ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
এক চাল মিলে ৫ দফায় ছাঁটাই করে

পলিশ চালে পুষ্টিগুণ থাকে না

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৫ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৫ মে ২০২৪, ১২:০৩ এএম

রাজধানী ঢাকায় চিকন চাল হিসেবে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো কার্যত ছাঁটাই করা। অসৎ মিল মালিকরা মোটা চল ছাঁটাই করে বেশি দামে বিক্রি করেন। শুধু তাই নয়, সরকারের নজরদারী দুর্বল হওয়ায় অসাধু মিলাররা দফায় দফায় চাল পলিশ (ছাঁটাই) করেন। সেই চালে থাকে না নির্দিষ্ট পুষ্টিমান। এসব চাল খাওয়ার ফলে বাড়ে ওজন বলছেন পুষ্টিবিদরা। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে খাদ্য মন্ত্রণালয়। তারা বলছে, আগামী আমন মৌসুম থেকে চাল দুই দফার বেশি পলিশ বা ছাঁটাই করলে মুখোমুখি হতে হবে শাস্তির।
চাল পলিশ কী : মোটা চালকে চিকন করে পরিষ্কার ও ঝকঝকে চাল পেতে তা পলিশ করা হয়। এ পদ্ধতিতে চালের ওপরের যে আবরণ থাকে তা তুলে ফেলা হয়। দেশে সর্বোচ্চ পাঁচ দফা পর্যন্ত চাল পলিশ করা হয় বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ১০ জন গবেষকের এক যৌথ গবেষণায় উঠে এসেছে, চাল পলিশের ফলে মানুষ পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। পলিশ চালে থাকে মূলত কার্বোহাইড্রেট (শর্করা)।

‘বাংলাদেশের জনপ্রিয় উচ্চফলনশীল জাতের সেদ্ধ ও চকচকে (পলিশ) চালে পুষ্টি উপাদানের তারতম্য’ শীর্ষক গবেষণাটি নিয়ে একটি নিবন্ধন গত নভেম্বর মাসে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ফুডস এ প্রকাশিত হয়।
গবেষণাটিতে দেশের সবচেয়ে জনপ্রিয় উচ্চফলনশীল পাঁচটি জাতের চালের পুষ্টিগুণ দেখা হয়। জাতগুলো হলো- বিআর–১১, ব্রি ধান-২৮, ব্রি ধান-২৯, ব্রি ধান-৪৯ ও ব্রি ধান-৮৪। জাতগুলোতে জৈবিকভাবে যে পরিমাণ শর্করা, খনিজ উপাদান, ভিটামিন থাকার কথা, সেই পরিমাণে আছে কি না, তা পরীক্ষা করেন বিজ্ঞানীরা। দেখা যায়, শুধু ব্রি ধান-৮৪ প্রক্রিয়াজাত করতে গিয়ে খনিজ উপাদান ও সব ধরনের ভিটামিন অটুট থাকছে। বাকি জাতের ক্ষেত্রে পলিশ করার ফলে পুষ্টিকর উপাদান বাদ পড়ছে। গবেষকরা জানান, বিষয়টি খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পাঠানো হয়েছে।
পলিশ চালে বাড়ে ওজন : চাল পলিশ করলে নির্দিষ্ট পুষ্টিগুণ থাকে না। ফাইবার না থাকায় যারা এ চালের ভাত খান তাদের ওজন বাড়ে। এ বিষয়ে বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান শামছুন্নাহার নাহিদ বলেন, নরমালি আপনি যখন চালকে পলিশ করবেন তখন যে ক্ষতিটা হয় সেটি হচ্ছে, চালের অনেকগুলো পুষ্টি লস হয়। ফাইবার লস হয়, ভিটামিন বি লস হয়। এগুলো লস হয়। আল্টিমেটলি পলিশ চালে যেটা হয় সেটা হচ্ছে, ওজন বাড়তে থাকে। যেহেতু ফাইবার থাকে না, সে কারণে ওজন বাড়তে থাকে। কারণ, কার্বোহাইড্রেটের সঙ্গে ফাইবার না থাকলে সুগার থেকে শুরু করে সবকিছুতেই হ্যাম্পার হয়।

এ বিষয়ে জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন বলেন, চালের পলিশ ইস্যুতে আইনে সুস্পষ্টভাবে বলা আছে। ন্যাচারাল কোনো খাদ্যকে কৃত্রিমভাবে গুণগত মান পরিবর্তন করে বাজারজাত করা যাবে না। আপনি যখন চালকে তিন-চারবার পলিশ দিয়ে ওপর থেকে পুষ্টি অথবা ন্যাচারাল গুণ নষ্ট করে দিলেন, সে বিষয়ে শাস্তির বিধান আছে। আমরা এ বিষয়ে সরকারি পরিপত্র বা বিধিমালা করে বাস্তবায়ন করব। সবার জন্য বিষয়টি বোধগম্য করে দেব।

আইনে কী আছে : খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন- ২০২৩ অনুযায়ী, খাদ্যদ্রব্য থেকে কোনো স্বাভাবিক উপাদান সম্পূর্ণ বা আংশিকভাবে অপসারণ বা পরিবর্তন করলে শাস্তির মুখোমুখি হতে হবে।

আইনের ৩নং ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি- (ক) কোনো অনুমোদিত জাতের খাদ্যশস্য হইতে উৎপাদিত খাদ্যদ্রব্যকে উক্তরূপ জাতের উপজাত পণ্য হিসেবে উল্লেখ না করিয়া ভিন্ন বা কাল্পনিক নামে বিপণন করেন; (খ) খাদ্যদ্রব্যের মধ্য হইতে কোনো স্বাভাবিক উপাদানকে সম্পূর্ণ বা আংশিকভাবে অপসারণ করিয়া বা পরিবর্তন করিয়া উৎপাদন করেন বা বিপণন করেন; (গ) খাদ্যদ্রব্যের সহিত মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম উপাদান মিশ্রণ করিয়া উৎপাদন করেন বা বিপণন করেন; (ঘ) খাদ্য অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত খাদ্যশস্য ব্যবসার লাইসেন্স ব্যতীত বা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দ্বারা কোনো ব্যবসা পরিচালনা বা লাইসেন্সে উল্লিখিত পরিমাণের অধিক পরিমাণ খাদ্যশস্য বিপণন করেন; তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ২ (দুই) বৎসর কারাদণ্ড বা অনূর্ধ্ব ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।’


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা