ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
লোলুপ দৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না প্রতিবন্ধীও তিনি আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন : কোহিনুর আক্তার তদন্তাধীন বিষয়ে মন্তব্য করতে পারছি না : ডা. আশরাফ সিদ্দিকী

এক চিকিৎসকে ‘অতিষ্ঠ’ সবাই

Daily Inqilab হাসান সোহেল

২১ মে ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২১ মে ২০২৪, ১২:০৮ এএম

কোহিনুর আক্তার, একজন বহুমাতৃক প্রতিবন্ধী। চোখে ভালো দেখেন না, স্বাভাবিকভাবে হাঁটতেও পারেন না। এত প্রতিবন্ধকতা নিয়েও স্নাতক পর্যন্ত লেখাপড়া করেছেন। প্রতিবন্ধী কোটায় পেয়েছেন আয়ার চাকরিও। সেই চাকরি এখন তার জীবনের সবচেয়ে পড় প্রতিবন্ধকতায় পরিণত হয়েছে। প্রতিষ্ঠান প্রধান ডা. আশরাফ সিদ্দিকীর অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিন মাসের বেতন বন্ধ হয়ে যায়। এমনকি বদলি করে দেওয়া হয় অন্যত্র। এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। এসব ঘটনা ঘটেছে রাজধানীর হাজারীবাগের শহীদ শামসুন্নেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। ডা. আশরাফ সিদ্দিকী ওই প্রতিষ্ঠানের মেডিক্যাল অফিসার। শুধু প্রতিবন্ধী কোহিনুরই নয়; এই চিকিৎসকের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে অনেকে স্বেচ্ছায় বদলি হয়ে গেছেন অন্যত্র। যারা যেতে পারেননি তারা নীরবে অত্যাচার সহ্য করে যাচ্ছেন। এমনকি সেবা নিতে আসা রোগীরাও নিরাপদ নয় এই চিকিৎসকের কাছে। কোহিনুর আক্তার ২০২৩ সালের ৩০ অক্টোবর পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগীয় পরিচালককে লিখিত অভিযোগ করেন। সেখানে তিনি বলেন, আমি একজন বহুমাতৃক (শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী)। আমার কর্মস্থল থেকে বাসা কাছে হওয়ায় আসা-যাওয়া সুবিধা হয়। কিন্তু আমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। বদলির কারণ একজন সহকর্মীর সঙ্গে অফিস চলাকালীন সময়ে তাদের ডা. আশরাফের অনৈতিক কর্মকা- দেখে ফেলা। আরেক সহকর্মীকে দিয়ে ওষুধ বিক্রির ঘটনা জানা এবং নারী রোগীদের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করা। এসব কারণে তিনি আমকে প্রথমে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন, কর্মস্থলে অনুপস্থিত দেখান। এ বিষয়ে উপ-পরিচালককে লিখিতভাবে জানালে আমাকে বদলি করা হয়।

এই একই অভিযোগ অধিদফতরের মহাপরিচালককেও দেওয়া হয়। সেখানে কোহিনুর এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। তবে সেই অনুরোধেও সাড়া মেলেনি। এসব বিষয়ে কথা হয় কোহিনুরের সঙ্গে। তিনি বলেন, ২০১৮ সালে আয়া পদে চাকরি হয়। ২০২১ সালের ২৫ এপ্রিলে হাজারীবাগে বাসার পাশে শহীদ শামসুন্নেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বদলি হয়ে আসেন। ২০২৩ সালের ১৩ অক্টোবর তাকে ঢাকা মেডিক্যালের পরিবার পরিকল্পনা মডেল ক্লিনিকে বদলি করা হয়। কোহিনুর আক্তার বলেন, একদিন আশরাফ সিদ্দিকী স্যার এবং শারমিন ম্যাডামকে আপত্তিকর অবস্থায় দেখি। এরপর শারমিন ম্যাডাম আমাকে বলেন, স্যার তোমাকে ভালোবাসে। আমি বললাম আমাকে তো সবাই ভালোবাসে। শারমিন বলেন না, স্যার তোমাকে অন্য চোখে দেখে। এরপর থেকে স্যার আমাকে রাতে ডিউটি দেয়। আমি রাতে চোখে দেখি না বিষয়টি জানালে আমাকে বলে রাতে চাকরি না করতে পারলে চাকরি ছেড়ে দাও। আমি এ বিষয়ে অনুকম্পা চাইলে তিনি আমার সামনে অশালীন অঙ্গভঙ্গি করেন এবং ইঙ্গিতপূর্ণ কথা বলেন।

কোহিনুর বলেন, এসব বিষয়ে লিখিত অভিযোগ করেছি। কিন্তু প্রতিকার পাইনি। কারণ ডা. আশরাফ উপ-পরিচালক আমানুল্লাহ সাহেবের প্রতিবন্ধী দুই মেয়েকে থেরাপি দেন। সে জন্য আমানুল্লাহ সাহেব তার সব বিষয় আড়াল করে রাখেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানে কর্মরত আরেক নারী বলেন, বেলা ২টার পর হাসপাতালে রোগী থাকে না। তখন আশরাফ সিদ্দিকী রুমে চলে আসেন, শরীরে হাত রাখেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট সব দফতরে অভিযোগ করি, তদন্ত হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। প্রতিষ্ঠানের এক নারী অফিস সহকারী বলেন, তার চরিত্র খারাপ। আমার সঙ্গেও তিনি খারাপ ব্যবহার করতেন। সম্মান বাঁচাতে আমি বদলি হয়ে গেছি। এক মিডওয়াইফারি বলেন, এ বিষয়ে আমরা আর কোনো কথা বলতেই চাই না। অভিযোগ করে প্রতিকার পাইনি। ডা. আশরাফ সদর্পে বলে বেড়ান এ দেশে তাকে কেউ কিছু করার ক্ষমতা রাখে না। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে কোহিনুর আক্তার গত ১৩ ফেব্রুয়ারি হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম ইনকিলাবকে বলেন, বিষয়টি এখনও তদন্তনাধীন।

এ ছাড়া ইতঃপূর্বে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ৯ জন কর্মচারী ডা. আশরাফকে নারী আসক্ত, দুর্নীতিবাজ ও স্বার্থান্বেষী ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এসব বিষয়ে ডা. আশরাফ সিদ্দিকীর সঙ্গে সোমবার বিকেলে মোবাইল ফোনে কথা হয়। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ থাকায় কেউ অভিযোগ করতে পারেন। যেহেতু বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই তিনি এ বিষয়ে বলতে ইচ্ছুক নন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা