আগস্টের সম্ভাব্য বন্যা মোকাবেলার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ এল নিনোর প্রভাব কেটে গিয়ে আগস্টে সক্রিয় হচ্ছে লা নিনা ফলে বাড়বে বৃষ্টিপাত- আবহাওয়াবিদ এসএম কামরুল হাসান :: চারপাশের নদীগুলোর বেহাল দশা, ভরাট খাল ডোবা-নালা অল্পতেই ঢাকা তলিয়ে যাওয়ার শঙ্কা

বড় বন্যার পদধ্বনি

Daily Inqilab রফিক মুহাম্মদ

১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম


দেশে বড় বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। বর্ষার শুরুতেই কিছুটা বৃষ্টিপাত ও ভারতীয় ঢলের ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলের কমপক্ষে ২০ টি জেলা বন্যা কবলিত হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান বন্যা পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে এবং বন্যাকবলিত জেলার সংখ্যাও বাড়তে পারে। এরই মধ্যে আবার অনেকে আগামী মাসে নতুন করে বড় বন্যার আশঙ্কার কথা বলছেন। এমন কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েকদিন আগে মন্ত্রী সভার বৈঠকে আগামী আগস্টের সম্ভাব্য বন্যা মোকাবেলার প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও বলা হয়েছে, আগামী আগস্ট মাসে দেশে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে এবং আরেকটি মৌসুমি বন্যার সৃষ্টি হতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ইতোমধ্যে বন্যা চলমান। বর্ষা মাত্র শুরু হয়েছে। এ অবস্থায় চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাই বিশেষজ্ঞদের ধারণা চলতি মাসেই দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে এবং আগস্টে তা ভয়াবহ রূপ লাভ করবে। আর এ বন্যায় রাজধানী ঢাকাসহ মধ্যাঞ্চলের কয়েকটি জেলা প্লাবিত হবে। রাজধানী ঢাকার চারপাশের নদীগুলো এখন পানিতে ভরপুর। পদ্মা-গঙ্গা এবং ব্রহ্মপু- যমুনাসহ অন্যান্য নদ-নদীর পানি মধ্যাঞ্চল হয়ে সাগর পানে ধাবিত হবে। এতে ঢাকা ও এর আশপাশের নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাবে। গতকাল মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ঢাকা। এর জন্য ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশাকে দায়ী করলেও মূলত চারপাশের নদীগুলো পানিতে পরিপূর্ণ থাকায় রাজধানীর পানি নামতে পারছে না। তাই সামান্য বৃষ্টিতেই ঢাকা তলিয়ে যায়। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা এসব নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে আগস্টে ঢাকার বন্যা পরিস্থিতি মারাত্মক পরিস্থি ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

পরিবেশবিদ ও জলবায়ু বিশেষজ্ঞ চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসাইন খান ইনকিলাবকে বলেন, ঢাকার চারপাশের নদীগুলোর এখন বেহাল দশা। ডোবা-নালা, খাল সবই প্রায় ভরাট হয়ে গেছে। পানি ধারণ করার জায়গা নেই। তাই এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেই তলিয়ে যাবে ঢাকা।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এবার এল নিনোর প্রভাব কেটে গিয়ে আগামী আগস্টে লা নিনা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দেশে স্বভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এল নিনোর ফলে পৃথিবীর কোথাও কোথাও স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়, অনাবৃষ্টি বা তুলনামূলক কম বৃষ্টি, কখনো কখনো খরা হয়। লা নিনা হলে স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা, অতিবৃষ্টি দেখা দেয়। আবহাওয়াবিদ এসএম কামরুল হাসান ইনকিলাবকে বলেন, আবহাওয়া মডেল অনুসারে লা নিনা বর্তমানে নিরপেক্ষ অবস্থায় আছে। আগস্ট-সেপ্টেম্বরে লা নিনা সক্রিয় হতে শুরু করবে। এর ফলে দেশে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে এবং আগস্টে আরেকটি বন্যার আশঙ্কা রয়েছে।

বর্ষার বাহক দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখন বেশ সক্রিয় রয়েছে। এর ফলে দেশের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে দেশের প্রধান নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে উজানের অববাহিকায় উত্তর-পূর্ব ভারত ও বিহার, নেপাল এবং চীনের তিব্বতীয় অঞ্চলে অতি বর্ষনের ফলে ভাটির এই দেশের নদ-নদীসমূহের পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গতকাল শুক্রবার দেশের উত্তরাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল, উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে নদ-নদীসমূহের পানি অনেক স্থানে বৃদ্ধি পেয়েছে। পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, সুরমা, কুশিয়ারাসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন নতুন জেলা প্লাবিত হচ্ছে। বর্তমানে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, রাজবাড়ি, শরিয়তপুর, ফেনী, রাঙ্গামাটি, জামালপুর,, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কক্সবাজার জেলা বন্যা কবলিত রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী দু’একদিনে আরও কয়েকটি জেলার নি¤œাঞ্চল প্লাবিত হবে।

সুনামগঞ্জের সাম্প্রতিক কালের বন্যার পানি নামতে না নামতেই ফের প্লাবিত হচ্ছে অনেক এলাকা। গত ১৬ জুন থেকে শুরু হওয়া বন্যার আতঙ্ক কাটতে না কাটতেই সিলেট-সুনামগঞ্জে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জ জেলা শহর ও শহরতলীর আশপাশ এলাকার বন্যার পানি কমতে না কমতেই, আবারো পানি বাড়তে শুরু করেছে। ভারতের মেঘালয়ে ভারি বৃষ্টি শুরু হওয়ায় এমন উদ্ভূত পরিস্থিতিতে জুলাই মাসের প্রথম দিকে সিলেট- সুনামগঞ্জ জেলার সুরমা, কুশিয়ারা, কালনী নদীসহ বিভিন্ন নদীর পানি বেড়ে আবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলমান বন্যায় সুনামগঞ্জের মানুষ ২০ দিনেরও বেশি সময় ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। প্রায় আট লাখ মানুষ পানিবন্দি হয়ে খাবার ও চিকিৎসা সঙ্কটে রয়েছেন।

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ ১৬টি নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্র, দুধকুমর ও ধরলা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আবারো অবনতি হয়েছে। জেলার ৯ উপজেলার ৫৫টি ইউনিয়নের ১ লাখ ৩৫ হহাজার মানুষ পানিবন্দি রয়েছে। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া চরে যমুনা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে শতাধিক বসতবাড়ি ও শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। লালমনিরহাটে বাড়ছে তিস্তা ও ধরলা নদীর পানি। এতে দেখা দিয়েছে ভাঙন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অন্তত ৭০টি প্রাথমিক বিদ্যালয় এখনো জলমগ্ন। এ ছাড়া পানি উঠে ১০টি কমিউনিটি ক্লিনিকেও সেবাদান ব্যাহত হচ্ছে। যেভাবে পানি বাড়ছে তাতে আরো বিদ্যালয় পানিবন্দি হওয়ার আশঙ্কা রয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’

‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’

রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার

রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার

টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব

টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব

ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ

ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ

স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু

স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু

আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ

আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার

নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর

নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর

থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার

থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার

জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন

জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন

ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে

বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু

গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু

রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ

রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ

বড়লেখায় যুবদল নেতাকে হত্যা

বড়লেখায় যুবদল নেতাকে হত্যা

মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির

মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির

সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?

সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল

নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা