ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১
ভিসা বন্ধের ব্যাপারে লিখিত কোনো অর্ডার আসেনি-প্রবাসী প্রতিমন্ত্রী

আমিরাতে লাখ লাখ বাংলাদেশি চরম আতঙ্কে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৫ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ১২:০৩ এএম

মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বন্ধ করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটির সরকার। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী গতকাল গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রবাসী প্রতিমন্ত্রী বলেন, দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা আইন অমান্য করে বিদেশে বাংলাদেশের ভাব-মর্যাদা নষ্ট করছে। গতকাল বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাম্প্রতিক দুবাই ভিসা বন্ধের বিষেয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভ্রাতৃ-প্রতীম সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের সুন্দর কূটনৈতিক সর্ম্পক বিরাজ করছে। কিন্ত বাংলাদেশের কোটা বিরোধী ছাত্রদের সাথে সংহতি প্রকাশে গত ২০ জুলাই দেশটি প্রবাসী বাংলাদেশিরা অনাকাঙ্খিত মিছিল বের করে। এতে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ বিব্রতবোধ করেন। পুলিশ এসব প্রবাসী বাংলাদেশিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে।

প্রবাসী প্রতিমন্ত্রী বলেন, দেশে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে মেট্রোরলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিদেশেও তারাই বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করার জন্য একই কাজ করেছে। আমি মনে করি, ৭১ এর যুদ্ধাপরাধী জামাত বিএনপির পেতাত্মারা যেমন কর্মকা- করেছিলো তাদের শাস্তি হয়েছিলো। তেমনিভাবে দুবাইয়ে আন্দোলন করে তারা বিদেশে বাংলাদেশের ভাব-মর্যাদা নষ্ট করেছে। এজন্য ৫৭ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। দ-প্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করবো না। এটি তাদের রাষ্ট্রীয় বিষয়।

সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের ব্যাপারে তিনি বলেন, আমাদের কাছে লিখিত কোনো অর্ডার আসেনি। আমরা সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি তারাও কিছু জানে না। বাংলাদেশে নিযুক্ত ইউএই’র রাষ্টদূতের সঙ্গেও কথা বলেছি তিনিও কিছু জানায়নি। শ্রমবাজার বন্ধ হয়েছে কিনা এ ব্যাপারে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই। জানলে আমরা গণমাধমকে জানিয়ে দিব। আমি সবাইকে অনুরোধ করব, সঠিক তথ্য নিয়ে সংবাদ পরিবশেন করার জন্য। দেশের উপকার হবে। মানুষের বিভ্রান্তিও কমবে। সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের বিষয়টি কি ভিত্তিহীন? সাংবাদিকরে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে এখনো কোনো খবর আসে নাই, চিঠি আসে নাই।

গতরাতে দুবাই থেকে ইনকিলাবের সংবাদদাতা মো.ছালাহউদ্দীন জানান, দুবাইতে সাধারণ শ্রমিকদের ভিসা বন্ধ থাকলেও ইঞ্জিনিয়ার, সার্টিফিকেটধারী, ক্যাশিয়ারসহ বিশেষ ক্যাটাগরির বাংলাদেশি ভিসা চালু আছে। দেশটির আইন ভঙ্গ করে কোটা বিরোধী আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে কতিপয় বাংলাদেশি প্রকাশ্যে বিক্ষোভ করলে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে দেশটির আদালত এ ঘটনায় ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ-ের আদেশ দিয়ে শাস্তি দিয়েছে।

এদিকে, গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশি কর্মীদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হয়নি। ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। এটি গুজব। আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। এ নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কিছু সড়কে জড়ো হয়ে কিছু বাংলাদেশি কর্মী বিক্ষোভ করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেছে মর্মে খবর চাউর হয়েছে। দেশের কয়েকটি গণমাধ্যমও এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে প্রবাসীরা আরব আমিরাতে বিক্ষোভ করায় ভিসা বন্ধ করেছে আমিরাত। সেইসঙ্গে ৫৭ জনকে সাজা দেওয়ার খবরও প্রচার হয়।

মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বন্ধের খবরে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশি অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ রোমানা। তিনি বলেন, খবরটি শুনে খুব খারাপ লেগেছে। দেশটি থেকে অনেক রেমিট্যান্স আসে। যদি বাজারটি বন্ধই হয়ে যায় তাহলে অনেক প্রভাব পড়বে দেশে। আমরা চাই না এই শ্রম বাজার বন্ধ হোক। কারণে এতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। রেমিট্যান্স প্রবাহ কমে যাবে। তিনি বলেন, দেশে চলমান সমস্যার কারণে অনেকের ভিসা প্রক্রিয়ায় সময় শেষ হওয়ায় ভিসা পায়নি। এছাড়া বিমানের টিকিটের টাকাও ক্ষতি হয়েছে। কর্মীদের বড় ক্ষতি হলো। বিষয়টি সরকারকে দেখা উচিৎ বলে তিনি মনে করেন।

গতকাল রাতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সোসাইটি (বিপিকেএস)-এর নির্বাহী পরিচালক হারুনুর রশীদ ইনকিলাবকে বলেন, সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। কোটা বিরোধী আন্দোলনের প্রতি অহেতুক সংহতি প্রকাশের নামে কিছু গন্ডমূর্খ প্রবাসী শ্রমিক দুবাইতে বিক্ষোভ করায় দেশটির সরকার ৫৭ জন বাংলাদেশিকে আদালতের রায়ের মাধ্যমে শাস্তি দিয়েছে। এতে দেশটিতে কর্মরত লাখ লাখ বাংলাদেশি চরম আতঙ্কের মাঝে রয়েছে। যদি বাংলাদেশি ভিসা বন্ধই হয়ে যায় তা’হলে দেশের অনেক ক্ষতি হবে। রেমিট্যান্স প্রবাহে কমে যাবে। বিষয়টি দ্রুত কূটনৈতিকভাবে সমাধান করার তাগিদ দেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশিদের শাস্তির বিষয়টি নিয়ে আমাদের দেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তিনি বলেন, কর্মীদের ভিসা যদি বন্ধ হয় তা’হলে দালালদের মাধ্যমে দেশটিতে ই-ভিসায় যাওয়া বিপুল সংখ্যাক বাংলাদেশিদের ভিসার মেয়াদ শেষ হলে দেশে খালি হাতে ফিরে আসতে হবে।

রাতে আমিরাতের শ্রমবাজার বন্ধ প্রসঙ্গে-বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)-এর মহাসচিব আলী হায়দার চৌধুরী ইনকিলাবকে বলেন, আমিরাতের শ্রমবাজার বন্ধের খবর আনুষ্ঠানিকভাবে পাইনি। তবে আমাদের সরকার এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো কিছুই জানতে পারেনি। তিনি বলেন, বিষয়টি দুঃখজনক। ওইখানে আমাদের কর্মীদের একটি বিক্ষোভকে কেন্দ্র করে কয়েকজনকে শাস্তি দিয়েছে জানি। খবরে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এতে আশেপাশের রাষ্ট্রে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আমাদের কর্মীদের ওই দেশের আইন কানুন মেনে চলা উচিৎ বলেও তিনি মন্তব্য করেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার ইনকিলাবকে বলেন, দুবাইস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আরিফুর রহমান গতকাল জানিয়েছেন, বাংলাদেশি কর্মী নিয়োগের ভিসা বন্ধের ব্যাপারে লিখিত বা মৌখিকভাবে কিছু জানায়নি। তবে কর্তৃপক্ষ কয়েকটিদন যাবত বিসা দিচ্ছে না। গতকাল দুবাই থেকে আই এস এমটি হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুল ইসলাম ইনকিলাবকে জানান, দুবাইতে আইন অমান্য করে বিক্ষোভ করে ৫৭জন বাংলাদেশির কঠোর শাস্তির ঘটনায় দেশটিতে কর্মরত বাংলাদেশিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সকল বাংলাদেশিরাই এ অনাকাঙ্খিত ঘটনায় দুঃখ প্রকাশ করছে। তিনি বলেন, এ ধরণের ঘটনায় আমাদের শ্রমবাজার হুমকির সম্মুখীনের বিষয়টি উড়িয়ে দেয়া যায় না। তিনি দ্রুত দেশটির সাথে কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করার ওপরগুরুত্বারোপ করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

নারীর সঙ্গে মদ্দপ অবস্থায় পুলিশ-আ.লীগ ডান্স পার্টি ভাইরাল, ভিডিওতে যা আছে?
১৭ বছর পর কারামুক্ত বাবর
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
আরও

আরও পড়ুন

সর্বদলীয় সভায় অংশ নিবেন বিএনপির সালাউদ্দিন আহমেদ

সর্বদলীয় সভায় অংশ নিবেন বিএনপির সালাউদ্দিন আহমেদ

নারীর সঙ্গে মদ্দপ অবস্থায় পুলিশ-আ.লীগ ডান্স পার্টি ভাইরাল, ভিডিওতে যা আছে?

নারীর সঙ্গে মদ্দপ অবস্থায় পুলিশ-আ.লীগ ডান্স পার্টি ভাইরাল, ভিডিওতে যা আছে?

আশুলিয়ায় হিজড়াদের অশ্লীল মেলা বন্ধের দাবীতে এলাকাবাসীর গণসাক্ষর

আশুলিয়ায় হিজড়াদের অশ্লীল মেলা বন্ধের দাবীতে এলাকাবাসীর গণসাক্ষর

কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল হিসেবে সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন

কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল হিসেবে সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন

১৭ বছর পর কারামুক্ত বাবর

১৭ বছর পর কারামুক্ত বাবর

রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী

রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী

এবার ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া

এবার ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া

দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী

দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী

সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি

সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি

কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক

কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক

ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া

ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া

লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ

ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ

‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’

‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’

ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩

সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩

জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ

টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?

টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?

বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব