ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
খণ্ডিত লাশ খুঁজতে নৌবাহিনীর দ্বারস্থ ভারতের সিআইডি

আন্ডারওয়ার্ল্ডের অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন আনার

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৩ জুন ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৩ জুন ২০২৪, ১২:০০ এএম

ভারতের কলকাতায় খুনের রহস্যের পাশাপাশি দেশজুড়ে চলছে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের অতীত জীবন কিংবা বিতর্কিত কর্মকা- ঘিরে। তাকে নিয়ে ট্রল চলছে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে। আনার খুন হয়েছেন পশ্চিমবঙ্গের কলকাতায়। ভিন্ন দেশে একজন সংসদ সদস্যের নির্মমভাবে খুন হওয়ার বিষয়টি দেশের ইতিহাসে এবারই প্রথম। এরই মধ্যে সময় গড়িয়েছে তিন সপ্তাহ। প্রায় ক্লু-লেস এ হত্যা রহস্য উদ্ঘাটনে যৌথভাবে চেষ্টা করছে ভারত-বাংলাদেশ পুলিশ। এত দিনেও তার লাশ উদ্ধার না হওয়ার ঘটনাও নজিরবিহীন। এ সময় পর্যন্ত উদ্ধার করা যায়নি হত্যাকা-ের শিকার আনারের পোশাক কিংবা সঙ্গে থাকা ব্যবহার্য জিনিসপত্র।
আনারের বিরুদ্ধে ওঠা সোনা চোরাচালান, হুন্ডি ব্যবসা, সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার খুনের অন্যতম কারণ বলে অনেকের ধারণা। এই হত্যাকা- তদন্তের সঙ্গে সম্পৃক্ত আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে তিনি পর পর সংসদ সদস্য নির্বাচিত হলে অনেক বেশি লোভী হয়ে উঠেছিলেন। স্বর্ণ চোরাচালান চক্রের পাশাপাশি তার নির্বাচনী এলাকায় মাদক সাপ্লাইসহ নানা ধরনের অপরাধ ছিলো একেবারেই ওপেন সিক্রেট। আর সেখানে আনার ছিলেন আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু তার বিরুদ্ধে কথা বলার সাহস করেনি কেউই।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক দশকেরও বেশি সময় ধরে স্বর্ণ চোরাচালান চক্রের নেতৃত্ব দিয়ে আসছেন আনার। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এতটাই লোভী হয়ে পড়েছিলেন যে তার এলাকা দিয়ে চোরাচালান হওয়া প্রতিটি স্বর্ণের বারের জন্য ‘ব্যক্তিগত ট্যাক্স’ নেয়া শুরু করেন তিনি। স্বাভাবিকভাবেই তার এই সিদ্ধান্ত চোরাচালান চক্রের অন্য সদস্যদের ক্ষুব্ধ করে এবং শেষ পর্যন্ত তারা আনারকে শেষ করে দেয়ার পরিকল্পনা করে।
স্থানীয়রা জানান, আনার এলাকা নিয়ন্ত্রণে রাখতে কখনো প্রতিদ্বন্দ্বী রাখতে চাইতেন না। শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জেরে একটি ওয়ার্ড ইউনিট যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামকে ২০২২ সালের ২৯ নভেম্বর তার নিজ বাড়িতে হত্যা করা হয়।
২০২৩ সালের ৮ জুলাই কালীগঞ্জ উপজেলায় স্থানীয় মাদকসেবীদের সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে হত্যা করা হয় মেহেদী হাসানকে। এ ঘটনায় আকরাম ও সাদ্দাম নামে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। সূত্রের অভিযোগ, আনারের লোক হওয়ায় তারা জামিন পেয়ে যান। মেহেদী নিহত হওয়ার পরই তার পরিবার ভয়ে ওই এলাকা ছেড়ে চলে গেছে।
স্থানীয়রা জানান, জেলে পরিবারের সদস্য আনার একসময় কালীগঞ্জ বাজারে মাছের ব্যবসা করলেও ছাত্রাবস্থায় তিনি স্বর্ণ চোরাচালানের হাতে খড়ি দেন। তৈরি করে বাইকার গ্যাং। যারা মোটরসাইকেলে স্বর্ণ চোরাচালান করত। শেষ পর্যন্ত আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই তার খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আনার খুনের পর টানা কয়েকদিন ধরে তল্লাশির পর কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে লাশের কিছু অংশ (টুকরো করা গোশত) উদ্ধার করা হয়েছে। তবে তা এমপি আনারের কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এমন অবস্থায় আনারের লাশের খোঁজ পেতে এবার ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ওই খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া কসাই জিহাদ হাওলাদারের দাবি ছিল, নিহতের হাড় এবং মাথার অংশ টুকরো টুকরো করে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খালে ফেলা হয়েছে। সেখানে গত সাত দিন ধরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। সিআইডির কর্মকর্তারা বলছেন, ওই খালের পানি নোংরা, ঘোলা এবং ময়লা-মাটিতে ভর্তি। উন্নততর প্রযুক্তি ব্যবহার করলে ওই হাড় বা মাথার খুলির অংশ উদ্ধার হতে পারে। সিআইডির এক কর্মকর্তা জানান, ওই উন্নততর প্রযুক্তি রয়েছে নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর কাছে। তাই তাদের ডুবুরি দিয়ে তল্লাশি চালালে আনারের দেহের ওই অংশ উদ্ধার করা যেতে পারে।
এদিকে সেফটি ট্যাংক থেকে উদ্ধার হওয়া মাংসপি- এমপি আনারের কিনা, তা জানতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে ওই ফরেনসিক রিপোর্ট আসবে। তা পজিটিভ হলে আনারের মেয়ে কিংবা তার কোনও আত্মীয়ের সঙ্গে ডিএনএ প্রোফাইল ম্যাচিংয়ের জন্য পাঠানো হবে ল্যাবরেটরিতে।
অপরদিকে গত শনিবার নেপাল গেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের চার সদস্যের একটি টিম। টিমে নেতৃত্বে থাকা ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, আনার খুনের পরিকল্পনাকারী শাহীনের সহযোগী সিয়াম নেপালে আটক হয়েছেন। এই খুনের সঙ্গে জড়িত অন্যান্য আসামিও নেপালে যেতে পারেন। সেসব বিষয়ে খোঁজ নিতে তদন্তের কাজেই নেপাল যাচ্ছেন তারা। তারা সিয়ামকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। এর আগে গত ২৬ মে খুনের ঘটনা তদন্তে ঢাকা থেকে কলকাতায় যায় ডিবির তদন্ত দল।
উল্লেখ্য, গত ১২ মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান আনার। পরদিন কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে তিনি খুন হন। ২২ মে তাঁর খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে দুই দেশের পুলিশ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-শাহজাহান-সাদেক

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-শাহজাহান-সাদেক

কার্যকর হলো বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া

কার্যকর হলো বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া

আবারও রিমান্ডে সাবেক আইজিপি মামুন

আবারও রিমান্ডে সাবেক আইজিপি মামুন

লেবাননে স্মরণকালের হামলার পর জনগণকে ভিডিও বার্তা নেতানিয়াহুর

লেবাননে স্মরণকালের হামলার পর জনগণকে ভিডিও বার্তা নেতানিয়াহুর

সাজেকে আটকা পড়া ১৪০০ পর্যটক পত্যাবর্তন

সাজেকে আটকা পড়া ১৪০০ পর্যটক পত্যাবর্তন

নরসিংদীতে রেলওয়ের ২ একর জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদীতে রেলওয়ের ২ একর জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাঁচানো গেল না গুলিবিদ্ধ শিশু রাতুলকে, খুনি হাসিনার বিচার দাবি

বাঁচানো গেল না গুলিবিদ্ধ শিশু রাতুলকে, খুনি হাসিনার বিচার দাবি

ঝিনাইদহে মিনি ট্রাকের পিছনে বড় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১

ঝিনাইদহে মিনি ট্রাকের পিছনে বড় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১

অধিবেশনের ফাঁকে মার্কিন ডেপুটি সেক্রেটারির সঙ্গে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টার

অধিবেশনের ফাঁকে মার্কিন ডেপুটি সেক্রেটারির সঙ্গে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টার

বোয়ালমারীতে ইসলামী এজেন্ট ব্যাংকের নাম ভাঙ্গিয়ে অর্থ আত্মসাৎ দায় নেবেনা ইসলামী ব্যাংক

বোয়ালমারীতে ইসলামী এজেন্ট ব্যাংকের নাম ভাঙ্গিয়ে অর্থ আত্মসাৎ দায় নেবেনা ইসলামী ব্যাংক

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়   পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়   পররাষ্ট্র উপদেষ্টা

ক্ষতিকর ভারী ধাতু লাল শাকে বেশি, লিচুতে উচ্চমাত্রার কীটনাশক

ক্ষতিকর ভারী ধাতু লাল শাকে বেশি, লিচুতে উচ্চমাত্রার কীটনাশক

নিরাপদ নয় অ্যাপেলের গ্যাজেটও, তথ্য ফাঁসের আশঙ্কায় সতর্কবার্তা ভারতের

নিরাপদ নয় অ্যাপেলের গ্যাজেটও, তথ্য ফাঁসের আশঙ্কায় সতর্কবার্তা ভারতের

ডুলহাজরায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত, ৭ ডাকাত আটক

ডুলহাজরায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত, ৭ ডাকাত আটক

৬ বছরের শিশুর ধর্ষণ ঠেকাল বাঁদর বাহিনী!

৬ বছরের শিশুর ধর্ষণ ঠেকাল বাঁদর বাহিনী!

চলতি হেমন্তকালই যুদ্ধের ভবিষ্যৎ নির্ণয় করবে: জেলেনস্কি

চলতি হেমন্তকালই যুদ্ধের ভবিষ্যৎ নির্ণয় করবে: জেলেনস্কি

নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

লেবানন প্রবাসী বাংলাদেশিদের জরুরি বার্তা দূতাবাসের

লেবানন প্রবাসী বাংলাদেশিদের জরুরি বার্তা দূতাবাসের

দেড় বছরের মধ্যে দেশে নির্বাচন হতে পারে সেই ব্যবস্থা করব : সেনাপ্রধান

দেড় বছরের মধ্যে দেশে নির্বাচন হতে পারে সেই ব্যবস্থা করব : সেনাপ্রধান