ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
ডিপ্লোমা প্রকৌশলীদের আন্দোলন অনিয়ম-দুর্নীতির দায়ে অভিযুক্তরা বদলির আদেশ মানছে না

গণপূর্তে চরম অস্থিরতা

Daily Inqilab পঞ্চায়েত হাবিব

১৯ মে ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৯ মে ২০২৪, ১২:০২ এএম

দীর্ঘদিন ধরেই উন্নয়ন কাজ না করে ভুয়া বিল উত্তোলন, অনিয়ম, দুর্নীতি এবং বদলি, পদোন্নতি ও নিয়োগ বাণিজ্যের সাথে অভিযুক্ত প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি গণপূর্ত অধিদপ্তর। প্রকৌশলীদের বিভিন্ন অপরাধে বদলির আদেশ জারি করা হলেও অভিযুক্ত প্রকৌশলীরা তা মানছেন না। সম্প্রতি গণপূর্ত অধিদপ্তর থেকে কয়েকজন প্রকৌশলীকে বদলির আদেশ জারি করা হলেও নতুন কর্মস্থলে যোগদান করেনি অনেকেই। আবার অনেক প্রকৌশলী বদলির আদেশ বাতিল করে নিয়ে উল্টো তারাই আদেশের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। অন্যদিকে অধিদপ্তরে দুর্নীতি বন্ধ করতে গিয়ে নিজেই ধাওয়া খেয়ে গাড়ি নিয়ে পালিয়েছেন প্রধান প্রকৌশলী। গত বৃহম্পতিবার গণপূর্ত অধিদপ্তরে এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আজ রোববারও আন্দোলনে অধিদপ্তরের মাঠে থাকবেন প্রকৌশলীরা বলে তারা নিশ্চিত করেছেন। গত কয়েক দিন ধরে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী অফিসে আসেননি। তবে ডিপ্লোমা প্রকৌশলী অ্যাসোসিয়েশনের নেতারা গণপূর্ত অধিদপ্তরের সামনে আন্দোলন করে আসছেন।

প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে তিনি চাকরি ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করেছিলেন। এর পর ২০১৮ হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে যোগদান করে একই প্রতিষ্ঠানে পদোন্নতি পেয়ে মহাপরিচালক পদে নিয়োগ পান। ২০২০ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিবের সাথে টেন্ডারের কাজ নিয়ে গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের দ্বন্দ্ব শুরু হয়। এ কারণে মোহাম্মদ শামীম আখতারকে ২০২০ সালের ১৪ ডিসেম্বর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেয়া হয়। মোহাম্মদ শামীম আখতার যোগদানের পর থেকে কয়েকটি চক্রের জন্ম হয় গণর্পূত অধিদপ্তরে। প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার নিজে ঘুষ বাণিজ্য না করলেও এ চক্রের কাছে জিম্মি। অন্যদিকে সাধারণ প্রকৌশলীদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। অনেক প্রকৌশলীকে প্রধান কার্যালয় থেকে বদলি হতে হয়েছে অনেক দূরে। এ কারণে দীর্ঘদিন ধরেই অধিদপ্তরে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। মাঝে মধ্যে কোনো কোনো ঘটনায় সে অস্থিরতা সামনে চলে আসে। সময়ের ব্যবধানে আবার তলিয়ে যায়। তবে এবারের ঘটনাটি রীতিমতো বিস্ফোরণোন্মুখ। প্রকৌলীরা বলছেন, অধিদপ্তর থেকে শুরু করে জেলা পর্যায়ে এই নাজুক পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি। এর বীজও অনেক গভীরে প্রোথিত। মূলত রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে অধিদপ্তরে। যার প্রতিফলন দেখা যায় ঘটনাচক্রে। এর জন্য মোটা দাগে তিনটি কারণকে চিহ্নিত করেছেন তারা। সরকারও উন্নয়ন কর্মকাণ্ডে এড়িয়ে নিতে নির্দেশনা দিয়েছেন। এ কারণে কোনো কোনো কর্মকর্তা রাজনীতিকদের প্রতি অসহিষ্ণু হয়ে উঠেছেন। এসব কর্মকর্তা পরিপক্বতা না হওয়ার কারণে অধিদপ্তরে একই অবস্থা। সব মিলে অধিদপ্তরে কর্মকর্তাদের দুর্নীতি ও কর্মকাণ্ডের তদন্ত হয়, আবার অনেক সময় শাস্তিও দেয়া হয়। কিন্তু ৬ মাস যেতে না যে অভিযুক্ত কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে মুক্তিও দেয়া হচ্ছে। এদিকে অধিদপ্তরে কর্মকর্তাদের কারণে সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিব্রত হতে হচ্ছে। অধিদপ্তরের কর্মকর্তাদের মর্যাদা বাড়াতে নিরপেক্ষ প্রয়োজনী ব্যবস্থা নেয়া জরুরি বলে মনে করছেন অনেকেই।

জানা গেছে, রাজধানীর মিন্টো রোডের সরকারি বাংলো নং-৯-এর ভবন ও অন্যান্য স্থাপনার মেরামতসহ আনুষঙ্গিক কাজের দায়িত্ব পালন করেন উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান এবং উপ-বিভাগীয় প্রকৌশলী মিঠুন মিস্ত্রি। প্রতিবেদনে বলা হয়, ভবনের ছাদের কেমিক্যাল ট্রিটমেন্ট, ভেতর ও বাইরের রঙসহ সংস্কার, বাউন্ডারি ওয়াল, পুলিশ ব্যারাক, পশু পালন শেড মেরামতসহ আনুষঙ্গিক কাজের ২৫ লাখ ৯৯ হাজার ১২৩ টাকা মূল্যমানের একখানা প্রাক্কলন থোক বরাদ্দ থেকে প্রশাসনিক অনুমোদন ও অর্থ বরাদ্দের জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঢাকা গণপূর্ত সার্কেল-১, ঢাকা দপ্তরে পাঠানো হয়। উল্লেখিত প্রাক্কলনে উপসহকারী প্রকৌশলী হিসেবে মো. মনিরুজ্জামান ও উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে মিঠুন মিস্ত্রি স্বাক্ষর করেন। প্রাক্কলনটি উল্লেখ করা হয়, অন্তর্ভুক্ত আইটেম নং-১৩-এ ছাদ ও প্যারাপেট ওয়ালে ওয়াটার প্রুফিং প্লাস্টার, আইটেম নং-১৪-এ কেমিক্যাল ট্রিটমেন্ট, আইটেম নং-২৫-এ বাসভবনের ভেতরের দেয়াল ও সিলিংয়ে অ্যাক্রিলিক ইমালশন (প্লাস্টিক) রঙকরণ, আইটেম নং-২৬-এ ভবনের বাইরের দেয়ালে এক্সটেরিয়র প্রিমিয়াম অ্যাক্রিলিক ইমালশন রঙকরণ, আইটেম নং-২৭-এ দরজা-জানালায় সিনথেটিক এনামেল রঙকরণের আইটেম অন্তর্ভুক্ত করা হয়েছে। একই ভবনে সিভিল মেরামতসহ আনুষঙ্গিক কাজের ১৮ লাখ ৯৮ হাজার ৮৯০ টাকা মূল্যমানের একখানা প্রাক্কলন কারিগরি অনুমোদনের জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঢাকা-এ গণপূর্ত সার্কেল-১, ঢাকা-এর দপ্তরে পাঠানো হয়, এতে উপসহকারী প্রকৌশলী হিসেবে মো. মনিরুজ্জামান ও উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে মিঠুন মিস্ত্রি স্বাক্ষর করেন। আবার আইটেম নং-১২-এ বাসভবনের ভেতরের দেয়াল ও সিলিংয়ে অ্যাক্রিলিক ইমালশন (প্লাস্টিক) রঙকরণ, আইটেম নং-১৪-এ ভবনের বাইরের দেয়ালে এক্সটেরিয়র প্রিমিয়াম অ্যাক্রিলিক ইমালশন রঙকরণ, আইটেম নং-১৫-এ দরজা-জানালায় সিনথেটিক এনামেল রঙ করানোর আইটেম অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা শুধু তাই নয়, এর আগে ২০২২-২৩ অর্থবছরও একই ভবনের বিশেষ মেরামত কাজের ২৯ লাখ ৯৬ হাজার ৪৯৭ টাকা মূল্যমানের একটি প্রাক্কলন কারিগরি অনুমোদনের জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঢাকা গণপূর্ত সার্কেল-১, ঢাকা-এর দপ্তরে পাঠানো হয়। এতেও উপসহকারী প্রকৌশলী হিসেবে মো. মনিরুজ্জামান ও উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে মিঠুন মিস্ত্রি স্বাক্ষর করেন। আইটেম নং-২৩-এ হান ও প্যারাপেট ওয়ালে ওয়াটার প্রুফিং প্লাস্টার, আইটেম নং-২৪-এ কেমিক্যাল ট্রিটমেন্ট, আইটেম নং-১৭-এ বাসভবনের ভেতরের দেয়াল ও সিলিংয়ে অ্যাক্রিলিক ইমালশন (প্লাস্টিক) রংকরণ, আইটেম নং-২০-এ ভবনের বাইরের দেয়ালে এক্সটেরিয়র প্রিমিয়াম অ্যাক্রিলিক ইমালশন রঙকরণ, আইটেম নং-১৮-এ দরজা-জানালায় সিনথেটিক এনামেল রঙকরণের আইটেম অন্তর্ভুক্তসহ নতুনভাবে যেসব কাজ করা হয়েছে, তা অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা একই কাজে দু’বার বিল জমা দিয়েছেন। গত অর্থবছরেও সেখানে একই কাজ করা হয়। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তদন্ত কমিটি গঠন হয়। এর মধ্যে মনিরুজ্জামানকে বদলি করা হয় লক্ষ্মীপুর জেলায়। তদন্ত প্রতিবেদনেও একই কাজের বিল দু’বার জমা দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

গণপূর্ত অধিদপ্তরে তদন্ত প্রতিবেদনে বলা হয়, একই কাজ বারবার করার বিষয়টি প্রমাণিত হয়েছে। এ ছাড়া রমনা গণপূর্ত উপবিভাগ-১, ঢাকা থেকে প্রেরিত অন্যান্য প্রাক্কলন পরীক্ষাকালে কাজের বৈধতা পরিলক্ষিত হয়। প্রাক্কলনগুলোতে একই আইটেম একাধিকবার কিংবা প্রতি বছর বারবার অন্তর্ভুক্ত করায় আর্থিক শৃঙ্খলার পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে। এদিকে সংশ্লিষ্ট প্রকৌশলীদের লঘুদণ্ড ঠেকাতেও আন্দোলনে নেমেছে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। মো. মনিরুজ্জামানকে বদলি করায় আদেশ প্রত্যাহার চান তারা। এ নিয়ে কয়েকদিন ধরে গণপূর্ত অধিদপ্তরে চলছে অঘোষিত আন্দোলন। তাদের দাবি অনুযায়ী বদলির আদেশ পরিবর্তন না করায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে গত বুধবার রাত ৯টা পর্যন্ত বাদানুবাদ হয় ডিপ্লোমা প্রকৌশলী অ্যাসোসিয়েশনের নেতাদের। ওই সময়ের চারটি ভিডিও ফুটেজ এসেছে গণমাধ্যমে। এতে দেখা যায়, বেশ কয়েকজন নেতা বারবার তেড়ে যাচ্ছেন প্রধান প্রকৌশলীর দিকে। মিটিং থেকে বের হওয়ার পরও তাকে শাসাতে দেখা যায় নেতাদের। অন্য একটি ফুটেজে দেখা যায়, রাতে প্রধান প্রকৌশলী অফিস থেকে বের হওয়ার সময় গাড়ি আটকে দেন ডিপ্লোমা প্রকৌশলী নেতারা। পরে দ্রুতবেগে গাড়ি চালিয়ে সেখান থেকে বের হয়ে যান প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। ওই সময় তার গাড়ি আটকে রাখার চেষ্টাকালে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আহত হয়েছেন বলে দাবি করে সংগঠনটি।

গত দুই-তিন দিন ধরে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী অফিসে আসেননি। তবে ডিপ্লোমা প্রকৌশলী অ্যাসোসিয়েশনের নেতারা গণপূর্ত অধিদপ্তরের সামনে আন্দোলন করেন। এ বিষয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি রায়হান মিয়া ইনকিলাবকে বলেন, দুই মাস ধরে প্রধান প্রকৌশলীর সঙ্গে ডিপ্লোমা প্রকৌশলীরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাইলেও তিনি সুযোগ দেননি। অনেক বিষয়ের মধ্যে মনিরুজ্জামানের বিষয়টিও ছিল। পূর্বনির্ধারিত মিটিংয়ে প্রধান প্রকৌশলীকে আমন্ত্রণ জানালে তিনি আসবেন বলেও আসেননি। পরে তার রুমে কথা বলতে গেলেও সময় দেননি। যাওয়ার সময় তার গাড়ির সামনে দাঁড়ালেও তিনি গাড়ি থামাননি। এ সময় দ্রুতবেগে গাড়ি চালিয়ে যাওয়ায় আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক আহত হন। উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে ফোন কেটে দেন। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শহিদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। অন্যদিকে প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

অশান্ত মণিপুরে সেনা টহল

অশান্ত মণিপুরে সেনা টহল

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী

মার্কিনিদের লেবানন ছাড়ার আহ্বান

মার্কিনিদের লেবানন ছাড়ার আহ্বান

সংঘাতের মধ্যে নতুন অস্ত্র সামনে আনলো ইরান

সংঘাতের মধ্যে নতুন অস্ত্র সামনে আনলো ইরান

ভারতকে পারমাণবিক সাবমেরিন আন্ডারওয়াটার ড্রোন দেবে ফ্রান্স

ভারতকে পারমাণবিক সাবমেরিন আন্ডারওয়াটার ড্রোন দেবে ফ্রান্স