ছেলেবন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার জাবি শিক্ষার্থী
২৭ জুন ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৭ জুন ২০২৪, ১২:০০ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছেলেবন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে এক নারী শিক্ষার্থীর ছিনতাইয়ের শিকার হয়েছেন। বহিরাগত তিন ছিনতাইকারী ছিনতাই শেষে ভুক্তভোগীকে হেনস্তা, কুপ্রস্তাব দেওয়া এবং আটকে রেখে মুক্তিপণ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে শিক্ষার্থীদের তৎপরতায় অভিযুক্তদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। তবে গুরুতর এই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কিংবা প্রক্টরিয়াল বডির দায়িত্বশীল কারো দেখা যায়নি।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ও বোটানিক্যাল গার্ডেনের পেছনে মনপুরা এলাকার প্রবেশ পথে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া আরো একজন ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন বলে জানান অভিযুক্তরা। আটককৃতরা হলেন, সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ক্যাফেটেরিয়ার চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত নাজমুল হাসান (৩২) এবং একই প্রতিষ্ঠানে উন্নয়ন প্রকল্পে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত মো. আলামিন (২৮)। এরমধ্যে নাজমুলের গ্রামের বাড়ি পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলার খলিলপুরে এবং আলামিনের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। এছাড়া আটককৃতদের দেওয়া তথ্যমতে, পালিয়ে যাওয়া আল আমিন (৪০) বিপিএটিসিতে উন্নয়ন প্রকল্পে কাঠমিস্ত্রি হিসেবে কর্মরত।
ভুক্তভোগীদের নারী শিক্ষার্থীর অভিযোগপত্র থেকে জানা যায়, ৪৯ ব্যাচের এক ছেলে বন্ধুর সাথে সন্ধ্যা সাড়ে সাতটায় বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের মনপুরা এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় তিনজন ছিনতাইকারী তাদের পথরোধ করে দাঁড়ায়। এসময় ছিনতাইকারীরা ভুক্তভোগীদের থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ২০ লাখ টাকা দাবি করে। অন্যথায় নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মেরে ফেলার হুমকি দেয়। প্রায় তিনঘন্টা আটকে রাখার পর ভুক্তভোগী নারীর ছেলেবন্ধু সুকৌশলে টাকা আনার কথা বলে বন্ধুদের ফোন করেন। এসময় সালাম বরকত হল থেকে শিক্ষার্থীরা গিয়ে তাদের উদ্ধার করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছিনতাইকারীদের বেধড়ক মারধর করে। তিনজনের মধ্যে একজন পালিয়ে গেলেও অবশিষ্ট দুইজনকে হাতেনাতে ধরে নিরাপত্তা শাখায় হাজির করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী শিক্ষার্থী।
এ ঘটনার প্রায় তিনঘন্টা পর রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অথবা প্রক্টরিয়াল বডির কাউকে দেখা যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা (ডেপুটি রেজিস্ট্রার) জেফরুল হাসান চৌধুরি সজল বলেন, আমি জানার পর তাৎক্ষণিকভাবে প্রক্টর মহোদয়কে অবহিত করেছি। পরে রেজিস্ট্রার মহোদয়ের অনুমতি সাপেক্ষে পুলিশের সোপর্দ করেছি।
তিনি আরো জানান, ‘আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় থেকে মামলা দেয়ার। কিন্তু ধর্ষণ চেষ্টা অভিযোগের মামলা ভিকটিমকেই দিতে হয় বিধায় আমরা এখন ভিক্টিমকে নিয়ে থানায় যাচ্ছি।’
শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয় হওয়ায় নিরাপত্তা শাখা থেকে প্রক্টরকে অবহিত করা হলেও ঘটনার ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রক্টর কিংবা প্রক্টরিয়াল বডির কোনো সদস্যকে ঘটনাস্থলে উপস্থিত হতে দেখা যায়নি। এতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিরাপত্তা এবং দায়িত্বশীলদের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলমগীর কবির বলেন, সাবেক এক ভিসির জানাজা থেকে ক্যাম্পাসে ফিরতে দেরি হওয়ায় যেতে পারিনি। কিন্তু সহকারী প্রক্টররা কেন যাননি সে বিষয়ে খোঁজ নেওয়া হবে।
এদিকে অভিযুক্তদের নিয়ে থানায় নিয়ে যান আশুলিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত কর্মকর্তা) মো. নূর আলম। তিনি মামলার বিষয়ে নিশ্চিত করে বলেন, ধর্ষণচেষ্টা, ছিনতাই ও আটকে রাখার অভিযোগে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় মামলা করেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই অভ্যুত্থান নৃশংসতা ফেব্রুয়ারিতে প্রকাশ হবে জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদন
ফের বিমানবন্দরে হুমকির বার্তা, শাহজালালে নিরাপত্তা জোরদার
চীনে শিক্ষা সফর অনুষ্ঠিত
যশোরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাহীন চাকলাদারের ৪ বছরের কারাদণ্ড
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌঁড়ালেন শ্যামনগরের ইউএনও রনী খাতুন
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক গ্রেফতার
ঘরের মাঠে আর্সেনালের সহজ জয়
মাহমুদুল্লাহ-রিশাদ নৈপুণ্যে জিতে প্লে অফের বরিশালের এক পা
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান