চিকিৎসাধীন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই :আইনমন্ত্রী
২৪ জুন ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৪ জুন ২০২৪, ১২:০০ এএম
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। এই আইনে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই। এ সংক্রান্ত কোনো নতুন আবেদন পাইনি।
গতকাল রোববার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আমরা জেনেছি, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানোর প্রক্রিয়া চলছে। কিডনির বিষয়ে কিছু জানি না। প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টির কারণেই হাসপাতালে তার সুচিকিৎসা চলছে।
সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রদান প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রত্যেক সরকারি কর্মকর্তা চাকরিতে প্রবেশের সময় সম্পদে হিসাব দাখিল করে থাকেন এবং সময় সময় তারা সেটা জমাও দেন। এ নিয়ে নতুন করে কোনো আইন করার প্রয়োজন নেই। তবে সব তথ্যের সত্যতা যাচাই-বাছাই করে তা প্রকাশ করা উচিত বলে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় শহীদ বুদ্ধিজীবীদের হত্যার দায় মৃত্যুদ-প্রাপ্ত পলাতক চৌধুরী মাইনুদ্দীনকে নিয়ে ব্রিটেনের আদালত যে রায় দিয়েছেন, সেটা পক্ষপাতিত্ব বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সব তথ্য বিবেচনা করে এই রায় দেওয়া হয়নি। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দ-িত আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলায় পক্ষে আদালতের রায় পেয়েছেন। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট সর্বসম্মতিক্রমে তার পক্ষে রায় দেন। যুক্তরাজ্যের হাইকোর্ট এবং আপিল আদালত এর আগে তার মামলাটি খারিজ করেছিলেন। সুপ্রিম কোর্ট ওই আদালতের সিদ্ধান্তকে খারিজ করে দিয়ে বলেছেন, মুঈনুদ্দীনকে বিচার প্রক্রিয়ায় তার দাবি বহাল রাখার সুযোগ দেওয়া উচিত।
রায়ে আদালত বলেন, আদালতের কার্যপ্রণালির অপব্যবহারের কারণ দেখিয়ে মুঈনুদ্দীনের করা মামলা খারিজ করে উচ্চ আদালতের দেওয়া সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে। একই সঙ্গে মুঈনুদ্দীন যে অভিযোগ নিয়ে আদালতে এসেছেন, তার বিচার চলবে। এরই মধ্যে রায়ের অনুলিপি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যেখানে মামলার পূর্বাপর বর্ণনা রয়েছে। অপর এক প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি রায়টা পড়েছি। রায়ের কোথাও বলা নেই যে, এই আদালত (ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল) রায় দিয়েছে, এটি কাগুজে, তথ্যভিত্তিক নয়। এর ব্যাপারে ক্রিটিসিজম করেছে এটা কিন্তু কোথাও নেই। আমি পুঙ্খানুপুঙ্খভাবে রায়টি পড়েছি। রায়ের কোথাও বাংলাদেশের সমালোচনা করা হয়নি। তবে একটা জায়গায় আমি রায়টিকে কিছুটা পক্ষপাতমূলক মনে করি। তাই আমি মনে করি যে রায়টি দেওয়া হয়েছে তা সব তথ্য বিবেচনা না করে দেওয়া হয়েছে।
বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অন্যরা বক্তব্য রাখেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শেরপুরে ট্রাকভর্তি সরকারি বই উদ্ধারের ঘটনায় শিক্ষা অফিসের নাইটগার্ড আটক
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ কিস
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নতুন দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না সরকার: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা
বায়ুদূষণের কারণে ব্যাংককে আড়াই শতাধিক স্কুল বন্ধ ঘোষণা
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও প্রিন্স
পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি গঠন
‘গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে অন্তবর্তী সরকারকে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে’
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
আন্দোলনের ডাক দিয়ে যারা সরে যেত, তারাই আওয়ামী পুনর্বাসন চাচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
বোলারদের দক্ষতা বাড়াচ্ছে বিপিএলের ব্যাটিং সহায়ক উইকেট: আকিফ
কোরআন তিলাওয়াতের সিজদা আদায় করা প্রসঙ্গে।
বিশ্বজুড়ে বিকল চ্যাটজিপিটি
নিউইয়র্ক অঙ্গরাজ্যে স্বীকৃতি পেল ‘বাংলা নববর্ষ’
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ: ক্ষতিগ্রস্ত হবেন যারা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন যাঁরা
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের আয়কর নথি জব্দ
পশ্চিম তীরে ইসরাইলের ভয়াবহ হামলা অব্যাহত, নিহত ২
দৌলতদিয়া রেলস্টেশনে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
মানিকগঞ্জে যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাককে কারাগারে প্রেরণ, প্রিজন ভ্যান ডিম-জুতা নিক্ষেপ