চলমান সঙ্কটের রাজনৈতিক সমাধান না হলে আন্দোলন শেষ হবে না -মির্জা ফখরুল
২৫ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
চলমান সংকটের রাজনৈতিক সমাধান না হলে আন্দোলন শেষ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আপনি যদি অতীতের ইতিহাস দেখেন, পাকিস্তান আমলের ইতিহাস দেখেন সেখানেও দেখবেন বহুবার আন্দোলন এসেছে, আন্দোলন এক পর্যায়ে হয়ত সেটা স্তিমিত হয়েছে তারপরে কিন্তু আন্দোলন আরও বেগবান হয়েছে। এবারকার আন্দোলন তো একটা ‘আইওপেনার’। আন্দোলনে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। কারণ রুটি-রুজির ব্যাপার আছে, জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে মানুষ কুলিয়ে উঠতে পারছে না। সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, আজকে একদিকে কোটা আন্দোলন শিক্ষার্থীদের ছিলো, অন্যদিকে সর্বক্ষেত্রে সরকারের চরম ব্যর্থতা- অর্থনৈতিক, দুর্নীতি দমনের ক্ষেত্রে। তারা নিজেরাই দুর্নীতি করে। রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে সম্পূর্ণ ব্যর্থ। সেই কারণেই জনগণের পুঞ্জিভূত যে ক্ষোভ তারই বর্হিপ্রকাশ হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়েছে। হ্যাঁ সাময়িকভাবে সেনা বাহিনী নামিয়ে, দমন-পীড়ন, নির্যাতন-নিপীড়ন করে তারা এটাকে হয়ত থামিয়ে দিতে পারে। এটার যদি রাজনৈতিক সমধান না করে তাহলে কিন্তু কখনো এটার শেষ সমাধান হবে না।
গতকাল বুধবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক সমাধানটা কি প্রশ্ন করা হলে মির্জা ফখরুল স্পষ্টভাষায় বলেন, রাজনৈতিক সমাধান হচ্ছে সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, গত কয়েকদিনে সরকার অত্যন্ত সচেতনভাবে একটা জিনিস প্রমাণ করতে চাইছে যে, আন্দোলন, বিভিন্ন হত্যার ঘটনা, ভাংচুর সবকিছুর জন্য দায়ী তারেক রহমান সাহেব। এটা প্রত্যেকটি কথার মধ্যে আসছে। এথেকে বুঝা যায় যে, তারা তারেক রহমান সাহেবকে হেয় প্রতিপন্ন করা, তার ভাবমূর্তি বিনষ্ট করা এবং জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া এবং একইসঙ্গে বিএনপি ও বিরোধী দলকে দায়ী করা। সরকারের এসব বক্তব্য অমূলক, বিভ্রান্তিকর, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
তিনি বলেন, তারা (সরকার) জনগণের সমস্যা নিয়ে কথা বলছে না। তারা যখনই কথা বলছে, কয়েকটি সরকারি স্থাপনায় আক্রমণ হয়েছে সেই কথাগুলোই বলছে। এই আন্দোলনের শত শত প্রাণ কেড়ে নিলো সেই ব্যাপারে তারা (সরকার) কোনো কথা বলছে না। পুলিশের গুলিতে যে মানুষকে প্রাণ দিতে হয়েছে সেটার ব্যাপারে কিছু বলছে না। তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে গোটা আন্দোলনটাকে ভিন্নখাতে প্রবাহিত করে আন্দোলনের মূল দাবিটা পাশ কাটানো। অথচ ছাত্রদের দাবি কিন্তু পুরন হয়নি। শিক্ষার্থীদের সাথে বসেনি, স্টেকহোল্ডারদের সাথে এটা নিয়ে কথাও বলেনি। যখন সমস্যাটা শুরু হলো তখনই তারা (মন্ত্রীরা) বলতে শুরু করলো এটা আদালতের বিষয়, আদালতই সমাধান করবে। যখন আবার আন্দোলন বেগবান হয়েছে, তখন বলতে শুরু করলো অপেক্ষা করো, আদালত থেকে সমাধান আসবে। অর্থাৎ সমস্যার সমাধানে যদি শিক্ষার্থী-স্টেকহোল্ডারদের সাথে কথা বলতো তাহলে আজকে এতো দূর পর্যন্ত গড়াতো না।
দেশের অবস্থা এতো খারাপ দেখেননি জানিয়ে অন্যতম এই প্রবীন রাজনীতিবিদ বলেন, একটা আন্দোলনকে দমন করার জন্যে এরকম চরম শক্তি প্রয়োগ করা, শত শত মানুষকে হত্যা করা, পরবর্তিকালে কারফিউ দিয়ে আর্মি নামানো এটা ইদানিংকালে হয়নি। সরকারের চরম ব্যর্থতা সেটা প্রমাণিত হয়েছে। সরকার পরিকল্পিতভাবে এসব ঘটনাগুলো ঘটিয়েছে। কতজন মারা গেছে, কত জন আহত হয়েছে সে বিষয়ে সরকার কোনো তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
জনগণ যাতে সত্য জানতে না পারে সেজন্য সরকার ইন্টারনেট বন্ধ করে রেখেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এখন পর্যন্ত তারা ইন্টারনেট চালুর সুরাহা করতে পারেনি। এরফলে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে।
তিনি বলেন, একটা ভিডিও তৈরি করে ব্যবসায়ীদের একটা সভায় দেখানো হয়েছে- সেটা সম্পূর্ণ মিথ্যাচার করা হয়েছে। তার প্রমাণ হচ্ছে, চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ক্ষমতাসীন শ্রমিক লীগের একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে, তাকে টাকা দেয়া হয়েছিলো বিআরটিসির বাসে আগুন লাগানোর জন্য। কোটা সংস্কার আন্দোলনের বিএনপির সমর্থন ‘এখনো আছে’ জানিয়ে মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কার আন্দোলনে আমাদের সমর্থন ছিলো, এখনো দিচ্ছি। তাদের যে দাবিগুলো (৮ দফা) ছিলো তা এখনো পুরন হয়নি। শুধু কোটা নয়, আরও যে দাবিগুলো আছে অবশ্যই সেসব দাবি সরকারের পূরন করা উচিত।
তিনি বলেন, এ সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। সে কারণে তারা জনগণের চোখের ভাষা, মনের কথা কখনো বুঝতে পারে না। এজন্যই এখন মূল ফোর্সকে অ্যাপ্লাই করে নির্যাতন-নিপীড়নের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা ছাড়া তাদের কোনো উপায় নেই।
বিএনপি মহাসচিব বলেন, ২০১৪, ২০১৮ সাল এবং এবার কখনোই কিন্তু আমরা নাশকতায় জড়াইনি। সরকার আমাদের ওপরে আক্রমণ করেছে, আমরা চেষ্টা করেছি প্রতিহত করার। আমরা আমাদের দাবি-দাওয়াগুলো সামনে এনেছি। আমাদের মূল দাবি একটাই-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এটা রাজনৈতিক সমাধান করতে হবে তা না হলে কখনো সমাধান হবে না।
বিএনপির দুই হাজার নেতা-কর্মী গ্রেফতার করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত (গতকাল বিকেল) যতটুকু জানতে পেরেছি আমাদের প্রায় দুই হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয়, গণঅধিকার পরিষদ, জামায়াত বিভিন্ন দলের অনেক জাতীয় নেতাদেরকে গ্রেফতার করেছে। বিএনপি মহাসচিব দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মৃত্যু সংখ্যার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই আন্দোলনে কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে এটা তারা (সরকার) জানাচ্ছে না। উদ্দেশ্য হচ্ছে, ওরা গোটা জাতিকে ভ্রান্ত ধারণা দিতে চায়। সেখানে তারা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের বিষয়টা পুরোপুরি বাদ দিয়ে শুধুমাত্র সরকারি স্থাপনায় হামলা-ভাংচুরের যেসব ঘটনা ঘটেছে সেগুলো সামনে আনতে চায়। এখানে বিএনপির ওপর দোষ চাপাতে চায়। তাদের (সরকার) অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, আমরা আন্দোলনের সঙ্গে থাকা আর নাশকতার মদদ দেয়া এক জিনিস নাকি। নাশকতার মদদ তো দিচ্ছেন তারা (সরকার)। তারা চাচ্ছেন যে নাশকতা হোক। বিএনপির ৪০ বছরের ইতিহাসে নেই যে, রাষ্ট্রীয় স্থাপনার ওপরে আক্রমণ করেছে, আজ পর্যন্ত যত আন্দোলন হয়েছে কোথাও কোনো রকমের রাষ্ট্রীয় স্থাপনার ওপরে বিএনপি কখনো আক্রমণ করেনি।
সারা বিশ্বের কাছে বাংলাদেশে সম্পূর্ণ অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই আন্দোলনে জনসাধারণকে হত্যা করার ছবি বিদেশে গেছে, সেখানে গণতান্ত্রিক দেশগুলো, গণতান্ত্রিক দেশের নেতৃবৃন্দ কথা বলবেই। বহুদিন ধরে ড. মুহাম্মদ ইউনুসের ভাবমর্যাদা বিনষ্ট ও তাকে হেয়প্রতিপন্ন করছে, তার বিরুদ্ধে মামলা, সাজাও দিয়েছে। তিনি নাকী রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছেন বলে বলা হচ্ছে। সত্য কথা বললেই রাষ্ট্রবিরোধী হয়ে যায়, সত্য কথা বললে গণবিরোধী হবে। গণবিরোধী তো হচ্ছে আওয়ামী লীগ, আসল রাষ্ট্রবিরোধী হচ্ছে আওয়ামী লীগ। বিএনপি মহাসচিব জনগণের শান্তির স্বার্থে কারফিউ প্রত্যাহারের দাবি জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সর্বদলীয় সভায় অংশ নিবেন বিএনপির সালাউদ্দিন আহমেদ
নারীর সঙ্গে মদ্দপ অবস্থায় পুলিশ-আ.লীগ ডান্স পার্টি ভাইরাল, ভিডিওতে যা আছে?
আশুলিয়ায় হিজড়াদের অশ্লীল মেলা বন্ধের দাবীতে এলাকাবাসীর গণসাক্ষর
কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল হিসেবে সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন
১৭ বছর পর কারামুক্ত বাবর
রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী
এবার ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব