ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না
১০ জুলাই ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১০ জুলাই ২০২৪, ১২:০২ এএম
ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররম। এই মাসে হযরত আদম (আ:) হতে শুরু করে চলমান সময় পর্যন্ত যে সকল ঘটনাবলী বিশ্ববাসীকে আলোড়িত ও আন্দোলিত করে, তুলেছে তা হলো ত্যাগ ও তিতিক্ষার শিক্ষা ও আদর্শ। মানুষ যদি মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও রেজামন্দি অর্জন ও নূর নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:)-এর অনুসরণ ও অনুকরণের ভিতর দিয়ে। নিজের জীবনকে সার্থক করে তুলতে চায়, তাহলে তাকে কুরআন ও হাদীসের পথ নির্দেশ মোতাবেক পাথেয় ও সম্বল সঞ্চয় করতে হবে এবং ত্যাগ ও পরিত্যাগের মাধ্যমে নিজের আমল ও আখলাককে পবিত্র করে তুলতে হবে। এতদ সম্পর্কে আল কুরআনে ইরশাদ হয়েছে : (ক) “হে মানুষ! নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য; অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতাড়িত না করে, আর বড় প্রতারক (শয়তান) যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে”। [সূরা ফাত্বির : আয়াত ৫]
এই আয়াতে কারীমায় দুনিয়ার জীবন ও প্রবঞ্চক শয়তানের প্রতারণা যেন মানুষকে প্রবঞ্চিত না করতে পারে সে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। দুনিয়ার জীবন ও প্রতারিত শয়তান নানাভাবে মানুষকে প্রতারিত করে কুফর, অবিশ্বাস ও গোনাহে লিপ্ত করে। মূলতঃ দুনিয়ার জীবন ও শয়তানের ধোঁকা বিভিন্ন ধরনের হয়ে থাকে। কখনো কখনো এই দুই সহচর মন্দ কর্মকে শোভনীয় করে মানুষকে তাতে লিপ্ত করে দেয়। তখন মানুষের অবস্থা এই হয় যে, তারা গোনাহ করার সাথে সাথে মনে করতে থাকে যে, তারাই আল্লাহর প্রিয় এবং তাদের কোন শাস্তি হবে না। আবার কখনো কখনো এই দুই অপশক্তি মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে তাদেরকে পথভ্রষ্ট করে দেয়। তারা লোকদেরকে এ কথা বুঝায় যে, আসলে আল্লাহ বলে কিছু নেই এবং কিছু লোককে এ বিভ্রান্তির শিকার করে যে, আল্লাহ একবার দুনিয়াটা চালিয়ে দিয়ে নিরবে বসে আরাম করছেন। এখন তাঁর সৃষ্ট এ বিশ্ব জাহানের সাথে কার্যতঃ তাঁর কোন সম্পর্ক নেই। আবার কিছু লোককে উভয়ে এভাবে ধোঁকা দেয় যে, আল্লাহ অবশ্যই এ বিশ্ব জাহানের ব্যবস্থাপনা করে যাচ্ছেন, কিন্তু মানুষকে তিনি পথ দেখাবার কোন দায়িত্ব নেননি। কাজেই এ ওহী ও রিসালত নিছক একটি ফাঁকিবাজি ছাড়া আর কিছুই নয়। এই উভয় ধোঁকাবাজ কিছু লোককে এ মিথ্যা আশ্বাসও দিয়ে চলেছে যে, আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। তোমরা যতই গোনাহ করনা কেন তিনি সব মাফ করে দেবেন এবং তাঁর এমন কিছু প্রিয় বান্দাহ আছে যাঁদেরকে আঁকড়ে ধরলেই তোমরা কামিয়াব হয়ে যাবে। সুতরাং দুনিয়ার জীবন ও প্রতারক শয়তানের প্রতারণার জাল মুমিন-মুসলমান ভাই ও বোনদেরকে অবশ্যই ছিন্ন করতে হবে এবং দুনিয়ার মায়ামোহ ত্যাগ করতে হবে। এবং শয়তানের কূটিল বড়যন্ত্রের ফাঁদ নির্মূল করতে হবে।
(খ) দুনিয়ার জীবনের অসারতা ও মূল্যহীনতার স্বরূপ আল কুরআনে এভাবে তুলে ধরা হয়েছে। ইরশাদ হচ্ছে ঃ “আর এ দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয় আখেরাতের নিবাসই হলো প্রকৃত জীবন, যদি তারা জানত”। [সূরা আনকাবুত : আয়াত ৬৪]
এ আয়াতে পার্থিব জীবনকে ক্রীড়াকৌতুক বলা হয়েছে। উদ্দেশ্য এই যে, ক্রীড়াকৌতুকের যেমন কোন স্থিতি নেই এবং এর দ্বারা কোন বড় সমস্যার সমাধান হয় না, অল্পক্ষণ পরেই সব তামাশা খতম হয়ে যায়, পার্থিব জীবনের অবস্থাও তদ্রƒপ। পার্থিব জীবনের বাস্তবতা শুধুমাত্র এতটুকুই যেমন ছোট ছেলেরা কিছুক্ষণের জন্য নেচে গেয়ে ও হেসে খেলে আমোদ করে এবং তারপর যার যার ঘরে চলে যায়। জীবনের কোন একটি আকৃতিও এখানে স্থায়ী ও চিরন্তন নয়। যে যে অবস্থায় আছে সাময়িকভাবে একটি সীমিত সময়কালের জন্যই আছে। যদি তারা এ কথা জানতো, এ দুনিয়ার জীবন একটি পরীক্ষার অবকাশ মাত্র এবং মানুষের জন্য আসল জীবন যা চিরকাল স্থায়ী হবে, তা হচ্ছে আখেরাতের জীবন, তাহলে তারা এখানের পরীক্ষার সময়কালকে খেলা তামাসায় নষ্ট না করে এর প্রতিটি মুহূর্ত এমনভাবে কাজে ব্যবহার করতো যা সেই চিরন্তন জীবনের জন্য উৎকৃষ্ট ফলদায়ক হতো। দুনিয়ার জীবনের উপর আখেরাতের জীবনকে প্রাধান্য দিত। [ইবনে কাসির, ফাতহুল কাদীর] সুতরাং এ শিক্ষাকে জীবনের সকল অংশে প্রতিষ্ঠা করাই হলো মুমিন-মুসলমান ভাই ও বোনদের একান্ত কর্তব্য। এ কর্তব্য নিষ্পন্ন করার দৃঢ় চিন্তা বছরের শুরু মহররম মাস থেকেই আরম্ভ করা দরকার। এর ফলে বছরের বাকী এগার মাসও এর প্রবাহ অক্ষুণ্ন থাকবে। এ দিক নির্দেশনা পবিত্র হাদীস থেকেও লাভ করা যায়। হযরত আবু সাঈদ খুদরী (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, নূর নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:) বলেছেন : “দুনিয়াটা একটা শ্যামল সবুজ সমষ্টিগত বস্তু। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে তোমাদেরকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন এবং তোমরা কী করছ তিনি তা দেখছেন। সুতরাং এ দুনিয়ার (লোভ-লালসা) থেকে আত্মরক্ষা কর এবং স্ত্রীলোকের ফিতনা থেকেও সতর্ক থাক। কেননা বনী ইস্রাঈলের সাথে প্রথম ফিতনা নারীদের দিক থেকেই শুরু হয়েছে”] সহীহ মুসলিম : ৪৯২৫]
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা