আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা আজ রাজধানী ঢাকার শাহবাগসহ সারাদেশে কোটা বিরোধী বিক্ষোভ-সমাবেশ :: রাজশাহীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ :: কুমিল্লায় ‘ছাত্র আন্দোলন চত্বর’ ঘোষণা

হুমকি-ধমকিতেও অনড় শিক্ষার্থীরা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম


কোনো হুমকিই পরোয়া করছেন না কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা একদফা দাবি আদায়ে দূর্বার এবং দূরন্ত গতিতে আন্দোলন করছেন। রাজধানী ঢাকা পানির নীচে অথচ গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেরিয়ে লাইব্রেরির সামনে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টিএসসি সড়কদ্বীপ পার হয়ে শাহবাগে অবস্থান নেয়। কোটা আন্দোলনকারীদের প্রচ্ছন্ন হুমকি দিয়ে এবং আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্য-বাধকতা আছে উল্লেখ করে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আইনশৃংখলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম কোটা আন্দোলনকারীরা করলে তা বরদাশত করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেছেন,‘কাটা সংস্কারের নামে আন্দোলনকারী শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে।’ কোটা আন্দোলনকারীদের ‘স্বাধীনতা বিরোধী এবং রাজাকার’ তকমা দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন। আনিসুল হক বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল এবং যারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল, সেই প্রেতাত্মারা আজকে কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে’। ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ নানাভাবে আন্দোলন ঠেকানোর চেস্টা করছে। আইন শৃংখলা বাহিনী ও মন্ত্রীদের হুমকি ধমকিতেও রাজপথ ছাড়ছেন না শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতোই জাহাঙ্গীর নগর, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, রংপুর বেগম রোকেয়া, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি কোটা বিরোধী আন্দোলনে গতকাল শুক্রবার বিক্ষোভ করেন।

সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করেন। ঢাকার শাহবাগে সমাবেশের পর আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বকর মজুমদার জানান শনিবার সব বিশ্ববিদ্যালয় ও জেলায় প্রতিনিধি বৈঠক হবে। পরে সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। আরেক সমন্বয়ক মো. মাহিন বলেন, সরকার শিক্ষার্থীদের আবেগ নিয়ে ফুটবলের মতো খেলছে। ফুটবল লাথি দিয়ে একবার সংসদে, একবার হইকোর্টে পাঠাচ্ছে। শিক্ষার্থীদের এই আন্দোলন কারও একার নয়। এখানে সবদলের শিক্ষার্থীরা রয়েছেন। আমাদের পেটে লাথি মারলে আমরা বসে থাকব না।

শাহবাগে কোটাবিরোধীদের বিক্ষোভ সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা রাহাদ উদ্দিন জানান, বৃহস্পতিবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্বঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও শাহবাগ চত্বরে সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয় বলে জানান আন্দোলনকারীরা।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে একদল শিক্ষার্থী এসে যুক্ত হয়। পরে বেলা ৫টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক হলের সামনের রাস্তা প্রদক্ষিণ করে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে গিয়ে সোয়া ৫টায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় নিজস্ব ব্যানার নিয়ে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় ঢাকা কলেজের একদল শিক্ষার্থী।

বিকাল সোয়া ৫টা থেকে প্রায় ১ ঘন্টা শাহবাগ মোড়ে অবস্থানের পর আজকের কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়েন শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী আজ শনিবার দেশের ৬৪ জেলায় সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইন ও অফলাইনে প্রতিনিধি সম্মেলন করবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। মজুমদার বলেন, সারাদেশে আমাদের এ আন্দোলন ছড়িয়ে পড়েছে। তবে কিছু কিছু জায়গায় সমন্বয়হীনতার কারণে সারাদেশে একটি সুষ্ঠু সমন্বয়ের লক্ষ্যে আমাদের এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া আজ সন্ধ্যা ৬টায় এক সংবাদ ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান বাকের।

এর আগে, গত বৃহস্পতিবার সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও এর সাথে জড়িতদের বিচার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পূর্বঘোষিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ এদিন বিকাল ৪টায় হওয়ার কথা থাকলেও দেশব্যাপী বৃষ্টির কারণে তা একটু বিলম্বিত হয় বলে জানান আন্দোলনকারীরা।

‘ভুয়া ভুয়া’ সেøাগান, পিছু হটলো পুলিশ
আকিজ মাহমুদ চবি থেকে জানান, চট্টগ্রামে কোটা সংস্কারের এক দফা দাবিতে শিক্ষার্থীদের লংমার্চের এক পর্যায়ে পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ সেøাগান দিয়ে শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে পুলিশের দিকে আসলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরে অবস্থান ত্যাগ করে পিছু হটতে বাধ্য হয় এ স্থানে অবস্থান করা পুলিশ সদস্যরা। গতকাল সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে চট্টগ্রাম নগরীর দুই নম্বর রেল গেইট থেকে চকবাজার কাজির দেউরি, লালখান বাজার হয়ে পুনরায় দুই নম্বর গেইটে পৌঁছালে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের মিছিল নিয়ে এগিয়ে আসলে পুলিশের সদস্যরা দুই নম্বর গেইট সড়ক থেকে জিইসি মোড়ের দিকে রাস্তার পাশে অবস্থান নয়। পরে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দিতে দুই নম্বর গেইট থেকে ষোলশহর স্টেশনে এসে সমাবেশ করে।

প্রসঙ্গত, কোটা পুনর্বহালে হাইকোর্টের দেওয়ার রায়ের প্রতিবাদে ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সাধারণ শিক্ষার্থীরা। শুরুতে ৪ দফা দাবি জানিয়ে আসলেও ৮ জুলাই থেকে এক দফা দাবিতে তারা আন্দোলন করছে। শিক্ষার্থীদের দাবিটি হলো- সরকারি সকল গ্রেডের চাকরিতে সংবিধানে উল্লেখ্য অনাগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য ন্যুনতম কোটা রেখে বৈষম্যমূলক সকল কোটা বাতিল করে আইন পাশ করতে হবে।

রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
শাহজালাল ইসলাম তুহিন রাবি থেকে জানান, সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো গান-সেøাগানের মধ্যদিয়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। এ বিক্ষোভ সমাবেশে রাবি শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। গতকাল বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করে এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত রেল পথে অবস্থান নিয়ে আন্দোলন চালান শিক্ষার্থীরা। এসময় আন্দোলন রাত ১০টা পর্যন্ত চালানোর ঘোষণা দেয়া হয়।

এর আগে, বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমবেত হতে দেখা যায় তাদের। পরে চার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রে বিক্ষোভ মিছিল বের করেন। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেললাইনে এসে অবরোধ করেন তারা।

এসময় ‘আমার ভাইয়ের রক্ত কেন? প্রশাসন জবাব চাই’, কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই, মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ এমনসব স্লোগানে মুখর করে তোলেন শিক্ষার্থীরা।

রাজশাহী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মারুফ বলেন, আমরা সারাদেশের শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে রেললাইন অবরোধ করেছি। প্রতিবন্ধী কোটা ছাড়া সকল কোটারই যৌক্তিক সংস্কার করতে হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে আমার ভাইদের উপর গুলিয়ে চালিয়েছে পুলিশ। এরই প্রতিবাদে আজ বিকেলে আমরা ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করেছি।

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাথী আক্তার বলেন, কোটা সংস্কারের দাবি একদফা যৌক্তিক দাবি নিয়ে তৃতীয় দিনের মতো রেললাইম অবরোধ করেছি। সরকার আমাদের নিয়ে তামাশা করছে। ৪ জুলাই যে রায় হওয়ার কথা ছিলো সেই রায় এখন ৭ আগষ্টে নিয়ে গেছে। সরকার চা”েছ আমাদের আমাদের আন্দোলন দামাচাপা দিতে। আগামীকাল আমাদের যৌক্তিক দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালান সরকারের পুলিশ বাহিনী। আজকে আমরা অবস্থান নিয়েছি, আমাদের উপরেও হামলা হতে পারে তবুও আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য মাঠে থাকবো।

রাবি শিক্ষার্থী আম্মার বলেন, সরকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা চালিয়েছে। আমি বলতে চাই সরকার এমন করতে থাকলে তারা আবারও ১৯৫২ সাল দেখতে পারবে। এছাড়াও আমাদের কোটা সংস্কার আন্দোলনে যোগ দেওয়ার এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে হল ছাড়া করা হয়েছে। কেন তাকে মারধর করা হয়েছে? অতিদ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। এবং আমার ভাইকে দ্রুত ক্যাম্পাসে ফিরানো হোক। এসময় আন্দোলনে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অবস্থান নেন।

কুমিল্লায় ‘ছাত্র আন্দোলন চত্বর’ ঘোষণা
হাবিবুর রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে জানান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর পুলিশের হামলাকৃত স্থানকে ‘ছাত্র আন্দোলন চত্বর’ নামে ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বিকাল সাড়ে ৪টায় পূর্বঘোষিত প্রতিবাদ মিছিল থেকে চত্বরটির এই নামকরণ ঘোষণা করা হয়। এসময় এ নামকরণের পাশাপাশি সেখানে একটি বৃক্ষরোপণও করা হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দুপুর ৩টায় ক্যাম্পাস থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। যাতে ৪ জন সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়। যদিও পরবর্তীতে পুলিশের বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত ১১টা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর পুলিশের নৃশংস হামলাকে স্বরণে রাখতে এই স্থানকে ছাত্র আন্দোলন চত্বর হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। যেটা আমাদের পক্ষ থেকে একটি প্রতিবাদ। এবং ভবিষ্যৎ প্রজন্মও যাতে আমাদের এই সংগ্রামকে ধারণ করতে পারে সেজন্য আমাদের এই উদ্যোগ।
এসময় বিক্ষোভ মিছিল থেকে ৪৮ ঘন্টার মধ্যে প্রক্টরের অপসারণ এবং হামলায় অংশগ্রহণ করা পুলিশ সদস্যদের তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার আল্টিমেটাম দেয়া হয়।

পবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
দুমকি (পটুয়াখালী)থেকে মো. সাইদুর রহমান খান জানান, কোটা বৈষম্যে নিরসনের এক দফা দাবিসহ সারাদেশে বিভিন্ন স্থানের কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মিছিল ও বিক্ষোভ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। গতকাল বিকাল ৪টায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মেইন গেইট দিয়ে লেবুখালী- বাউফল সড়ক দিয়ে মিছিলটি ১ নং গেট দিয়ে আবার ক্যাম্পাসে প্রবেশ করে জয় বাংলার পাদদেশে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তারা বলেন, তারা যে কোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

হাসান রাকিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জানান, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের এক দফা দাবি বাস্তবায়ন, সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলা, বাধাপ্রদানের প্রতিবাদ ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে একটি মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এসে শেষ হয়। মিছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সমর্থন জানিয়ে সাভারের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা যোগ দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একদফা দাবি হলো- সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কার করা। এছাড়া গত বৃহস্পতিবার এই দাবির সাথে যুক্ত হয়েছে দেশের বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করা। মশাল মিছিল শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, আমরা কোনো অন্যায্য দাবি নিয়ে দাঁড়াইনি। তবুও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের ভাইদেরকে আঘাত করা হয়েছে। আমরা এর যথাযথ বিচার দাবি করছি। আমরা আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত পড়ার টেবিলে ফিরে যাব না।

জাবির ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র সদস্য সচিব মাহফুজুল ইসলাম মেঘ বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমদের রক্তের বিনিময়ে হলেও আমরা দাবি আদায় করে নিব। আমাদের যে ভাইদের রক্ত ঝরেছে তার বিচার করতে হবে। একজনকে আঘাত করা হলে লাখোজন দাঁড়াবে। আন্দোলনকারী ভাইরা আমরা আমাদের সফলতার দ্বারপ্রান্তে। আপনাদের নিরাশ হওয়ার সুযোগ নেই।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব

টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব

ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ

ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ

স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু

স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু

আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ

আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার

নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর

নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর

থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার

থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার

জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন

জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন

ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে

বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু

গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু

রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ

রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ

বড়লেখায় যুবদল নেতাকে হত্যা

বড়লেখায় যুবদল নেতাকে হত্যা

মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির

মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির

সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?

সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল

নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম

জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম