ফরিদপুরে বন্যার আশঙ্কা, অরক্ষিত বাঁধে বসবাসরতদের আতঙ্ক
২৫ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
ফরিদপুরে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উজান থেকে ধেয়ে আসছে বানের পানি সাথে পাল্লা দিয়ে বাড়ছে নদী ভাঙন। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর সদর থানার নর্থচানেল ইউনিয়নের ইউসুফ মাতুবৃবরের ডাঙ্গী, উস্থাডাঙী, সরকার ডাঙ্গী, মোহন খার ডাঙী, রহম মিয়ার ডাঙ্গী, আয়নালের ডাঙ্গীসহ ৫নং ও ৬ নং ওয়ার্ডের কয়েক হাজার বিঘা ফসলি জমি পদ্মা বিলীন হয়ে গেছে। বিলীন হয়েছে শতাধিক বাড়িঘর। জরুরভিত্তিতে এবং অগ্রাধিকার ভিত্তিতে ঐ এলাকার কমপক্ষে ৪/৫টি ভাঙনের তীব্র ঘুর্নায়ন গোনা মুখে আরো কয়েকটি বিশেষ প্রটেকটিভ ওয়ার্ক করা খুবই জরুরি হয়ে পড়ছে।
অপরদিকে, সদর থানার ডিক্রিচর ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের মধ্যে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে পদ্মার বুকে বিলীন হয়ে গেছে প্রায় ৩ কোটি টাকার ইটের ভাটার পুরো অংশ। বিলীন হয়েছে ১২/১৪ বিদ্যুৎতের খুঁটি।
১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হায়দার আলী খান ইনকিলাবকে বলেন, গত বছরের ২২ জুন তীব্র নদী ভাঙনে ৩ কোটি টাকার ইটের ভাটা, ৮/১০ বিদ্যুৎতের খুঁটি ৫০/৬০টি বাড়ি রাতের আঁধারে বিলীন হয়ে যায় পদ্মায়। অবশিষ্ট আছে দুটি ওয়ার্ডের সামন্য একটু অংশ। ভাঙন অব্যাহত থাকলে একটি ইউনিয়ন থেকে ২টি ওয়ার্ড সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। নেই কোনো প্রতিকার।
অপরদিকে, স্থানীয় ‘মেসার্স মজিবর ট্রেডিং’ ফার্মের ম্যানেজার মো. রাজিব হোসেন ইনকিলাবকে জানান, ২নং ওয়ার্ডের মধ্যে মাত্র ২০টির মতো বাড়ি অবশিষ্ট আছে যেভাবে ভাঙছে গত ২৪ ঘণ্টায় নদী ভাঙন অব্যাহত থাকলে সবটুকু পদ্মায় বিলীন হয়ে যাবে।
অন্যদিকে, নর্থচ্যানেল ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার সালমা বেগম ইনকিলাবকে বলেন, নর্থচ্যানেলের ৫/৬ নং ওয়ার্ডের অব্যাহত ভাঙনে কয়েক কোটি টাকার ফসিল জমি নদীতে চলে গেছে গত এক সপ্তাহে। নতুন করে আরো ৬০/৭০টি বাড়ি নদীতে ভাঙনের মুখে পড়ে বিলীন হয়ে যাবে বলে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মেহেদী হাসান ইয়াকুব মৃধা ইনকিলাবকে নিশ্চিত করেন।
যদিও ঐ এলাকায় ফরিদপুর পাউবো কর্তৃপক্ষ সামান্য কিছু অংশ মাত্র কয়েক হাজার জিওব্যাগ ঠিকাদারের মাধ্যমে ভাঙন ঠেকাতে চেষ্টা করছেন। কিন্তু কাজে আসবে বলে কেউ মনে করছেন না। এই সামান্য কাজে ৪ কোটি টাকার এলজিইডির ব্রিজটি, সরকারি হাসপাতাল, সরকারি পাকা সড়কসহ শতাধিক বাড়ি কিছু রক্ষা করা যাবে না। এই অবস্থার মধ্যে গ্রামবাসীর ভিটে মাটি রক্ষা করতে আরো লাখ খানেক জিওব্যাগ ফালানো দরকার। ভাঙনের বিষয়ে জরুরভিত্তিতে অধিকতর ব্যবস্থা নিতে উক্ত এলাকাবাসী বিশেষ বরাদ্দের আবেদন করেন ফরিদপুর জেলা প্রশাসকের নিকট।
নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. মোফাজ্জল হোসেন ইনকিলাবকে বলেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নিচ্ছি। এ সময় এলাকাবাসীর উদ্দেশ্য তিনি বলেন, আপনার কেউ হতাশ হবেন না। ভাঙন ঠেকাতে জেলা আওয়ামী লীগের সভাপতিও যথেষ্ট আন্তরিক আছেন। আমি জেলার ডিসি, পাউবোর নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি।
জানা গেছে, ভাঙনকবলিত এলাকাবাসী ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সাথেও শতাধিক মানুষ দেখা করবেন।
ভাঙনের বিষয়ে ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী ইনকিলাবকে বলেন, ভাঙনের বিষয় দ্রুত ব্যবস্থার নেওয়ার বিষয় আমরা আন্তরিক আছি।
অপরদিকে মাদারীপুর, জেলার শিবচর, কাঁঠাল বাড়ি ঘাট, এলাকা, আড়িয়াল খাঁ এলাকা, কবিরারাজপুর, কালিকাপুর, কালামৃধা ইউনিয়নের আড়িয়াল খাঁ এলাকা, কুতুবপুর এলাকার পদ্মার তীরবর্তী এলাকায়ও কম বেশি নদী ভাঙন অব্যাহত আছে। উল্লেখিত এলাকায়ও কমপক্ষে ৪০/৫০ একর ফসিল জমি, ফসলসহ ভাঙনে পদ্মায় বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে পড়ে তিন ডজন পানের বরজও নদীগর্ভে চলে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফরিদপুর ও মাদারীপুরে ভাঙন অব্যাহত আছে। বানের পানিও বাড়ছে হুহু করে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সর্বদলীয় সভায় অংশ নিবেন বিএনপির সালাউদ্দিন আহমেদ
নারীর সঙ্গে মদ্দপ অবস্থায় পুলিশ-আ.লীগ ডান্স পার্টি ভাইরাল, ভিডিওতে যা আছে?
আশুলিয়ায় হিজড়াদের অশ্লীল মেলা বন্ধের দাবীতে এলাকাবাসীর গণসাক্ষর
কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল হিসেবে সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন
১৭ বছর পর কারামুক্ত বাবর
রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী
এবার ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব