ধীরগতিতে কমছে নদ-নদীর পানি, বন্যা পরিস্থিতি উন্নতির পথে বানভাসিদের নেই খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধপথ্য : কৃষক-দিনমজুরদের নেই কাজকর্ম : বাড়ছে নদীভাঙন

বন্যার্তদের দুঃখ-দুর্দশা সীমাহীন

Daily Inqilab শফিউল আলম/শফিকুল ইসলাম বেবু/ মো. নাজমুল ইসলাম

১০ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ জুলাই ২০২৪, ১২:০৩ এএম

দেশের উত্তরাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল, মধ্যাঞ্চল হয়ে মেঘনার ভাটির দিকে নদ-নদীসমূহের পানি কোথাও স্থিতিশীল রয়েছে, কোথাও খুবই ধীর গতিতে কমছে। এর ফলে সার্বিক বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতির দিকে। লাখ লাখ বানভাসি মানুষের নেই খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধপথ্য। স্থানীয় কৃষক-দিনমজুরদের নেই কাজকর্ম। তারা পরিবার-পরিজন নিয়ে এক-আধবেলা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। বন্যার্তদের দুঃখ-দুর্দশা সীমাহীন। নদ-নদীর পানি ধীরগতিতে হ্রাসের সাথে সাথে বাড়ছেই নদীভাঙন। বসতভিটা, ফল-ফসলি জমি, বাগ-বাগিচা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এ মুহূর্তে বন্যার্তদের জন্য দরকার খাদ্য, জরুরি ওষুধপথ্য, বিশুদ্ধ খাবার পানি, বিশেষ করে শুকনো খাবার। পানি দূষণরোধ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বন্যা এলাকায় শৌচাগারের ব্যবস্থা করাও প্রয়োজন।
উত্তর জনপদের কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, উত্তর-মধ্যাঞ্চলে জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, মধ্যাঞ্চলে টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোণা জেলাগুলোতে বন্যার্তদের প্রতিদিনের দুঃখ-দুর্দশার এক ও অভিন্ন চিত্র। রাস্তাঘাট, বাঁধে, আশ্রয় কেন্দ্রগুলোতে বানভাসিরা চরম কষ্টকর দিনাতিপাত করছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের দুর্ভোগ অবর্ণনীয়। বেশিরভাগ বন্যার্তের কাছে খাদ্য, ওষুধ-পথ্যসহ জরুরি ত্রাণ সাহায্য এখনও পৌঁছেনি।
গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত ব্রহ্মপুত্র-যমুনা, ধরলা, আত্রাই, সুরমা-কুশিয়ারা, মেঘনাসহ ৯টি নদ-নদী ১৯টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল পূর্বাভাসে জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীসমূহের পানি স্থিতিশীল থাকতে পারে। এর ফলে ধরলা ও দুধকুমার নদীর পানি কতিপয় পয়েন্টে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।
ইতোপূর্বে দেশে টানা বৃষ্টি ও উজানে ভারতের ঢলের কারণে নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পায়। তবে গত ৪ দিনে দেশের অভ্যন্তরে ও উজানে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাত আপাতত কমেছে। বিভিন্ন নদীর পানি ধীর গতিতে কমছে। তবে অনেক জায়গায় নদীভাঙন বেড়ে গেছে। ভাঙনে হারিয়ে যাচ্ছে ফল-ফসলি জমি, খেত-খামার, বসতভিটা, রাস্তাঘাট। গতকাল পর্যন্ত সবচেয়ে বেশি বন্যা কবলিত হয়েছে উত্তর, উত্তর-মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলের ১২টি জেলা। বন্যায় এখনও অন্তত ৮ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮টি জেলার ২২ লাখ মানুষ।
গতকাল বিকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, উত্তর-মধ্য ও মধ্যাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ জেলাগুলোতে বন্যা পারিস্থিতি খুবই ধীর গতিতে উন্নতি হচ্ছে। মধ্যাঞ্চলে নদ-নদীর পানি টাঙ্গাইল থেকে মেঘনার মোহনা পর্যন্ত ফুঁসে উঠেছে। উত্তর-পশ্চিমাঞ্চলেও বাড়ছে নদ-নদীর পানি। ইতোপূর্বেই বন্যা কবলিত উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোণা জেলায় বন্যা পরিস্থিতি খুবই ধীর গতিতে উন্নতি অব্যাহত রয়েছে। গতকাল বিকাল পর্যন্ত বিপদসমীমার উপর দিয়ে প্রবাহিত নদ-নদীগুলো হচ্ছে, দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র, যমুনা, আত্রাই, সুরমা, কুশিয়ারা, সোমেশ^রী ও মেঘনা।
দেশের উত্তরাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলে অন্যতম বৃহৎ অববাহিকায় ব্রহ্মপুত্র নদ তিনটি পয়েন্টের সবক’টিতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকাল বিকাল পর্যন্ত পানি আরও হ্রাস পেয়ে ব্রহ্মপুত্র নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ২৪ সেন্টিমিটার, হাতিয়া পয়েন্টে ২৬ সে.মি. এবং চিলমারী পয়েন্টে ৩৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। যমুনা নদের ১০টি পয়েন্টে পানি ধীর গতিতে হ্রাস পাচ্ছে। এর মধ্যে যমুনা ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ৪৬, বাহাদুরাবাদে ৫৬, সাঘাটায় ৪৮, সারিয়াকান্দিতে ৩৯, কাজীপুর ২৬, জগন্নাথগঞ্জে ৯৭, সিরাজগঞ্জে ৪৫ সে.মি. এবং মধ্যাঞ্চলে টাঙ্গাইলের পোড়াবাড়িতে বিপদসীমার ১৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে মধ্যাঞ্চলে আত্রাই নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে বিপদসীমার ১২ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢাকার কাছে মধ্যাঞ্চল ও মধ্য-পূর্বাঞ্চলে মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়ে মুন্সীগঞ্জে মেঘনা-ব্রিজ পয়েন্টে বিপদসীমার ১৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তরাঞ্চলের অন্যতম নদী দুধকুমার নদীর পানি হ্রাস পেয়ে পাটেশ^রীতে বিপদসীমার এক সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে উত্তর-পূর্বাঞ্চলে সুরমা-কুশিয়ারা উভয় নদীর পানি আরও হ্রাস পেয়েছে। এখনও সুরমা একটি পয়েন্টে এবং কুশিয়ারা নদী ২টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমেশ^রী নদী কলমাকান্দায় বিপদসীমার ঊর্ধ্বে প্রবাহিত হচ্ছে।
দেশের প্রধান নদ-নদীসমূহেরর প্রবাহ পরিস্থিতি সম্পর্কে পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিনে কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গতকাল জানান, ব্রহ্মপুত্র-যমুনা নদের পানি হ্রাস পাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় উভয় নদের পানি হ্রাস অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাসমূহের যমুনা ও ব্রহ্মপুত্র নদ-নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, পদ্মা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় উভয় নদীর পানি বৃদ্ধি পেতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীসমূহের পানি স্থিতিশীল থাকতে পারে। এর ফলে ধরলা ও দুধকুমার নদীর পানি কতিপয় পয়েন্টে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিমাঞ্চলে আত্রাই নদীর পানি বাঘাবাড়ী পয়েন্টে হ্রাস পেয়ে সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চল ও এর সংলগ্ন উজানে উত্তর-পূর্ব ভারতে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
পাউবো’র পর্যবেক্ষণাধীন দেশের ১১০টি নদ-নদীর পানির সমতল পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে গতকাল ৩৫টি পয়েন্টে পানি বৃদ্ধি এবং ৭১টিতে হ্রাস পায়। ৪টি স্থানে পানি অপরিবর্তিত ছিল। ৯টি নদ-নদী ১৯টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে কমতে শুরু করেছে ব্রহ্মপূত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি। তবে এখনো ব্রহ্মপুত্র, দুধকুমর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধরলা, তিস্তা সহ অন্যান্য নদী গুলো বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি কমলেও কমছে না দুর্ভোগ। এখনো নীচু রাস্তাঘাট পানির নীচে অবস্থান করায় কলার ভেলা অথবা পানি ভেঙে যোগাযোগ রক্ষা করছে মানুষ। এখন পর্যন্ত প্রায় ৮ হাজার হেক্টর ফসল পানির নীচে অবস্থান করছে। পাট ছাড়া অন্যান্য সবজি পাওয়ার কোন সম্ভাব নাই দেখছে না চাষিরা। এরকম যখন পরিস্থিতি তখন বন্যা দীর্ঘস্থায়ী হলে গবাদি পশুর খাদ্য সঙ্কটে ভুগবে কৃষকরা। এছাড়াও দীর্ঘক্ষণ পানিতে হাঁটা চলা করার ফলে নারী ও শিশুরা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে ২০ হাজার প্যাকেট স্যালাইন ও ২০ হাজার পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ পর্যায়ে থাকলেও এখনো প্রত্যন্ত এলাকার বানভাসি মানুষের কাছে সেগুলো পৌঁছাচ্ছে না।
কুলাউড়া (মৌলভীবাজার) : টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পানির ঢলে কুলাউড়া উপজেলার অংশে হাকালুকি হাওরসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল জায়গাগুলো বন্যায় প্লাবিত হয়েছে। এতে উপজেলার ৩৪টি প্রাথমিক বিদ্যালয় এবং ১৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রায় মাস খানেক থেকে বন্যার কারনে বন্ধ রয়েছে। ছুটি শেষে গত ৩ জুন থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুললেও বন্যার পানিতে নিমজ্জিত ৩৪টি প্রাথমিক বিদ্যালয় এখনো বন্ধ রয়েছে। এছাড়া কয়েকটি স্কুল আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় ওইসকল প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম এখনো চালু করা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় স্কুলগুলোতে দৈনদিন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন জানান, কুলাউড়ায় যেসকল শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি উঠেছে সেখানে বন্যার পানি না কমা পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাইবান্ধায় : গাইবান্ধায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বন্যাকবলিত এলাকাগুলো থেকে পানি নামছে ধীরে। এসব এলাকায় শুকনো খাবারের পাশাপাশি গবাদি পশুর খাদ্যের সঙ্কট দেখা দিয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, হরিপুর কঞ্চিবাড়ী ও কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন চরে ঘুরে দেখা গেছে এমন চিত্র।
এদিকে তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট ও করতোয়ার পানি কমলেও গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধার পাউবো সূত্র জানায়, গতকার মঙ্গলবার দুপুরে ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র ও যমুনা নদের পানি ১৩ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তা, ঘাঘট ও করতোয়া নদের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চর কাপাসিয়া গ্রামের মইনুল ইসলাম বলেন, বন্যায় পর্যাপ্ত পরিমাণ খাবারের প্রয়োজন। এগুলো না দিয়ে শুধু দুই-তিন কেজি করে চাল দিয়ে যাচ্ছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নতুন দেশ গঠনে আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা বড় শক্তি : আদিলুর রহমান
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
পাহাড় কাটা প্রতিরোধে উপদেষ্টা রিজওয়ানা হাসানের কঠোর বার্তা
আরও

আরও পড়ুন

‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই

‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা

রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা

পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি

পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি

বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত

বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত

রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার

এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার

কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন

কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান

বিয়ের ওপর কর বাতিলের দাবি

বিয়ের ওপর কর বাতিলের দাবি

শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল

শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল

নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।

নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।

কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী

কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী

নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ

নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ

বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা

বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা

পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়

পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়

সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা

সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে

ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী

ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী

চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা