প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে শিক্ষকরা
০৯ জুলাই ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ০৯ জুলাই ২০২৪, ১২:১৪ এএম
সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সর্বাত্মক কর্মবিরতি চলমান রয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষক প্রতিনিধিদের সাথে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আলোচনা হওয়ার কথা থাকলেও তা এখনো হয়নি। ফলে শিক্ষকরা প্রধানমন্ত্রীর আশ্বাসের অপেক্ষায় ক্লাস, পরীক্ষা বর্জন করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ কর্মবিরতি কর্মসূচি চলমান রয়েছে। শুধু শিক্ষক নয়, বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা-কর্মচারীরাও একই সাথে আন্দোলন করে যাচ্ছেন।
গতকাল সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নিজামুল হক ভূঁইয়া ইনকিলাবকে বলেন, শিক্ষামন্ত্রীর সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বিষয়টি নিয়ে আলাপ করছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামালও সমন্বয় করছেন। তিনিও চাচ্ছেন অতি দ্রুতই যেন আমরা এই আন্দোলন থেকে বেরিয়ে ক্লাসে পাঠদানে ফিরে যেতে পারি। সরকারের উচ্চ মহলে আমাদের কথা হচ্ছে একটা আলোচনার বিষয়ে, আমাদের দাবিগুলো তুলে ধরা হচ্ছে। আমরা যতটুকু জানি সরকার চিন্তাভাবনা করছেন আলোচনায় বসার। তাই আমরা এখনো আশাবাদী আমাদের সাথে একটা আলোচনা হবে। সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রত্যয় স্কিম বাতিল, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রতিশ্রুত সুপার গ্রেড চালু ও স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিতে গত ৩০ জুন থেকে আন্দোলন করে আসছেন দেশের ৩৫ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ধীরে ধীরে শিক্ষকদের এ আন্দোলনে যুক্ত হচ্ছে আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়। সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ও একাত্মতা প্রকাশ করেছে। একদিকে ক্লাস পরীক্ষা বর্জন করে ৩ দফা দাবিতে আন্দোলন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অন্যদিকে সরকারি চাকরিতে সকল প্রকার বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ফলে কার্যত অচল হয়ে আছে দেশের উচ্চ শিক্ষাঙ্গন।
গতকাল সোমবার বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠনের মোর্চা ‹ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ›।
ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. জিনাত হুদা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের দাবি মানার কোন অবস্থা আমরা দেখছি না। আমরা পূর্বেও বলেছি এখনো বলছি আমরা আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত পিছু হটবো না। বিজয় নিয়েই আমরা ক্লাসরুমে ফেরত যাবো।
ঢাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর নিজামুল হক ভূঁইয়া বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু কারা আমাদের আন্দোলনে নামিয়েছে? আমরা মনে করি তারা রাষ্ট্রের ভেতরে ঘাপটি মেরে থাকা লোক, যারা ২০১৫ সালেও আমাদের বিরুদ্ধে লেগেছিলো। সেবছর তারা আমাদের সাথে পেরে উঠেনি তাই এ বছরও তারা আমাদের পেছনে লেগেছে। তারা আমাদের সাথে আলোচনা না করেই একটি সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। এটা সম্পূর্ণ অন্যায় ও অন্যায্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশে ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক সারোয়ার হোসেন বলেন, অর্থমন্ত্রী কী বুঝে প্রত্যয় স্কিম সমর্থন করলেন, আমরা বুঝি না। অনেক খুজেঁও একটা ভালো দিক আমরা পাইনি। এ স্কিম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, যদি কর্মকর্তা-কর্মচারীদের বাদ দিয়ে শুধু শিক্ষকদের কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয়, তাহলে আমরা মাঠ ছাড়ব না। যদি কোনো সুযোগ-সুবিধা দিতেই হয়, তাহলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দিতে হবে। কেউ পাবে কেউ পাবে না, তা হবে না।
প্রসঙ্গত, সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম বহাল রাখার দাবিতে গত ২০ মে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তার ধারাবাহিকতায় ২৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করেন শিক্ষকরা। এরপর ২৮ মে দুই ঘন্টা এবং ২৫-২৭ জুন তিনদিন সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়। পরবর্তীতে ৩০ জুন থেকে পূর্ণ কর্মবিরতি পালন করা হয় এবং ১ জুলাই থেকে সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।
জাবি সংবাদদাতা জানান, সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে ষষ্ঠ দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন। গত কয়েকদিনের মতো গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃত্বে সমাজবিজ্ঞান অনুষদের নিচ থেকে এই কর্মবিরতি শুরু হয়। এতে নিজ নিজ বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে স্বতঃস্ফূর্তভাবে সকাল ৯ টা থেকে শিক্ষকরা অংশগ্রহণ করেন। এদিন সারাদিনেও খোলেনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক কার্যালয়গুলো। তাঁদের তিন দফা দাবি হলো- সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করা।
জাবি অফিসার সমিতির সভাপতি মো. আব্দুর রহমান বাবুল বলেন, ‘আমাদের আন্দোলন চলছে, চলবে। ক্রমাগত আমাদের আন্দোলন আরো বেগবান হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
জাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোতাহার হোসেন বলেন, ‘লাগাতার আন্দোলনে আছি। যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হয় ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।’
এদিকে দাপ্তরিক কাজ বন্ধ থাকায় স্তবির রয়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতিতে থাকায় বিভিন্ন বিভাগ ও হল অফিসে তালা ঝুলছে। আবাসিক হল ও প্রশাসনিক অফিসগুলোতে স্বাক্ষর হচ্ছে না কাগজপত্র। এদিকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। তারা বলছেন, ‘বিশ্ববিদ্যালয় করোনা মহামারিতে হওয়া সেশনজট এখনও কাটিয়ে উঠতে পারেনি। অনেকগুলো বিভাগই করোনা মহামারির একবছরসহ আরও অতিরিক্ত তিন থেকে ছয় মাসের সেশনজটে রয়েছে। এমনভাবে চলতে থাকলে সেশনজট আরো ভয়াবহ আকারে রূপ নেবে।’
জাবি সংবাদদাতা জানান, সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে ষষ্ঠ দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃত্বে সমাজবিজ্ঞান অনুষদের নিচ থেকে এই কর্মবিরতি শুরু হয়। এতে নিজ নিজ বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে স্বতঃস্ফূর্তভাবে সকাল ৯টা থেকে শিক্ষকরা অংশগ্রহণ করেন। ফরে সারাদিনেও খোলেনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক কার্যালয়গুলো।
জাবি অফিসার সমিতির সভাপতি মো. আব্দুর রহমান বাবুল বলেন, ক্রমাগত আন্দোলন আরো বেগবান হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
এদিকে দাফতরিক কাজ বন্ধ থাকায় স্তবির রয়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতিতে থাকায় বিভিন্ন বিভাগ ও হল অফিসে তালা ঝুলছিল। এদিকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয় করোনার সেশনজট এখনো কাটিয়ে উঠতে পারেনি। অনেকগুলো বিভাগই করোনার এক বছরসহ আরো অতিরিক্ত তিন থেকে ছয় মাসের সেশনজটে রয়েছে। এভাবে চলতে থাকলে সেশনজট আরো ভয়াবহ আকারে রূপ নেবে।
কুবি সংবাদদাতা জানান, প্রত্যয় স্কিম প্রত্যাহার এবং কুবি ভিসি অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি এবং ৩০তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক সমিতি। এর আগে ৩০ জুন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষাসহ সকল ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়। এর পর থেকে প্রশাসনিক সকল ধরনের কার্যক্রম স্থগিত হয়ে পরে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের বলেন, সর্বজনীন প্রত্যয় স্কিম শিক্ষকদের স্বার্থের পরিপন্থী। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এমনিতেই সুযোগ-সুবিধা নেই। কিন্তু প্রত্যয় স্কিম এর ফলে শিক্ষকদের সুবিধা আরো কমে যাবে। ফলে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক বিদেশে স্কলারশিপে যাচ্ছে এমনিতে তারা তেমন ফিরে আসে না। তারপর আবার যাদি সুযোগ সুবিধা কমিয়ে দেওয়া হয় তাহলে তারা মনে হয় না বিদেশ থেকে আর ফিরে আসবে। এতে দেশের শিক্ষার্থীরা যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের হারাবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আমাদের পাশের দেশ সেখানে শিক্ষকদের আলাদা বেতল স্কেল রয়েছে। একজন কর্মকর্তা যত বেতন পায় তার দেড় থেকে দুই গুন বেশি বেতন পায় শিক্ষকরা। আমাদের দেশে শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল নেই। আমাদের আরেকটি দাবি হচ্ছে সরকার আমাদের বলেছিল, শিক্ষকদের সুপার গ্রেডে নিয়ে যাবেন। কিন তার বাস্তবায়ন এখনো হয়নি। বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন আমাদের অব্যাহত আছে। আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে