৭২১ কোটি টাকার বিয়ে!
১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম
একটি বিয়ের অনুষ্ঠানের খরচ নিয়ে এখন সারাবিশ্বে আলোচনা চলছে। ভারতের মুম্বাইয়ের আম্বানি গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি আর দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টের বিয়ের খবর নিয়ে এই আলোচনা। বিয়ের এই এলাহি খরচ নিয়ে নেটিজেনদের মধ্যে দুই ধারা প্রবাহিত। ভারতের বিশেষজ্ঞদের মতে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে মোটামুটিভাবে ৫০০০ কোটি রুপি (৬০ কোটি ডলার) খরচ হয়েছে।
বাংলাদেশের টাকায় হিসেব করলে দেখা যায় মুখেশ আম্বানির ছেলের বিয়েতে ৭২১ কোটি (এক ডলার ১২০ টাকা) টাকা খরচ হচ্ছে।
আন্তর্জাতিক দুনিয়ায় হিন্দুত্ববাদী ভারতের একটা পরিচিতি ‘বিগ ফ্যাট ওয়েডিং’-এর দেশ হিসেবে। আর্থিক কারণে দেশের কোটি কোটি মানুষ এখনো খোলা আকাশের নীচে মলত্যাগ করলেও ভারতের ধনকুবের আর সেলেব্রিটিরা বিরাট জাঁকজমকে বা বলিউড-মার্কা চোখধাঁধানো আড়ম্বরে পরিবারের বিয়ে আয়োজন করতে ভালবাসেন, এ কথা প্রায় বিশ্বসুদ্ধু লোক জানেন।
সেই বিগ ফ্যাট ওয়েডিং-এর দেশেও যেটি তর্কাতীতভাবে সর্বকালেন ‘বিগেস্ট অ্যান্ড ফ্যাটেস্ট’ সেই বিবাহবাসরটিই গতকাল শুরু হয়েছে মুম্বাইতে। কারণ গত কয়েক মাস ধরে একের পর এক প্রাক-বিবাহ অনুষ্ঠানমালার শেষে গতকাল চার হাত এক হয়েছে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি আর দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টের। গতকালের ‘শুভ বিবাহ’ অনুষ্ঠানের পরও তিন দিন ধরে চলবে মুম্বাইতে সেই আনন্দ আয়োজন, যার শুরু হয়েছিল সেই মার্চ মাসের গোড়ায় গুজরাটে আম্বানিদের পৈতৃক ভিটে যেখানে, সেই জামনগরে। খরচের বহরে, ধূমধামের মাত্রায় কিংবা অতিথি তারকাদের দ্যুতিতে উজ্জ্বল এমন অবিস্মরণীয় বিয়ের আসর ভারতেও কেউ কস্মিনকালে দেখেনি। সিএনএন লিখেছে, গোটা ভারত যেন ‘ট্রান্সফিক্সড’ হয়ে গেছে মানে বিস্ময়ে অভিভূত হয়ে হাত-পা নাড়াতেও ভুলে গেছে!
বিয়েতে অতিথির তালিকায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে দেশের সব নামী-দামী রাজনীতিবিদ, শাহরুখ-আমির-সালমানের মতো বলিউডের ‘খান ত্রয়ী’ থেকে শুরু করে হালের রণবীর কাপুর-আলিয়া ভাটের মতো তারকারা বাদ নেই। আবার ক্রিকেট তারকাদের বাদ দিয়ে ভারতে যে কোনও উৎসবই অসম্পূর্ণ, তা ছাড়া আম্বানি পরিবার নিজেরাই আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসেরও মালিক-কাজেই রোহিত শর্মা ও তার বহু সতীর্থও থাকবেন আসর আলো করে।
মাস চারেক আগে এই বিয়েরই প্রাক-বিবাহ অনুষ্ঠানে গেয়ে গেছেন পপ তারকা রিয়ানা, গত সপ্তাহে ‘সঙ্গীত’ অনুষ্ঠানে গাইতে দেখা গেছে জাস্টিন বিবারকে। গত জুন মাসে বিয়ে উপলক্ষে আম্বানিরা তাদের খাস অতিথিদের নিয়ে ভূমধ্যসাগরে এক লাক্সারি ক্রুজে বেরিয়েছিলেন, সেখানেও পারফর্ম করেছেন গায়িকা কেটি পেরি, ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজ বা আন্দ্রিয়া বচেলির মতো তারকারা!
মার্চেই প্রাক-বিবাহ আসরে দেখা গিয়েছিল মেটা’র কর্ণধার মার্ক জুকারবার্গ বা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মতো বিশ্ববিখ্যাত অতিথিদের। আগামী বাহাত্তর ঘন্টায় দুনিয়ার নানা প্রান্ত থেকে মুম্বাই বা কাছের কয়েকটি বিমানবন্দরে এসে নামছে অন্তত একশোখানা প্রাইভেট জেট কাজেই দুনিয়া ঝেঁটিয়ে সেলেব্রিটিরা যে অনন্ত আর রাধিকাকে আশীর্বাদ করতে আসছেন, তা বোঝাই যাচ্ছে। কিন্তু এমন রূপকথার মতো বিয়ে নিয়েও কিন্তু ভারতে তর্কবিতর্কের শেষ নেই!
গরিব একটা দেশে ছোট ছেলের বিয়েতে এভাবে নদীর মতো টাকা খরচ করে মুকেশ আম্বানি একটা কুরুচিকর কাজ করলেন না কি দেশের অর্থনীতিতে একটা নতুন পথের দিশা দেখালেন, তা নিয়েও কিন্তু ভারতের সমাজ পুরোপুরি দ্বিধাবিভক্ত!
অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে দেশে এই বিতর্কগুলো ঠিক কী নিয়ে, তাতে নানা পক্ষের লোকজনই বা কী বলছেন এবং দেশের অর্থনীতিতে এর প্রভাবই বা কী হতে পারে এই প্রতিবেদনে থাকছে তারই খোঁজখবর।
মার্চ মাসের গোড়ায় যখন মহাসমারোহে আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ের প্রাক-বিবাহ অনুষ্ঠানমালা চলছে, তখন দেশের সুপরিচিত আইনজীবী ও অ্যাক্টিভিস্ট প্রশান্ত ভূষণ একটি বিতর্কিত টুইট করেছিলেন। তিনি তাতে লেখেন, ‘এই প্রি-নাপ এক্সট্রাভ্যাগেনজার নামে অর্থ ও ক্ষমতার যে কদর্য ও অশ্লীল প্রদর্শনী চলছে তা রীতিমতো বমির উদ্রেক করে। আমাদের দেশের তারকারা যে নিজেদের এভাবে ছোট করে সেই জোয়ারে গা ভাসাতে পারেন, সেটাও চরম লজ্জার একটা অসুখ। আর দেশের মূল ধারার মিডিয়া যে এই ইভেন্ট নিয়ে আবেগে থরথর, সেটাও তাদের দেউলিয়াপনারই পরিচয়!’
এই মন্তব্যের পর দেশে বহু মানুষ সামাজিত মাধ্যমে প্রশান্ত ভূষণকে যেমন সমর্থন করেছেন, তেমনি অনেকে আবার গালিগালাজেও ভাসিয়ে দিয়েছেন।
প্রবাসী ভারতীয়দের একটি প্ল্যাটফর্ম ‘ইন্ডিয়াফোরামস’-এ নরওয়েপ্রবাসী একজন নারীও লিখেছেন ‘যেভাবে আম্বানি এখানে টাকা ওড়াচ্ছেন তা শুধু দৃষ্টিকটু ও ভালগারই নয়, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়দের জন্য চরম অমর্যাদাকরও বটে! আর আম্বানির পয়সার টোপে বলিউডের যে অভিনেতারা বাঁদর নাচ নাচতেও রাজি, তাদের জন্য লজ্জা (শেম)।’
ভারতেও অনেকে এভাবে ‘টাকা ওড়ানো’র নিন্দা করেছেন, তাদের সুরে সুরে মিলিয়েছেন পাকিস্তানের সিনেমা অভিনেত্রী ও তারকা জোয়া নাসিরও! অনেক ভারতীয়র মতো জোয়া নাসিরও লিখেছেন, যে দেশে বহু মানুষের দুবেলা আজও ভরপেট খাবার জোটে না, সেখানে এরকম আচরণ মেনে নেওয়া যায় না!
এই বিয়ের জন্য গুজরাটের ছোট শহর জামনগরের ততোধিক ছোট এয়ারপোর্টকে যেভাবে সাময়িকভাবে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দেওয়া হয়েছিল, তারও তীব্র সমালোচনা করেছেন অনেকে।
প্রবীণ সাংবাদিক হরিশ খারে পাত্র অনন্ত আম্বানির মা নীতা আম্বানিকে খোলা চিঠি লিখে বিদ্রূপ করেছেন, ‘আপনাদের অনুরোধে জামনগরকে রাতারাতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানানোর সময় সরকার জাতীয় নিরাপত্তার যে সংজ্ঞা দেয়, উমর খালিদের জামিনের শুনানির সময়ও তারা যদি সেই একই সংজ্ঞা মেনে নিত!’
ভারতের সুপরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বাতী মুকুন্দের একটি ইনস্টা পোস্ট গত কয়েকদিনে রীতিমতো ভাইরাল হয়েছে। ওই পোস্টে তিনি বলেছেন, ‘যারা বলছেন না এই খরচ দিয়ে দুটো দেশের গরিব লোকদের দু’বছরের রেশন হয়ে যেত, তারা প্লিজ এসব ফালতু কথাবার্তা বন্ধ করুন! যিনি এই খরচ করছেন তিনি হাজার হাজার লোকের রুটিরুজি দিচ্ছেন, আপনি কী করেছেন? আর তিনি নিজের পয়সা নিজের বাচ্চার বিয়েতে খরচ করেছেন, আমি বলব বেশ করেছেন। তাতেও অনেক লোকের হাতে দুটো পয়সা আসছে। তার চেয়ে বরং এই সমালোচকরা নিজের চড়কায় তেল দিন।’ আসলে ভারতীয়রা নিজের ছেলেমেয়ের বিয়েতে প্রাণ ভরে খরচ করতে ভালবাসে, মুকেশ আর নিতা আম্বানিও ঠিক তাই করছেন এবং তাতে দেশের অনেক লোকের আয়-উপার্জন হচ্ছে।
পৃথিবীর সব দেশেই বাবা-মারা নিজেদের সন্তানের বিয়েতে সাধ্যমতো খরচ করেন, কোথাও আবার সাধ্যের অতিরিক্ত। ভারতের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণী সাধারণত এই দ্বিতীয় পর্যায়টায় পড়ে।
গত মাসেই জেফারিজের একটি আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে, ‘ভারত এমনিতে একটি ভ্যালু কনশাস সোসাইটি, মানে ভারতীয়রা কোনও পণ্যের দাম বেশি ধরা হচ্ছে কি না সে ব্যাপারে খুবই সচেতন। কিন্তু বিয়েটা এখানে একটা ব্যতিক্রম, কারণ তারা বিয়েতে খরচ করতে ভালবাসে।’
ভারতের স্বচ্ছল একটি পরিবার সন্তানের বিয়ের জন্য সাধারণত ১২ লক্ষ রুপি (১৫০০০ ডলার) খরচ করে থাকে যেটা গড়পড়তা একটি মধ্যবিত্ত পরিবারের বার্ষিক আয়ের প্রায় তিন গুণ! এই হিসেব মাথায় রাখলে অবশ্য বলতেই হবে, মুকেশ আম্বানি তার ছোট ছেলের বিয়েতে নিজের মোট আয়ের অতি সামান্য একটা ভগ্নাংশই খরচ করছেন!
মুম্বাইয়ের অর্থনীতিবিদ নীতিন চৌধুরীর মতে, এ বিয়েতে আম্বানি পরিবার তাদের ‘নেট ওয়র্থের (মোট সম্পদ) খুব বড়জোর ০.৫ শতাংশ’ খরচ করছেন।
স্পষ্ট হিসেব জানা না-গেলেও ধারণা করা হচ্ছে মোটামুটিভাবে ৫০০০ কোটি রুপি (৬০ কোটি ডলার) খরচ হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে। সে জায়গায় মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণই ১২৩২০ কোটি ডলার!
কাজেই সাধারণ ভারতীয় বাবা-মাদের তুলনায় মুকেশ আম্বানি নিজের ছোট ছেলের বিয়েতে একটু কিপটেমিই করেছেন, তা বললেও বোধহয় খুব ভুল হবে না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে
বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু
রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ
বড়লেখায় যুবদল নেতাকে হত্যা
মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির
সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল
নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম
সীমান্তে উসকানিদাতাদের চরম মূল্য দিতে হবে: আখতার হোসেন
সেনাপ্রধানের সঙ্গে রাওয়ার নবনির্বাচিত কর্মকর্তাদের সাক্ষাৎ
ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী