ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
বিচারের কাঠগড়া থেকে নেমে ড. মুহাম্মদ ইউনূস দুদকের মামলার চার্জগঠন আদেশ ১২ জুন

আমি লোহার খাঁচার ভেতর দাঁড়িয়ে আছি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৩ জুন ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৩ জুন ২০২৪, ১২:০০ এএম


নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশী অর্থর্নীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি লোহার খাঁচার ভেতর দাঁড়িয়ে আছি। এটি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা। দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায়। একটি দেখার মতো দৃশ্য। এই প্রথম আমাকে লোহার খাঁচায় কাঠগড়ায় দাঁড়াতে হলো। এ হলো অভিশপ্ত জীবনের একটি অংশ।
ড.ইউনূস বলেন, মহাকাব্যে দেব- দেবীরা অভিশাপ দেয়। আমিও মনে হয় এ রকম মহাকাব্যের অংশ হয়ে গেছি। কোনো দেব- দেবী হয়তো আমাকে অভিশাপ দিয়েছে। আমার ওপর অসন্তুষ্ট হয়েছে। অভিশাপের কারণেই আমরা দুদকের এখানে এসেছি। দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়েরকৃত ‘অর্থ আত্মসাৎ ও পাচার’ মামলায় হাজিরা দিতে এসে গতকাল রোববার আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলায় অভিযোগ গঠন শুনানি হয় গতকাল। ঢাকার চার নম্বর বিশেষ জজ সৈয়দ আরাফাতের আদালতে এ শুনানি হয়। এ বিষয়ে আদেশের তারিখ ধার্য করা হয়েছে ১২ জুন। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না- সেটি জানাযাবে ১২ জুনের আদেশ থেকে।
এজলাস থেকে নেমে আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের মুখোমুখি হন ড. ইউনূস। এ সময় সঙ্গে ছিলেন তার কৌঁসুলি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নোবেল বিজয়ী বলেন, এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হল। এটা একটা েেদখার মত দৃশ্য। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে, লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি, আদালতের কাঠগড়ায়। এ হল অভিশপ্ত জীবনের একটি অংশ।
তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে এক নোবেল বিজয়ীর বিরুদ্ধে আরেক নোবেল বিজয়ী মামলা করেছে। এটা আমাদের কপালে হয়েছে, এটা অভিশাপের একটা অংশ। এ অভিশাপ আমরা বহন করে যাচ্ছি।
গ্রামীণ ব্যাংকের সঙ্গে আলাদাভাবে তার নোবেল পুরস্কার পাওয়ার প্রসঙ্গ টেনে মুহাম্মদ ইউনূস বলেন,আমার নোবেল পুরস্কারের কথা সবাই জানি। দুটো নোবেল পুরস্কার দেয়া হয়েছিল। একটা আমার নামে, আরেকটা গ্রামীণ ব্যাংকের নামে। দুটোরই সমান মর্যাদা। এটা যৌথভাবে দেয়া হয়েছে তাও না, দুটোই ইনডিপেন্ডেন্ট (স্বতন্ত্র)।
পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই যে, এক নোবেল বিজয়ীর বিরুদ্ধে আরেক নোবেল বিজয়ী মামলা করেছে, দুদকে হাজির হয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালে ইউনূস ও গ্রামীণ ব্যাংক স্বতন্ত্র ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পায়। পুরস্কার স্বতন্ত্র হলেও ব্যক্তি ইউনূসের কারণেই গড়ে ওঠা গ্রামীণ ব্যাংক এ মর্যাদা পায় বলে তিনি মনে করেন। এখন সেই প্রতিষ্ঠানই তার বিরুদ্ধে আদালতে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন এ নোবেল বিজয়ী।
তিনি বলেন, বিষয়টি এমন হয়েছে যে, পিতা-পুত্রের সম্পর্কের মত এখানে দুই নোবেল বিজয়ী। আমার কারণে যেটা (গ্রামীণ ব্যাংক) সৃষ্টি হয়েছে, নোবেল পুরস্কার পেয়েছে; সেটাও আমার সঙ্গে সম্পৃক্ত থেকে। কিন্তু তারা সেটাকে আমার বিরুদ্ধে এমনভাবে নিয়ে আসল, খুব কঠিন ভাষায়, রূঢ় ভাষায় আক্রমণ করল।
অভিযোগ থাকতে পারে কিন্তু রূঢ় ভাষায় আক্রমণ করে অভিযোগ করল, যে অভিযোগের ভিত্তি নেই। ঘটনার মধ্যে কোনো সত্যতা তো নেই, যে জিনিস দিয়ে দিয়েছিলাম, সেটার জন্যই আমাকে অভিযুক্ত করা হল যে, অনেক টাকা মেরে দিয়েছি ইত্যাদি।
গতকাল এ মামলায় ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সাড়ে ৩ ঘণ্টা ধরে শুনানি হয় ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে।
আদালতে দুদকের পক্ষে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল এবং অভিযুক্তদের পক্ষে ব্যরিস্টার আব্দুল আল মামুন শুনানি করেন।
প্রসঙ্গত: গত ১ ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। গত ২ এপ্রিল অভিযোগপত্র আমলে নেন ঢাকা মহানগরের সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। তিনি অভিযোগ গঠনের শুনানির জন্য মামলাটি বিশেষ জজ আদালত-৪ এ পাঠিয়ে দিয়েছিলেন।
ইউনূস ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন– গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো: আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো: শাহজাহান, নূরজাহান বেগম, এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, প্রতিনিধি মো: মাইনুল ইসলাম এবং গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক কামরুল হাসান।
দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ২০২৩ সালের ৩০ মে এ মামলা করেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কার্যকর হলো বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া

কার্যকর হলো বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া

আবারও রিমান্ডে সাবেক আইজিপি মামুন

আবারও রিমান্ডে সাবেক আইজিপি মামুন

লেবাননে স্মরণকালের হামলার পর জনগণকে ভিডিও বার্তা নেতানিয়াহুর

লেবাননে স্মরণকালের হামলার পর জনগণকে ভিডিও বার্তা নেতানিয়াহুর

সাজেকে আটকা পড়া ১৪০০ পর্যটক পত্যাবর্তন

সাজেকে আটকা পড়া ১৪০০ পর্যটক পত্যাবর্তন

নরসিংদীতে রেলওয়ের ২ একর জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদীতে রেলওয়ের ২ একর জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাঁচানো গেল না গুলিবিদ্ধ শিশু রাতুলকে, খুনি হাসিনার বিচার দাবি

বাঁচানো গেল না গুলিবিদ্ধ শিশু রাতুলকে, খুনি হাসিনার বিচার দাবি

ঝিনাইদহে মিনি ট্রাকের পিছনে বড় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১

ঝিনাইদহে মিনি ট্রাকের পিছনে বড় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১

অধিবেশনের ফাঁকে মার্কিন ডেপুটি সেক্রেটারির সঙ্গে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টার

অধিবেশনের ফাঁকে মার্কিন ডেপুটি সেক্রেটারির সঙ্গে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টার

বোয়ালমারীতে ইসলামী এজেন্ট ব্যাংকের নাম ভাঙ্গিয়ে অর্থ আত্মসাৎ দায় নেবেনা ইসলামী ব্যাংক

বোয়ালমারীতে ইসলামী এজেন্ট ব্যাংকের নাম ভাঙ্গিয়ে অর্থ আত্মসাৎ দায় নেবেনা ইসলামী ব্যাংক

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়   পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়   পররাষ্ট্র উপদেষ্টা

ক্ষতিকর ভারী ধাতু লাল শাকে বেশি, লিচুতে উচ্চমাত্রার কীটনাশক

ক্ষতিকর ভারী ধাতু লাল শাকে বেশি, লিচুতে উচ্চমাত্রার কীটনাশক

নিরাপদ নয় অ্যাপেলের গ্যাজেটও, তথ্য ফাঁসের আশঙ্কায় সতর্কবার্তা ভারতের

নিরাপদ নয় অ্যাপেলের গ্যাজেটও, তথ্য ফাঁসের আশঙ্কায় সতর্কবার্তা ভারতের

ডুলহাজরায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত, ৭ ডাকাত আটক

ডুলহাজরায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত, ৭ ডাকাত আটক

৬ বছরের শিশুর ধর্ষণ ঠেকাল বাঁদর বাহিনী!

৬ বছরের শিশুর ধর্ষণ ঠেকাল বাঁদর বাহিনী!

চলতি হেমন্তকালই যুদ্ধের ভবিষ্যৎ নির্ণয় করবে: জেলেনস্কি

চলতি হেমন্তকালই যুদ্ধের ভবিষ্যৎ নির্ণয় করবে: জেলেনস্কি

নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

লেবানন প্রবাসী বাংলাদেশিদের জরুরি বার্তা দূতাবাসের

লেবানন প্রবাসী বাংলাদেশিদের জরুরি বার্তা দূতাবাসের

দেড় বছরের মধ্যে দেশে নির্বাচন হতে পারে সেই ব্যবস্থা করব : সেনাপ্রধান

দেড় বছরের মধ্যে দেশে নির্বাচন হতে পারে সেই ব্যবস্থা করব : সেনাপ্রধান

শেরপুরে জেল পলাতক হত্যা মামলার আসামি স্বপন মিয়া গ্রেপ্তার

শেরপুরে জেল পলাতক হত্যা মামলার আসামি স্বপন মিয়া গ্রেপ্তার