রহমতের বৃষ্টি কামনায় রাজধানীসহ সারাদেশে ইসতেস্কা নামাজ আদায়

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২৪ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম

প্রচণ্ড দাবদাহ থেকে পরিত্রাণ ও রহমতের বৃষ্টি কামনা করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ইসতেস্কার নামাজ আদায় করা হয়েছে।
আফতাফনগর ঈদগাহ মাঠ, পুরাতন ঢাকার সুরিটোলা হাইস্কুলসহ রাজধানীর বেশ কয়েকটি স্থান ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আল্লাহর রহমত কামনা এবং নিজেদের গুনাহ-খাতা থেকে মাফ চেয়ে কায়মনোবাক্যে মোনাজাত করা হয়। ইমাম সাহেবদের সাথে মুসল্লিরাও আল্লাহর রহমতের আশায় দুই হাত ঊর্ধ্বপানে তুলে আকুতি সহকারে মোনাজাত করে। দৈনিক ইনকিলাব পত্রিকার অনলাইন ও প্রিন্ট ভার্সনে পানি ও বৃষ্টির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার আহ্বান জানিয়ে রুহুল আমিন খানের লেখা প্রকাশিত হয়। এতে সাড়া দিয়ে দেশের অনেক স্থানে ইসতেস্কার নামাজ আদায় করা হয়েছে।

তীব্র গরম থেকে রক্ষা পেতে আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করে নামাজ পড়া ও দোয়া করা সুন্নত। ইসলামি পরিভাষায় এ দোয়ার নাম ‘ইসতেস্কা’ বা সিক্তকরণের দোয়া এবং নামাজের নাম ‘সালাতুল ইসতেস্কা’ বা ‘বৃষ্টি কামনায় নামাজ’। বস্তুত যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বা নানা প্রতিকূলতায় পাপমোচনের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ অন্তরে তওবা-ইস্তেগফার করতে হয়। কেউ অন্যের হক বা অধিকার নষ্ট করলে তা ফেরত দিয়ে দোয়া করতে হয়। তবেই আল্লাহ তা‘আলা মানুষের মনোকামনা পূরণ করেন এবং বৃষ্টি দিয়ে নিসর্গ সিক্ত করেন। মাঠে যাওয়ার আগে এবং পরে সবাই তওবা করবেন।

তওবা করলে বৃষ্টি বর্ষণের সম্ভাবনা থাকে। এ সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, ‘অতঃপর বললাম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য অজস্র বৃষ্টিধারা প্রবাহিত করবেন এবং তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি দ্বারা সাহায্য করবেন।’ (সুরা নুহ : ১০-১২)
গতকাল সকালে রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ পড়ান শায়খ আহমাদুল্লাহ। নামাজ শেষে মুসল্লিদের নিয়ে খুতবা ও দোয়া করেন শায়খ আহমাদুল্লাহ। এসময় প্রাকৃতিক দুর্ভোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।

এ সময় তিনি বলেন, বনায়ন ধ্বংসের কারণে প্রতিবছর তাপমাত্রা বাড়ছে। এখনই সচেতন না হলে সামনের দিনে আরো বিপদে পড়তে হবে। সবুজায়ন বাড়াতে সবাইকে গাছ লাগানোর আহ্বানও জানান তিনি। এর আগে গত সোমবার এই নামাজ আদায়ের ঘোষণা দেয়া হয় শায়খ আহমাদুল্লাহর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এক পোস্টে জানানো হয়, তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত। ওষ্ঠাগত মানুষ ও পশুপাখি জীব। হুমকির মুখে ফল ও ফসল। এসময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি। প্রিয়নবী (সা.) এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইসতেস্কার তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন। (বুখারি, মুসলিম)

আমরা দেশের সকল ইমাম-খতীব ও দায়িত্বশীলদের প্রতি সালাতুল ইসতেস্কার সুন্নাহ জিন্দা করার বিনীত আহ্বান জানাই। আমরা ইন শা আল্লাহ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আফতাবনগর ঈদগাহ মাঠে সালাতুল ইসতেস্কার সালাত আদায় করব। যারা আশপাশে আছেন, আমাদের সঙ্গে যোগ দিতে পারেন।

গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৬টায় পুরাতন ঢাকার সুরিটোলা হাইস্কুল প্রাঙ্গনে ইসতেস্কার নামাজ আদায় করা হয়। আশপাশের বিভিন্ন মসজিদে দেয়া ঘোষণা অনুযায়ী অসংখ্য মুসল্লি ইসতেস্কা নামাজে অংশগ্রহণ করেন।
টঙ্গী (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, তীব্র গরম থেকে মুক্তির আশায় গাজীপুরের টঙ্গীতে ইসতেস্কার নামাজ আদায় করেছেন স্থানীয়রা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। গতকাল বেলা ১১টার দিকে টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসা ক্যাম্পাস মাঠে এ নামাজের আয়োজন করেন মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই মাঠে জড়ো হন স্থানীয় মুসল্লিরা। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রধান মুহাদ্দিস ড. মোয়াজ্জেম হোসেন আল আযহারী।

নামাজ শেষে ইমাম ড. মোয়াজ্জেম হোসেন আল আযহারী বলেন, অনাবৃষ্টি ও অতি তাপপ্রবাহের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এ অবস্থায় আল্লাহর সাহায্য ছাড়া আমরা নিরুপায়। তাই এ দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি লাভের আশায় আকাশের নিচে মাঠে ইসতেস্কার নামাজ (সালাতুল ইসতেস্কার) আদায় করা হয়েছে। নামাজ শেষে আমরা মহান আল্লাহ পাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করেছি।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতেস্কার নামাজ আদায় করতেন। সেজন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের পাপের জন্য তওবা এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।

বিশেষ সংবাদদাতা জানান, কুষ্টিয়ার কুমারখালীতে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা। গতকাল উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের খড়িলার বিলে খোলা আকাশের নিচে ইসতেস্কার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। আজ বুধবারও একই স্থানে সকালে নামাজ আদায় করা হবে।

স্থানীয়রা জানান, সকালে নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন তারা।

দহখোলা দক্ষিণ ভবানীপুর কওমি হাফেজিয়া মাদরাসার শিক্ষক মাওলানা রাসেল মোল্লা বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ সবাই কষ্টে আছে। সে জন্য বৃষ্টির জন্য নামাজ পড়েছি।
স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান, সারাদেশের মতো সাভারের অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় করেছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দিঘির পার দৈনিক ইনকিলাব এর বাংলো বাড়ির মাঠে দুই রাকাত ইসতেস্কার নামাজ আদায় করা হয়।

মো. হাফিজুর রহমান এর উদ্যোগে বিশেষ এ নামাজে স্থানীয় মুসল্লীরা অংশ নেন। নামাজে ইমামতি করেন দিঘীর পাড় হাজী মকবুল জামে মসজিদের খতিব নাছির উদ্দিন। দোয়া পরিচালনা করে তিনি মহান আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন।

হাজী মকবুল জামে মসজিদের খতিব নাছির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই। ফলে ফসল নষ্ট হচ্ছে, সাধারণ মানুষের চলাফেরা, ইবাদত বন্দেগি করতেও সমস্যা হচ্ছে। যে কারণে আমরা বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে চাওয়া, তিনি আমাদের নামাজ কবুল করবেন এবং বৃষ্টি দিবেন।

রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর পাংশায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় ইসতেস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। গতকাল সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ আদায় করা হয়। বিশেষ এ নামাজে প্রায় ৫ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন কাচারীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ সিফাত উল্লাহ। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান, বৃষ্টির অভাবে জনজীবন অতিষ্ঠ, খাল-বিল, নদী-নালা শুকিয়ে চৌচির হয়ে গেছে। নলকূপ থেকে উঠছে না পানি। পানির অভাবে চাষাবাদও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে মাঠের ফসল। এ কারণেই এলাকাবাসী খোলা মাঠে বৃষ্টির জন্য নামাজ আদায় ও দোয়া করেছেন বলেও জানান তারা।

লালমনিরহাট জেলা সংবাদদাতা জানান, লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল দুপুর ১২টায় ইসতেস্কার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন বড়খাতা নূরানি জামে মসজিদের খতিব মাওলানা মো. নাজমুল হুদা। হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার ব্যবসায়ী ও ওলামা সমিতির উদ্যোগে এই নামাজ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০ থেকে বড়খাতা উচ্চ বিদ্যালয়ে মাঠে খোলা আকাশের নিচে প্রথমে মুসল্লিরা পাপ মোচনের জন্য তওবা করেন। এরপর ইসতেস্কার নামাজ ও পরে দুই হাত উল্টে ঘণ্টাব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শত শত মুসল্লি আল্লাহ কাছে চোখের পানি ছেড়ে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মোনাজাত করেন।
ফকিরপাড়ায় ইউনিয়নের গ্রামের আব্দুস সালাম বলেন, প্রায় একমাস ধরে এলাকায় বৃষ্টি নেই। শ্যালো মেশিন দিয়ে পানি দিতে অবস্থা খারাপ। প্রচণ্ড তাপদাহে ভুট্টার ক্ষেত পুড়ে গেছে। জমিতে কোনো রস নাই। পাট ক্ষেতের অবস্থাও খুব খারাপ। বৃষ্টির জন্য নামাজ হবে এ কথা শুনেই ছুটে এসেছি।

বড়খাতা নূরানি জামে মসজিদের খতিব মাওলানা মো. নাজমুল হুদা বলেন, অনাবৃষ্টির কারণে বড়খাতা ব্যবসায়ী ও বিভিন্ন এলাকার মানুষ মিলে ইসতেস্কার নামাজ আদায় করেছি। দোয়া করেছি এই এলাকায় যেন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে পরিপূর্ণ করে দেন। অনাবৃষ্টির কারণে ক্ষেত, ফসল পশুপাখি কষ্টে আছে। আল্লাহ যেন রহমতের বৃষ্টি বর্ষণ করেন সেই দোয়া প্রার্থনা করা হয়েছে। বড়খাতা বাজার কমিটির সদস্য ও সমাজসেবক আহসান হাবিব লাভলু বলেন, বৃষ্টির অভাবে ধান, ভুট্টা ও পাট ক্ষেত পুড়ে যাচ্ছে। এজন্য আমরা বড়খাতা বাজার ব্যবসায়ী ওলামা সমিতি মিলে নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন করেছি।

চুয়াডাঙা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙা শহরের টাউন হল ফুটবল মাঠে গতকাল সকাল সাড়ে ১০টায় ইসতেস্কা নামাজের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সি ধর্মপ্রাণ মুসল্লি। সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের আয়োজনে এ নামাজ পরিচালনা করেন সংগঠনটির উপদেষ্টা মাওলানা নুর উদ্দীন ও মোনাজাত করেন মাওলানা আলহাজ বশির আহমেদ।

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম টিকিকাটা গ্রামের ঈদগাহ মাঠে বৃষ্টি কামনা করে নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বাঘা ও পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও পানির জন্য ইসতেস্কার নামাজ আদায় করেছেন রাজশাহীর বাঘা উপজেলার মুসল্লিরা গতকাল সকাল ৯টায় শাহাদৌলা সরকারি কলেজ মাঠে খোলা আকাশের নিচে স্থানীয় মুসল্লিরা এ নামাজে অংশ নেন।

মুসল্লিরা জানান, বাঘায় প্রখর রোদে গাছের আম ঝরে যাচ্ছে, নষ্ট হচ্ছে মাঠের ফসল। এলাকার বেশিরভাগ টিউবওয়েলগুলোতে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। আল্লাহর দরবারে প্রার্থনা করেছি, যেন অতি দ্রুত বৃষ্টি হয়।
ইসতিসকার নামাজে ইমামতি করেন বাঘা শাহী মসজিদের ইমাম মুফতি আশরাফ আলী। তিনি বলেন, ‘আমরা মুসল্লিদের সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন এবং নিষ্পাপ শিশু ও পশুপাখিদের কষ্টের দিকে তাকিয়ে আল্লাহ যেন অতি দ্রুত বৃষ্টি দান করেন।’

নামাজে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লাইভ লাভলু, সাবেক ইউপি চেয়ারম্যান মনোয়ারুল ইসলাম মামুন, মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল নসীমউদ্দীনসহ ৫ শতাধিক মুসল্লি। এদিকে দুপুর ২টায় পুঠিয়া উপজেলার পুঠিয়া পি এন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করা হয়। পুঠিয়া উপজেলার ওলামা পরিষদের আয়োজনে বিশেষ এ নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, হাদিসে এসেছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, দুইটা সময় জাহান্নাম নিশ্বাস ছাড়ে- গ্রীষ্মকাল ও শীতকালে। অতিরিক্ত শীত যখন হয় তখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয় এবং অতিরিক্ত গরমেও সমস্যার সমাধানে দোয়া করা হয়।

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা জানান, মহান আল্লাহ তা‘আলা নিকট বৃষ্টি চেয়ে সালাতুল ইসতেস্কার নামাজ আদায় ও বিশেষ মোনাজাতে দোয়া করেছেন পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের আলেম সমাজ ও স্থানীয় জনগণ। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে পাথরঘাটা উপজেলার ১ নম্বর রায়হানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খাঁন বাড়ি ঈদগাহ মাঠে প্রায় শতাধিক মুসল্লির উপস্থিতিতে সালাতুল ইসতেস্কার নামাজ আদায় করেন স্থানীয় বাসিন্দারা। নামাজে ইমামতি করেন রায়হানপুর সিনিয়র আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা হাফিজুর রহমান। নামাজ শেষে মোনাজাত করেন রায়হানপুর সিনিয়র আলিম মাদরাসার (অব.) শিক্ষক মৌলভী সামছুল হক।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মহাসড়কে ঢেউ খেলানো রাস্তা যেন মৃত্যু ফাঁদ, সমালোচনার ঝড়

মহাসড়কে ঢেউ খেলানো রাস্তা যেন মৃত্যু ফাঁদ, সমালোচনার ঝড়

স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা

স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা

আমলাদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী

আমলাদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী

হামাসের রকেট হামলায় ৩ ইসরাইলি সেনা নিহত

হামাসের রকেট হামলায় ৩ ইসরাইলি সেনা নিহত

বিশ্বব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছড়িয়ে পড়েছে ইসরাইলবিরোধী বিক্ষোভ

বিশ্বব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছড়িয়ে পড়েছে ইসরাইলবিরোধী বিক্ষোভ

আল-জাজিরা বন্ধে ইসরায়েলের সংসদে ভোট, কার্যালয়ে তল্লাশি

আল-জাজিরা বন্ধে ইসরায়েলের সংসদে ভোট, কার্যালয়ে তল্লাশি

সীমান্তে দু'দিনে স্থল মাইন বিস্ফোরণে ২ সহোদরসহ ৫ জন আহত, ২ জনের পা বিচ্ছিন্ন

সীমান্তে দু'দিনে স্থল মাইন বিস্ফোরণে ২ সহোদরসহ ৫ জন আহত, ২ জনের পা বিচ্ছিন্ন

নারাইন নৈপুণ্যে লাক্ষ্মৌর বিপক্ষে বড় জয়ে শীর্ষে কলকাতা

নারাইন নৈপুণ্যে লাক্ষ্মৌর বিপক্ষে বড় জয়ে শীর্ষে কলকাতা

লিভারপুলের বিপক্ষে হেরে অস্বস্তিতে টটেনহ্যাম

লিভারপুলের বিপক্ষে হেরে অস্বস্তিতে টটেনহ্যাম

অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি, ঋণের ঝুঁকি ও প্রবৃদ্ধির শ্লথগতি

অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি, ঋণের ঝুঁকি ও প্রবৃদ্ধির শ্লথগতি

ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী

ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী

লক্ষ্যটা নাগালেই রাখল বাংলাদেশ

লক্ষ্যটা নাগালেই রাখল বাংলাদেশ

ইসলামী শিক্ষা নিয়ে যে কোন দূরভিসন্ধি রুখে দিতে হবে পীর সাহেব চরমোনাই

ইসলামী শিক্ষা নিয়ে যে কোন দূরভিসন্ধি রুখে দিতে হবে পীর সাহেব চরমোনাই

জনসমর্থন না থাকায় বিএনপি নির্বাচন থেকে দূরে থাকছে: কুষ্টিয়ায় হানিফ

জনসমর্থন না থাকায় বিএনপি নির্বাচন থেকে দূরে থাকছে: কুষ্টিয়ায় হানিফ

উখিয়া ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা

উখিয়া ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা

ইসলামবিরোধী হিন্দুত্ববাদী কারিকুলাম প্রত্যাখ্যান করুন

ইসলামবিরোধী হিন্দুত্ববাদী কারিকুলাম প্রত্যাখ্যান করুন

শাহজালালে তিনদিন ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

শাহজালালে তিনদিন ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

মুস্তাফিজকে ছাড়াই চেন্নাইয়ের বড় জয়

মুস্তাফিজকে ছাড়াই চেন্নাইয়ের বড় জয়

সুদহার শিগগিরই বাজারের ওপর ছেড়ে দেয়া হবে: গভর্নর

সুদহার শিগগিরই বাজারের ওপর ছেড়ে দেয়া হবে: গভর্নর

মোদির মুসলিম বিদ্বেষী প্রচারণায় এবার উপজীব্য ভোট জিহাদ, তারপর কী?

মোদির মুসলিম বিদ্বেষী প্রচারণায় এবার উপজীব্য ভোট জিহাদ, তারপর কী?