক দিন ধরে গুলশানে পানি সঙ্কট চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ আহসান হাবিব। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই গুলশানের ৫৫ থেকে ৭৪ নম্বর রোডে পানি সঙ্কট চলছে। বিষয়টি ওয়াসাকে জানানো হয়েছে। কিন্তু কোনো সমাধান হচ্ছে না। এখন ওয়াসার পানি নিয়ে গুলশানের বিভিন্ন এলাকার তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তবে ভিন্ন কথা বলেছেন ওয়াসার মডস জোন-৫ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌহিদ এলাহী। তিনি বলেন, গুলশানে তারা নিয়মিত পানি সরবরাহ করছেন। পানি সঙ্কটের বিষয়ে ওয়াসায় কেউ যোগাযোগ করেনি। তবে তাপপ্রবাহ বা পানির চাহিদা বাড়লে সব লাইনে একসঙ্গে পানির চাপ থাকে না। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবো।
অন্যদিকে ওয়াসার অঞ্চল-৬ এর অধীনে পড়েছে নন্দীপাড়া এলাকা। এই এলাকায় পানি সঙ্কট তেমন না থাকলেও ওয়াসার সরবরাহ করা পানি ব্যবহার করা যায় না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আজিজুল হক। তিনি বলেন, আগে নন্দীপাড়া এলাকায় তীব্র পানি সঙ্কট ছিল। আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর ওয়াসাকে বলে পৃথক তিনটি পাম্প বসিয়েছি। এরমধ্যে গত বছর মধ্য ও পূর্ব নন্দীপাড়ায় যে দুটি পানির পাম্প বসানো হয়েছে, সেগুলোর পানি এখন ব্যবহার অনুপযোগী। পানিতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। বিষয়টি ওয়াসাকে জানানো হলেও তারা আর কোনো উদ্যোগ নেয়নি।
ঢাকা ওয়াসার এক কর্মকর্তা জানান, প্রতি বছরই এপ্রিল-মে মাসে রাজধানীতে পানির সঙ্কট বেশি হয়। এবারও গরমে পানির চাহিদা বেড়েছে। তবে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় কিছু জায়গায় গভীর নলকূপ থেকে পানি উত্তোলন কমেছে। এতে চাহিদার তুলনায় পানি সরবরাহে সমস্যা হচ্ছে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসীম এ খান বলেন, ঢাকায় চাহিদার চেয়ে পানির উৎপাদন বেশি রয়েছে। এখন ঢাকার কোথাও পানি সঙ্কটের কথা শুনিনি। ওয়াসার হটলাইন নম্বরে (১৬১৬২) নম্বরেও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তা সমাধান করা হবে। আর জুরাইন, নন্দীপাড়াসহ ঢাকার চারপাশের এলাকাগুলোতে ওয়াসার নতুন লাইন নির্মাণের কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে আর কোনো এলাকায় সমস্যা থাকবে না।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নারাইন নৈপুণ্যে লাক্ষ্মৌর বিপক্ষে বড় জয়ে শীর্ষে কলকাতা

নারাইন নৈপুণ্যে লাক্ষ্মৌর বিপক্ষে বড় জয়ে শীর্ষে কলকাতা

লিভারপুলের বিপক্ষে হেরে অস্বস্তিতে টটেনহ্যাম

লিভারপুলের বিপক্ষে হেরে অস্বস্তিতে টটেনহ্যাম

অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি, ঋণের ঝুঁকি ও প্রবৃদ্ধির শ্লথগতি

অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি, ঋণের ঝুঁকি ও প্রবৃদ্ধির শ্লথগতি

ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী

ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী

লক্ষ্যটা নাগালেই রাখল বাংলাদেশ

লক্ষ্যটা নাগালেই রাখল বাংলাদেশ

ইসলামী শিক্ষা নিয়ে যে কোন দূরভিসন্ধি রুখে দিতে হবে পীর সাহেব চরমোনাই

ইসলামী শিক্ষা নিয়ে যে কোন দূরভিসন্ধি রুখে দিতে হবে পীর সাহেব চরমোনাই

জনসমর্থন না থাকায় বিএনপি নির্বাচন থেকে দূরে থাকছে: কুষ্টিয়ায় হানিফ

জনসমর্থন না থাকায় বিএনপি নির্বাচন থেকে দূরে থাকছে: কুষ্টিয়ায় হানিফ

উখিয়া ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা

উখিয়া ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা

ইসলামবিরোধী হিন্দুত্ববাদী কারিকুলাম প্রত্যাখ্যান করুন

ইসলামবিরোধী হিন্দুত্ববাদী কারিকুলাম প্রত্যাখ্যান করুন

শাহজালালে তিনদিন ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

শাহজালালে তিনদিন ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

মুস্তাফিজকে ছাড়াই চেন্নাইয়ের বড় জয়

মুস্তাফিজকে ছাড়াই চেন্নাইয়ের বড় জয়

সুদহার শিগগিরই বাজারের ওপর ছেড়ে দেয়া হবে: গভর্নর

সুদহার শিগগিরই বাজারের ওপর ছেড়ে দেয়া হবে: গভর্নর

মোদির মুসলিম বিদ্বেষী প্রচারণায় এবার উপজীব্য ভোট জিহাদ, তারপর কী?

মোদির মুসলিম বিদ্বেষী প্রচারণায় এবার উপজীব্য ভোট জিহাদ, তারপর কী?

‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন করলো এনার্জিপ্যাক

‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন করলো এনার্জিপ্যাক

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত

দুই দিনে সোনার দাম বাড়ল ১৭৮৫ টাকা

দুই দিনে সোনার দাম বাড়ল ১৭৮৫ টাকা

এসআই পদে বয়সসীমা ৩০ করা হোক

এসআই পদে বয়সসীমা ৩০ করা হোক

ইউরোপীয় রাজনীতিতে শরণার্থী প্রসঙ্গ

ইউরোপীয় রাজনীতিতে শরণার্থী প্রসঙ্গ

হিন্দুত্ববাদের কবলে আমাদের পাঠ্যবই

হিন্দুত্ববাদের কবলে আমাদের পাঠ্যবই

রেলমন্ত্রীর দায়িত্ব কী?

রেলমন্ত্রীর দায়িত্ব কী?