ঢাকার রাস্তায় তীব্র যানজট
২৫ জুলাই ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ১২:০২ এএম
রাজধানীতে কোটা আন্দোলনের প্রায় এক সপ্তাহ পর যানবাহন চলতে শুরু করেছে। এ সময় ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি হয়। গতকাল বুধবার রাজধানীর মিরপুর-১৪ নম্বর মোড়, মিরপুর-সেনানিবাস স্টাফরোড, স্টাফরোড-বনানী ও প্রগতি সরণিতে এমন চিত্র দেখা গেছে। একই ধরনের যানজট দেখা গেছে গুলিস্তান, পল্টন, গুলশান-হাতিরঝিলের মুখ থেকে তেজগাঁও লিংক রোড পর্যন্তও। মিরপুর রোডের ধানমন্ডি ২৭ নম্বর, সায়েন্স ল্যাব, শাহবাগ, মৎস ভবন, গুলিস্তান, জিরো পয়েন্টে অন্যান্য কর্মদিবসের মতোই ছিলো যান চলাচল। কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী, আগারগাঁও, উড়োজাহাজ ক্রসিং, মতিঝিল, বনানী, মহাখালী, সায়দাবাদসহ বিভিন্ন রাস্তায় প্রচ- যানজট দেখা গেছে। যানজট ও গণপরিবহনের অভাবে ঢাকার রাস্তায় বিরাজ করে স্থবিরতা।
মহাখালী থেকে গুলশান-১ নম্বর হয়ে বাড্ডার সড়কে তীব্র যানজট দেখা গেছে। রামপুরা থেকে নতুনবাজারের সড়কের পরিস্থিতিও একই। একদিকে গণপরিবহন সঙ্কট অন্যদিকে যানজটের কারণে অফিসগামী মানুষ বিপাকে পড়েছেন। সায়েদাবাদে হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তায় বহু রিকশা, অটোরিকশা, বাসকে আটকে থাকতে দেখা যায়। যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ পর্যন্ত পুরোটাই যানজটে স্থবির হয়ে আছে।
সড়কে গণপরিবহন কম। তবে ব্যক্তিগত গাড়ির অভাব নেই। প্রধান প্রধান সড়ক প্রাইভেটকার ও রিকশার দখলে। পুলিশকে এসময় যানবাহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হিমশিম খেতে দেখা যায়। এদিকে স্মরণকালের দীর্ঘ যানযট হয়েছে বিমানবন্দর সড়কে। নিকুঞ্জের সামনে থেকে বনানী ছাড়িয়ে গেছে গাড়ির লাইন। গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা জনিত কারণে পুলিশ আটকে রাখায় যানজট আরও বেড়েছে।
সকাল ১০টায় কারফিউ শিথিল হওয়ায় সব ধরনের গাড়ি সড়কে নেমে আসে। এক সপ্তাহের বেশি সময় ঘরে আটকে থাকা মানুষ একসঙ্গে বের হওয়ার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। কারফিউ শিথিলের সময়ে গতকাল বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিভিন্ন অফিস খোলা ছিলো। কিন্তু যানবাহন পেতে দেরি হওয়ায় এবং যানজটে পড়ে অনেকে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেন নি। বুধবার চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে সরকারি-বেসরকারি অফিস। এতে সকাল থেকে একসঙ্গে অনেক মানুষ বের হওয়ায় রাজধানীর কিছু কিছু সড়কে যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তি বেড়েছে যাত্রীদের।
রাস্তায় নামা যাত্রীরা বলছেন, একদিকে বন্ধ মেট্রোরেল, অন্যদিকে বন্ধ এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তার মধ্যে রাস্তা বিভিন্ন স্থানের চেকপোস্ট স্থাপন করার কারণে সড়কে প্রচ- যানজট দেখা দিয়েছে। গণপরিবহনের অভাবে মূল সড়কেও দেখা যায় রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজির আধিক্য। রয়েছে ব্যক্তিগত প্রাইভেটকারও। গণপরিবহন না পাওয়ায় এবং যানজটের কারণে অফিসগামী যাত্রীরা সকালেই পড়েন বিপাকে।
রাজধানীর কারওয়ান বাজার থেকে প্রাইভেটকারে বনানী যেতে দেড় ঘণ্টারও বেশি সময় লেগেছে বলে জানিয়েছেন এক যাত্রী। অন্য দিন এই পথ যেতে সময় লাগে আধাঘণ্টা। আরেক যাত্রী বলেন, সায়েন্স ল্যাব থেকে শাহবাগ যাওয়ার জন্য বের হই। কিন্তু সড়কে যানজট দেখে ফিরে যাচ্ছি। এই যানজটে শাহবাগ গেলে সময়মতো ফেরা কঠিন হয়ে যাবে, তাই ফিরে যাচ্ছি।
আগারগাঁওয়ে মমিন নামের একজন বলেন, শেওড়াপাড়া থেকে বের হয়েছি রিকশায়। পুরো রাস্তা জট লাগা দেখে হেঁটে আসলাম আগারগাঁও, যাব মতিঝিল। কিন্তু রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে। যাও ২/১ টা দেখা যাচ্ছে সামনে যানজটে আটকা, আবার যাত্রীতেও ভরা। বাধ্য হয়ে অপেক্ষায় থাকতে হচ্ছে।
ফার্মগেটে বাসের জন্য অপেক্ষায় থাকা এক যাত্রী বলেন, বাংলামটর যাব, কোনো কিছু পাচ্ছি না। এখানে শত শত মানুষ দাঁড়িয়ে, কিন্তু পর্যাপ্ত যানবাহন নেই। যাও আছে যানজটে আটকে যাচ্ছে।
অটোরিকশা চালক আনিস বলেন, মোহাম্মদপুর থেকে গাড়ি নিয়ে বের হয়েছি। দুই ঘণ্টায়ও শাহবাগ পার হতে পারিনি। এক পাশ ফ্রি ছিলো। শুধু এক পাশে গাড়ি ধীরগতিতে চলে। যানজটের মধ্যে বসে থেকে যাত্রীরাও কষ্ট করছেন।
তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস বলেন, অফিস-আদালত খুলে দেওয়ায় সকাল থেকেই সড়কে প্রচুর যানবাহনের চাপ রয়েছে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরা জায়গায় জায়গায় গাড়ি সেøা করে চেক করার কারণেও কোথাও কোথাও যানবাহনের ধীরগতি দেখা গেছে। সব মিলিয়ে সড়কে যানবাহনের চাপ আছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সর্বদলীয় সভায় অংশ নিবেন বিএনপির সালাউদ্দিন আহমেদ
নারীর সঙ্গে মদ্দপ অবস্থায় পুলিশ-আ.লীগ ডান্স পার্টি ভাইরাল, ভিডিওতে যা আছে?
আশুলিয়ায় হিজড়াদের অশ্লীল মেলা বন্ধের দাবীতে এলাকাবাসীর গণসাক্ষর
কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল হিসেবে সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন
১৭ বছর পর কারামুক্ত বাবর
রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী
এবার ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব