নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া
২৫ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
টানা কারফিউ’র কারণে সরবরাহ ঘাটতি দেখিয়ে রাজধানীর বাজারগুলোতে প্রায় সব ধরনের পণ্য বিক্রি হচ্ছে উচ্চমূল্যে। বাজারে প্রায় সব ধরনের সবজির দাম ১০- ২০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে কৃষক তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছে না। পরিবহন ব্যবস্থা থাকায় ক্ষেতেই নষ্ট হচ্ছে শাক-সবজি। আর সরবরাহ কম থাকার অজুহাতে রাজধানীতে তরিতরকারি বিক্রি হচ্ছে আকাশ ছোঁয়া দামে।
গত এক সপ্তাহে ব্যবধানে প্রতিকেজিতে ২০ টাকা বেড়ে করলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। ২৬০ টাকার কাঁচা মরিচ কেজিতে ১৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। কোথাও কোথাও ১০০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকায় অর্থাৎ প্রতি কেজির দাম পড়ছে ৫০০ টাকা। এক সপ্তাহ আগে ১৩৫ টাকা ডজনে বিক্রি হওয়া ডিমের দাম বেড়ে হয়েছে ১৬৫ থেকে ১৭০ টাকা। প্রতিকেজি ১৭০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি বেড়ে হয়েছে ২১০-২২০ টাকা।
নিত্যপণ্যের দাম হঠাৎই বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষের। সংসার চালাতে তাদের নাভিশ্বাস অবস্থা। বাজারে গিয়ে ডিম কিনলে আলু কিনতে পারছেন না, আলু কিনলে রসুন কিনতে পারছেন না। অনেকে প্রয়োজনীয় জিনিস কাটছাট করে কিনছেন। অর্থাৎ এক কেজি আলুর দরকার হলেও কিনছেন আধা কেজি, ১ ডজন ডিম প্রয়োজন হলেও কিনছেন এক হালি।
বিক্রেতারা বলছেন, মাঠে পর্যাপ্ত সবজি উৎপাদন হলেও কারফিউর কারণে ঢাকায় সবজির গাড়ি আসতে পারছেনা। যেখানে চাহিদা ১০ গাড়ি সবজির সেখানে আসছে ২ গাড়ি। যার জন্য উৎপাদন ভালো থাকলেও সরবরাহ ব্যবস্থার ঘাটতির কারণে চাহিদা বেড়ে যাওয়ায় সবজির দাম বেড়েছে। রাজধানীর মালিবাগ কাঁচা বাজার, রামপুরা বাজার, খিলগাঁও রেলগেট কাঁচাবাজারসহ বেশকিছু খুচরা ও পাইকারি বাজারে দেখা যায়, প্রায় সব ধরনের পণ্য বিক্রি হচ্ছে উচ্চমূল্যে।
কারফিউ’র কারণে প্রায় সব ধরনের সবজি অল্প করে এনে ভ্যানে করে বিক্রি করছেন খিলগাঁও রেলগেইট এলাকার সবজি বিক্রেতা আলম। অন্য সময় রেল গেইটের পাশে সবজি বিক্রি করলেও, কারফিউর কারণে এখন শাহজাহানপুর আমতলা মসজিদের পাশের গলিতে সবজি বিক্রি করছেন এই খুচরা ব্যবসায়ী। সবজির দাম সম্পর্কে আলম বলেন, আজকের বাজারে সব থেকে কম দামে বিক্রি হওয়া সবজির দামও প্রতিকেজি ৭০ টাকা করে। প্রতিকেজি ৭০-৮০ টাকায় বিক্রি হওয়া সবজিগুলোর মধ্যে রয়েছে পটল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, পেঁপে, মিষ্টি কুমড়া। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৪০ থেকে ৫০ টাকা, হালি লেবু বিক্রি হচ্ছে ২৫-৪০ টাকা করে।
এছাড়া বেশি দামে বিক্রি হওয়া সবজিগুলোর মধ্যে প্রতিকেজি বরবটি ১০০ থেকে ১২০ টাকায়। দেশি শসা মানভেদে ৮০-১০০ টাকায়। কেজিতে ১০০ টাকা বেড়ে ধনেপাতা বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। মানভেদে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৬০- ২০০ টাকায়। প্রতিকেজিতে ২০ টাকা বেড়ে করলা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকায়। প্রতিটি লাউ ১০০-১২০ টাকায়, চাল কুমড়া ৬০-৭০ টাকায়, ফুলকপি ৮০ টাকায়। কালো লম্বা ও গোল বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায় এবং সবুজ গোল বেগুন ৮০-১০০ টাকায়। এছাড়া বাজারে কলমি শাক ১৫ টাকা, ডাটা শাক ২০ টাকা, কচু শাক ২০ টাকা, লাল শাক ৩০ টাকা, পাট শাক ৩০ টাকা, ডাটা ৩০ টাকা, প্রতি আঁটি লাউ শাক ৫০ টাকায় এবং পুঁই শাক প্রতি আঁটি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে পেঁয়াজের দাম ১২০-১৩০ টাকা পর্যন্ত উঠেছে। কারফিউর আগে থেকেই অবশ্য পেঁয়াজের দাম ছিল উর্ধ্বমুখী। তবে মুদি দোকানে বেশির ভাগ পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কয়েকটি পণ্যের দাম বেড়েছে। ১৩৫ টাকার ছোট দেশি মসুরের ডাল দাম কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এক সপ্তাহ আগেও ব্রয়লার মুরগি ১৬০-১৭৫ টাকায় বিক্রি হলেও গতকাল দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকায়। কক মুরগি ৩০০-৩২০ টাকায়, লেয়ার মুরগি ৩৪৫-৩৫০ টাকা, দেশি মুরগি ৫৮০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সর্বদলীয় সভায় অংশ নিবেন বিএনপির সালাউদ্দিন আহমেদ
নারীর সঙ্গে মদ্দপ অবস্থায় পুলিশ-আ.লীগ ডান্স পার্টি ভাইরাল, ভিডিওতে যা আছে?
আশুলিয়ায় হিজড়াদের অশ্লীল মেলা বন্ধের দাবীতে এলাকাবাসীর গণসাক্ষর
কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল হিসেবে সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন
১৭ বছর পর কারামুক্ত বাবর
রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী
এবার ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব