ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
আল-জাজিরার বিশ্লেষণ

ব্যুথফেরত জরিপ কেন বিজেপির রেকর্ড জয়ের আভাস দিচ্ছে?

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৩ জুন ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৩ জুন ২০২৪, ১২:০০ এএম

নরেন্দ্র মোদি (৭৩) টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে মনে হচ্ছে। মোদির দল ক্ষমতাসীন বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার জয় পেতে যাচ্ছে। শনিবার সন্ধ্যায় বিভিন্ন বুথফেরত জরিপ এমন পূর্বাভাসই দিয়েছে। বুথফেরত জরিপের পূর্বাভাস অনুযায়ী, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশটির সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন বিরোধী জোটকে আরও ধসিয়ে দিয়েছে বিজেপি।
সাত দফার লোকসভা নির্বাচন শুরু হয় গত ১৯ এপ্রিল। শেষ হয় গত শনিবার। ভোট গণনা ৪ জুন। ভোট গণনা শেষেই পাওয়া যাবে আনুষ্ঠানিক ফলাফল। তবে ভোট শেষ হওয়ার পরই আসতে শুরু করে বিভিন্ন বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল। বুথফেরত জরিপ অনুযায়ী, বিজেপি গত লোকসভা নির্বাচনের (২০১৯ সাল) চেয়েও এবার ভালো ফল করতে যাচ্ছে। বুথফেরত জরিপের পূর্বাভাস সঠিক হলে ব্যাপারটি এমন দাঁড়াবে যে ব্যাপক অসমতা, রেকর্ড বেকারত্ব, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মতো বিষয়গুলো মোদির দল বিজেপির ভোট কমাতে পারেনি; বরং তা বেড়েছে। স্বাধীন ভারতে এর আগে আর কোনো প্রধানমন্ত্রীই টানা তিনবারের প্রতিবারই আসনসংখ্যা বাড়িয়ে লোকসভা নির্বাচনে জিততে পারেননি। ফলে মোদির জন্য এই জয় এক বিরল ইতিহাসের জন্ম দিতে যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যম সংস্থাগুলো প্রকাশিত কমপক্ষে সাতটি বুথফেরত জরিপের এই ভবিষ্যদ্বাণী করেছে যে বিজেপি ও তার মিত্ররা লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৩৫০ থেকে ৩৮০টি আসন পেতে পারে। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস মানতে নারাজ বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। টানা দুই মেয়াদে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি সরকার হটানোর আশা নিয়ে দুই ডজনের বেশি রাজনৈতিক দল নিয়ে ‘ইন্ডিয়া’ জোট গঠন করা হয়েছিল। বিরোধী জোটটি বলছে, তারা এ ব্যাপারে খুবই আশাবাদী যে ভোট গণনায় তারাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। ভারতে বুথফেরত জরিপগুলোর যথার্থতা নিয়ে সামঞ্জস্যহীনতার রেকর্ড আছে। অতীতে এসব জরিপ কখনো বিভিন্ন দলের সম্ভাব্য আসন প্রাপ্তির সংখ্যার কমিয়ে পূর্বাভাস দিয়েছে। কিংবা অতিরিক্ত আসন প্রাপ্তির আভাস দিয়েছে। তবে কিছু ব্যতিক্রম ছাড়া গত দুই দশকে এসব জরিপ বেশির ভাগই ক্ষেত্রেই সঠিকভাবে সাধারণ প্রবণতার পূর্বাভাস দিতে পেরেছে।
নয়াদিল্লিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি রিসার্চের (সিপিআর) জ্যেষ্ঠ ফেলো নীলাঞ্জন সরকার বলেন, মোদি বিপুল জনপ্রিয়। এ কারণেই তার দল বিজেপির সব প্রচারের কেন্দ্রে ছিলেন মোদি। বিরোধী ‘ইন্ডিয়া’ জোট দেশটির দক্ষিণের রাজ্যগুলোয় ভালো করবে বলে অনুমান করা হচ্ছিল। কিন্তু বেশির ভাগ বুথফেরত জরিপের ইঙ্গিত হলো, দক্ষিণের রাজ্যগুলোয় অত্যাশ্চর্য সাফল্য অর্জন করতে যাচ্ছে বিজেপি। বেশ কয়েকটি বুথফেরত জরিপ পূর্বাভাস দিয়েছে, বিজেপি কেরালায় দু-তিনটি আসন পেতে পারে। ভারতীয় বামদের শেষ শক্ত ঘাঁটি হিসেবে খ্যাত এ রাজ্যে মোদির দল কখনো জয়ী হয়নি। জরিপ অনুযায়ী, বিজেপি এবার তামিলনাড়ুতে এক থেকে তিনটি আসন পেতে পারে। গত নির্বাচনে এখানে এখানে কোনো আসনই পায়নি বিজেপি।
কর্ণাটক ছাড়া দাক্ষিণাত্যে হিন্দি-বলয়ের দল হিসেবে পরিচিত বিজেপি। গত নির্বাচনে বিজেপি এই রাজ্যের ২৮ আসনের মধ্যে ২৫টিতে জিতেছিল। এবারের নির্বাচনে বিজেপি ও তার মিত্ররা কর্ণাটকে আগের আসন ধরে রাখার আশা করছে। অন্যদিকে, তেলেঙ্গানার বিজেপি একক বৃহত্তম বিজয়ী দল হিসেবে আবির্ভূত হতে পারে। অর্থাৎ বুথফেরত জরিপ অনুযায়ী, বিজেপি দক্ষিণে তার অবস্থানের বিস্তার ঘটাতে চলছে। পূর্বাভাসের আলোকে রাজনৈতিক ভাষ্যকার অসীম আলী বলেন, দক্ষিণে বিজেপির সাফল্যলাভ আশ্চর্যজনক বিষয়। ভবিষ্যদ্বাণীগুলো দক্ষিণে বিজেপির বিশাল সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। জরিপে যতগুলো আসন বিজেপিকে দেওয়া হয়েছে, ফলাফলে তারা ততগুলো না পেলেও দক্ষিণে তাদের ভোট বাড়ার বিষয়টি একটি বড় পরিবর্তন।
রাজস্থানের ৭৬ বছর বয়সী ভোটার সুধা যোশি। গতকাল সন্ধ্যায় তিনি তার স্মার্টফোন থেকে চোখই সরাচ্ছিলেন না। কারণ, তখন বুথফেরত জরিপে মোদির বিপুল জয়ের খবর একের পর এক আসছিল। আর তিনি তা বুঁদ হয়ে দেখছিলেন। তিনি বলেন, ২০১৪ সালে মোদি যখন প্রথমবার লোকসভা নির্বাচনে লড়েছিলেন, তখনই তিনি তার মধ্যে এমন একজন নেতাকে দেখতে পেয়েছিলেন, যিনি ভারতকে একটি আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যাবেন। বুথফেরত জরিপগুলো দেখে উচ্ছ্বসিত হয়ে সুধা যোশি বলেছিলেন, ‘আমরা তার (মোদি) সরকারের শাসনব্যবস্থায় সন্তুষ্ট। কারণ, তিনি আমাদের মতো একজন ধার্মিক ব্যক্তি, একজন সত্যিকারের দেশপ্রেমিক।’
বিশ্লেষকেরা বলছেন, সুধা যোশির এই মতামতে একটি বড় পরিসরের ভারতীয় ভোটারদের অনুভূতির প্রতিফলন রয়েছে। নয়াদিল্লিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি রিসার্চের (সিপিআর) জ্যেষ্ঠ ফেলো নীলাঞ্জন সরকার বলেন, ভারতীয় সমাজের একটি বড় অংশের ভাবনা হলো, মোদি সেই ব্যক্তি, যাকে বিশ্বাস করা যায়। তিনিই একমাত্র ব্যক্তি, যাকে নেতা হিসেবে ভাবা যায়। বিজেপি তার নির্বাচনী সাফল্যের জন্য মোদির জনপ্রিয়তার কাছে ঋণী।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-শাহজাহান-সাদেক

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-শাহজাহান-সাদেক

কার্যকর হলো বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া

কার্যকর হলো বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া

আবারও রিমান্ডে সাবেক আইজিপি মামুন

আবারও রিমান্ডে সাবেক আইজিপি মামুন

লেবাননে স্মরণকালের হামলার পর জনগণকে ভিডিও বার্তা নেতানিয়াহুর

লেবাননে স্মরণকালের হামলার পর জনগণকে ভিডিও বার্তা নেতানিয়াহুর

সাজেকে আটকা পড়া ১৪০০ পর্যটক পত্যাবর্তন

সাজেকে আটকা পড়া ১৪০০ পর্যটক পত্যাবর্তন

নরসিংদীতে রেলওয়ের ২ একর জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদীতে রেলওয়ের ২ একর জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাঁচানো গেল না গুলিবিদ্ধ শিশু রাতুলকে, খুনি হাসিনার বিচার দাবি

বাঁচানো গেল না গুলিবিদ্ধ শিশু রাতুলকে, খুনি হাসিনার বিচার দাবি

ঝিনাইদহে মিনি ট্রাকের পিছনে বড় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১

ঝিনাইদহে মিনি ট্রাকের পিছনে বড় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১

অধিবেশনের ফাঁকে মার্কিন ডেপুটি সেক্রেটারির সঙ্গে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টার

অধিবেশনের ফাঁকে মার্কিন ডেপুটি সেক্রেটারির সঙ্গে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টার

বোয়ালমারীতে ইসলামী এজেন্ট ব্যাংকের নাম ভাঙ্গিয়ে অর্থ আত্মসাৎ দায় নেবেনা ইসলামী ব্যাংক

বোয়ালমারীতে ইসলামী এজেন্ট ব্যাংকের নাম ভাঙ্গিয়ে অর্থ আত্মসাৎ দায় নেবেনা ইসলামী ব্যাংক

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়   পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়   পররাষ্ট্র উপদেষ্টা

ক্ষতিকর ভারী ধাতু লাল শাকে বেশি, লিচুতে উচ্চমাত্রার কীটনাশক

ক্ষতিকর ভারী ধাতু লাল শাকে বেশি, লিচুতে উচ্চমাত্রার কীটনাশক

নিরাপদ নয় অ্যাপেলের গ্যাজেটও, তথ্য ফাঁসের আশঙ্কায় সতর্কবার্তা ভারতের

নিরাপদ নয় অ্যাপেলের গ্যাজেটও, তথ্য ফাঁসের আশঙ্কায় সতর্কবার্তা ভারতের

ডুলহাজরায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত, ৭ ডাকাত আটক

ডুলহাজরায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত, ৭ ডাকাত আটক

৬ বছরের শিশুর ধর্ষণ ঠেকাল বাঁদর বাহিনী!

৬ বছরের শিশুর ধর্ষণ ঠেকাল বাঁদর বাহিনী!

চলতি হেমন্তকালই যুদ্ধের ভবিষ্যৎ নির্ণয় করবে: জেলেনস্কি

চলতি হেমন্তকালই যুদ্ধের ভবিষ্যৎ নির্ণয় করবে: জেলেনস্কি

নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

লেবানন প্রবাসী বাংলাদেশিদের জরুরি বার্তা দূতাবাসের

লেবানন প্রবাসী বাংলাদেশিদের জরুরি বার্তা দূতাবাসের

দেড় বছরের মধ্যে দেশে নির্বাচন হতে পারে সেই ব্যবস্থা করব : সেনাপ্রধান

দেড় বছরের মধ্যে দেশে নির্বাচন হতে পারে সেই ব্যবস্থা করব : সেনাপ্রধান