যশোরে সাপের কামড়ে মাদরাসাছাত্র ও শিশুর মৃত্যু
২৩ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ জুন ২০২৪, ১২:০৩ এএম
যশোরের শার্শায় সাপের কামড়ে ফোরকানুল ইসলাম নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত ফোরকানুল ইসলাম উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করতো।
নিহতের চাচাতো ভাই সোহাগ হোসেন জানান, ফোরকান বৃহস্পতিবার বিকালে উপজেলার কাশিপুর বেলতায় ফুফু বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার বেলা ১১টার দিকে তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে গ্রামের কবিরাজ দেখানোর পর তার অবস্থার অবনতি হলে ওইদিন রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে কি সাপে কামড় দিয়েছে তা বলতে পারেননি স্বজনরা।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম বলেন, ফোরকানের হাতের আঙ্গুলে সাপের কামড়ের ক্ষত ছিলো। দেরিতে হাসপাতালে নিয়ে আসায় শরীরে বিষ ছড়িয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, হাসপাতালে এন্টিভেনমের পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে কাউকে সাপে কাটলে ৯০ মিনিটের মধ্যে নিকটস্থ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি। এতে জীবন রক্ষার সুযোগ থাকে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান মাদরাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া, দামুড়হুদায় ইদুরের গর্তে হাতদিয়ে বিষধর সাপের কামড়ে আজিজুল নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। আজিজুল ওই পাড়ার জাহিদুল ইসলামের ছোট ছেলে।
শিশুটির বাবা জাহিদুল ইসলাম উদ্দিন জানান, ইদুরের গর্তে হাত দিয়েছিল আজিজুল। ওই গর্তে থাকা বিষাক্ত সাপ আজিজুলকে কামড় দিলে সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। তার হাতে কোন কিছু কামড়ে দাগ দেখে আমরা সাথে সাথে হাতে বাঁধন দিয়ে গ্রামের রবিউল কবিরাজের কাছে নিলে সে এটা ইদুরের কামড়ের ক্ষত বলে বাঁধন খুলে দেয়। শিশুটিকে বাড়িতে নিয়ে আসার পর নিস্তেজ পড়ে। এসময় পাশের বাড়ির আশরাফের কাছে হাত চালান দিলে বলে মারা গিয়েছে এবং সাপটি ওই মাটির গর্তেই আছে। তারপর ওই অবস্থায় ছেলেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আজিজুলকে হারিয়ে বাবা আহাজারি করে আরো বলেন, ছেলে আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল, কিন্তু ওরে বাঁচানো গেলো না। শুক্রবার রাত ১০টার দিকে নামাজের জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চুয়াডাঙ্গা জেলা জজ কোর্ট চত্বরে সাবেক পিপি বেলাল হোসেন হামলার শিকার, আইনজীবী সমিতির নিন্দা
ফেনীতে মৃদু ভূমিকম্প অনুভূত
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী