দলীয় শৃঙ্খলা রক্ষায় শক্ত অবস্থানে বিএনপি

Daily Inqilab ফারুক হোসাইন

২৮ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদ নির্বাচনও বর্জনের সিদ্ধান্ত নিয়েছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলের নেতারা এই নির্বাচনে অংশগ্রহণ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আগেই হুশিয়ারী দিয়েছিল দলটির নেতারা। কিন্তু এরপরও বেশকিছু নেতাকর্মী এই নির্বাচনে প্রার্থী হলে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে দলটি। প্রার্থী হওয়া নেতাদের শোকজের পর প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করেছে বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন সাংগঠনিক শৃঙ্খলা অটুট রাখতে শক্ত অবস্থান নিয়েছে বিএনপির হাইকমান্ড। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় দল ও অঙ্গসংগঠনের প্রায় ৮০ জন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বিগত কয়েকদিনে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে শুক্রবারই ৭৩ জনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবারও বহিষ্কার করা হয়েছে তিনজনকে।

তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অভিযোগে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। একই কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত নেয় দলটি। গত ১৫ এপ্রিল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে বলা হয়, দলের হাইকমান্ডের এই সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে যাবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দলের একাধিক কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা জানান, স্থায়ী কমিটিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলেন। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তাদের মতামত তিনি জানতে চান। তৃণমূলের এসব নেতার সকলেই নির্বাচনে না যাওয়ার বিষয়ে নিজেদের মনোভাবের কথা তুলে ধরেন। তাদের মতামতের বিষয়টি তারেক রহমান স্থায়ী কমিটির সভায় উপস্থাপন করেন। সেই মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার।

বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু বলেন, দলের পক্ষ থেকে আগে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলা হয়েছে, সবার মতামত নেয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা, উপজেলা ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে কথা বলেছেন। সকলে একমত হয়েছেন যে, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না। নির্বাচনের পরিবর্তে উপজেলায় উপজেলায় কর্মসভা, জনসম্পৃক্ত কর্মসূচি প্রদানের পরামর্শ দেয়া হয়েছে। কারণ এই সরকারের অধীনে কি ধরণের নির্বাচন হবে সেটি আমাদের সবার জানা। আবার কেউ নির্বাচিত হলে যে দায়িত্ব পালন করতে পারবে তার নিশ্চয়তা নেই, জেলে থাকতে হবে না তার নিশ্চয়তা নেই।

তিনি বলেন, যে লড়াই-সংগ্রাম করতে গিয়ে আমাদের অসংখ্য সহকর্মী আহত হয়েছেন, মারা গেছেন সেই সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত ভোটে অংশ নিলে তারা আত্মত্যাগ করলেন কেন?
তবে এরপরও বেশকিছু তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থক এই নির্বাচনে প্রার্থী হয়েছে। যারাই প্রার্থী হয়েছেন তাদের প্রথমে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল বিএনপি। কিন্তু চিঠির জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হিসেবে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড।

রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যারা দলের পদে আছেন তারা কেউ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী নয়। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় এরকম কিছু অংশ নিয়েছে। আবার পদে নেই, সমর্থক এরকম দু’একজন প্রার্থী হয়েছেন।

বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতা প্রার্থী হয়েছেন আমরা তাদের সঙ্গে কয়েক দফা যোগাযোগ ও বৈঠক করে দলের সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম। তারা মনোনয়ন প্রত্যাহারের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে দল এখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। এছাড়া যারা দলীয় পদে নেই তারা নির্বাচনে অংশ নিলে বিএনপির কিছু করার নেই।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করবো। তিনি বলেন, উপজেলা নির্বাচন বর্জন বিষয়ে দলের নীতিনির্ধারণী কমিটি ও জাতীয় স্থায়ী কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছে। এটি সারাদেশের নেতাকর্মীদের সেন্টিমেন্ট। তিনমাস আগে একটি ডামি নির্বাচন করেছে এ সরকার। এ নির্বাচনেও দেশের জনগণ ভোট দিতে যাবে না, এমন কি বিএনপির কোন নেতাকর্মী যাবে না।###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা আসামি বেনাপোলে আটক

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা আসামি বেনাপোলে আটক

ইরান আত্মরক্ষায় কতটা সক্ষমতা অর্জন করেছে

ইরান আত্মরক্ষায় কতটা সক্ষমতা অর্জন করেছে

প্রতারণার অভিযোগে বিজিবি সদস্যের বিরুদ্ধে মামলা

প্রতারণার অভিযোগে বিজিবি সদস্যের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের মানবাধিকারের মুখোশ উন্মোচিত

যুক্তরাষ্ট্রের মানবাধিকারের মুখোশ উন্মোচিত

সাইবার গ্যাঙের তথ্যফাঁস ও অনলাইন জুয়া বন্ধ করতে হবে

সাইবার গ্যাঙের তথ্যফাঁস ও অনলাইন জুয়া বন্ধ করতে হবে

গভীর নলকূপে পানি নেই : জমি ফেটে চৌচির

গভীর নলকূপে পানি নেই : জমি ফেটে চৌচির

বৃষ্টি হলে কাদা রোদ হলে ধূলা

বৃষ্টি হলে কাদা রোদ হলে ধূলা

আখাউড়ায় ২ প্রার্থীর জরিমানা

আখাউড়ায় ২ প্রার্থীর জরিমানা

একমাস পরে অবশেষে ৫ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান

একমাস পরে অবশেষে ৫ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান

ফিলিস্তিনিদের বন্দিশালা নির্মাণ করছে ভারতীয় শ্রমিকরা!

ফিলিস্তিনিদের বন্দিশালা নির্মাণ করছে ভারতীয় শ্রমিকরা!

চীনে গ্রামীণ বৃত্তিমূলক দক্ষতা প্রতিযোগিতা শুরু

চীনে গ্রামীণ বৃত্তিমূলক দক্ষতা প্রতিযোগিতা শুরু

আচমকাই চীনে চালু হোয়াটসঅ্যাপ

আচমকাই চীনে চালু হোয়াটসঅ্যাপ

মিখাইল মিশুস্তিনকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা পুতিনের

মিখাইল মিশুস্তিনকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা পুতিনের

নিজ্জর খুনে ফের ‘র’-এর দিকেই আঙুল কানাডার!

নিজ্জর খুনে ফের ‘র’-এর দিকেই আঙুল কানাডার!

সুইডেনে প্রবল বিক্ষোভ

সুইডেনে প্রবল বিক্ষোভ

অভিযুক্তদের বয়স ১১ থেকে ১৬!

অভিযুক্তদের বয়স ১১ থেকে ১৬!

তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

লোহিত সাগরের তলদেশে সামরিক জাদুঘর!

লোহিত সাগরের তলদেশে সামরিক জাদুঘর!

ভারতের নির্বাচনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ রাশিয়ার

ভারতের নির্বাচনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ রাশিয়ার

মার্কিন দমনমূলক ব্যবস্থার প্রতিবাদ বেইজিংয়ের

মার্কিন দমনমূলক ব্যবস্থার প্রতিবাদ বেইজিংয়ের