একই পরিবারের তিনজনসহ সড়কে ঝরল ১২ প্রাণ
১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম
ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও আরো ১০ জন আহত হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম ও বগুড়ায় চারজন করে এবং চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় একজন করে নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ
চট্টগ্রাম ব্যুরো ও মীরসরাই উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের পটিয়াতে অটোরিকশা ও লবণবাহী ট্রাকের সংঘর্ষে শিশুসহ তিনজন ও মীরসরাইয়ে বাসের চাপায় এক বিএনপির নেতা নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পটিয়া-বোয়ালখালী সড়কের মিলিটারি পুল এলাকায় হাক্কানি পেপার মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী ৫ বছরের শিশু ফাহিম, তার ফুফু রুমি (২৫) ও অটোরিকশা চালক আনোয়ার (৫৫)।
যাত্রীদের বাড়ি পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে, আর চালকের বাড়ি বোয়ালখালী উপজেলার আহল্লা দরবার শরিফ এলাকায়। পটিয়া থানার এসআই আবদুল বাতেন বলেন, গভীর রাতে অটো রিকশাটি যাত্রী নিয়ে পটিয়ার দিকে এবং ট্রাকটি বোয়ালখালীর দিকে যাচ্ছিল। অটো রিকশাটি মিলিটারি পুল থেকে সজোরে নামছিল এবং প্রায় ৮ টন লবণ বোঝাই ট্রাকটি সর্বোচ্চ গতিতে পুলে ওঠার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ওই ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা বাতেন।
এদিকে মীরসরাইয়ে বাসের চাপায় এক বিএনপির নেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. কামরুল আলম (৪৮) উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কামরুল বড়তাকিয়া বাইপাস এলাকায় একটি বাস থেকে নেমে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগামী বাস আরেকটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি বাসের নিচে চাপা পড়ে নিহত হন।
মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, কামরুল ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ির কিছুদূর সামনে থেকে আর জীবিত ফিরতে পারলেন না। ঘাতক বাস মুহূর্তে তার প্রাণ কেড়ে নিলো। কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, কামরুল আলম নামের একজন রাস্তা পার হওয়ার সময় একটি বাস আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় কাভার্ডভ্যান ও বাস পুলিশ হেফাজতে আছে।
এদিকে কামরুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার, যুগ্ম আহবায়ক নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
বগুড়া : শেরপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছেলে সায়মুন হোসেন (৪) ও সিএনজি অটোরিকশাচালক তাড়াশ উপজেলার সেলুন গ্রামের নাসিম (৩০)। আহতরা হলেন- শেরপুর উপজেলার ছোনকা গ্রামের গোলাম হোসেন (৫০) ও রায়গঞ্জ সদর উপজেলার কাওছার আলী (২৩)। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাসেম জানান, ঢাকাগামী একটি ট্রাক মহাসড়কের সেরুয়া বটতলায় পৌঁছালে বিপরীতমুখী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ছেলের মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে এক নারী প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো. মেহেদী হাসান। নিহত গোলাপী বেগম (৩৫) উপজেলার হরিপুর গ্রামের বাবলুর স্ত্রী ও দুই সন্তানের জননী।
গোলাপী বেগমের বড় ছেলে মাসুদ রানা বলেন, সকালে মাকে মোটরসাইকেলে নিয়ে শহরে যাওয়ার পথে অসাবধানতাবশত তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা : জেলার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ভটভটি থেকে ছিটকে পড়ে আব্দুর রশিদ নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন। গতকাল সকালে উপজেলার রাজাহার ইউনিয়ন থেকে ভটভটিতে গরু নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রশিদ উপজেলার দেউলাবাড়ীর আব্দুল সোনারের ছেলে।
দিনাজপুর : বিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে চালক মশিউর রহমান (৩৭) নিহত হয়েছেন। গতকাল বিকালে কাটলা-বিরামপুর সড়কের হরিহরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর শৈইলান গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাক্টর নিয়ে জমি চাষ করছিলেন মশিউর। বিকালে বাড়ি ফেরার পথে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় চালক মশিউর রহমান ট্রাক্টরের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর থানার ওসি সুব্রত কুমার।
চুয়াডাঙ্গা : মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইদ্রিস আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আলমডাঙ্গা উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন (৫২)। গতকাল সকালে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহত সাজ্জাদুল ইসলাম স্বপন জানান, ইদ্রিস আলীকে সঙ্গে নিয়ে তিনি চুয়াডাঙ্গা কোর্টে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে একটি কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পেছনে বসা ইদ্রিস আলী ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের দু’জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে ইদ্রিস আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’
রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার
নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর
থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে
বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু
রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ
বড়লেখায় যুবদল নেতাকে হত্যা
মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির
সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল
নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা