মোদিকে চ্যালেঞ্জ জানানোর প্রতিশ্রুতি রাহুল গান্ধীর
২৭ জুন ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৭ জুন ২০২৪, ১২:০০ এএম
ভারতের বিরোধী দলের নতুন নেতা রাহুল গান্ধী বুধবার বলেছেন যে, তার আইন প্রণেতাদের চুপ করিয়ে রাখা যাবে না। এদিন আনুষ্ঠানিকভাবে এক দশক ধরে শূন্য পদে দায়িত্ব নেয়ার পর দেয়া প্রথম বক্তৃতায় তিনি এ কথা বলেন। রাহুলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান প্রতিদ্বন্দ্বী, সহ বিরোধী আইন প্রণেতাদের দ্বারা সরকারের প্রতি একটি পুনরুজ্জীবিত চ্যালেঞ্জের ইঙ্গিত হিসাবে এ পদে নিয়োগ করা হয়েছিল। ‘সরকারের রাজনৈতিক ক্ষমতা আছে, কিন্তু বিরোধীরাও ভারতের জনগণের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করে,’ গান্ধী সংসদের নিম্নকক্ষে একটি বক্তৃতায় বলেছিলেন।
‘এবার, বিরোধীরা ভারতীয় জনগণের কণ্ঠস্বরকে উল্লেখযোগ্যভাবে প্রতিনিধিত্ব করে।’ বিগত দুটি সংসদে, গান্ধীর একসময়ের পরাক্রমশালী কংগ্রেস দল তাকে এ পদের জন্য যোগ্য করার জন্য আইনসভায় পর্যাপ্ত আসন পায়নি। মোদির প্রথম দুই মেয়াদে তার ডানপন্থী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভূমিধস জয়লাভ হয়েছিল, যা তার সরকারকে কোন বিরোধীতা ছাড়াই সংসদের মাধ্যমে আইন পরিচালনা করার সুযোগ দিয়েছিল। যাইহোক, বিজেপি এই বছরের ভোটে মাত্র ২৪০টি আসন জিতেছে, এক দশকের মধ্যে তার সবচেয়ে খারাপ ফল এবং ম্যাজিক ফিগার থেকেও ৩২টি আসন কম। ফলে ৫৪৩ আসনের নিম্নকক্ষে ২৯৩-সিটের সংখ্যাগরিষ্ঠতা তৈরি করতে তারা জোট মিত্রদের উপর নির্ভর করতে বাধ্য হয়েছে।
এদিকে, নির্বাচনের পর সোমবার থেকে শুরু হয়েছে ভারতের অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। টানা ১০ দিনের এই অধিবেশনের প্রথম দিনটিতে নবনির্বাচিত লোকসভা সদস্যরা শপথ নিয়েছেন। তবে শপথ গ্রহণকে কেন্দ্র করে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি সেøাগানে মুখরিত হয়ে ওঠে পুরো সংসদ। তবে এসব সেøাগানের অনেকগুলোই ছিল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, সোমবার অধিবেশন শুরুর পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভারতীয় সংসদ। বিরোধী ইন্ডিয়া জোটের এমপিরা শপথ নেয়ার সময় ক্ষমতাসীন বিজেপির সাংসদেরা সমস্বরে ‘জয় শ্রীরাম’ সেøাগান দিতে শুরু করেন। তবে বিজেপির জয় শ্রীরাম সেøাগানের বিপরীতে বিরোধী এমপিরাও জয় হিন্দ, বন্দে মাতরম এবং জয় বাংলা সেøাগান দেন। সবচেয়ে ব্যতিক্রম ঘটনা ঘটান পশ্চিমবঙ্গের তৃণমূলের এক এমপি। তিনি বিজেপির ‘জয় শ্রীরাম’ সেøাগানের বিপরীতে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে ওঠেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী সাংসদদের মধ্যে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সাংসদেরা শপথ গ্রহণের জন্য উঠে দাঁড়ালে বিজেপির এমপিরা জয় শ্রীরাম সেøাগান দিতে শুরু করেন। জবাবে তৃণমূল এমপিরা জয় হিন্দ, জয় বাংলা, জয় মা দুর্গা, এমনকি জয় মমতা বলেও সেøাগান দেন। পাল্টা-পাল্টি সেøাগানে সংসদ সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন শপথ নিতে শুরু করেন তখন। তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ সময় ‘জয় মমতা’ সেøাগান দেন। অন্যদিকে তৃণমূলের আরেক এমপি আবু তাহের খান শপথগ্রহণ শেষ করেই ‘আল্লাহু আকবার’ সেøাগান দেন। জয় শ্রীরাম এবং আল্লাহু আকবারের মতো ধর্মীয় সেøাগান নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বয়ং ভারপ্রাপ্ত স্পিকারও। সূত্র : ডন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ
‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি
বিমানের এই কর্মকা- সহ্য করার মতো নয় -সিলেট সুধীজন
বাণিজ্যমেলায় শেষ মুহূর্তে নিত্যপণ্য কেনাকাটার ধুম