ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২০ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ জুন ২০২৪, ১২:০৩ এএম

ঈদের ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। গত বুধবার থেকে ধাপে ধাপে ঈদুল আজহার ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছিলেন এই মানুষেরা। এখন ফেরার পালা। ছুটি ও কাজের ব্যস্ততার ওপর ভিত্তি করে ফিরছেন তারা। যাদের বাড়তি ছুটি নেই, কাজে যোগ দেওয়ার তাড়া, মঙ্গলবার থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন তারা। মূলত গতকাল যাদের অফিস খোলা ছিল, তারা গতকালই পৌঁছেছেন ঢাকায়। আর যাদের অফিস আরও পরে খুলবে, তারা বুধবার ফিরে আসছেন। এভাবেই ধাপে ধাপে কর্মক্ষেত্রে যোগ দিতে ফিরবেন কর্মজীবী মানুষ। আগামী কয়েক দিনের মধ্যেই কর্মব্যস্ত মানুষের উপস্থিতিতে চিরচেনা রূপে ফিরবে রাজধানী ঢাকা।
কেবল কর্মজীবী মানুষেরাই ঢাকায় ফিরছেন এমনটা না। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরাও ফিরছেন ঢাকায়। তাদেরও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় হয়ে এসেছে।
গত মঙ্গলবার থেকেই ফিরতি ট্রেনে যাত্রা শুরু হয়েছে। এর আগে গত ১০ জুন সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে ঈদের ফিরতি টিকিট বিক্রি করা হয়। চলে ১৪ জুন পর্যন্ত। ১০ জুন দেওয়া হয় ২০ জুনের টিকিট, ২১ জুনের আসন বিক্রি হয় ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হয় ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হয় ১৩ জুন এবং ২৪ জুনের আসন বিক্রি হয় ১৪ জুন। এদিকে, টানা কয়েক দিনের ছুটি শেষে বুধবার খুলছে ব্যাংক-বীমা, অফিস-আদালত ও শেয়ারবাজার। যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে দু-একদিন ছুটি নিয়েছেন। ফলে অফিস কার্যক্রম পুরোদমে শুরু হতে এই সপ্তাহ লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।
গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় রাজধানীতে ফিরে আসা মানুষের চিত্র। সকাল থেকেই স্টেশনে বাড়তে থাকে মানুষের ভিড়। একে একে স্টেশনে আসতে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেন। এ সময় কথা হয়, ফিরে আসা কয়েকজন যাত্রীর সঙ্গে। মূলত কর্মক্ষেত্রে যোগ দিতেই তড়িঘড়ি করে ঢাকায় ফিরেছেন তারা। পাশাপাশি শিক্ষার্থীরাও ফিরছেন নিজেদের প্রয়োজনে।
আবদুল কাদের বনলতা এক্সপ্রেসে ঢাকা এসেছেন রাজশাহী থেকে। তিনি বলেন, স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি গিয়েছিলাম। বৃহস্পতিবার থেকে আমার অফিস শুরু হবে, তাই ফিরে এসেছি। সময় মতো ট্রেন ছাড়া এবং সময় মতো পৌঁছানোর প্রশংসা করে তিনি বলেন, রাজশাহী থেকে ট্রেন ছাড়তে কোনও লেট করেনি। কোথাও কোনও সমস্যা হয়নি। আমরা সময় মতোই ঢাকায় এসেছি। খুবই ভালো লেগেছে।
পঞ্চগড় থেকে ঢাকা ফিরেছেন একজন ব্যবসায়ী। তিনি বলেন, আমার নিজের ব্যবসা। তাই দেরিতে ফিরলেও সমস্যা হতো না। কিন্তু আসতে হয়েছে বাচ্চাদের স্কুলের জন্য। ওদের স্কুল খুলে যাবে তাই চলে এসেছি। লম্বা জার্নি করলে বাচ্চারা টায়ার্ড হয়ে যায়, তাই আগেভাগেই চলে এসেছি। স্কুল খোলার আগে ওরা কিছুটা রেস্ট নিতে পরেবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিন। ঈদের ছুটিতে গিয়েছিলেন বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে। তিনি বলেন, আমার ভার্সিটি খুলবে রোববার, ছুটি আছে আরও তিন দিন। আজকে না আসলেও হতো। কিন্তু বন্ধের আগে বেশ কয়েকটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে। তাই আগে চলে এসেছি সেগুলো কমপ্লিট করতে।
ঢাকা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার বলেন, সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কমিউটার ও আন্তঃনগর মিলিয়ে মোট ১১টির মতো ট্রেন ঢাকায় এসে পৌঁছেছে। এগুলোর মধ্যে মোহনগঞ্জ এক্সপ্রেস, তূর্ণা-নিশিতা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, ঢাকা মেইল, নীলসাগর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস ট্রেনগুলো এসেছে। একইসঙ্গে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে এখনও পর্যন্ত ২৪টি কমিউটার ও আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ঈদ শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। গতকালের চেয়ে আজকে ফিরে আসা যাত্রীর সংখ্যা অনেকটা বেড়েছে। আগামীকাল থেকে এই সংখ্যা আরও বাড়বে।
কেউ ছুটিতে যাচ্ছেন ঈদের পর, কেউবা ফিরছেন ছুটি কাটিয়ে। তবে সেই আসা-যাওয়ার চাপ কম রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। সংশ্লিষ্টদের মতে, ফিরতি যাত্রীদের চাপ বাড়বে আরও একদিন পর। গতকাল বুধবার গাবতলী বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, তেমন যাত্রীর চাপ নেই ঢাকামুখী যানাবাহনে। কিছু সময় পর পর বিভিন্ন পরিবহন প্রতিষ্ঠানের বাস টার্মিনালে আসছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা এসব বাসে যাত্রীর সংখ্যা অনেকটা কম।
গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সকালেই অধিকাংশ মানুষ গ্রাম থেকে ঢাকায় ফিরছেন। পরপর বাস টার্মিনাল এসে থামছে। এখান থেকেই কেউ কেউ সরাসরি কর্মস্থলে যোগ দিতে অন্য বাস খুঁজছেন। কেউ আবার পরিবার নিয়ে সিএনজিতে বাসায় ফিরছেন। বেলা ১০টার পর যাত্রী আসা কিছুটা কমে। তবে ধারাবাহিকভাবে ঢাকার বাহির থেকে বাস টার্মিনালে এসেছে। এদিকে ঈদে নানান কারণে ছুটি না পাওয়া এবং কাজ নিয়ে ব্যস্ত থাকা মানুষজন গ্রামে ফিরছেন। সেই সংখ্যাও কম নয়। পরিচিত কোম্পানির বাসগুলো যাত্রী পূর্ণ করেই ঢাকা ছাড়ছে।
কথা হয় যশোর থেকে ঢাকায় ফেরা যাত্রী অলির সঙ্গে। তিনি বলেন, ঈদের দুই দিন আগে বাড়িতে গিয়েছি। আজ ফিরলাম। ঈদ ভালো কেটেছে। যাতায়াতেও তেমন ভোগান্তি ছিল না।
চুয়াডাঙ্গাগামী যাত্রী দোকান কর্মী বলেন, ঈদে ব্যবসা ছিল। ঈদের দিন পর্যন্ত বেচাবিক্রি হয়েছে। তাই ঈদে বাড়ি যেতে পারিনি। একদিন রেস্ট নিয়ে যাচ্ছি।
হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার বলেন, আসার যাত্রী আছে। সকালে যেসব বাস আসছে, সেগুলো সিট খালি ছিলো না। ঢাকা থেকে এখন আমরা যেসব বাস ছাড়ছি, তার বেশির ভাগই সিট খালি অবস্থাতেই ছাড়ছি।
উত্তরবঙ্গমুখী শ্যামলী এন আর ট্রাভেলসের কাউন্টার মাস্টার জানান, বুধবার সকাল থেকে অনেক বাসই ঢাকায় পৌঁছেছে। এসব বাসে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী ছিলো। উত্তরের যাত্রী আছে। অনেক যাত্রী যাচ্ছে। তবে পুরো বাস ফিলাপ হচ্ছে না। আসার যাত্রীও আছে। যাওয়ার সময় চাপ পরে। কিন্তু আসার সময় মানুষ ধাপে ধাপে আসে। তাই আসার চাপটা ওইভাবে দেখা যায় না।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ তথ্য উপদেষ্টার
করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার দাবি
শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলামের ১৬৩ ব্যাংক হিসাবে ৬ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ
যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি আমদানিসহ ক্রয় কমিটিতে ৭ প্রস্তাব অনুমোদন
মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে তীব্র নিন্দা বাংলাদেশের
আরও
X

আরও পড়ুন

ঢাকাস্থ ফেনী ফোরাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ঢাকাস্থ ফেনী ফোরাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মুমিনদের আত্মগঠন ও প্রশিক্ষণের জন্য অনন্য সেরা মাস মাহে রমজান

মুমিনদের আত্মগঠন ও প্রশিক্ষণের জন্য অনন্য সেরা মাস মাহে রমজান

মধ্য রাতে নিরাপত্তা কর্মীদের মাঝে সাহরি বিতরণ করলো ইবি ছাত্রদল

মধ্য রাতে নিরাপত্তা কর্মীদের মাঝে সাহরি বিতরণ করলো ইবি ছাত্রদল

স্পেনের প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল

স্পেনের প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল

হুতিদের আক্রমণ ইরানের হামলা হিসেবে দেখবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের হুঁশিয়ারি

হুতিদের আক্রমণ ইরানের হামলা হিসেবে দেখবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের হুঁশিয়ারি

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কিশোরকে ছিনিয়ে জনতার হামলা, আহত ছয় পুলিশ

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কিশোরকে ছিনিয়ে জনতার হামলা, আহত ছয় পুলিশ

গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় হামাস সরকারের শীর্ষ নেতা নিহত

গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় হামাস সরকারের শীর্ষ নেতা নিহত

গণঅধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়া কমিটি গঠন

গণঅধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়া কমিটি গঠন

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ তথ্য উপদেষ্টার

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ তথ্য উপদেষ্টার

করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার দাবি

করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার দাবি

শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলামের ১৬৩ ব্যাংক হিসাবে ৬ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলামের ১৬৩ ব্যাংক হিসাবে ৬ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি আমদানিসহ ক্রয় কমিটিতে ৭ প্রস্তাব অনুমোদন

যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি আমদানিসহ ক্রয় কমিটিতে ৭ প্রস্তাব অনুমোদন

আদালত চলতো হাসিনার নির্দেশে, মামলার রায় আসতো গণভবন থেকে: নুর

আদালত চলতো হাসিনার নির্দেশে, মামলার রায় আসতো গণভবন থেকে: নুর

সার্টিফিকেট ইস্যু না করায় রিট জুলাই-আগস্ট অভ্যুত্থানকেন্দ্রিক প্রথম চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’

সার্টিফিকেট ইস্যু না করায় রিট জুলাই-আগস্ট অভ্যুত্থানকেন্দ্রিক প্রথম চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’

দোহারের কিশোরীকে ধর্ষণের পর হত্যা: আসামি জিয়াউর রহমানের মৃত্যুদণ্ড

দোহারের কিশোরীকে ধর্ষণের পর হত্যা: আসামি জিয়াউর রহমানের মৃত্যুদণ্ড

কক্সবাজার শহরে উচ্ছেদের মুখে আতঙ্কগ্রস্থ হাজারো নারী-পুরুষ ঘরবাড়ি ও জমি রক্ষায় মানববন্ধন

কক্সবাজার শহরে উচ্ছেদের মুখে আতঙ্কগ্রস্থ হাজারো নারী-পুরুষ ঘরবাড়ি ও জমি রক্ষায় মানববন্ধন

কর্পোরেট জবাবদিহিতা ও পরিবেশগত ন্যায়বিচারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

কর্পোরেট জবাবদিহিতা ও পরিবেশগত ন্যায়বিচারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে তীব্র নিন্দা বাংলাদেশের

মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে তীব্র নিন্দা বাংলাদেশের

বাংলাদেশে ট্রান্সন্যাশনাল এডুকেশন নিয়ে ব্রিটিশ কাউন্সিলের গবেষণা প্রতিবেদন প্রকাশ

বাংলাদেশে ট্রান্সন্যাশনাল এডুকেশন নিয়ে ব্রিটিশ কাউন্সিলের গবেষণা প্রতিবেদন প্রকাশ

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪১৩

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪১৩