তীব্র প্রতিবাদ অব্যাহত

দুই সহোদর হাফেজ শ্রমিক হত্যাকারীদের কঠোর শাস্তি চাই

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৪ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম

উগ্রবাদী হিন্দুদের বর্বরোচিত হামলায় দুই সহোদর হাফেজ হত্যাকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। গতকাল মধুখালীতের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলায় বেশ কিছু বিক্ষুব্ধ জনতা আহত হয়েছে। এ ধরণের পুলিশী হামলাকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। মধুখালীর মন্দিরে আগুন দেয়ার অভিযোগে উগ্র-হিন্দুদের বর্বরোচিত হামলায় দু’সহোদর ভাই কোরআনে হাফেজ হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন দল ও সংগঠনের তীব্র প্রতিবাদে নেতৃবৃন্দ এসব কথা বলেন। নির্দোষ নির্মাণ শ্রমিক আপন দুই ভাইকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হতাহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন, সহ-সভাপতি আলহাজ মোহাম্মদ হানিফ মেম্বার, আলহাজ সুলতান আহমদ খান, সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী হাজী শাহীন আহমাদ এক যৌথ বিবৃতিতে মধুখালীর উগ্র হিন্দুদের হামলায় দুই মুসলিম হাফেজে কুরআন সহোদর ভাইকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

গতকাল এক যুক্ত বিবৃতিতে বলেন, শতকরা ৯২ ভাগ মুসলিমের দেশে উগ্র হিন্দুত্ববাদকে প্রমোট করার চেষ্টা এদেশের তৌহিদী জনতা কোনভাবেই মেনে নেবে না। একটি স্বাধীন দেশে, সভ্য সমাজে; অমানবিক ও অন্যায়ভাবে পিটিয়ে মানুষ মারা হলো আর সরকার নীরব দর্শকের ভূমিকায় থাকবে তা হতে পারে না। সরকারকে অবশ্যই এই জঘন্য ঘটনার সাথে জড়িতদেরকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। সেইসাথে মন্দিরে অগ্নিসংযোগের সাথে জড়িতদের পরিচয় দেশবাসির কাছে তুলে ধরতে হবে।

ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ নেতৃবৃন্দ বলেন, সরকারকে তদন্তের মাধ্যমে বিচার করে খুনিদের ফাঁসিতে ঝুলাতে হবে। এর আগেও বিভিন্ন জায়গায় মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। কিন্তু যারা গ্রেফতার হয়েছে, তারা হিন্দু সম্প্রদায়ের উগ্রপন্থি সদস্য। তারা পরিকল্পিতভাবে নিজেদের উপাসনালয়ে হামলা করে মুসলমানদের উপর দোষ চাপাতে এ কাজ করছে। সরকার কেন মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছেন না, সরকার ব্যর্থ। নাকি দাদা বাবুদের ভয়ে থরথর। এটা বাংলাদেশ, ভারত নয়; শতকরা ৯২ ভাগ মুসলমানের এই দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির বিশ্বের মডেল বাংলাদেশ। এখানে ঘোলা পানিতে কেউ মাছ শিকারের চেষ্টা করলে তা’বরদাশত করা হবে না।

জাতীয় তাফসীর পরিষদ বাংলাদেশ : জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস মুফতি বাকি বিল্লাহ, হাফেজ মাওলানা নাযীর আহমদ শিবলী, মুফতী ওমর ফারুক যুক্তিবাদী মধুখালীতে নিরীহ কুরআনের হাফেজ দুই সহোদরসহ তিনজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এক বিবৃতিতে জাতীয় তাফসীর পরিষদের নেতৃবৃন্দ বলেন, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে প্রতিবাদের আগুন জ্বলে উঠবে সর্বত্র। নিরীহ শ্রমিক নিরাপরাধ কুরআনের হাফেজদেরকে মন্দিরের আগুন দেয়ার সন্দেহের বশীভূত হয়ে অমানবিক ও বর্বর নির্যাতন করে হত্যা করা হয়েছে। কারা পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেইসাথে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং মন্দিরে অগ্নিসংযোজের সাথে জড়িতদের পরিচয় মিডিয়ার মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে হবে। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি : ফরিদপুরে দুই মুসলিম সহোদরকে পরিলক্ষিত ভাবে হত্যা করে হিন্দুত্ববাদের আস্ফালন শেষ হতে না হতেই গতকাল মধুখালিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে গুলি করে বেশ কিছু বিক্ষুব্ধ মুসলিমকে আহত করেছে সরকারের লেলিয়ে দেয়া পুলিশ। উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতৃদ্বয় বলেন, আমরা প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছি না বিরানব্বই ভাগ মুসলিম জনগোষ্ঠীর এই ভূখণ্ডে এসব কি হচ্ছে? যখন যেভাবে খুশি মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার সরাসরি হিন্দুত্ববাদের পক্ষে নগ্ন হয়ে নেমেছে প্রশাসনের ছত্রছায়ায় এই দেশে রাম রাজত্ব কায়েম করতে ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে। নেতৃদ্বয় বলেন দেশের বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকারের গভীর চক্রান্ত ইতিমধ্যেই স্পষ্ট হচ্ছে ইসলাম বিদ্বেষী রক্তখেকো নরেন্দ্র মোদীর কূটচাল

ও ভয়াবহ ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে সরকার। এদশের মানুষ এসব বরদাশত করবে না হিন্দুত্ববাদের নারকীয় তাণ্ডবের বিরুদ্ধে ইতিমধ্যেই সারাদেশের জনগণ ফুসেঁ উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আগেই সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে দেশকে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করার আহবান জানান তারা। নইলে যেকোনো অপ্রীতিকর ঘটনার সরকারই দায়ী থাকবে এবং এর কড়া মাশুল দিতে হবে বলেও নেতৃদ্বয় হুশিয়ারী উচ্চারণ করেন।

মধুখালিতে উগ্র-হিন্দুদের বর্বরোচিত হামলায় দুই সহোদর হাফেজকে খুনের ঘটনাকে‘আধিপত্যবাদী শক্তির স্বার্থে পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে আজিজুল হক ইসলামাবাদী বলেন, ডুমাইন ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন হাতপা বাঁধা নিরীহ শ্রমিকদের ওপর সেই প্রথম আক্রমণ চালায়। এর ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ সংঘবদ্ধভাবে তাদের নৃশংসভাবে দু’সহোদরকে পিটিয়ে মারে। একজন দায়িত্বশীল চেয়ারম্যানের উচিত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে পরিস্থিতিকে সামাল দেয়া। তা না করে নিজেই হত্যাকাণ্ডে জড়িত হল। এটাকে আমরা আধিপত্যবাদী শক্তির স্বার্থে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছি। ভারতে চলমান লোকসভা নির্বাচনে আবারও ক্ষমতায় আসতে হিন্দুত্ববাদীরা উগ্র প্রয়াস চালাচ্ছে। এমতাবস্থায় বাংলাদেশে হিন্দুর হাতে মুসলমানের লাশ তাদের ভোটারদের আরো উজ্জীবিত করবে সন্দেহ নেই।

তিনি আরো বলেন, মন্দিরে আগুন লাগানোর কোনো প্রমাণ না পেলেও হিন্দু সম্প্রদায়ের শত শত লোক দুজন নিরীহ শ্রমিককে স্রেফ মুসলিম পরিচয়ের কারণে হাতপা বেঁধে পিটিয়ে মেরে ফেলল। অথচ হিন্দু সম্প্রদায়ের নেতারা নির্বিকার! এখন পর্যন্ত তারা কোনো নিন্দা বা প্রতিবাদ জানাননি। যদিও অতীতে মুসলিম সম্প্রদায়ের কেউ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হলে তারা কখনো প্রতিবাদ বা নিন্দা করেছেন এমন নজির নেই।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নারাইন নৈপুণ্যে লাক্ষ্মৌর বিপক্ষে বড় জয়ে শীর্ষে কলকাতা

নারাইন নৈপুণ্যে লাক্ষ্মৌর বিপক্ষে বড় জয়ে শীর্ষে কলকাতা

লিভারপুলের বিপক্ষে হেরে অস্বস্তিতে টটেনহ্যাম

লিভারপুলের বিপক্ষে হেরে অস্বস্তিতে টটেনহ্যাম

অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি, ঋণের ঝুঁকি ও প্রবৃদ্ধির শ্লথগতি

অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি, ঋণের ঝুঁকি ও প্রবৃদ্ধির শ্লথগতি

ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী

ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী

লক্ষ্যটা নাগালেই রাখল বাংলাদেশ

লক্ষ্যটা নাগালেই রাখল বাংলাদেশ

ইসলামী শিক্ষা নিয়ে যে কোন দূরভিসন্ধি রুখে দিতে হবে পীর সাহেব চরমোনাই

ইসলামী শিক্ষা নিয়ে যে কোন দূরভিসন্ধি রুখে দিতে হবে পীর সাহেব চরমোনাই

জনসমর্থন না থাকায় বিএনপি নির্বাচন থেকে দূরে থাকছে: কুষ্টিয়ায় হানিফ

জনসমর্থন না থাকায় বিএনপি নির্বাচন থেকে দূরে থাকছে: কুষ্টিয়ায় হানিফ

উখিয়া ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা

উখিয়া ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা

ইসলামবিরোধী হিন্দুত্ববাদী কারিকুলাম প্রত্যাখ্যান করুন

ইসলামবিরোধী হিন্দুত্ববাদী কারিকুলাম প্রত্যাখ্যান করুন

শাহজালালে তিনদিন ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

শাহজালালে তিনদিন ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

মুস্তাফিজকে ছাড়াই চেন্নাইয়ের বড় জয়

মুস্তাফিজকে ছাড়াই চেন্নাইয়ের বড় জয়

সুদহার শিগগিরই বাজারের ওপর ছেড়ে দেয়া হবে: গভর্নর

সুদহার শিগগিরই বাজারের ওপর ছেড়ে দেয়া হবে: গভর্নর

মোদির মুসলিম বিদ্বেষী প্রচারণায় এবার উপজীব্য ভোট জিহাদ, তারপর কী?

মোদির মুসলিম বিদ্বেষী প্রচারণায় এবার উপজীব্য ভোট জিহাদ, তারপর কী?

‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন করলো এনার্জিপ্যাক

‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন করলো এনার্জিপ্যাক

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত

দুই দিনে সোনার দাম বাড়ল ১৭৮৫ টাকা

দুই দিনে সোনার দাম বাড়ল ১৭৮৫ টাকা

এসআই পদে বয়সসীমা ৩০ করা হোক

এসআই পদে বয়সসীমা ৩০ করা হোক

ইউরোপীয় রাজনীতিতে শরণার্থী প্রসঙ্গ

ইউরোপীয় রাজনীতিতে শরণার্থী প্রসঙ্গ

হিন্দুত্ববাদের কবলে আমাদের পাঠ্যবই

হিন্দুত্ববাদের কবলে আমাদের পাঠ্যবই

রেলমন্ত্রীর দায়িত্ব কী?

রেলমন্ত্রীর দায়িত্ব কী?