ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
যান চলাচল বিঘিœত-ভোগান্তিতে সাধারণ মানুষ

দ্বিতীয় দিনেও তান্ডব অটোচালকদের

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২১ মে ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ২১ মে ২০২৪, ১২:১২ এএম

দ্বিতীয় দিনের মতো গতকাল সোমবারও ঢাকার বিভিন্নস্থানে রাস্তা অবরোধ করে তান্ডব চালিয়েছে মোটর ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। তারা রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা ব্যাপক তান্ডব চালায়। তাÐবের কারণে মিরপুর, ডেমরা ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

এ কারণে বিভিন্ন এলাকায় যানজট লেগে যায়। অবরোধকারীদের রাস্তা থেকে তুলে দিতে চাইলে তারা পুলিশের ওপর চড়াও হয়। বাধ্য হয়ে পুলিশ এ্যাকশনে যায়। পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করলে আন্দোলনকারিরা পিছু হটতে বাধ্য হয়। মোটর ও ব্যাটারিজালিত রিকশা ঢাকার রাস্তায় চলাচলসহ ৭ দফা দাবিতে গতকাল সকাল থেকে রিকশা চালকরা ডেমরা এলাকায় রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। সকাল থেকেই তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। তাদের একাধিকবার বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। এতে ব্যর্থ হলে এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে অ্যাকশনে যাওয়া হয়। এ সময় পুলিশ সদস্যরা রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। পুলিশের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপের কারণে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তারা এক পর্যায়ে সড়ক থেকে সরে যেতে বাধ্য হন।

বেলা ১১টার দিকে ঢাকা মহানগরে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক সংগ্রাম পরিষদ’ নামে একটি সংগঠন। সমাবেশ থেকে থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযান নীতিমালা চূড়ান্ত ও কার্যকর করে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের দ্রæত নিবন্ধন, লাইসেন্স প্রদান ও রুট পারমিটেরও দাবি জানান ওই সংগঠনের নেতারা। দাবি আদায় না হলে আগামী ২৭ মে সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। এর আগে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হয় কয়েকশ অটোরিকশা চালক। তাদের সমাবেশের কারণে প্রেস ক্লাব এলাকায় যানবাহন চলাচলের রাস্তা সংকুচিৎ হয়ে পড়ে।

সকাল পৌনে ১০টার দিকে রামপুরা, বাড্ডা, শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করে চালকরা। এতে যানচলাচল স্থবির হয়ে পড়ে। দেখা দেয় তীব্র যানজট। সকাল পৌনে ১০টা থেকে অটোরিকশা চালকরা রামপুরায় বেটার লাইফ হাসপাতালের সামনে অবস্থান নেয়। মতিঝল ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারি কমিশনার জানান, আধা ঘণ্টার মধ্যে মূল সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। অবরোধের কারনে ক্যামব্রিয়ান কলেজের সামনের রাস্তায় যানবাহনগুলো আটকে থাকে। বাসের অপেক্ষায় রাস্তায় জটলা করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের।

গুলশান ট্রাফিক বিভাগের বাড্ডা জোনের সহকারি কমিশনার শুভ কুমার ঘোষ বলেন, বাড্ডা শাহজাদপুর ক্যামব্রিয়ান স্কুলের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অবরোধে মূল সড়ক স্থবির হয়ে পড়ে। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

এর আগে, গত রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর-১, মিরপুর-১০ ও আগারগাঁও এলাকার সড়কের একাধিকস্থানে অবস্থান নেয় চালকরা। সন্ধ্যায় কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। ভাংচুর করা হয় গণপরিবহণসহ অন্ততঃ ১০টি যানবাহন । অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পুলিশকে আহত করার অভিযোগে ডিএমপির তিন থানায় চারটি মামলা হয়। আসামি করা হয় দুই হাজার ৭শ’ অটোরিকশাচালক ও অগ্নিসংযোগকারীদের। মিরপুর মডেল থানায় একটি, পল্লবী থানায় দুটি, ও কাফরুল থানায় একটিসহ চারটি মামলার বাদি পুলিশ। গ্রেফতারকৃতদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে রিকশাচালকদের আন্দোলনের মধ্যেই গতকাল সোমবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্যের বাজারে মেহনতি মানুষের দুঃখ-দুর্দশা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে, দ্রব্যমূল্যের কথা চিন্তা করে সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে অটোরিকশা কোথায় কীভাবে চলবে সে বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত নির্দেশনা পায়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা ঢাকার কোথায় কীভাবে চলবে সে বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা আসার পর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমরা এখনো সুনির্দিষ্ট নির্দেশনা পাইনি। মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশনার পর আমরা ব্যবস্থা নেব কোথায় চলবে আর কোথায় চলবে না। ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে ডিএমপির উদ্যোগের কী হবে- জানতে চাইলে ড. খ. মহিদ উদ্দিন বলেন, সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। সরকার যে সিদ্ধান্ত বা নির্দেশনা দেবে সেটিই প্রতিপালন করা হবে।

এর আগে, বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় এক অনুষ্ঠানে বলেছিলেন, ব্যাটারিচালিত রিকশা চলবে না। এগুলো চলতে যেন না পারে, তা নিশ্চিত করতে হবে। এমন ঘোষণা আসার পরেই অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপি সূত্রে জানা যায়, ওইদিন বিকেল থেকে শনিবার পর্যন্ত ২ হাজার ২৪১টি ব্যাটারিচালিত রিকশা, ২৩৯টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ১১৩টি ইজিবাইক জব্দ করার পর ডাম্পিং করা হয়। চালকদের ভাষ্য, এতে রুটি-রুজির ওপরে আঘাত এসেছে। এর প্রতিবাদে গত রোববার ১৯ মেরাস্তায় নামেন অটোরিকশাচালকরা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গান গেয়ে উল্লাস করে যুবককে পিটিয়ে হত্যা, সমালোচনার ঝড়

গান গেয়ে উল্লাস করে যুবককে পিটিয়ে হত্যা, সমালোচনার ঝড়

বড় জয়ে হোয়াইটওয়াশ এড়াল দ. আফ্রিকা

বড় জয়ে হোয়াইটওয়াশ এড়াল দ. আফ্রিকা

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

অশান্ত মণিপুরে সেনা টহল

অশান্ত মণিপুরে সেনা টহল